রাকিবুল হাসান, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি একসময় ছিল স্থানীয় জনগণের নির্ভরতার স্থান। এখান থেকে নিয়মিতভাবে রোগীরা ওষুধ সংগ্রহ করতে পারতেন, বিশেষ করে গর্ভবতী নারীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ পেতেন।
কিন্তু বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রটিতে ওষুধের সরবরাহ বন্ধ রয়েছে। সামান্য কিছু ওষুধ আসলেও কয়েক দিনের মধ্যেই তা শেষ হয়ে যেত। এছাড়া স্বাস্থ্য পরিদর্শিকা ও আয়া পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় গর্ভবতী নারীরা নিয়মিত চেকআপ করাতে পারছেন না।
বর্তমানে কেন্দ্রটিতে পলাশ চন্দ্র নামে একজন ফার্মাসিস্ট এবং শাহাদাত হোসেন নামে একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক দায়িত্ব পালন করছেন। তবে স্থানীয়দের অভিযোগ, ফার্মাসিস্ট পলাশ চন্দ্র দায়িত্বে থাকলেও ওষুধপত্রের অভাবে তিনি কার্যত কিছুই করতে পারছেন না। এমনকি সাধারণ কৃমির ওষুধও মজুদে নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- আগে এখানে নিয়মিত স্বাস্থ্য পরিদর্শিকা আসতেন, আমরা চিকিৎসা ও ওষুধ পেতাম। এমনকি একসময় এখানে নরমাল ডেলিভারিও হতো। এখন কিছুই নেই, শুধু ভবনটা পড়ে আছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রটির ছাদে ছাগল পালন করছেন দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট।তাছাড়া দ্বিতীয় তলা তিনি দখল করে রেখেছেন। নিচতলায় হাসপাতালের আসবাবপত্র অগোছালো ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। এমনকি হাসপাতালের সামনে ছাগলের খাদ্যের জন্য ঘাসও চাষ করা হয়েছে।
এ বিষয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহাদাত হোসেন চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন- এখানে শুধু একজন ফার্মাসিস্ট রয়েছেন। স্বাস্থ্য পরিদর্শিকা ও আয়া পদ দুটি দীর্ঘদিন ধরে খালি। ফলে সেবা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। রংপুর থেকে ওষুধ আসার কথা থাকলেও এখনো পৌঁছায়নি।সাংবাদিকের অনুরোধে কৃমির ওষুধ দিতে না পেরে তিনি জানান- ওষুধ শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন,দ্রুত স্বাস্থ্য পরিদর্শিকা ও আয়া নিয়োগ দেওয়া গেলে রোগীরা পুনরায় সেবা পাবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শূন্যপদ, ওষুধ সংকট ও কর্মীদের অনিয়ম বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান- আমাদের উপজেলার বিভিন্ন পোস্ট এখনো ফাঁকা রয়েছে। যেসব পদে এখনো নিয়োগ দেওয়া হয়নি, সে কারণেই পরিদর্শিকা ও আয়ার ঘাটতি দেখা দিয়েছে। তিনি আরও বলেন- গত ১৪ মাস ধরে কোনো ওষুধ সরবরাহ ছিল না, যার ফলে ওষুধের সংকট তৈরি হয়েছিল। সম্প্রতি নতুন ওষুধ এসেছে, দুই-এক দিনের মধ্যেই প্রত্যেকটি কেন্দ্রে সরবরাহ সম্পন্ন হবে। তবে এবার সীমিত পরিসরে ওষুধ পাওয়া গেছে।স্বাস্থ্য কেন্দ্রে ফার্মাসিস্ট পলাশচন্দ্রের ছাগল পালনের অভিযোগ প্রসঙ্গে সোহেল রানা চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন- এ বিষয়ে আমি কিছুই জানতাম না—আপনা মাধ্যমেই জানলাম। আমি পরিদর্শকের সঙ্গে কথা বলব, অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা কেন্দ্রটির বেহাল অবস্থায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশা, সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ দ্রুত উদ্যোগ নেবে যাতে ভোগডাবুরী ইউনিয়নের মানুষ আবারও আগের মতো স্বাস্থ্যসেবা পেতে পারেন।
চিলাহাটির ভোগডাবুরী স্বাস্থ্যকেন্দ্র অচল: ওষুধ ও জনবল সংকটে নাজেহাল এলাকাবাসী
11/10/2025 11:40:00 PM
বিভাগ
