চিলাহাটি ওয়েব ডেস্ক : স্থানীয় খামারি ও পরিবেশকদের প্রশিক্ষণ, নিরাপদ পশুখাদ্য নিশ্চিতকরণ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড ২৪ নভেম্বর ২০২৫ রংপুরে আয়োজন করে “আফতাব রিজিওনাল মিট–২০২৫”। কর্মসূচিতে অংশগ্রহণ করেন রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার ডিলার, খামারি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানির সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান, সিএফএ। তিনি বলেন, “খামারিদের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে নিরাপদ, মানসম্মত ও বিজ্ঞানসম্মত ফিড ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। আফতাব ফিড দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ও হরমোনমুক্ত ফিড উৎপাদনের মাধ্যমে দেশের লাইভস্টক সেক্টরকে টেকসই পথে এগিয়ে নিচ্ছে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুরের আরএসএম ডাঃ আশফাক মিলকান। তিনি জানান, মাঠপর্যায়ে ডিলার ও খামারিদের সরাসরি সহায়তা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে অঞ্চলের উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
কর্মসূচিতে আফতাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: মেহেবুবুল ইসলাম, নিউট্রিশনিস্ট আবু সাইদ আকাশ, ন্যাশনাল সেলস কোঅর্ডিনেটর লিটন হোসেন এবং রংপুর সেলস টিমের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফিডের পুষ্টিমূল্য, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে দিকনির্দেশনা পান।
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড জানায়, দেশের খাদ্য নিরাপত্তা, পোলট্রি ও লাইভস্টক খাতে উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোম্পানির মতে, নিরাপদ ফিডের প্রচলন বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় কমবে, খামারিদের লাভজনকতা বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব পড়বে।
জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারিদের ক্ষমতায়নে আফতাবের রংপুর আঞ্চলিক মিট
11/24/2025 11:13:00 PM
বিভাগ
