রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমারে সাত বছরের শিশু তামিল গোলায় টিউমারকের যন্ত্রণা নিয়ে ছটফট করছে। এই পৃথিবীতে সেও বাঁচতে চায়। হত দরিদ্র ভ্যানচালক পিতা আব্দুল মোতালেব ছেলের চিকিৎসার টাকা যোগাড় করাতে হিমশিম খাচ্ছে। তামিমের মা হুসনে আরা উপায়ান্ত না পেয়ে ছেলেকে বুকে নিয়ে হাউমাউ করে কাঁদছে। উপজেলার পশ্চিম চিকনমাটি এলাকার ভ্যানচালক আব্দুল মোতালেব ছেলে তামিমের গলার টিউমারকের চিকিৎসা করাতে না পেরে সমাজের দয়াশীল ব্যক্তিদের এগিয়ে আসার আকুল আবেদন জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন থেকে শিশু তামিম কিছু খেতে গেলে গলায় প্রচন্ড ব্যথা অনুভব করত। শিশুটির এই কষ্ট দেখে তার পিতা তাকে চিকিৎসার জন্য রংপুরে দিয়ে যায়। চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তামিমের গোলায় টিউমার ধরা পড়ে। সেটি অনতি, বিলম্বে অপারেশন করতে হবে। কিন্তু শিশু তামিল অপারেশনের যে টাকা প্রয়োজন সেই টাকা ভ্যাট চালকের পরিবারে নেই। নিরুপায় হয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসে। ছেলের গলার ব্যথার চটপট দেখে মা-বাবা শিশুটিকে বুকে দিয়ে অসহায়ের মত কান্না ছাড়া আর কিছুই করতে পারছে না। অতি সীমিত আয়ের এই পরিবারটির পক্ষে এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। একমাত্র সন্তানকে বাঁচাতে চোখের পানি আর বুকভরা অসহায়ত্ব নিয়ে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা।
আর্থিক সহায়তার জন্য যোগাযোগ নম্বর:: 01300147560
ভ্যান চালকের ছেলে শিশু তামিম এই পৃথিবীতে বাঁচতে চায়
1/27/2026 11:21:00 PM
বিভাগ
