Showing posts with label চিলাহাটির খবর. Show all posts
Showing posts with label চিলাহাটির খবর. Show all posts

চিলাহাটিতে ভারতীয় হাই কমিশনের পরিদর্শন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 30, 2024 | 6/30/2024 03:46:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি রেলস্টেশন ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার।
আজ রোববার সকালে তিনি নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন ও চিলাহাটি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ভারতীয় সহকারী হাই কমিশনার চিলাহাটি রেলস্টেশনের উন্নয়নমূলক কাজ, পাসপোর্টের মাধ্যমে দুই দেশের মানুষের চলাচল, এ পর্যন্ত এই রেলপথ দিয়ে ভারত থেকে আমদানিকৃত মালামাল, ভারতীয় ট্রেন এখানে প্রবেশের পর কিভাবে আবার পুনরায় চলে যায় এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেন।

চিলাহাটিতে দুগ্ধ উপজাত বিষয়ক ক্যাম্পেইন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, June 27, 2024 | 6/27/2024 02:23:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে দুগ্ধ উপজাত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চিলাহাটি ফিউচার প্রি- ক্যাডেট একাডেমিতে সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত) আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প) দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা মেহবুব উল সহিদ, চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়। অনুষ্ঠানে প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীকে দুধ দিয়ে তৈরি মিল্ক ট্রফি ও লাচ্ছি খাওয়ানো হয়।

সমন্বিত কৃষি ইউনিটের সফল খামারি উদ্যোক্তাদের সম্মাননা দিলো শার্প

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, June 25, 2024 | 6/25/2024 10:56:00 PM


চিলাহাটি ওয়েব ডেস্ক : কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ এই তিনটি খাতের আওতায় মোট ৬ জন সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শার্প ডোমার অফিস কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প) আয়োজনে এ উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হিসেবে একটি করে ক্রেস্ট এবং সার্টিফিকেট ও চেক দেয়া হয়। শার্পের প্রধান নির্বাহী আলহাজ মোহাম্মদ মাহবুব-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। 
বক্তব্য রাখেন- ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, শার্প সহকারী পরিচালক(কর্মসূচি) কৃষিবিদ করিম উদ্দিন, দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা মেহবুব উল সহিদ, চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শার্প মির্জাগঞ্জ শাখার মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম।
উল্লেখ্য, কৃষি খাতে পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষে সৈয়দপুরের মানিক শাহ, কোকোডাস্ট মিডিয়া ব্যাবহার করে মানসম্মত ফসল উৎপাদনে দেবীগঞ্জের মোহাম্মদ আলী, মৎস্য খাতে উদ্যোক্তা খামার যান্ত্রিকরণ কার্যক্রমে সফলতায় মির্জাগঞ্জের রফিকুল ইসলাম, মাছের পোনা চাষ উদ্যোগতা তৈরিতে দেবীগঞ্জের অশোক কুমার রায়, এবং প্রাণিসম্পদ খাতে দেশী মুরগি উৎপাদনে দেবীগঞ্জের আবুল কালাম, নিরাপদ ডিম উৎপাদনে চিলাহাটির জাকারুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

চিলাহাটিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, June 3, 2024 | 6/03/2024 02:45:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার দুপুরে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করেন কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সচিব মাহবুব ইসলাম , ইউপি সদস্য মজিদুল ইসলাম, মাজেদুল ইসলাম মানিক, গোলাম কিবরিয়া, হবিবর রহমান, আমিনুল ইসলাম, আবু তারক, আব্দুল হামিদ, আসাদুজ্জামান ভেনাস, রবিউল ইসলাম, সংরক্ষিত সদস্য কহিনুর আক্তার, মুক্তা বেগম, জেবুন্নাহার, হিসাব সহকারী আদিব শাহারিয়ার, উদ্যোক্তা আব্দুল আজিজ প্রমুখ।
উন্মুক্ত বাজেট সভায় কেতকীবাড়ী ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে সম্ভাব্য আয় ধরা হয় ১৬৫৯১৮৩২, সম্ভাব্য ব্যয় ১৬৩৯৪৩৪৭ এবং সমাপণী জের ধরা হয় ১৯৭৪৮৫ টাকা। এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নাগরিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিলাহাটিতে রেলওয়ে ভুয়া মহাপরিচালক গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 1, 2024 | 6/01/2024 07:59:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে আইডি খুলে ট্রেনের টিকিট পাইয়ে দেয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে ওয়াজকুরনী ওরফে সাব্বির (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার নীলফামারীর চিলাহাটির জুম্মাপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত ওয়াজকুরনী ওরফে সাব্বির ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে।
এ ঘটনায় ডিজিটাল ডিভাইজ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম নিজে বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডি খুলেছে। আর ওই আইডি থেকে ট্রেনের টিকিট পাইয়ে দেয়াসহ নানা প্রতারণামূলক কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অনলাইনে অর্থ হাতিয়ে নিচ্ছিল চক্রটি।
ঘটনাটি নজরে আসে রেলওয়ে পুলিশের এক সদস্যের। তিনি ঘটনাটি সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। এরপর তদন্তে নামে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। তারা ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রেলওয়ে মহাপরিচালকের পরিচয়ে ভুয়া আইডি ব্যবহারকারী প্রতারক চক্রের এক সদস্যকে চিহ্নিত করতে সক্ষম হয়।
এরপর শুক্রবার ভোর রাতে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত রেডমি নোট ১০ লাইট মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি নকিয়া বাটন মোবাইল ফোন সিমসহ জব্দ করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

চিলাহাটিতে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, May 31, 2024 | 5/31/2024 02:15:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : জেলার চিলাহাটিতে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। জানা গেছে, জেলার চিলাহাটির কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ে গত ৩১ মার্চ অফিস সহায়ক, পরিছন্নতা কর্মী ও আয়া পদে ৩ জন প্রার্থী নিয়োগ দেওয়ার কথা ছিল।
সূত্র জানায়- অফিস সহায়ক পদে ৮ জন, পরিছন্নতা কর্মী পদে ৫ জন এবং আয়া পদে ২ জন আবেদন করে। এতে উক্ত প্রতিষ্ঠানটি প্রধান শিক্ষক আসাদুল্লাহ চৌধুরী লাবু এবং সভাপতি দেলোয়ার হোসেন উক্ত ৩টি পদের জন্য একাধিক ব্যক্তির কাছে টাকা হাতিয়ে নেয়।
নিয়োগ পরীক্ষার পূর্বে টাকা প্রদানকারী ৮ জন প্রার্থী নিয়োগ কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে নিয়োগ কমিটি উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উক্ত নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করে সেখান থেকে চলে যান।
আয়া পদে পরীক্ষা দিতে আসা লিপা বেগম চিলাহাটি ওয়েবকে জানায়- আমার কাছে নিয়োগের জন্য প্রধান শিক্ষক ৫ লক্ষ টাকা নেয়, পরে একই পদে আমার শশুরের সঙ্গে গোপন আলোচনা করে আমার চেয়ে বেশি টাকা নিয়ে আমার ননদকে আয়া পদে নিয়োগ দেওয়ার জন্য চূড়ান্ত করে।
আমার শ্বশুর আমাকে নিয়োগ পরীক্ষা না দেওয়ার জন্য ব্যাপক মারপিট করে আমার স্বামী এবং আমাকে বাড়ি থেকে বের করে দেয়।
নিয়োগ পরীক্ষার ব্যাপারে জানতে চাইলে নিয়োগ কমিটি ও ডোমার উপজেলা ভূমি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান- একাধিক প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো।

চিলাহাটিতে নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্তের অভিযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, May 22, 2024 | 5/22/2024 03:12:00 PM

চিলাহাটি ওয়েব ডেক্স : নীলফামারী জেলার চিলাহাটির দক্ষিণ চন্দখানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৪ প্রার্থীকে নিয়োগদানের জন্য চূড়ান্ত করা হয়েছে। এই গোপন তথ্য ফাঁস হওয়ায় ইতিপূর্বে ওই বিদ্যালয় দুইবার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। পুনরায় তৃতীয় ধাপে মনোনীত ৪টি পদে ৪ জন প্রার্থীকে নিয়োগ দানের অপচেষ্টা চলছে।
মনোনীত প্রার্থীরা হলেন- পরিছন্নতা কর্মী পদে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেনের মেয়ে শিল্পী আক্তার, অফিস সহায়ক পদে সভাপতির ভাই আতাউর রহমানের স্ত্রী রতনা বেগম, নৈশ প্রহরী পদে ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম এর ছেলে নুর আলম ও আয়া পদে পাবর উদ্দিনের মেয়ে জোসনা বানু।
গত ২০ মে সরেজমিনে গিয়ে দক্ষিণ চান্দখানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হকের কাছে প্রথম ধাপে কোন পদে কতজন, দ্বিতীয় ধাপে কত জন আবেদন করেছিলো জানতে চাইলে তিনি বলেন- সকল কাগজপত্র আমার বাড়িতে আছে তাই কোন কিছু বলতে পারব না, আপনারা সভাপতির সাথে যোগাযোগ করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন (ঢোল) জানান- দাতা সদস্যদের ম্যানেজিং কমিটিতে নেওয়া হয়নি বলে তারা পরপর দুইবার পরীক্ষায় এরকম গন্ডগোল করেছে, ফলে নিয়োগ পরীক্ষা বাতিল হয়ে গেছে। যে কেউ আবেদন করতে পারে। ডিজি প্রতিনিধির উপস্থিতিতে নিয়োগের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।
অপরদিকে নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়- মোশারফ হোসেন (ঢোল) তার মেয়ে এবং ভাইয়ের স্ত্রীকে গোপনে নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত করেছে।
গোপন সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ২ ফেব্রুয়ারী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪টি পদে ৩১ জনের আবেদন গ্রহণ করা হয়। তাদের এই সাজানো পরীক্ষা নিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করে। দ্বিতীয় ধাপে ১৬-১০-২৩ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ জনের আবেদন গ্রহণ করে।
প্রথম ধাপির ৮১ জন দ্বিতীয় ধাপের ১০ জন সহ মোট ৪১ জন প্রার্থীকে নিয়ে বিদ্যালয়ে সাজানো পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৪টি পদে তাদের মনোনিত ওই ৪ জনকে নিয়োগ দেওয়ার তথ্য পুনরায় ফাঁস হলে পরীক্ষার পূর্বে স্থানীয়দের চাপে পরে দ্বিতীয় ধাপের পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থগিত করে।
এদিকে পুনরায় সভাপতি ও প্রধান শিক্ষক তাদের প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য ২ এপ্রিল ২০২৪ তারিখে সমকাল পত্রিকায় পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের প্রার্থীদের বাতিল করে নতুনভাবে পরিচ্ছন্নতা কর্মী পদে সভাপতির মেয়ে শিল্পী আক্তার সহ ৪ জন প্রার্থী, অফিস সহায়ক পদে সভাপতি ভাই আতাউর রহমানের স্ত্রী রতনা বেগম সহ ৬ জন প্রার্থী, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলামের ছেলে নুর আলম সহ ৪ জন প্রার্থী ও পাবর উদ্দিনের মেয়ে জোসনা বানু সহ ৮ জন প্রার্থীর আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই সম্পন্ন করে। তারা গোপনে নিয়োগ পরীক্ষার মাধ্যমে তাদের মনোনীত প্রার্থীদের নিয়োগ দানের অপচেষ্টা চালিয়ে আসছে।
এ বিষয়ে জানতে চাইলে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম জানান- ইতিপূর্বে অভিযোগের প্রেক্ষিতে পরপর দুইবার নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রার্থী চূড়ান্ত করার কোন সুযোগ নেই। অভিযোগ পেলে আবারও পরীক্ষা বাতিল করা হবে।

চিলাহাটি থেকে দুটি আন্তঃনগর ট্রেনে যুক্ত হল লাগেজ ভ্যান

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 21, 2024 | 5/21/2024 01:23:00 AM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উত্তরের সীমান্তবর্তী এলাকা চিলাহাটি থেকে ঢাকাগামী দুইটি আন্তঃনগর ট্রেনে যুক্ত হল লাগেজ ভ্যান। গত ১৯ মার্চ ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এবং ২০ মার্চ আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ লাগেজ ভ্যান দুটি যুক্ত হল। এতে করে এই এলাকার মানুষজন অল্প খরচে কৃষিজাত পণ্য পরিবহন করতে পারবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন’ প্রকল্পের আওতায় এসব লাগেজ ভ্যান সংযোজন করা হচ্ছে।
চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার হায়দার আলী জানান- এ লাগেজ ভ্যান দুটি সংযুক্ত করার কারণে এই এলাকার মানুষজন খুব দ্রুত সময়ে কম খরচে তাদের মালামাল পরিবহন করতে পারবে। খুব শীঘ্রই আন্তঃনগর রুপসা এবং সীমান্ত এক্সপ্রেস ট্রেনেও লাগেজ ভ্যান সংযোজন হবে বলে তিনি জানান।

চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সকলের দোয়া প্রার্থী আপেল বসুনীয়া

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 16, 2024 | 5/16/2024 12:06:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন দৈনিক আজকালের খররের চিলাহাটি প্রতিনিধি এবং চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়া)।
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর আগে তিনি পর পর দুইবার চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে সাপ্তাহিক দাগ ও আঞ্চলিক দৈনিক আজকের প্রতিভা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন তিনি। 
(২০০৯-২০১১) সাল পর্যন্ত তিনি সাবের হোসেন চৌধুরী (খোকার) প্রকাশিত দৈনিক দিনের শেষে পত্রিকায় কাজ করেছিলেন।
এরপর রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকায় (২০১০-২০১৩) সাল পর্যন্ত কাজ করছিলেন।
২০১১ সালে তিনি দেশবন্ধু গ্রুপের দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ করার মাধ্যমে প্রথম শ্রেণির জাতীয় পত্রিকায় কাজ শুরু করেন।
২০১২ সালের ১৬ই ডিসেম্বর তিনি চিলাহাটি ওয়েব ডটকম নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদনা শুরু করেন। (২০১২-২০১৩) সালে তিনি আজিজুর রহিম পিউ সম্পাদিত রংপুর থেকে প্রকাশিত দৈনিক বাহের সংবাদে কাজ করেছিলেন। এর পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জলঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক বিকশিত বাংলায় কাজ করছিলেন।
সর্বশেষ তিনি নীলফামারী জেলার স্থানীয় দৈনিক নীলসীমান্ত পত্রিকায় ২০১৫ সাল থেকে মাত্র ৩ বছর কাজ করেছিলেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

চিলাহাটি প্রেসক্লাব আগামী দিনে কার হাতে

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 14, 2024 | 5/14/2024 12:24:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী এলাকার চিলাহাটি প্রেসক্লাবের নির্বাচন আগামী ১৮ই মে।
এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন হাড্ডাহাড্ডি লড়াই করছেন। কে হবে আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে জনমনে গুঞ্জন শোনা যাচ্ছে।
সভাপতি পদে লড়ছেন দৈনিক নয়া দিগন্তের ডোমার প্রতিনিধি চিলাহাটির সাংবাদিকের গুরু এবং চিলাহাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু।
বাকি ৩ জন হলেন- সাবেক সহ: সভাপতি দৈনিক আলোকিত সকাল এর প্রতিনিধি ওহাবুল হক। যিনি সাংবাদিকতার পাশাপাশি চিলাহাটি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতিও।সাবেক সহ: সভাপতি এ.আই.পলাশ। যিনি দীর্ঘদিন থেকে দৈনিক যুগের আলো পত্রিকায় সাংবাদিকতা করছেন। সাবেক সহ:সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। যিনি দৈনিক দেশের পত্র, আমাদের অর্থনীতি ও অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এ কাজ করছেন। 
সাধারণ সম্পাদক পদে ২ জন লড়ছেন। যারা হলেন- দৈনিক আজকালের খবর পত্রিকার চিলাহাটি প্রতিনিধি এবং অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়া)। তিনি পরপর দুইবার চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
অপর আরেক প্রার্থী হলেন সাবেক সাধারণ সম্পাদক দৈনিক খবর পত্র পত্রিকার চিলাহাটি প্রতিনিধি আশরাফুল হক কাজল। তিনি সাংবাদিকতার পাশাপাশি লুনা স্টুডিওর পরিচালক। জনমনে গুঞ্জন উঠেছে কে হবে আগামী দিনের প্রেসক্লাবের কর্ণধর। প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে নতুনের আগমন ঘটুক এ প্রত্যাশা সুধী মহলের।

চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, May 13, 2024 | 5/13/2024 02:21:00 AM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক আজকালের খররের চিলাহাটি প্রতিনিধি এবং চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়া)।
রবিবার দুপরে তিনি এ মনোনয়নপত্র জমা দিন। এর আগে তিনি পর পর দুইবার চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে সাপ্তাহিক দাগ ও আঞ্চলিক দৈনিক আজকের প্রতিভা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন তিনি।

চিলাহাটিতে মে দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, May 1, 2024 | 5/01/2024 05:42:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে শ্রমিক সংগঠন গুলো তাদের দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করে। পরে র‌্যলি, আলোচনা সভা, মিলাদ মাহফিল,দোয়া ও তোবারক বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালিত করেন।
র‌্যালি শেষে নির্মান শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে বক্তব্য রাখেন- সভাপতি মাহাবুবুল আলম ওহাবুল, সহ-সাধারণ সম্পাদক আজম আলী প্রমানিক। ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়নের জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক-লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সভাপতি আলমগীর হোসেন। এছাড়াও চিলাহাটি মটর শ্রমিক ইউনিয়ন, মাইক্রো- বাস শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।

বাউ মুরগি পালনে স্বাবলম্বী চিলাহাটির নারীরা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 29, 2024 | 4/29/2024 02:10:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সর্ব উত্তরের জেলা নীলফামারীর সীমান্তবর্তী এলাকা চিলাহাটির নারীরা সাংসারিক কাজের পাশাপাশি গরু, ছাগল,হাঁস ও মুরগি পালন করে নিজেরাই হচ্ছে স্বাবলম্বী। দেশের সামগ্রিক অর্থনীতিতে পুরুষের পাশাপাশি বড় ভূমিকা রাখছেন নারীরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন তারা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে ও সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের নিরাপদ মাংস উৎপাদনে জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালনের জন্য নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির বিভিন্ন এলাকার বেশ কিছু মহিলাকে বেছে নেয়। তাদের প্রত্যেককে ৪৩ দিনের জন্য ১৫০টি করে মুরগি পালনের জন্য দেয়া হয়। তারা গৃহস্থালী কাজের পাশাপাশি বাউ মুরগি পালন করে নিজেরাই এখন স্বাবলম্বী হয়েছেন।
মুরগি পালনকারী চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কাঠালতুলী গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী পারভীন আক্তার বলেন- প্রশিক্ষণ শেষে সংস্থা থেকে আমাকে ১৫০টি বাউ মুরগি পালনের জন্য দেয়া হয়েছিল। বাউ মুরগি পালনে কোনো সমস্যা হচ্ছে না। রোগ-বালাই নেই বললেই চলে। এই মুরগি পালনে সুবিধা হলো দেশি মুরগির তুলনায় অল্প দিনে বাজারজাত করা যায় এবং অন্য মুরগির তুলনায় ওজন ভালো আসে।
চিলাহাটির আবুল মেম্বারের চৌরাস্তার মনি আক্তার নামের অপর এক নারী খামারি চিলাহাটি ওয়েবকে জানান- আমার স্বামীও আমার এ কাজে যথেষ্ট সহযোগিতা করে। আর্থিকভাবে উন্নতি হচ্ছি বলেই স্বামী এ সহযোগিতা করছে। আমার মুরগি গুলি পাইকাররা এসে বাসা থেকে নিয়ে গেছে এবং এতে আমি বেশ লাভবান হয়েছি। এ মুরগির নষ্ট হবার বা মারা যাবার ভয় নেই। এছাড়াও আমাদের স্থানীয় বাজারে এর যে চাহিদা তৈরি হয়েছে তাই আবারো বড় আকারে এ মুরগির খামার করবো আমি।
সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন- বাউ মুরগি এখন সবার কাছেই পরিচিত। খেতে সুস্বাদু, মৃত্যুহার কম, উৎপাদন বেশি হওয়ারর কারণেই খামারি ও ভোক্তা পর্যায়ে এর চাহিদাও অনেক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ মুরগি লালন-পালনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক চিলাহাটি ওয়েবকে বলেন- পিকেএসএফ ও শার্প প্রাণিসম্পদ বিষয়ে ব্যাপক কাজ করে। তারই ধারাবাহিকতায় ১০০ জন মহিলাকে প্রশিক্ষণ দিয়ে বাউ মুরগি পালনে উদ্বুদ্ধ করেছে। বাউ মুরগির বাচ্চা বড় হয় সন্তোষজনকভাবে এবং মৃত্যুর হার কম। ৪৩ দিনের মধ্যে এ বাচ্চা ৯০০গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে।
তিনি আরও জানান- একেকটি মুরগি ২ থেকে ২.৫ কেজি মতো খাদ্য গ্রহণ করে। সব মিলিয়ে একটি মুরগি পালনে ব্যয় হয় ২০০ থেকে ২১০ টাকা। সেটা বিক্রি হয় কেজি প্রতি ২৬০ থেকে ২৭০ টাকা। এভাবে যদি কেউ ১০০ মুরগি পালন করে তাহলে ব্যয় বাদে ৮ থেকে ১০ হাজার টাকা লাভ হবে। এ মুরগি পালনে গ্রামীণ পুষ্টি ও আমিষের অভাব পূরণসহ দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 24, 2024 | 4/24/2024 08:05:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।
কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে চিলাহাটিসহ সারাদেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী জেলার চিলাহাটির ঐতিহ্যবাহী সব্দিগঞ্জ ঈদগাঁও ময়দানে প্রায় শতাধিক মুসল্লি নিয়ে নামাজ আদায় করা হয়।
মোনাজাতের আগে দুই রাকাআত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন চিলাহাটির সর্বস্তরের জনগণ। 
সব্দিগঞ্জ ঈদগাঁও মাদ্রাসার আয়োজনে এ দোয়ার আয়োজন করা হয় বলে ময়দান কমিটির সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম মিল্লাল এ কথা জানান।

চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 17, 2024 | 4/17/2024 04:56:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কাওলা গ্রামের ইয়াসমিন/মনজুরুল ও মিনু আক্তার/ লিপু এর বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে এ খামার দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত খামার দিবসে সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন হাঁস পালনের উপকারিতা, হাঁস পালনের জন্য সুষম খাদ্য ব্যাবস্তাপনা কিভাবে করতে হয়, হাঁস পালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, বাজার ব্যবস্থাপনসহ ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ে খামারিদের অবহিত করেন।
উক্ত অনুষ্ঠানে ৮০ জন নারী/পুরুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।

নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 8, 2024 | 4/08/2024 05:00:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগায় ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে।
ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৬০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। ময়দান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭১২ সালে এ ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির ওপর ময়দানটির সম্প্রসারণ ঘটেছে। ময়দানের ৭৬টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা।
প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় ৫০০ জন। এ ঈদগাহ ময়দানেভোগডাবুড়ি ইউনিয়নের শব্দিগঞ্জ এলাকার এ ময়দানে ভোগডাবুড়ি এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারীতে আর হয় না।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান চিলাহাটি ওয়েবকে জানান- আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঈদগাহ ময়দানে নির্বিঘ্নে নামাজ আদায়ে পুলিশ দায়িত্ব পালন করবে।
বিশেষ করে শব্দিগঞ্জ ময়দানটি অনেক বড় হওয়ায় সেখানে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে তিনি এ কথা জানান।

চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, April 5, 2024 | 4/05/2024 07:04:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি'র খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মসজিদ পরিচালনা কমিটি ও জামাত বাসীর আয়োজনে খানকায়ে করামতিয়া মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আর্মি, ইবতেদায়ী মাদ্রাসা সাধারণ সম্পাদক একেএম আবুল খায়ের কিবরিয়া, সমাজসেবক আবুল কালাম আজাদ।
দোয়া পরিচালনা করেন- খানকায়ে কেরামতিয়া শরীফ কমপ্লেক্সে এর বোডিং সুপার শওকত আলী।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান ইসলাম।

চিলাহাটির সীমান্তে মরা গরুর মাংস বিক্রি : আটক করলেন জনতা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 05:37:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির সীমান্তবতী বিওপি বাজারে রাতের আধারে মরা গরু মাংস বিক্রি কালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে। গত রবিবার রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজারে এ ঘটনাটি ঘটে। আটককারী বিক্ষুব্ধ জনতারা চিলাহাটি ওয়েবকে জানান- রবিবার সকালে পার্শ্ববতী খলিলের ছেলে মমিনুলের গোয়াল ঘরে একটি গরু মারা যায়। এই সংবাদ পেয়ে বিওপি বাজারের মাংস ব্যবসায়ী লেবু মিয়া তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে মমিনুলের বাড়িতে গিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। ওই দিনেই সন্ধ্যার পর লেবু তার লোকজনদের নিয়ে মমিনুলের গোয়াল ঘর থেকে মৃত গরুর মাংস নিয়ে এসে বিওপি বাজারে বিক্রি শুরু করে। রাতের আঁধারে গরুর মাংস বিক্রি করতে দেখে উৎফুল্ল জনতা ওই মাংস দোকানের কাছে ভিড় জমায়। এ সময় বিক্রিকৃত মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে নানা আলোচনায় সমালোচনার ঝড় শুরু হয়। এক পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নের ইউ,পি সদস্য আব্দুল খালেক, আমিনার রহমান, কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বার মায়া বেগমের সহযোগিতায় গরুর মালিক মমিনুলকে বাড়ী থেকে ডেকে নিয়ে আসা হয়। মমিনুল বিওপি বাজারের উৎপন্ন জনতার সামনে স্বীকার করেন তার গরুটি মৃত। মাংস ব্যবসায়ী লেবু আমাকে লালসা দেখিয়ে ওই গরুর মাংস কেটে নিয়ে আসে। সংবাদ পেয়ে ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধহীন মাংস গুলি ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে চাইলে উপস্থিত জনতারা বিক্ষোভ করতে থাকে। চেয়ারম্যানের এ সিদ্ধান্তের বিষয়টি প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসি কে বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে চেয়ারম্যান প্রতিবাদকারী জনতাকে এই ঘটনা সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে মাংস গুলি মুক্তিরহাট বাজারে পুকুরের ধারে পুতে ফেলে। মাংস ব্যবসায়ী লেবু মিয়া ও গরুর মালিক মমিনুল ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসির উদ্বৃত্ত দিয়ে চিলাহাটি ওয়েবকে বলেন- মাংস ব্যবসায়ী লেবু ভোগডাবুড়ী ইউনিয়নে আর কোনদিন মাংস বিক্রি করতে পারবেনা। এই ঘটনার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিলাহাটি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির পেশাদার সাংবাদিকদের সংগঠন চিলাহাটি প্রেসক্লাবের পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ২৫ মার্চ বিকালে চিলাহাটি ডাকবাংলা হলরুমে চিলাহাটি প্রেসক্লাবের আয়োজনে কমিটি বিলুপ্ত ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।
চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৩০ এপ্রিল এর মধ্যে নতুন কমিটি গঠন এর জন্য আহসানুল কবীর জুয়েল ও আশরাফুল হক কাজলকে সার্বিক দায়িত্ব পালন করার অনুমতি দিয়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

চিলাহাটিতে আমের মুকুলে ভরে গেছে গাছ, বেশি ফলনের সম্ভাবনা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 31, 2024 | 3/31/2024 01:08:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে আমের মুকুলে ভরে গেছে গাছ। রঙিন বনফুলের সমারোহ প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সমাজে।
গ্রামবাংলার সর্বত্রই এখন এমনই দৃশ্য। মৌমাছির গুণগুণ শব্দে ফুলের রেণুকা থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ এ অনুরুপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। গতবছরের তুলনায় এবার বেশি ফলনের আশা দেখছেন এলাকাবাসী।
বসন্তের আগমনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। সুমিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। এ যেন মুকুলের স্বর্গরাজ্য। বসন্তের শুরু থেকেই মুকুলে মুকুলে শোভা পাচ্ছে পুরো উপজেলার আম গাছগুলো। ষড়ঋতুর এই বাংলাদেশে পাতাঝরা ঋতুর রাজা বসন্ত।
প্রতিবারের মতো শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো ঋতুরাজ বসন্ত।
চিলাহাটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সদ্য মুকুল ফোটা দৃশ্য এখন ইট পাথরের শহর থেকে শুরু করে বিস্তৃত গ্রাম্য জনপদেও। বেশির ভাগ ইউনিয়ানের গ্রামগুলোতে মুকুলে ছেয়ে গেছে।