Showing posts with label নীলফামারী. Show all posts
Showing posts with label নীলফামারী. Show all posts

মাদক ও জুয়ামুক্ত ডিমলা গড়তে ডিমলা থানার ওসির বিশেষ ভূমিকা

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, July 6, 2024 | 7/06/2024 10:51:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ মাদক ও জুয়ামুক্ত ডিমলা গড়তে ডিমলা থানার ওসি দেবাশিষ রায়ের বিশেষ ভূমিকায় উপজেলা বিভিন্ন এলাকা হতে প্রতিদিন পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারী ও জুয়ারুদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। 
পুলিশের বিশেষ এই ভূমিকায় এলাকার সর্বস্তরের সচেতন মহল ডিমলা থানার ওসিকে বাহবা জানিয়েছেন। নীলফামারীর ডিমলায় শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনার সময় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব এর সামন থেকে উপজেলা সদরের শিবমন্দির পাড়া এলাকার সুশীল চন্দ্র দাসের ছেলে টুটুল চন্দ্র দাস (৪২)কে ১০ পুড়িয়া হিরোইনসহ গ্রেফতার করে ডিমলা থানার সাব ইন্সপেক্টর উৎপল কুমার রায়। 
অপরদিকে জুয়া খেলার অপরাধে বোচাগাড়ী বাবুরহাট গ্রামের মৃত জগলাল রবিদাসের ছেলে সনাতন (৩১), দক্ষিন তিতপাড়া গ্রামের মৃত ওয়ারেস আলীর ছেলে লাভলু মিয়া (২৫), রামডাঙ্গা গ্রামের বেনী মধাব দাসের ছেলে বাবু দাস (৩৩), ভেদু দাসের ছেলে কালীপদ দাস (৩২), মৃত গোলাম মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) সরদারহাট আদর্শপাড়া গ্রামের মহাদেব দাসের ছেলে রতন দাস (৪০) কে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ। 
এ ব্যাপারে ডিমলা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ডিমলা থানার (ওসি) দেবাশীষ রায় সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ামুক্ত ডিমলা গড়তে থানা পুলিশের বিশেষ ভুমিকায় জুয়া মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় ¬¬¬¬আনতে প্রতিদিন থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ডোমারে মাছের পোনা চাষে লাখপতি সুমন

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, July 5, 2024 | 7/05/2024 03:22:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমারে মাছের পোনা চাষের সংখ্যা বেড়েছে । মাছ চাষ এবং পোনা চাষ অনেক পরিবারের প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে।
নীলফামারী জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ মাস্টার পাড়া গ্রামের পোনা চাষী সুমন ইসলামের বর্তমান প্রধান আয়ের উৎস মাছের পোনা চাষ।
কার্প জাতীয় মাছের পোনা চাষী সুমন ইসলাম বলেন- পূর্বে মাছ চাষের জন্য পুকুরে বিভিন্ন আকারের পোনা মজুদ করতাম, কেউ কেউ বছরে ১/২ বার রেনু /ধানী ছাড়তেন। পোনা অতিরিক্ত হলে মাঝেমধ্যে কিছু বিক্রি করতেন।
কিন্তু বর্তমানে শার্প এনজিও এর মৎস্য কর্মকর্তা ও সহকারী মৎস্য কর্মকর্তার পরামর্শে অনেকে ৩/৪ বার রেনু/ধানি পুকুরে মজুদ করেন শুধুমাত্র বিভিন্ন আকারের পোনা মাছ বিক্রির উদ্দেশ্যে।
লাভের বিষয়ে জানতে চাইলে সুমন ইসলাম চিলাহাটি ওয়েবকে বলেন- আমার আর্থিক সচ্ছলতা এসেছে একমাত্র মাছের পোনা চাষের মাধ্যমে। আমি ৩৪ শতাংশের একটি পুকুরে ৫০ দিনের ১৮ হাজার টাকা খরচ করে কার্প জাতীয় ৮ মন পোনা মাছ ৮২ হাজার টাকায় বিক্রি করেছি। এখনো যে পরিমান পোনা মজুদ আছে যার বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এ পুকুর হতে লাভ প্রায় ৮৪ হাজার টাকা।
সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প) এর মৎস্য কর্মকর্তা রবিউল আলম জানান- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত) মাছ চাষে বিভিন্ন প্রযুক্তি সদস্য পর্যায়ে বাস্তবায়ন এবং সম্প্রসারণ করে আসছে।
তিনি আরো বলেন- স্বল্প সময়ে স্বল্প খরচে অধিক লাভের জন্য গুনগত মানের মাছের পোনা উৎপাদন ও বিক্রির কোন বিকল্প নেই।
ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ বলেন- ডোমারে বেশ কয়েকটি মৎস্য হ্যাচারি রয়েছে। মাছ চাষে ভাল পোনার কোন বিকল্প নেই।
উপজেলা পর্যায়ে চাষীদের পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। লাভ বেশী হওয়ায় অনেকে মাছের পোনা চাষে ধাবিত হচ্ছে। আমার জানা মতে শার্প এনজিও মৎস্য চাষিদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে থাকে।

চিলাহাটিতে ভারতীয় হাই কমিশনের পরিদর্শন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 30, 2024 | 6/30/2024 03:46:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি রেলস্টেশন ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার।
আজ রোববার সকালে তিনি নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন ও চিলাহাটি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ভারতীয় সহকারী হাই কমিশনার চিলাহাটি রেলস্টেশনের উন্নয়নমূলক কাজ, পাসপোর্টের মাধ্যমে দুই দেশের মানুষের চলাচল, এ পর্যন্ত এই রেলপথ দিয়ে ভারত থেকে আমদানিকৃত মালামাল, ভারতীয় ট্রেন এখানে প্রবেশের পর কিভাবে আবার পুনরায় চলে যায় এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেন।

চিলাহাটিতে দুগ্ধ উপজাত বিষয়ক ক্যাম্পেইন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, June 27, 2024 | 6/27/2024 02:23:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে দুগ্ধ উপজাত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চিলাহাটি ফিউচার প্রি- ক্যাডেট একাডেমিতে সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত) আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প) দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা মেহবুব উল সহিদ, চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়। অনুষ্ঠানে প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীকে দুধ দিয়ে তৈরি মিল্ক ট্রফি ও লাচ্ছি খাওয়ানো হয়।

সমন্বিত কৃষি ইউনিটের সফল খামারি উদ্যোক্তাদের সম্মাননা দিলো শার্প

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, June 25, 2024 | 6/25/2024 10:56:00 PM


চিলাহাটি ওয়েব ডেস্ক : কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ এই তিনটি খাতের আওতায় মোট ৬ জন সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শার্প ডোমার অফিস কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প) আয়োজনে এ উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হিসেবে একটি করে ক্রেস্ট এবং সার্টিফিকেট ও চেক দেয়া হয়। শার্পের প্রধান নির্বাহী আলহাজ মোহাম্মদ মাহবুব-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। 
বক্তব্য রাখেন- ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, শার্প সহকারী পরিচালক(কর্মসূচি) কৃষিবিদ করিম উদ্দিন, দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা মেহবুব উল সহিদ, চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শার্প মির্জাগঞ্জ শাখার মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম।
উল্লেখ্য, কৃষি খাতে পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষে সৈয়দপুরের মানিক শাহ, কোকোডাস্ট মিডিয়া ব্যাবহার করে মানসম্মত ফসল উৎপাদনে দেবীগঞ্জের মোহাম্মদ আলী, মৎস্য খাতে উদ্যোক্তা খামার যান্ত্রিকরণ কার্যক্রমে সফলতায় মির্জাগঞ্জের রফিকুল ইসলাম, মাছের পোনা চাষ উদ্যোগতা তৈরিতে দেবীগঞ্জের অশোক কুমার রায়, এবং প্রাণিসম্পদ খাতে দেশী মুরগি উৎপাদনে দেবীগঞ্জের আবুল কালাম, নিরাপদ ডিম উৎপাদনে চিলাহাটির জাকারুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

ডিমলায় শিশু ধর্ষন মামলার আসামী গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 9, 2024 | 6/09/2024 11:58:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলায় আলোতিচ (০৮) শিশু ধর্ষন মামলার আসামী ২৩ দিন পর রোববার সকালে জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর এলাকা হতে র‌্যাব-১৩ এর একটি চৌকস টিম আসামী মমিনুর রহমান (২৮) কে গ্রেফতার করে।
পরবর্তিতে আইনি পদক্ষেপ গ্রহনের জন্য ডিমলা থানার (ওসি) দেবাশিষ রায় এর নিকট আসামীকে হস্তান্তর করা হয়। ঘটনার বিবরনে জানাযায়, গত (১৭ই মে) ২০২৪ইং উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী (মাষ্টারপাড়া) গ্রামের সোহেল রানা ওরফে মিলনের (০৮) বছরের নাবালিকা শিশুকন্যা ও পন্ডিতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রীকে একই এলাকার আতোয়ার রহমানের বিবাহিত ছেলে এক সন্তানের জনক মোঃ মমিনুর রহমান (২৮) জোর পূর্বক ধর্ষন করে। পরবর্তিতে উপস্থিত লোকজন ধর্ষিতা শিশু কন্যাটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডিমলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে। গুরুত্বর জখমী অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। 
এ ব্যাপারে ধর্ষিতার চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় দুইদিন পর শিশুকন্যাটির পিতা সোহেল রানা ওরফে মিলন মোঃ মমিনুর রহমানকে আসামী করে ডিমলা থানার মামলা নং-২০, তারিখঃ১৯/০৫/২০২৪ইং দায়ের করেন। পরবর্তিতে আসামী মমিনুর গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় বলেন, অভিযোগের ভিত্তিতে এজাহারের নামীয় আসামী মমিনুর রহমানকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‌্যাব ১৩ এর একটি চৌকস টিম জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর এলাকা হতে তাকে গ্রেফতার করে।

ডিমলায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 8, 2024 | 6/08/2024 09:32:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলা শবিার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি)ফারজানা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সরকারী মহিলা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান, জনস্বস্থ্য দপ্ধসঢ়;তরের উপ-সহকারী প্রকৌশলী তহিন হাসান বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, ভূম অফিসের সার্ভেয়ার রাব্বিল আল আমীন তারেক, তহশিদার আবুল হোসেন, ডিমলা প্রেসক্লাব এর সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। এ সময় উপজেলার সর্বস্তরের ভুমি সংক্রান্ত সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

চিলাহাটিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, June 3, 2024 | 6/03/2024 02:45:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার দুপুরে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করেন কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সচিব মাহবুব ইসলাম , ইউপি সদস্য মজিদুল ইসলাম, মাজেদুল ইসলাম মানিক, গোলাম কিবরিয়া, হবিবর রহমান, আমিনুল ইসলাম, আবু তারক, আব্দুল হামিদ, আসাদুজ্জামান ভেনাস, রবিউল ইসলাম, সংরক্ষিত সদস্য কহিনুর আক্তার, মুক্তা বেগম, জেবুন্নাহার, হিসাব সহকারী আদিব শাহারিয়ার, উদ্যোক্তা আব্দুল আজিজ প্রমুখ।
উন্মুক্ত বাজেট সভায় কেতকীবাড়ী ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে সম্ভাব্য আয় ধরা হয় ১৬৫৯১৮৩২, সম্ভাব্য ব্যয় ১৬৩৯৪৩৪৭ এবং সমাপণী জের ধরা হয় ১৯৭৪৮৫ টাকা। এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নাগরিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিলাহাটিতে রেলওয়ে ভুয়া মহাপরিচালক গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 1, 2024 | 6/01/2024 07:59:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে আইডি খুলে ট্রেনের টিকিট পাইয়ে দেয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে ওয়াজকুরনী ওরফে সাব্বির (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার নীলফামারীর চিলাহাটির জুম্মাপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত ওয়াজকুরনী ওরফে সাব্বির ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে।
এ ঘটনায় ডিজিটাল ডিভাইজ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম নিজে বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডি খুলেছে। আর ওই আইডি থেকে ট্রেনের টিকিট পাইয়ে দেয়াসহ নানা প্রতারণামূলক কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অনলাইনে অর্থ হাতিয়ে নিচ্ছিল চক্রটি।
ঘটনাটি নজরে আসে রেলওয়ে পুলিশের এক সদস্যের। তিনি ঘটনাটি সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। এরপর তদন্তে নামে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। তারা ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রেলওয়ে মহাপরিচালকের পরিচয়ে ভুয়া আইডি ব্যবহারকারী প্রতারক চক্রের এক সদস্যকে চিহ্নিত করতে সক্ষম হয়।
এরপর শুক্রবার ভোর রাতে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত রেডমি নোট ১০ লাইট মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি নকিয়া বাটন মোবাইল ফোন সিমসহ জব্দ করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

চিলাহাটিতে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, May 31, 2024 | 5/31/2024 02:15:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : জেলার চিলাহাটিতে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। জানা গেছে, জেলার চিলাহাটির কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ে গত ৩১ মার্চ অফিস সহায়ক, পরিছন্নতা কর্মী ও আয়া পদে ৩ জন প্রার্থী নিয়োগ দেওয়ার কথা ছিল।
সূত্র জানায়- অফিস সহায়ক পদে ৮ জন, পরিছন্নতা কর্মী পদে ৫ জন এবং আয়া পদে ২ জন আবেদন করে। এতে উক্ত প্রতিষ্ঠানটি প্রধান শিক্ষক আসাদুল্লাহ চৌধুরী লাবু এবং সভাপতি দেলোয়ার হোসেন উক্ত ৩টি পদের জন্য একাধিক ব্যক্তির কাছে টাকা হাতিয়ে নেয়।
নিয়োগ পরীক্ষার পূর্বে টাকা প্রদানকারী ৮ জন প্রার্থী নিয়োগ কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে নিয়োগ কমিটি উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উক্ত নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করে সেখান থেকে চলে যান।
আয়া পদে পরীক্ষা দিতে আসা লিপা বেগম চিলাহাটি ওয়েবকে জানায়- আমার কাছে নিয়োগের জন্য প্রধান শিক্ষক ৫ লক্ষ টাকা নেয়, পরে একই পদে আমার শশুরের সঙ্গে গোপন আলোচনা করে আমার চেয়ে বেশি টাকা নিয়ে আমার ননদকে আয়া পদে নিয়োগ দেওয়ার জন্য চূড়ান্ত করে।
আমার শ্বশুর আমাকে নিয়োগ পরীক্ষা না দেওয়ার জন্য ব্যাপক মারপিট করে আমার স্বামী এবং আমাকে বাড়ি থেকে বের করে দেয়।
নিয়োগ পরীক্ষার ব্যাপারে জানতে চাইলে নিয়োগ কমিটি ও ডোমার উপজেলা ভূমি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান- একাধিক প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো।

ডিমলায় ঝড়ে বিধস্ত তিন শতাধিক ঘরবাড়ি

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 30, 2024 | 5/30/2024 11:57:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলায় হটাৎ ঝড়ে একটি ইউনিয়নের প্রায় তিন শতাধীক ঘরবাড়ি লন্ডভন্ড। খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার কেঞ্জুল বলেন,বৃহস্পতিবার হটাৎ খালিশা চাপানী এলাকার কাকিনা বাজার, ছোটখাতা, বাইশপুকুর এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে আহত হয়েছেন প্রায় দশজন, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে, ঝড়ে বিদ্ধস্ত হয়েছে অনেক আধাপাকা ও টিনশেড উড়ে নিয়ে গেছে তিন শতাধিক ঘরবাড়ি। বিদ্ধস্ত ঘরবাড়ীর লোকজন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, নাউতারা ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ঝড়ে ঘরবাড়ী বিদ্ধস্তের খবর পেয়েছি। ক্ষতিগ্র¯তদের তালিকা প্রনয়নে কাজ চলছে।

ডিমলায় অনলাইন জুয়া আর পাল্লা দিয়ে চলছে মাদক ব্যবসা

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ নীফামারীর ডিমলায় মোবাইল ফোনে অনলাইন জুয়া আর মাদকে আসক্ত হয়ে নিঃস্ব বেশ কিছু পরিবার। আর এ ব্যাধি বইছে পুড়ো উপজেলা জুড়ে। তবে ডিমলা উপজেলা সদরের থানা এলাকায় বেশি। এ দুই অপরাধের সাথে পাল্লা দিয়ে চলছে প্রতিযোগিতা কে কার আগে এই অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে। 
ডিমলা থানা পুলিশের নিরব ভূমিকায় বেড়েই চলছে বিভিন্ন কৌশলে অপরাধের মাত্রা। মাদক আর জুয়ার টাকা জোগাতে বিভিন্ন অপরাধের জড়িয়ে পড়ছে শিশুকিশোর হতে শুরু করে বিভিন্ন বয়সিরা। সম্প্রতি (১১মে ও ১৭মে) এ উপজেলায় পরপর দুটি শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর (০৮) বছরের শিশু ধর্ষন মামলার আসামীকে ও (১৪) বছরের কিশোরী ধর্ষন মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে পারেনি ডিমলা থানা পুলিশ। 
 গত (২৭ মে) বিভিন্ন অনলাইন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ”মাদকের অভয়ারণ্য ডিমলা” ”হাত বাড়ালেই মিলছে মাদক” শিরোনামে সংবাদ প্রকাশ হলে ডিমলা থানা পুলিশ সামান্য লোক দেখানো নড়েচড়ে বসে। প্রশাসনিক দায় এড়াতে নামে মাত্র দুই মাদক কারবারীকে গ্রেফতার করলেও তুলনা মূলক কোন ভূমিকা নেই থানা পুলিশের। মাদক ব্যবসায়ীরা দিব্যি তাদের ব্যবসা পরিচালনা করেই যাচ্ছে উপজেলা সদরের থানা এলাকার বেশকিছু স্পটে। আর অনলাইন জুয়াড়ীরা ঘরে বসেই বা কোন গোপন জায়গায় জুয়া খেললেও। ডিমলা উপজেলা সদরের বেশ কয়েকটি স্পটে প্রকাশ্যে বিভিন্ন দোকান হোটেল রেস্তরায় দলবেধে মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলায় মেতে উঠেছে। প্রশাসনিকভাবে কোন প্রকার পদক্ষেপ গ্রহন না করায় পাল্লা দিয়ে চলছে এই অপরাধে জড়িয়ে পড়ার প্রতিযোগিতা। অনলাইন জুয়ায় আসক্ত হওয়ার কারনে অনেক ব্যবসায়ী ও তার পরিবার নিঃস্ব হয়ে পথে দাড়িয়েছে। অনেকে নিরুপায় হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পরিবারের সদস্যদের নিয়ে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে শ্রমিকের পেশায় নিয়োজিত হয়েছেন। অনেকে আবার জায়গা জমি ভিটে মাটি ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বিক্রি করেছে। অনেকে জুয়া ও নেশার টাকা জোগাতে বিভিন্ন অপরাধের সাথে খুব সহজেই জড়িয়ে পড়ছে। 
 ডিমলা থানার (ওসি) দেবাশষি রায় বিষয়টি অস্বীকার করে বলেন, ধর্ষনের মামলার আসামী গ্রেফতার হয়নি এটি সত্য, ডিমলায় মাদক বিক্রি হচ্ছে এটাও সত্য। তবে অপরাধীদের ধরতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 26, 2024 | 5/26/2024 01:06:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলায় জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ। আর এ পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে ইতোমধ্যেই স্বাবলম্বী হয়েছেন নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি গ্রামের দরিদ্র কৃষক আইজুল ইসলাম ও তার স্ত্রী মিলি বেগম ।
এ পদ্ধতিতে টমেটো চাষ করে এ দম্পতির শ্রম ও সময় কম লেগেছে। খরচও কম। কৃষক আইজুল ইসলাম জানান- সমন্বিত কৃষি ইউনিট কৃষিখাতের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় ৩০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে টমেটোর চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় প্রচণ্ড আশাবাদী এই কৃষক। শিগগিরই আরও বড় জায়গা নিয়ে বড় পরিসরে তিনি এ পদ্ধতিতে টমেটো চাষ বাড়াতে চান! ফলন ভালো হয়েছে পাশাপাশি বাজারে বিক্রি করে ভালো দাম পেয়ে প্রচণ্ড খুশি কৃষক আইজুল ইসলাম।
সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর নির্বাহী প্রধান আলহাজ্ব মোঃ মাহবুব উল আলম বলেন- মালচিং হলো এক ধরনের পলিথিন। যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রোগজীবাণু থেকেও গাছকে রক্ষা করে। অতিরিক্ত পানি রোধ করে। গাছের গোড়ায় আগাছা হয় না। এই পদ্ধতিতে টমেটো চাষ করতে হলে প্রথমে জমি তৈরি করে মাটির সঙ্গে প্রয়োজন মতো সার মিশিয়ে নিয়ে বেড তৈরি করতে হয়। বেডের প্রস্থ হবে এক মিটার।
এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হবে ৩০ সেন্টিমিটার। এরপর জমিতে তৈরি করা সবকটি বেড মালচিং পলিথিন দিয়ে ডেকে দিতে হবে। পলিথিনের নিচে যাতে পানি প্রবেশ করতে না পারে তাই বেডের চারপাশে পলিথিনের উপরে ভালোভাবে মাটিচাপা দিতে হবে। বেডে চারা রোপণের জন্য ১৮ ইঞ্চি দূরত্ব রাখতে হবে। চার ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে ছিদ্র করে ওই ছিদ্রে টমেটোর চারা রোপণ করতে হবে।
সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর কৃষি কর্মকর্তা মেহবুব-উল সহিদ জানান- টমেটো চাষে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ। এ পদ্ধতিতে টমেটো চাষে শ্রম ও সময় কম লাগে। খরচও কম হয়। টমেটো শীতকালীন ফসল হলেও গ্রীষ্মকালীন টমেটো জনপ্রিয় হয়ে উঠছে। চলতি মৌসুমে এলাকার কৃষকরা এবার মালচিং পদ্ধতির দিকে ঝুঁকছে।

ডোমারে পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যাবহার করে বেবি তরমুজ চাষ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, May 22, 2024 | 5/22/2024 07:45:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে বেবি তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সামিউন বেগম এর পরিবার।
নীলফামারী জেলার ডোমার উপজেলার জাল্লির মোড় এলাকার এবাদ আলী ও তার স্ত্রী সামিউন বেগম ১৬ শতক জমিতে রঙ্গিলা, সুগার কিং ও জেব্রা কিং (হলুদ,কালো ও বাংলালিংক) জাতের বেবী তরমুজ চাষ করেছেন।
সামিউন বেগম ও তার স্বামী এবাদ আলী সমন্বিত কৃষি ইউনিট কৃষিখাতের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় মাচা পদ্ধতিতে বেবি তরমুজ চাষ শুরু করেন। খরচ হয় ১৭ হাজার টাকা। আর এ ক্ষেতের তরমুজ ৩৫ হাজার টাকায় বিক্রয় হবে বলে এ দম্পতি জানান। 
সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর কৃষি কর্মকর্তা মেহবুব-উল সহিদ বলেন, সরকারি কৃষি অফিসের পাশাপাশি পিকেএসএফে অর্থায়নে এবং শার্প এর সার্বিক সহযোগিতায় আমরা প্রশিক্ষনের মাধ্যমে ডোমার উপজেলার বিভিন্ন কৃষকদের উচ্চমূল্যের ফসল হিসেবে গ্রীষ্মকালীন তরমুজ চাষে উদ্বুদ্ধ করি। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করায় ফলন হবে বিষমুক্ত। আশা করছি মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ এ এলাকায় আরও সম্প্রসারিত হবে।
সামিউন বেগম বলেন, শার্প এর সহযোগিতায় এবং পরামর্শে আমি বেবি তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছি। প্রাকৃতিক পরিবেশ ও প্রতিকূলতায় এ জাতের তরমুজের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকায় সাফল্যের মুখ দেখছেন তিনি।
ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম বলেন- এই অঞ্চলে এই প্রথমবারের মতো বেবি তরমুজ চাষ হয়েছে। আমরা কৃষকদের বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য পরামর্শ দিয়ে থাকি।
উপজেলা কৃষি আফিসের পাশাপাশি বেশ কিছু এনজিও কাজ করে আসছে। বিশেষ করে শার্প কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ দিচ্ছে। পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে কৃষকদের বেবী তরমুজ চাষে শার্প ব্যাপক ভূমিকা রাখছে। এই পরিবারকে দেখে আশেপাশের অনেকেই এই তরমুজ চাষে আগ্রহী হচ্ছে।

চিলাহাটিতে নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্তের অভিযোগ

চিলাহাটি ওয়েব ডেক্স : নীলফামারী জেলার চিলাহাটির দক্ষিণ চন্দখানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৪ প্রার্থীকে নিয়োগদানের জন্য চূড়ান্ত করা হয়েছে। এই গোপন তথ্য ফাঁস হওয়ায় ইতিপূর্বে ওই বিদ্যালয় দুইবার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। পুনরায় তৃতীয় ধাপে মনোনীত ৪টি পদে ৪ জন প্রার্থীকে নিয়োগ দানের অপচেষ্টা চলছে।
মনোনীত প্রার্থীরা হলেন- পরিছন্নতা কর্মী পদে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেনের মেয়ে শিল্পী আক্তার, অফিস সহায়ক পদে সভাপতির ভাই আতাউর রহমানের স্ত্রী রতনা বেগম, নৈশ প্রহরী পদে ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম এর ছেলে নুর আলম ও আয়া পদে পাবর উদ্দিনের মেয়ে জোসনা বানু।
গত ২০ মে সরেজমিনে গিয়ে দক্ষিণ চান্দখানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হকের কাছে প্রথম ধাপে কোন পদে কতজন, দ্বিতীয় ধাপে কত জন আবেদন করেছিলো জানতে চাইলে তিনি বলেন- সকল কাগজপত্র আমার বাড়িতে আছে তাই কোন কিছু বলতে পারব না, আপনারা সভাপতির সাথে যোগাযোগ করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন (ঢোল) জানান- দাতা সদস্যদের ম্যানেজিং কমিটিতে নেওয়া হয়নি বলে তারা পরপর দুইবার পরীক্ষায় এরকম গন্ডগোল করেছে, ফলে নিয়োগ পরীক্ষা বাতিল হয়ে গেছে। যে কেউ আবেদন করতে পারে। ডিজি প্রতিনিধির উপস্থিতিতে নিয়োগের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।
অপরদিকে নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়- মোশারফ হোসেন (ঢোল) তার মেয়ে এবং ভাইয়ের স্ত্রীকে গোপনে নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত করেছে।
গোপন সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ২ ফেব্রুয়ারী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪টি পদে ৩১ জনের আবেদন গ্রহণ করা হয়। তাদের এই সাজানো পরীক্ষা নিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করে। দ্বিতীয় ধাপে ১৬-১০-২৩ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ জনের আবেদন গ্রহণ করে।
প্রথম ধাপির ৮১ জন দ্বিতীয় ধাপের ১০ জন সহ মোট ৪১ জন প্রার্থীকে নিয়ে বিদ্যালয়ে সাজানো পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৪টি পদে তাদের মনোনিত ওই ৪ জনকে নিয়োগ দেওয়ার তথ্য পুনরায় ফাঁস হলে পরীক্ষার পূর্বে স্থানীয়দের চাপে পরে দ্বিতীয় ধাপের পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থগিত করে।
এদিকে পুনরায় সভাপতি ও প্রধান শিক্ষক তাদের প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য ২ এপ্রিল ২০২৪ তারিখে সমকাল পত্রিকায় পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের প্রার্থীদের বাতিল করে নতুনভাবে পরিচ্ছন্নতা কর্মী পদে সভাপতির মেয়ে শিল্পী আক্তার সহ ৪ জন প্রার্থী, অফিস সহায়ক পদে সভাপতি ভাই আতাউর রহমানের স্ত্রী রতনা বেগম সহ ৬ জন প্রার্থী, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলামের ছেলে নুর আলম সহ ৪ জন প্রার্থী ও পাবর উদ্দিনের মেয়ে জোসনা বানু সহ ৮ জন প্রার্থীর আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই সম্পন্ন করে। তারা গোপনে নিয়োগ পরীক্ষার মাধ্যমে তাদের মনোনীত প্রার্থীদের নিয়োগ দানের অপচেষ্টা চালিয়ে আসছে।
এ বিষয়ে জানতে চাইলে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম জানান- ইতিপূর্বে অভিযোগের প্রেক্ষিতে পরপর দুইবার নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রার্থী চূড়ান্ত করার কোন সুযোগ নেই। অভিযোগ পেলে আবারও পরীক্ষা বাতিল করা হবে।

চিলাহাটি থেকে দুটি আন্তঃনগর ট্রেনে যুক্ত হল লাগেজ ভ্যান

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 21, 2024 | 5/21/2024 01:23:00 AM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উত্তরের সীমান্তবর্তী এলাকা চিলাহাটি থেকে ঢাকাগামী দুইটি আন্তঃনগর ট্রেনে যুক্ত হল লাগেজ ভ্যান। গত ১৯ মার্চ ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এবং ২০ মার্চ আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ লাগেজ ভ্যান দুটি যুক্ত হল। এতে করে এই এলাকার মানুষজন অল্প খরচে কৃষিজাত পণ্য পরিবহন করতে পারবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন’ প্রকল্পের আওতায় এসব লাগেজ ভ্যান সংযোজন করা হচ্ছে।
চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার হায়দার আলী জানান- এ লাগেজ ভ্যান দুটি সংযুক্ত করার কারণে এই এলাকার মানুষজন খুব দ্রুত সময়ে কম খরচে তাদের মালামাল পরিবহন করতে পারবে। খুব শীঘ্রই আন্তঃনগর রুপসা এবং সীমান্ত এক্সপ্রেস ট্রেনেও লাগেজ ভ্যান সংযোজন হবে বলে তিনি জানান।

চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সকলের দোয়া প্রার্থী আপেল বসুনীয়া

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 16, 2024 | 5/16/2024 12:06:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন দৈনিক আজকালের খররের চিলাহাটি প্রতিনিধি এবং চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়া)।
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর আগে তিনি পর পর দুইবার চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে সাপ্তাহিক দাগ ও আঞ্চলিক দৈনিক আজকের প্রতিভা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন তিনি। 
(২০০৯-২০১১) সাল পর্যন্ত তিনি সাবের হোসেন চৌধুরী (খোকার) প্রকাশিত দৈনিক দিনের শেষে পত্রিকায় কাজ করেছিলেন।
এরপর রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকায় (২০১০-২০১৩) সাল পর্যন্ত কাজ করছিলেন।
২০১১ সালে তিনি দেশবন্ধু গ্রুপের দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ করার মাধ্যমে প্রথম শ্রেণির জাতীয় পত্রিকায় কাজ শুরু করেন।
২০১২ সালের ১৬ই ডিসেম্বর তিনি চিলাহাটি ওয়েব ডটকম নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদনা শুরু করেন। (২০১২-২০১৩) সালে তিনি আজিজুর রহিম পিউ সম্পাদিত রংপুর থেকে প্রকাশিত দৈনিক বাহের সংবাদে কাজ করেছিলেন। এর পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জলঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক বিকশিত বাংলায় কাজ করছিলেন।
সর্বশেষ তিনি নীলফামারী জেলার স্থানীয় দৈনিক নীলসীমান্ত পত্রিকায় ২০১৫ সাল থেকে মাত্র ৩ বছর কাজ করেছিলেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

ডোমারে মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে সফল কৃষক

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমার উপজেলার মিরজাগঞ্জে পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে সফল হয়েছেন নুর ইসলাম ও তার স্ত্রী ডেইজি বেগম।
সমন্বিত কৃষি ইউনিটের (কৃষিখাত)এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় তিনি আধুনিক পদ্ধতিতে জিরা মরিচ চাষ করেছন। এই পদ্ধতির ব্যবহারে গাছের কোনো রোগবালাই হচ্ছেনা, আগাছা না উঠার কারণে গাছ নিরাপদ থাকছে। এছাড়াও গাছে ফলন বেশি ও গাছের জীবন দীর্ঘ হয়। ফলে এই অঞ্চলে মালচিং পদ্ধতি জনপ্রিয়তা পাচ্ছে।
মিরজাগঞ্জ এলাকার কৃষক নুর ইসলাম জানান- জমির মাটিতে জৈব ও রাসায়নিক সারের মিশ্রন করে বেড তৈরী করি। তারপর সেখানে মালচিং পেপার ব্যবহার করে তাতে ছিদ্র করে মরিচের চারা রোপন করা হয়। এছাড়াও জমিতে আগাছা নেই, গাছের রোগবালাই নেই। তিনি আশা করেন ফলন বেশি হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম বলেন সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় ডোমার উপজেলার অনেক কৃষক মালচিং পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত হয়েছে। কৃষকরা লাভবান হচ্ছেন। অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।

চিলাহাটি প্রেসক্লাব আগামী দিনে কার হাতে

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 14, 2024 | 5/14/2024 12:24:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী এলাকার চিলাহাটি প্রেসক্লাবের নির্বাচন আগামী ১৮ই মে।
এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন হাড্ডাহাড্ডি লড়াই করছেন। কে হবে আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে জনমনে গুঞ্জন শোনা যাচ্ছে।
সভাপতি পদে লড়ছেন দৈনিক নয়া দিগন্তের ডোমার প্রতিনিধি চিলাহাটির সাংবাদিকের গুরু এবং চিলাহাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু।
বাকি ৩ জন হলেন- সাবেক সহ: সভাপতি দৈনিক আলোকিত সকাল এর প্রতিনিধি ওহাবুল হক। যিনি সাংবাদিকতার পাশাপাশি চিলাহাটি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতিও।সাবেক সহ: সভাপতি এ.আই.পলাশ। যিনি দীর্ঘদিন থেকে দৈনিক যুগের আলো পত্রিকায় সাংবাদিকতা করছেন। সাবেক সহ:সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। যিনি দৈনিক দেশের পত্র, আমাদের অর্থনীতি ও অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এ কাজ করছেন। 
সাধারণ সম্পাদক পদে ২ জন লড়ছেন। যারা হলেন- দৈনিক আজকালের খবর পত্রিকার চিলাহাটি প্রতিনিধি এবং অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়া)। তিনি পরপর দুইবার চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
অপর আরেক প্রার্থী হলেন সাবেক সাধারণ সম্পাদক দৈনিক খবর পত্র পত্রিকার চিলাহাটি প্রতিনিধি আশরাফুল হক কাজল। তিনি সাংবাদিকতার পাশাপাশি লুনা স্টুডিওর পরিচালক। জনমনে গুঞ্জন উঠেছে কে হবে আগামী দিনের প্রেসক্লাবের কর্ণধর। প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে নতুনের আগমন ঘটুক এ প্রত্যাশা সুধী মহলের।

ডিমলায় ৯ম শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষন : আটক দুই

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, May 13, 2024 | 5/13/2024 11:43:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের পঁচারহাট গ্রামের মেয়ে ও ডিমলা টেকনিক্যাল (বিএসআই) স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী (১৪) কে উপজেলা সদরের (শীব মন্দির) পাড়া এলাকার শ্রী কৈলাশ দাস ওরফে মঙ্গলুর বাড়ীর একটি শয়ন ঘরে নিয়ে গিয়ে শ্রী কৈলাশ দাস মঙ্গুর ছেলে শ্রী প্রমিত দাস (১৭), ডাঙ্গারহাট গ্রামের রোস্তম আলীর ছেলে মোঃ আদিল শাহারিয়ার (১৭) ও বাবুরহাট গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মোঃ সাইদুজ্জামান সৈকত(১৭) মিলে জোর পূর্বক ধর্ষন করে এবং মোবাইলে ধর্ষনের ভিডিও চিত্র ধারন করে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর বাবা তিনজনকে আসামী করে ডিমলা থানার ধর্ষন মামলা দায়ের করেন। ডিমলা থানা ও এজাহার সুত্রে জানাযায়, এজাহার নামীয় ১ নং আসামী শ্রী প্রমিত দাস দির্ঘদিন যাবত প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে বিরক্ত ও উত্ত্যক্ত করে আসছিলো। ওই ছাত্রী তার প্রস্তাবে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে এজাহার নামীয় আসামীগণ গত (১১মে শনিবার) প্রতি দিনের ন্যায় ছাত্রী বিদ্যালয়ের ক্লাশ শেষে ওই বিদ্যালয়েই প্রাইভেট শেষ করে বাড়ী ফেরার পথে ডিমলা স্টারল্যান্ড স্কুলের সামনে পৌছালে পূর্বহতে ওতপেতে থাকা আসামীগণ তার পথরোধ করে ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে ডিমলা ফজিলাতুন্নেছা স্কুলের পিছনে পরিত্যাক্ত একটি টয়লেটের পার্শ্বে নিয়ে গিয়ে কু-প্রস্তাব দেয়। ছাত্রীটি তাদের কু-প্রস্তাবে রাজি না হলে আসামী সাইদুজ্জামান সৈকত ছাত্রীকে জোর পূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানী করে এবং অপর ২ নং আসামী ভিডিও চিত্র ধারন করে। এবং আসামীগণ ওই ছাত্রীকে তাদের প্রস্তাবে রাজি না হলে ধারনকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে। পরবর্তিতে ১ ও ২ নং আসামী ১নং আসামী শ্রী প্রমিত দাসের বাড়ীর একটি শয়ন ঘরে নিয়ে গিয়ে গণধর্ষন করে। এবং ২নং আসামী ঘরের বাহির হতে জানালা দিয়ে ধর্ষনের ভিডিও চিত্র ধারন করে। এ ব্যাপারে ডিমলা থানার ওসি দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার পিতার অভিযোগের ভিত্তিতে এজাহার নামীয় ২ নং আসামী আদিল শাহারিয়ার ও ৩নং আসামী সাইদুজ্জামান সৈকতকে গ্রেফতার করে সোমবার নীলফামারী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং অপর আসামীকে গ্রেফতারে চেষ্ট অব্যাহত রয়েছে।