Type Here to Get Search Results !

চিলাহাটির গোসাইগঞ্জ বন বিভাগ যেন মগের মুল্লুক : দিনরাত চলছে গাছ কর্তন ও জমি দখল

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি গোসাইগঞ্জ বন বিভাগের গাছ দিনে-রাতে কর্তন এবং জমি দখল চলছে। এদিকে স্থানীয় প্রশাসন পাহারা দিলেও থামছেনা গাছ কাটা।
আজ বৃহস্পতিবার গোসাইগঞ্জ বন বিভাগ এলাকা ঘুরে দেখা গেছে নতুন করে অনেক গাছ কর্তনের চিত্র। গাছের বড় বড় মুরাগুলো জমিতে পড়ে আছে, আর কিছু কিছু জমি আবার মহেন্দ্র দিয়েও চাষাবাদ করছে, এ যেন দখলের মহোৎসব।
পূর্বে যে গাছগুলো কর্তন করা হয়েছিল ওই জমিতে বর্তমানে চাষাবাদের উপযোগী করেছে দখল করে, দেখে বুঝার উপায় নাই যে পূর্বে এখানে বন বিভাগের গাছ ছিল। আরো দেখা যায় ভোগডাবুড়ি ইউনিয়নের গ্রাম পুলিশরা পাহারা দিচ্ছে, তাদের চোখকে ফাঁকি দিয়েও রাতের আঁধারে গাছ কাটছে বলে জানায় নাম প্রকাশের অইচ্ছুক কিছু কিছু ব্যক্তি।
এ ব্যাপারে জানতে চাইলে গোসাইগঞ্জ বন বিভাগের বন পহরী নাজমুল হক জানান- আমার একার পক্ষে এত কিছু সামলানো সম্ভব হচ্ছে না।
এদিকে গাছ কাটলে খবর পেয়ে যখন যাই তখন আরেক দিকে কাটে, এখানে অতিরিক্ত জনবল থাকলে গাছ কর্তন রক্ষা পাবে, সেই সাথে বন বিভাগ ফিরে পাবে তার আগের ঐতিহ্য।

Top Post Ad

Hollywood Movies