চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারীর ডোমারে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে সামাজিক ও মানবিক সংগঠন 'হিলফুল ফুজুল যুব সংঘ'। সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান ও নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সাংবাদিক মো. শাহিনুর রহমানকে সভাপতি ও মো. মানিক ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের প্রথম নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরনবী ইসলাম ও শাহরিয়ার আহমেদ সাধন, সহ-সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক শাকিল শাহরিয়ার, অর্থ সম্পাদক আতোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৌরভ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফেজুর রহমান দুখু, যুব ও ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান অনিক ও ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মোস্তাকিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। নবগঠিত হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক শাহিনুর রহমান বলেন, “আমরা নবী করিম (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, মানবতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের সঙ্গে নিয়ে একটি আদর্শ সমাজ গঠনে কাজ করে যাব।" তিনি আরও জানান, সংগঠনটির লক্ষ্য ও কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা, বনায়ন কর্মসূচি, রক্তদান ও তরুণ সমাজকে নৈতিক ও ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ করা।
ডোমারে হিলফুল ফুজুল যুব সংঘের আত্মপ্রকাশ
11/10/2025 11:43:00 PM
বিভাগ
