Header Ads Widget

‘পরিত্যক্ত পৃথিবী’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, April 20, 2024 | 4/20/2024 01:25:00 AM

ডেস্ক রিপোর্ট: গত ১৪ এপ্রিল ভারতের কোলকাতা শহরের বিপ্লবী নলিনী গুহ সভাহলে প্রদ্বীপ প্রজ্বলন ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠিত হয়, ‘পরিত্যক্ত পৃথিবী’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রদ্বেয় কবি সাংবাদিক শক্তিময় দাশ। এ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, বিশ্ব বরণ্য সাহিত্যিক (গিনেস বুকের রেকর্ড ধারী লেখক) পৃথ্বীরাজ সেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধা- সাংবাদিক-কবি শক্তিময় দাশ ও কবি-সাংবাদিক বরুণ চক্রবর্তী। ত্রিপুরা থেকে বিশিষ্ট কবি মৃণাল কান্তি পন্ডিত। সম্প্রতি সময়ে জন - আলোকিত সংগঠক ও কবি চন্দ্রনাথ বসু। কমিটির সহ-সভাপতি স্বনামধন্য কবি ত্রিলোচন ভট্টাচার্য। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন, শ্রদ্বেয় কবি-শিল্পী মুকূল চক্রবর্তী। বর্ষবরণ ও বাংলা মাকে শ্রদ্ধা নিবেদনে গান পরিবেশন করেন শিল্পী স্নেহা দাশ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রীবৃদ্ধি করেন রঞ্জনা গুহ, মৌসুমি ডিংগাল, নিউটন দাশ( বাংলাদেশ), রজত সরকার,দুলাল ক্যাটারি,স্বাগতা দাস,আশীষ মন্ডল, রণি মহাপাত্র, সুবীর ঘোষ। সৈকত দাশ,দেবু মন্ডল সহ আরো অনেক মান্যগণ্য ব্যক্তিগণ। পরিত্যক্ত পৃথিবী সাহিত্য পত্রিকার উদ্বোধক, শ্রদ্ধেয় কবি পৃথ্বীরাজ সেন, তাঁর বক্তব্য নয়, তাঁর উপস্থিতই অনুষ্ঠানে রশ্মি ছড়ায় হিরা অনুরূপ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালের যিনি মুক্তিযোদ্ধা সাংবাদিক বাংলার রক্ষক। আমাদের অভিবাবক। সময় সচেতনতা সময়কে মূল্যদানের অমূল্য বক্তব্য উপস্থাপনের মাধ্যমে ভবিষ্যৎ স্বর্ণময়ের দিক নির্দেশনা থেকে, দেন পথপ্রদর্শক রশ্মি মার্গ। বিশেষ অতিথি, বীর মুক্তিযোদ্ধা, কবি আ.খ.ম সিরাজুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন,তিনি প্রধান অতিথি শক্তিময় দাশ সহ কমিটির সবাইকে শুভেচ্ছা বার্তা জানান এবং অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা জানিয়ে এক গুরুত্বপূর্ণ ম্যাসেজ প্রেরণ পূর্বক গৌরবময় করেন ‘পরিত্যক্ত পৃথিবী’ কমিটিকে। বিশেষ বক্তব্য রাখেন শ্রদ্ধেয় কবি সাংবাদিক বরুণ চক্রবর্তী। তিনি বক্তব্যের পরিশেষে সাহিত্য জগতে আন্তরিক ভূমিকা রেখে যাওয়া অনন্য বক্তব্য উপস্থাপন করে আমাদের হৃদয় সমৃদ্ধি করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্প্রতি সময়ের আলোকিত কবি দক্ষ সংগঠক-‘পশ্চিম বঙ্গ সাহিত্য মঞ্চ’ এর কর্ণধার চন্দ্র নাথ বসু। শুভেচ্ছা বক্তব্য শেষে বর্তমান সময় যে বিশুদ্ধ অক্সিজেন ও জল সংকট থেকে পৃথিবীকে রক্ষার্থে বৃক্ষ রোপণ ও জলের অপচয় রোধ করার জন্য অনুষ্ঠানের প্রত্যেককে সচেতন করেন।সাহিত্য ও ত্রিপুরা রাজ্যে সম্পর্কে অসামান্য বক্তব্য রাখেন পরিত্যক্ত পৃথিবীর সম্মানিত উপদেষ্টা মৃণাল কান্তি পন্ডিত। যাঁর বক্তব্যে অনুষ্ঠানের প্রত্যেকে আকৃষ্ট হন এবং আমাদের আন্তরিকতা প্রসারিত হয়।সহ-সভাপতি শ্রদ্বেয় কবি ত্রিলোচন ভট্টাচার্য্যের প্রাণবন্ত বক্তব্য ‘পরিত্যক্ত পৃথিবী’ সাহিত্য জগতের জন্য আশীর্বাদ সমতুল্য। পরিত্যক্ত পৃথিবীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানেই ৭০ জন লেখকের মধ্যে সেরা ১০, ঘোষণা করেন বিচারক রঞ্জনা গুহ, মৌসুমী ডিংগাল ও স্বাগতা দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালিকা মধুমিতা ধূত। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়। উপস্থিত ও শুভাকাঙ্ক্ষী-সহযোগী সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন পরিত্যক্ত পৃথিবী সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা বিউটি দাশ।

চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 17, 2024 | 4/17/2024 04:56:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কাওলা গ্রামের ইয়াসমিন/মনজুরুল ও মিনু আক্তার/ লিপু এর বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে এ খামার দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত খামার দিবসে সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন হাঁস পালনের উপকারিতা, হাঁস পালনের জন্য সুষম খাদ্য ব্যাবস্তাপনা কিভাবে করতে হয়, হাঁস পালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, বাজার ব্যবস্থাপনসহ ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ে খামারিদের অবহিত করেন।
উক্ত অনুষ্ঠানে ৮০ জন নারী/পুরুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।

ঈদুল ফিতরের শুভেচ্ছা

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 10, 2024 | 4/10/2024 03:46:00 PM


 

ঈদুল ফিতরের শুভেচ্ছা


 

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রতিবন্ধী নারী নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
নিহত উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে রওশন আরা বেগম (২৫)। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ শহরের মহাসড়কে জাহানারা মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই সময় রওশন আরা বেগম সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে একটি ট্রাক তাকে ধাক্কায় দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে ও নারীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

বিরামপুরে বেশ কিছু পরিবারে আজ ঈদ আগামীকাল সারাদেশে

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বেশ কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে ।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৭.৪৫ মিনিটে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া নুরুল হুদা দাখিল মাদ্রাসা ও জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর গ্রামে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দুই জামাতে কয়েকটি গ্রামের প্রায় শতাধিক নারী ও পুরুষ ঈদের নামাজ আদায় করেন। বিনাইল ইউনিয়নের আয়ড়া নুরুল হুদা দাখিল মাদ্রাসায় ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন আবু তালেবের ছেলে হাফেজ আব্দুল কাইয়ুম।সে ঢাকা মিরপুর কওমি মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করেন এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর মসজিদে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মো. দেলোয়ার হোসেন কাজি।
সরেজমিনে আজ সকালে উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া নুরুল হুদা দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায় সকাল থেকে দূর-দূরান্তের গ্রামের মুসল্লি ও তাদের পরিবারের নারী সদস্যরা একত্রিত হতে থাকেন।নির্ধারিত সময়ে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর খোতবা পাঠের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করেন।
এ সময় স্থানীয় সাবেক পুলিশ সদস্য খাজের উদ্দিন,মনজেল হাজী,আবু তালেব,মাবুদ হাজী,নুরুল ইসলাম, শাহীন ফেরদৌস সহ তার পরিবারের সদস্যরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম এবং বিরামপুর থানা পুলিশের এসআই নিহার রঞ্জন ও গ্রাম পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
একদিন আগে ঈদ উদযাপন করার বিষয়ে জানতে চাইলে মো.শাহিন ফেরদৌস বলেন,সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এসময়ের ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই এই নামাজ আদায় করা।
আবার রমজানে ২৭ তারিখে আমরা লাইলাতুল কদর রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুঁজি কিন্তু দিন হিসেবে আমরা একদিন পর সেই রাতকে খুঁজছি। এমন বিভিন্ন চিন্তা ও হাদিসি ব্যাখ্যার কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উযদাপন করছি।
বিরামপুর থানার এসআই নিহার রঞ্জন বলেন, সারা দেশে আগামীকাল ঈদ উদযাপিত হবে। তবে আজ এই এলাকার বেশ কিছু মুসল্লি ঈদ উদযাপন করছেন।
এখানে যেন কোনো অপ্রীতিকার ঘটনা না ঘটে, সেই জন্য বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের নির্দেশনায় বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 8, 2024 | 4/08/2024 05:00:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগায় ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে।
ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৬০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। ময়দান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭১২ সালে এ ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির ওপর ময়দানটির সম্প্রসারণ ঘটেছে। ময়দানের ৭৬টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা।
প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় ৫০০ জন। এ ঈদগাহ ময়দানেভোগডাবুড়ি ইউনিয়নের শব্দিগঞ্জ এলাকার এ ময়দানে ভোগডাবুড়ি এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারীতে আর হয় না।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান চিলাহাটি ওয়েবকে জানান- আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঈদগাহ ময়দানে নির্বিঘ্নে নামাজ আদায়ে পুলিশ দায়িত্ব পালন করবে।
বিশেষ করে শব্দিগঞ্জ ময়দানটি অনেক বড় হওয়ায় সেখানে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে তিনি এ কথা জানান।