Type Here to Get Search Results !

চিলাহাটিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ দিনের অনশন প্রেমিকার

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির বোতলগঞ্জ এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে গত ৪ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন এক কলেজ ছাত্রী। প্রেমিকা অভিযোগ করেছেন- প্রেমিক প্রতিশ্রুতি ভঙ্গ করায় তিনি বাধ্য হয়ে এ কঠিন পদক্ষেপ নিয়েছেন। তবে এতদিনেও কোনো সমাধান না হওয়ায় এলাকাবাসীর মাঝে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।
জানা গেছে- চিলাহাটির বোতলগঞ্জ এলাকার মোশারফ হোসেনের ছেলে আবু আলমের সাথে একই এলাকার মমিনুল ইসলাল (ছদ্মনাম) এর কলেজপড়ুয়া ছাত্রী মাফিয়া বেগম (ছদ্মনাম)-এর মধ্যে গত ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্ক ঘিরে একাধিকবার উভয় পরিবারের মধ্যে আপোস-মীমাংসাও হয়। এক পর্যায়ে মেয়ের বাবা স্বীকার করেন এই আপোসের প্রেক্ষিতে ছেলেপক্ষ প্রায় দুই লাখ টাকা দিয়েছে।
মেয়েটির অভিযোগ- আপোস-মীমাংসার পরেও আবু আলম আমাকে উত্যক্ত করতো। তার চাপে পড়ে একপর্যায়ে আমি বিষপান করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পুনরায় তাদের যোগাযোগ শুরু হয়।
গত ১৭ অক্টোবর রাতে আবু আলম তাকে নিজের বাড়িতে আসার জন্য ডেকে নেয় বলে মেয়েটি দাবি করেন। এরপর থেকেই তিনি বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান করছেন। এদিকে, টানা ৪ দিন পার হলেও কোনো সুরাহা হয়নি। স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও সমাধানে পৌঁছানো যায়নি।
এলাকাবাসী বলছেন- ঘটনাটি এখন শুধু দুটি পরিবারের মধ্যকার বিষয় নয়, সামাজিক স্থিতিশীলতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রশিদুল হক রহমান রোমান ও ইউপি সদস্য আবু তারেক জানান- আমরা আলোচনায় আসছি, তবে দ্রুত সমাধান করার চেষ্টা করব।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটি এখনও প্রেমিকের বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

Top Post Ad

Hollywood Movies