সর্বশেষ

Sunday, June 4, 2023

চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকার গণভবন থেকে প্রধানমন্ত্রী  -ছবি : চিলাহাটি ওয়েব

চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : চিলাহাটি থেকে ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ জুন) সকালে প্রধানমন্ত্রী নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে ট্রেনের উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধা সহ ৮০০ জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন নতুন চিলাহাটি এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটিতে চলাচল করবে।
হলদিবাড়ী-চিলাহাটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করায় চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। পণ্য বোঝাই ওয়াগনের পাশাপাশি এই রুটে আন্তদেশীয় ‘মিতালী এক্সপ্রেস’ চলাচল করছে।
চিলাহাটি রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী  -ছবি : চিলাহাটি ওয়েব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং রেলওয়ে কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের (বিআর) ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে জানানো হয়, ২০০৯ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে মোট ৭৪০ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করেছে, ২৮০ কিলোমিটার রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করেছে এবং ১৩০৮ কিলোমিটার রেলপথ পুনর্বাসন করেছে। এই সময়ে বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ১১৪টি লোকোমোটিভ সংগ্রহ করা হয়েছে এবং নতুন ৬২৩টি যাত্রীবাহী বগি এবং ৫১৬টি পণ্যবাহী ওয়াগন সংগ্রহ করা হয়েছে। এছাড়াও, ১৩০টি রেলস্টেশনের সিগন্যালিং সিস্টেম আধুনিকীকরণ করা হয়েছে। বর্তমানে যাত্রীদের চলাচলের জন্য ১৪২টি নতুন ট্রেন চলাচল করছে।
চিলাহাটি রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস  -ছবি : চিলাহাটি ওয়েব

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় চিলাহাটি থেকে ছেড়ে বিকাল ৩-১০টায় কমলাপুর স্টেশনে পৌঁছবে। আবার সোয়া ৪টায় কমলাপুর থেকে ছেড়ে রাত ১টায় চিলাহাটি পৌঁছবে।
আর এ ট্রেনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার। অর্থাৎ শনিবার ছাড়া সপ্তাহে ছয় দিন ট্রেনটি এ রুটে চলাচল করবে।

Saturday, June 3, 2023

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এর কান্তজিউ মন্দির পরিদর্শন

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এর কান্তজিউ মন্দির পরিদর্শন


আমিনুল ইসলাম,কাহারোল (দিনাজপুর) : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন।
৩ জুন ২০২৩ (শনিবার) বিকেলে ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন । এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ ইসহাক, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, কাহারোল নির্বাহী অফিসার নাঈম হাসান খান প্রমুখ। কান্তজীউ মন্দির ও কান্তনগর প্রত্নতানত্ত্বিক জাদুঘর পরিদর্শন করেন এসময় এবিএম আমিন উল্লাহ নূরী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
রোটারী ক্লাব অব ঢাকার প্রতিনিধি দলকে সংবর্ধনা

রোটারী ক্লাব অব ঢাকার প্রতিনিধি দলকে সংবর্ধনা

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) : রোটারী ক্লাব অব ঢাকা হতে আগত একটি প্রতিনিধি দল দিনাজপুরের ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে এলে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট ও রোটারী ক্লাব রংপুর জোনের (আরআই ডিসট্রিক্ট-৩২৮১) লেঃ গর্ভঃ রণজিৎ কুমার সিংহ তাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
রোটারী ক্লাব অব ঢাকা’র প্রতিনিধি দলের স্টাফ ফোরামের প্রেসিডেন্ট সানোয়ার হোসেন নওরোজ এর নেতৃত্বে সেক্রেটারী রোটারী মিজানুর রহমান, রোটারী এ.এন মনছুরুল হক সোহেল, নুরুল ইসলাম সাজু, সোহেল হোসেন, এস.এম এমদাদ হোসেন, রিপন পারভেজ, ইদ্রিস আলী মোল্লা, রুহুল আমিনসহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করার জন্য ঢাকা হতে আসেন। এসময় দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারী আব্দুস সাত্তার ও স্টার সেক্রেটারী রোটারী আরিফুজ্জামান তাদের সঙ্গে ছিলেন।
স্বপ্নের চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন আগামীকাল          -রেলপথ মন্ত্রী

স্বপ্নের চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন আগামীকাল -রেলপথ মন্ত্রী

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল রোববার (৪জুন) উদ্বোধন হতে যাচ্ছে চিলাহাটি-ঢাকা দিবাকালীন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন চিলাহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান- চিলাহাটিবাসীর দীর্ঘদিনের দাবি এই ট্রেনটিকে নিয়ে। এ সরকারের আমলে রেলের ব্যাপক উন্নতি হয়েছে।
আগামীকাল রোববার সকালে ঢাকার গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনটি চলাচলের শুভযাত্রা উদ্বোধন করবেন। অপরদিকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন চিলাহাটি রেলস্টেশন থেকে ট্রেনটি শুভযাত্রা উপলক্ষে বাঁশি ফু দিয়ে যাত্রা শুরু করবেন।

Friday, June 2, 2023

কাহারোলে নিখোঁজ গরু ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

কাহারোলে নিখোঁজ গরু ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

আমিনুল ইসলাম, কাহারোল : দিনাজপুরের কাহারোল উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর গরু ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করে থানা পুলিশ মর্গে প্রেরণ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার খোদাবক্স সুমন পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট করার নির্দেশ দেন।
ঘটনার বিবরণে জানা যায়, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত ফেওলা সাহার পুত্র মজিবর রহমান (৫৯) গত ৩০ মে রাতে নিখোঁজ হন।
এ ব্যাপারে পরিবারের লোকজন ১ জুন কাহারোল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বৃহস্পতিবার রাতে একই ইউনিয়নের পার্শ্ববর্তী হাসুয়া গ্রামের এলাকাবাসী পাট ক্ষেতে একটি গলিত লাশ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
 শুক্রবার ভোরে কাহারোল থানা পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কাহারোল থানা অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে ধারণা করা হচ্ছে। থানায় মামলার এজাহার হলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠাকুরগাঁওয়ে বিচার প্রার্থীদের দূর্ভোগ লাঘবে "ন্যায়কুঞ্জ" উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিচার প্রার্থীদের দূর্ভোগ লাঘবে "ন্যায়কুঞ্জ" উদ্বোধন


মাহমুদ আহসান হাবিব, চিলাহাটি ওয়েব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে৷
বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার৷ ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন,বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে কোন ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য সারাদেশে প্রধান বিচারপতির নির্দেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। ১ হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি ও নাস্তার ব্যবস্থা থাকবে । যা বিচার প্রার্থীরা কিনে নিয়ে খেতে পারবেন।
এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমসহ অনেকে উপস্থিত ছিলেন৷
পীরগঞ্জে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগীতা

পীরগঞ্জে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগীতা


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক স্কুল পর্যায়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করেন। সমাজ থেকে দূর্নীতি মুক্ত করার লক্ষ্যে বির্তক প্রতিযোগীতায় বিভিন্ন ধরনের পরামর্শ উঠে আসে। ওই সময় দূর্নীতি প্রতিরোধ পীরগঞ্জ কমিটির সভাপতি মুসা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাঈদা শাহানাজ ওই অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহিরুল হক, দূর্নীতি প্রতিরোধ পীরগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, বিভিন্ন স্কুলে শিক্ষক, ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।