Showing posts with label কুড়িগ্রাম. Show all posts
Showing posts with label কুড়িগ্রাম. Show all posts

উলিপুরে বন্যায় আশ্রয় নেওয়া পরিবারে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, July 6, 2024 | 7/06/2024 10:47:00 PM

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বন্যায় আশ্রয় নেওয়া ২শ পরিবারে স্বাস্থ্যসেবা প্রদান ও বিভিন্ন প্রকার ঔষুধ বিতরণ করা হয়েছে। 
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাতিয়া ইউনিয়নের নীলকন্ঠে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রাস্তায় আশ্রয় নেয়া এসব পরিবারে স্বাস্থ্যসেবা প্রদান, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ ও বিভিন্ন প্রকার ঔষধ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এইচআই ইনচার্জ মোজাম্মেল হক, স্বাস্থ্য পরিদর্শক গোলাম রসূল, স্বাস্থ্য পরিদর্শক নিবারণ চন্দ্র রায়, সহকারি স্বাস্থ্য পরিদর্শ মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী আয়নাল হক, মাসুদ রানা, আব্দুল ওহাব প্রমূখ।

উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানগণের বরণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 9, 2024 | 6/09/2024 11:53:00 PM

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যাগণের বরণ অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (০৯ জুন) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলীকে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান। এ সময় সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তর প্রধানগণসহ সূধিজন উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে নিয়ে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয় ।

উলিপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 8, 2024 | 6/08/2024 09:41:00 PM

খালেক পারভেজ লালু,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : উলিপুর উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ স্লোগান কে কেন্দ্র করে উলিপুর পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নে জনগণের মাঝে সহজেই ও অল্প সময়ের মধ্যে ভূমির নানা রকম সেবা প্রদান করার লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এ উপজেলায় ঘুষ মুক্ত, হয়রানি মুক্ত ও সহজেই জনগণকে বিভিন্ন রকম সেবা প্রদান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন কতৃর্পক্ষ।
এ উপলক্ষে ৮ই জুন উপজেলা হল রুমে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। রেলিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ লুৎফর হোসেন, প্রধান সহকারী উপজেলা ভূমি অফিস ইলিয়াস আহমেদ মন্ডল , ভূমি সহকারী কর্মকর্তা ধরণী বাড়ি মোঃ মাসুদ রানা সরকার ও সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ। উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, জনগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাজারহাটে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, June 6, 2024 | 6/06/2024 09:54:00 PM

জাহাঙ্গীর আলম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার ৬ জুন দুপুর ২ঃ১৫ ঘটিকায় উপজেলার সোনালী ব্যাংক চত্ত্বরের সামনে রাজারহাট সাধারণ কৃষকের ব্যানারে মানববন্ধন করেন ৭/৮জনের একটি কৃষকের দল।
মানববন্ধনে উপস্থিত বিক্ষোভকারী রাজারহাট উপজেলার প্রান্তিক কৃষকদের লটারীতে নাম না ওঠায় তারা এই বিক্ষোভ করেন। মানববন্ধনের ব্যানারে ওসি এলএসডির বিরুদ্ধে বিক্ষোভ ও অপসারণের দাবী করলেও উপস্থিত কৃষকেরা বলেন লটারীর কথা। মানব বন্ধনে অংশ নেওয়া চাকিরপশার ইউনিয়নের সাইফুল ইসলাম বলেন ৫০০ শতাংশ জমিতে ধান চাষ করেও রাজারহাট উপজেলা খাদ্য গোডাউনে সরকারী দরে ধান বিক্রি করতে পারিনি।এছাড়াও উপস্থিত বিক্ষোভকারী কৃষকরা তাদের নাম লটারীতে না উঠায় ক্ষোভ প্রকাশ করে ওসি এলএসডির বিরুদ্ধে তার অপসারণ দাবী করেন।
রাজারহাট উপজেলার খাদ্য কর্মকর্তা শরিফ আহমেদ কে তার বিরুদ্ধে করা মানব বন্ধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে করা মানববন্ধন উদ্দ্যেশ প্রণীদিত।তালিকা প্রস্তুত করেন কৃষি বিভাগ এবং সরকারীভাবে ধানক্রয় কমিটির সভাপতি ইউএনও মহোদয়ের উপস্থিতিতে লটারী করা হয়।গত ১৩/৫/২০২৪ ইং তারিখে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার খাদিজা বেগম মহোদয়ের উপস্থিতিতে লটারী করে ৪১৩ জন প্রান্তিক কৃষকদের নির্বাচিত করা হয় পরে তারা সরকারীভাবে ধান বিক্রি করছেন।এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
তালিকা প্রস্তুত ও যাচাই বাছাইয়ের বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত ও যাচাই বাছাইয়ের কাজ আমরা করে থাকি এখানে ওসি এল এস ডির কোন এখতিয়ার নেই। এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন সরকারীভাবে ধানক্রয় প্রক্রিয়া সম্পুর্নভাবে ডিজিটাল পদ্ধতিতে করা হয়,এখানে অনিয়ম করার কোন সুযোগ নেই।

উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, May 22, 2024 | 5/22/2024 09:28:00 PM

খালেক পারভেজ লালু,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ৫০ হাজার ৪৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাজাদুর রহমান তালুকদার সাজু। তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬৯৩ ভোট। তিনি উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। 

ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ৪৮ হাজার ৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ সরকার। এ নিয়ে দ্বিতীয়বার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাহার আলী সরকার টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৪৩৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ২৮ হাজার ৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মতি শিউলী। তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশতারী রহমান চন্দনা ফুটবল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৯৩০ ভোট।
মঙ্গলবার(২১ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উলিপুর উপজেলা নির্বাচনে ১৫১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭৮০ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৭৬৭ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ৭৫ হাজার ১৩ জন।

উলিপুরে বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচলা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, May 13, 2024 | 5/13/2024 11:47:00 PM

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১২ মে) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আতাউর রহমান। এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মণ প্রমুখ।

উলিপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে, নার্সিং অফিসারবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ।বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেরুল ইসলাম নার্সিং সুপারভাইজার পারুলা বেগম , সিনিয়র স্টাফ নার্স মুশফিকা নার্গিস, মাহাবুবা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যানবিদ মো: শহিদুর রহমান প্রমুখ।

উলিপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 11:26:00 PM

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
 সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিসিসি ফার্ম এসডি-২ ঢাকা এর আয়োজনে, এসবিএসএস'র পরিচালন সহায়তায়, ওয়াটসান কমিটির সদস্যদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওয়াটসান কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন,উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যানন্দ বর্মন। বক্তব্য রাখেন, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান এরশাদ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন, প্রকল্পের সিবিএস রেহানা পারভীন, দীনবন্ধু দত্ত প্রমূখ।

কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 18, 2024 | 3/18/2024 11:34:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ৩, নাগেশ্বরী ৮, রৌমারী ১, সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ১, নাগেশ্বরী ১, চিলমারী ১, নিয়মিত মামলায় উলিপুর ৪, নাগেশ্বরী ১, কচাকাটা ৩, সিআর সাজা ওয়ারেন্ট মূলে চিলমারীতে ১ জন সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।

উলিপুরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, March 2, 2024 | 3/02/2024 11:47:00 PM

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ” এ প্রতিপাদ্যেকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 
২ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা ও ভোটার দিবস কার্যক্রম পালিত হয়। উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামন থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে নির্বাচন অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় ভোটার দিবসের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ এরশাদুল হক মিয়া সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,এ এইচ এম ইনামুল হক সরকার সহকারি সমাজসেবা অফিসার ও উপজেলার বিভিন্ন দফতর প্রধান, সুধী সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

উলিপুর অবসরপ্রাপ্ত প্রদর্শকের ইন্তেকাল

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, February 29, 2024 | 2/29/2024 08:16:00 PM

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত প্রদর্শক ও উপজেলা হিজবুল আরাফাতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রংপুর ডক্টরস কমিউনিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। বৃহস্পতিবার বিকেল তার প্রথম নামাজে জানাজা উলিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং রাতে তার গ্রামের বাড়ী নারিকেল বাড়ী কুড়ারপাড়ে দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উলিপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালন

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, February 27, 2024 | 2/27/2024 10:04:00 PM

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : "স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান" প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উলিপুর থানার এসআই আতিকুর রহমান আতিক, আওয়ামীলীগ নেতা পার্থ সারথী সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেশকাতুল আবেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌল্লা, জুনিয়র পরিসংখ্যান সহকারী ইমরুল হাসান, শারমিন জাহান, হিসাবরক্ষক সামছুল ইসলাম, চেইনম্যান ইয়াসমিন বেগম প্রমুখ।

উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় সরকার দিবস পালন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : 'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উলিপুর থানার এসআই আতিকুর রহমান আতিক, আওয়ামীলীগ নেতা পার্থ সারথী সরকার ।
র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মেশকাতুল আবেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সিরাজউদ্দৌলা , ও সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

উলিপুরে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, February 21, 2024 | 2/21/2024 08:01:00 PM

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এস. এম আলম হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিদ্যালয়ের সহকারি শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে বিদায় জানান। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এসএমসির সভাপতি রিয়াজুল ইসলাম। সহকারি শিক্ষক হাফিজুর রহমান সেলিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহ-সভাপতি সোনাউল্ল্যাহ মিয়া, বিদায়ী প্রধান শিক্ষক এস. এম আলম হোসেন, আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারী, কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সিতেন্দ্রনাথ বর্মন, দড়ি কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীব, প্রাক্তন ছাত্র নুর আলম প্রমূখ।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষক এস. এম আলম হোসেন ১৯৮১ সালের ২৬ জানুয়ারি চাকুরিতে যোগদান করে গত ১৫ ফেব্রুয়ারি বর্ণাঢ্য চাকুরিজীবন শেষ করে অবসর গ্রহণ করেন। তাঁকে বিদ্যালয়ের শিক্ষক, কচিকাচা শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অশ্রুসিক্ত বিদায় জানান

উলিপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। 
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক স. ম আল মামুন সবুজ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, সাতদরগাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তপন সেনগুপ্ত, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার সহ-সভাপতি পার্থ সারথী সরকার, কার্যকরী সদস্য মিনহাজ আহম্মেদ মুকুল, শিক্ষক, সাংবাদিক, শিল্পী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।

উলিপুরে প্রতারনার অভিযোগে বিকাশ এজেন্ট গ্রেপ্তার

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 17, 2024 | 2/17/2024 11:14:00 PM

উ‌লিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে এক শারীরিক প্রতিবন্ধীর ভাতা কার্ডের টাকা প্রতারনা করে আত্বসাৎ এর অভিযোগ উঠেছে বিকাশ এজেন্টের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শনিবার (১৭ ফেব্রুয়ারি) থানায় মামলা দায়ের করলে পুলিশ বিকাশের এজেন্ট হাসান তারেক (৩২)কে গ্রেপ্তার করেন। ঘটনাটি ঘটেছে, গোড়াই আনন্দ বাজার নামক এলাকায়।
ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা দূর্গাপুর ইউনিয়নের সূবল চন্দ্র বর্মনের স্ত্রী শারীরিক প্রতিবন্ধী কল্পনা রানীর ২০২২ সালে ভাতা কার্ড হয়। প্রতি ৩ মাস পর পর তার স্ত্রীর মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করে আসছেন। গত ২৮ জানুয়ারী ওই মোবাইল নম্বরে প্রতিবন্ধী ভাতার ২ হাজার ৫ শত ৬৭ টাকা আসে। এরপর গত ৩০ জানুয়ারী টাকা উত্তোলনের জন্য স্থানীয় গোড়াই আনন্দ বাজারের বিকাশ এজেন্ট হাসান তারেকের দোকানে গেলে তিনি বিকাশের গোপন পিন নাম্বার জানতে চান। এসময় ভূক্তভোগী সরল বিশ্বাসে পিন নাম্বার এজেন্টকে জানায়। এরপর ওই এজেন্ট কিছুসময় ধরে মোবাইল ফোন চাপাচাপি করে তাদের ফোনে কোন টাকা আসেনি বলে জানায়। বিষয়টি তাদের সন্দেহ হলে বিকাশ অফিসে যোগাযোগ করে জানতে পারেন ০১৯৯৮৬৬৯৯৮৩ নাম্বারে ২ হাজার ৫ শত ৬০ টাকা সেন্ডমানি করা হয় এবং নাম্বারটি হাসান তারেক ব্যবহার করেন। গ্রেপ্তারকৃত হাসান তারেক দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় শারীরিক প্রতিবন্ধী কল্পনা রানীর স্বামী সুবল চন্দ্র বাদী হয়ে শনিবার হাসান তারেকের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উলিপুরে তিস্তার চরাঞ্চলের ভুট্টা চাষে সবুজের সমারহ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় এ বছর ব্যাপক ভুট্টার আবাদ হয়েছে। বাম্পার ফলনের সম্ভাবনা থাকায় কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এই এলাকার চাষীরা ভুট্টা চাষ করছেন। আবহাওয়া ভালো থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। পাশাপাশি আশানুরূপ দাম না পাওয়ারও আশঙ্কা রয়েছে তাদের মধ্যে। জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে ধান ও গমের পাশাপাশি হাইব্রিড জাতের ভুট্টাচাষ এই এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। তিস্তার বিস্তীর্ণ এলাকার গাঢ় সবুজ সমারোহ জানিয়ে দিচ্ছে ভুট্টা চাষের অস্তিত্বের কথা। এছাড়া চারপাশের মাঠগুলোতেও একই রকম সবুজের সমারোহ দেখা যাচ্ছে। এ উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়ন নদী বিধ্বস্ত। এই ৮ টি ইউনিয়নের চরাঞ্চলে লোকজন তাদের জমা-জমিতে বিভিন্ন প্রকার রবি ফসলের চাষাবাদ করেছেন। আবাদের লক্ষণ মোটামুটি ভাল। রবি ফসলকে ঘিরে নদী গর্ভে নিঃস্ব হওয়া হাজার হাজার মানুষের মুখে এখন সুখের হাসি। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে উপজেলায় ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের ভুট্টা চাষের লক্ষ্য মাত্রা ৭৮০ হেক্টর। উৎপাদন লক্ষ্য মাত্রা ৮ হাজার ৫ শত ২ মেঃটন নির্ধারণ করা হয়েছে। উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রন্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ ছাড়াও ভুট্টা চাষিদের বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া অব্যহত রয়েছে। সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা সহ চরাঞ্চল ঘুরে দেখা গেছে, সবুজে-সবুজে ভরে উঠেছে ভুট্টা ক্ষেত। সবুজ রঙের গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। ক্ষেতগুলোতে পানি ও কীটনাশক দেয়া এবং পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। ক্ষেতগুলোতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন। তিস্তা নদীর করাল গ্রাসে হাজার হাজার পরিবার আবাদী জমি, বসতবাড়ী হারিয়ে নিঃস্ব হয়। এই নিঃস্ব পরিবার গুলো বাঁচার তাগিদে তাদের বংশীয় ঐতিহ্য ত্যাগ করে রিকসা, ভ্যান চালা সহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে শ্রম বিক্রি করছিল। কিন্তু নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় জেগে উঠে ছোট ছোট অসংখ্য বালু চর। এই চরে রবি ফসল চাষ করা যায় নির্ভয়ে। তাই রবি মৌসুমে কৃষকরা ব্যাপক চাষাবাদে মাঠে নেমেছে কোমড় বেঁধে। নদীর ধু-ধু বালু চরে যেখানে যে ফসল প্রযোজ্য তাই চাষাবাদ করেছে কৃষকরা। আবাদের ফলন খুব ভাল হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। এবারে বিভিন্ন চরাঞ্চলে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হলেও ভুট্টার চাষের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। বন্যার পানিতে পলি জমে জমি আরো উর্বর হয়েছে। তাই ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা। এছাড়াও এবছর আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনও হয়েছে। উপজেলার টিটমার চর এলাকার ভুট্টা চাষি খোরশেদ আলম বলেন, এবারে বন্যার পানি নেমে যাওয়ার পর পলি জমে জমি আরো উর্বর হয়েছে। এছাড়াও এখানকার মাটি ভুট্টা চাষের উপযোগী হওয়ায় বাম্পার ফলন হয়েছে। এ বছর আমি ৫ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি। বিঘাপ্রতি ৩০-৩৫ মণ করে ফলনের আশা করছি। এ পর্যন্ত খরচ হয়েছে ৩৫ হাজার টাকা ভুট্টা ঘরে উঠানো পর্যন্ত আরও খরচ হবে ৩০ হাজার টাকা। সকল খরচ বাদ দিয়ে ১ লাখ টাকা লাভের আশা করছেন এ চাষি। গত বছর প্রতিমণ ভুট্টা ১ হাজার থেকে ১২'শ টাকা দরে বিক্রি হয়েছে। এবছরও গত বছরের থেকে বেশি দামের আশা করছেন। এছাড়া উপজেলার বিভিন্ন চরাঞ্চল সহ অন্যান্য এলাকার ভুট্টা চাষিদের মধ্যে আব্দুল হক, আবুল হোসেন, জয়নাল, সলেমোন ও মোস্তাফিজার রহমান সহ আরও অনেকেই জানান, ভুট্টা চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। ফসলের চেহারা দেখে তাদের মুখে হাসির ঝিলিক দেখা দিলেও শেষ পর্যন্ত আশানুরুপ ফল পাবেন কিনা এ নিয়ে চিন্তিত তারা। তারা আরও বলেন, জমিতে পানি সেচের জন্য ডিজেল চালিত শ্যালো মেশিন ও বিদ্যুৎ না থাকায় চড়ামূল্যে সোলার প্যানেলের মটরচালিত পাম্প দিয়ে সেচ দেয়া হয়। এতে তাদের খরচের হার একটু বেশি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এবারে আমার ব্লকে চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় মোট ৬৫ টি ভুট্টার প্রদর্শনী রয়েছে। এ সকল প্রদর্শনীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ ছাড়া ভুট্টা চাষিদের বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া অব্যহত রয়েছে বলে জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন জানান, রবি ফসলের ৭০ ভাগই চরাঞ্চলে চাষাবাদ হয়। এবারে বিভিন্ন চরাঞ্চলে বন্যার কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলেও ভুট্টার চাষের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। বন্যার পানিতে পলি জমে জমি আরো উর্বর হয়েছে। তাই ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা। এছাড়াও এবছর আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনও হয়েছে। কৃষকের হাতে উপযুক্ত সময়ে কৃষি উপকরণ ও পরামর্শ পাওয়ার কারণে লাভজনক আবাদ ভুট্টার চাষ দিন দিন বেড়ে যাচ্ছে। আশা করছি ভুট্টা চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি।

রাজারহাটে প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, January 11, 2024 | 1/11/2024 11:37:00 PM

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে ৩০০ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১১জানুয়ারী) সকাল ১১টায় প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান। প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাবেক সভাপতি উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সহসভাপতি এম আজিজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, জেলা পরিষদ সদস্য ও কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

রাজারহাটে নৌকার প্রার্থীর পথসভায় মানুষের ঢল

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, November 28, 2023 | 11/28/2023 09:11:00 PM

জাহাঙ্গীর আলম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাফর আলীর পথসভায় মানুষের ঢল নেমেছিল।
মঙ্গলবার(২৮নভেম্বর) দুপুর ২টায় রাজারহাট উপজেলা সমবায় মার্কেট চত্বরে পথসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব  জাফর আলী। প্রধান অতিথি তার নির্বাচনী ইস্তেহার পেশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব নুরবখত, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রেদওয়ানুল হক দুলাল, আনিছুর রহমান খন্দকার চাঁদ, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম মোল্লা, সাজেদুর রহমান মন্ডল চাঁদ, উপজেলা যুবলীগ নেতা কুমোদ রঞ্জন সরকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক  এনামুল হক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান ব্যাপারি, যুগ্ন আহবায়ক জাহানুর আলম সোহেল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় প্রমূখ। পথসভায় উপজেলার সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।

রাজারহাটে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, September 18, 2023 | 9/18/2023 12:21:00 AM


জাহাঙ্গীর আলম, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি : নবাগত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সঙ্গে প্রেসক্লাব রাজারহাটের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার(১৭সেপ্টেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু, সহ সভাপতি আলতাফ হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুর রহমান। প্রেসক্লাব রাজারহাটের পক্ষ থেকে নবাগত ইউএনও কাবেরী রায়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 
এ সময় রাজারহাটের সদ্য বিদায়ী ও পদোন্নতিপ্রাপ্ত ইউএনও নুরে তাসনিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাগত ইউএনও ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডার ছিলেন। তিনি রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বৃহস্পতিবার(১৪সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।