রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব :নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ি ইউনিয়নের পাঙ্গা নদীর শ্রোতাতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ৩টি শিশু ছেরা মশারী নিয়ে ওই নদীতে মাছ ধরতে যায়। এ সময় দুইটি শিশু পানিতে ডুবে যাওয়ায় ভাগ্যক্রমে সিয়াম নামে শিশুটি বেঁচে যায় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটি এসে নদীর গর্তে ডুবে থাকা দুই শিশুকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার দুই শিশুকে মৃত ঘোষণা করে। মৃত শিশুরা হলেন কেতকীবাড়ি ইউনিয়নের তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৬) প্রতিবেশী তাহেরুলের ছেলে তৌফিক(৬)।
কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান ঘটনাটি নিশ্চিত করে বলেন- ঘটনার দিন ওই তিন শিশু বাড়ির লোকজনের অজান্তে সেরা মশারী নিয়ে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনায় পরে।
চিলাহাটিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
8/29/2025 11:35:00 PM
বিভাগ