Showing posts with label দিনাজপুর. Show all posts
Showing posts with label দিনাজপুর. Show all posts

বিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, July 17, 2024 | 7/17/2024 04:31:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১০ ঘটিকায় বিরামপুর পশু হাট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
বিরামপুর পশু হাট এলাকা থেকে বিরামপুর সরকারি কলেজের সামনে উপজেলা পরিষদের গেট পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা,আমার ভাইয়ের বুকে রক্ত কেন, জবাব চাই জবাব চাই, কোটা না মেধা, মেধা মেধা’ চাইতে গেলাম অধিকার,হয়ে গেলাম রাজাকার'কে বলেছে,কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার, তুমি কে, আমি কে রাজাকার,রাজাকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে বাদশাহ নাজ্জাসী বলেন, আমাদের এই আন্দোলনের মাধ্যমে কোটার সংস্কার চাই। মুক্তিযোদ্ধাদের ছেলেপেলে পর্যন্ত যেন এই কোটা থাকে আর নাতিপুতি পর্যায়ের কোটাটার বাতিল চাই।কোটার কারনে মেধা ক্ষতিগ্রস্থ হচ্ছে,আর এই মেধা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার কারনে আমাদের এই আন্দোলন।
তিনি আরো বলেন কোটা আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক আছে তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। বিক্ষোভ আন্দোলন চলাকালীন সময়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এবং বিরামপুর ও নবাবগঞ্জ থানার সার্কেল এএসপি মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ছিলেন যেন আইনশৃঙ্খলার কোন অবনতি না ঘটে। বিক্ষোভ আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলনের স্থান ত্যাগ করে।

বিরামপুরে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে চলছে কোচিং

ইব্রাহীম মিঞা, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষে চলছে কোচিং বাণিজ্য।
যদিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বলা হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ এর অধীনে অসদাচরণ হিসেবে গণ্য করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও বলা হয়েছে কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তাঁর এমপিও স্থগিত, বাতিল, বেতন ভাতাদি স্থগিত, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত, বেতন এক ধাপ অবনমিতকরণ, সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবেন। এই নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক বিদ্যালয়ের নৈশপ্রহরীকে দিয়ে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে চালিয়ে যাচ্ছেন কোচিং বাণিজ্য।
নীতিমালায় আরো বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালীন শ্রেণি সময়ের মধ্যে কোন শিক্ষক কোচিং করাতে পারবেন না। তবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের পূর্বে বা পরে শুধুমাত্র অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধান অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
এ ক্ষেত্রে প্রতি বিষয়ে মেট্রোপলিটন শহরে মাসিক সর্বোচ্চ ৩০০ (তিনশত) টাকা, জেলা শহরে ২০০ (দুইশত) টাকা এবং উপজেলা বা স্থানীয় পর্যায়ে ১৫০ (একশত পঞ্চাশ) টাকা রসিদের মাধ্যমে অতিরিক্ত সময় ক্লাস পরিচালনার জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকে ফি আকারে গ্রহণ করা যাবে যা সর্বোচ্চ ১,২০০ (এক হাজার দুইশত) টাকার অধিক হবে না। দরিদ্র শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান স্ববিবেচনায় এ হার কমাতে/মওকুফ করতে পারবেন। একটি বিষয়ে মাসে সর্বনিম্ন ১২(বার) টি ক্লাস অনুষ্ঠিত হতে হবে এবং এক্ষেত্রে প্রতিটি ক্লাসে সর্বোচ্চ ৪০ (চল্লিশ) জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। এনীতিমালার তোয়াক্কা না করে, আবেদন ছাড়াই অনেক প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাসের নামে চলছে কোচিং বাণিজ্য এবং রশিদ ছাড়া নেওয়া হচ্ছে টাকা এছাড়াও হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকলের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০০-৭০০ করে টাকা।
বিরামপুর উপজেলার বেশ কিছু স্কুল,কলেজে, মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউট এর কিছু শিক্ষক আইন না মেনে অন্য বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এবং ভাড়াবাড়িসহ নিজ বাড়িতে প্রতিষ্ঠান প্রধানকে অবহিত না করে প্রাইভেটসহ কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এবিষয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোচিং বাণিজ্য এখন মহামারিতে পরিণত হয়েছে। যেহেতু একই শিক্ষক স্কুলে পড়ান, আবার (অতিরিক্ত ক্লাস)কোচিং ও প্রাইভেট পড়ান, তাই কোচিং ও প্রাইভেটে না গেলে স্কুলে নানাভাবে হেয় করা হয়, নম্বর কম দেয়া হয়।৪/৫টি বিষয়ে (অতিরিক্ত ক্লাস)কোচিং এবং প্রাইভেট পড়াতে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা দিশেহারা হয়ে পড়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রাইভেট পড়ানো এবং কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বাস্তবায়নে কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন।
বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডলের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, নীতিমালার বাইরে কোন শিক্ষক প্রাইভেট অথবা কোচিং বাণিজ্য করলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, আমি শিক্ষকদের নিয়ে বসবো এবং বিষয়টি দেখবো।

ফুলবাড়ীতে জমির শাক-সবজির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, July 6, 2024 | 7/06/2024 10:44:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে রাতের অন্ধকারে ১০ শতাংশ জমিতে লাগানো পটল, ঢেড়স, করলা, বরবটি, পুুঁইশাকসহ বিভিন্ন প্রকার শাক সবজির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পথে বসেছেন বর্গাচাষি দিনমজুর লাল বাবু রায়। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময়ে ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের বহিলহারপুর গ্রামে। বর্গাচাষি দিনমজুর লাল বাবু রায় বলেন, খেতখামারে দিনমজুরির পাশাপাশি বাড়তি আয়ের আশায় গ্রামের মধ্যে থাকা ফুলবাড়ী পৌরশহরের শিবু দত্ত নামের এক ব্যক্তি ১০ শতাংশ জমি ১৬ হাজার টাকা বছর চুক্তিতে বর্গা নিয়েছেন। বর্গা নেওয়া ১০ শতাংশ জমিতে জমিতে লাগানো পটল, ঢেড়স, করলা, বরবটি, পুুঁইশাকসহ বিভিন্ন প্রকার শাক সবজি আবাদ করেছেন। ইতোমধ্যে গাছে পটল, বরবটি, করলা, পুঁইশাক ধরেছে। বাবু লাল রায় প্রতিদিন মজুরি দিতে উপজেলার বিভিন্ন গ্রামে যান। এ সময় বর্গা নেওয়া ওই জমির শাক-সবজির আবাদ দেখাশুনা করেন তার মা কল্যাণী রানী রায়। কিন্তু কারো সাথে কোনো প্রকার শত্রুতা না থাকলেও কে বা কারা গত বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময়ে শত্রুতা করে পুরো ১০ শতাংশ জমিতে আবাদ করা শাক-সবজির গাছ কেটে দিয়েছে। এতে বর্গার জন্য দেওয়া ১৬ হাজার টাকার সঙ্গে আবাদের খরচ প্রায় ২০ হাজার টাকা পুরোটাই লোকসানে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন। বাবু লাল রায়ের মা কল্যাণী রানী রায় বলেন, এতোদিন শরীরের পরিশ্রম ধারদেনা করে টাকা জোগান দিয়ে আবাদ করা হয়েছিল। আশা ছিল আবাদ করে কিছু লাভ হলে সেই লাভের টাকা দিয়ে চাল কিনে রাখবেন পরিবারের লোকের খাবার জন্য। কিন্তু শত্রুতা করে খেতের সব গাছে কেটে দেওয়ায় বড় ধরনের ঋণদেনায় পড়ে গেছে পুরো পরিবার। প্রতিবেশি ভাদু চন্দ্র রায় (৭০) ও কলেজ ছাত্র তনু রানী রায় (২২) বলেন, বাবু লাল রায়ের কারো সাথে কোনো শত্রুতা নেই, তারপরও যারা তার আবাদ নষ্ট করে দিয়েছে তাদের কখনো ভালো হবে না। শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাস্টার বলেন, বিষয়টি তার জানা নেই, তবে ওই গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত বাবু লাল রায়ের পরিবারকে কিছু সহায়তা করার চেষ্টা করবেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, শাক-সবজি নষ্ট করার ঘটনার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, July 5, 2024 | 7/05/2024 12:29:00 AM

পার্বতীপুর প্রতিনিধি:গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরে ৩০ কোটি গাছের চারা রোপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল বৃহষ্পতিবার উদ্বোধনের প্রথম দিনে ৩ কোটি ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়েছে। 
দিনাজপুর জেলার গ্রামীণ ব্যাংকের দিনাজপুর যোনাল ম্যনেজার এরশাদ আলী গতকাল বৃহষ্পতিবার ৪ জুলাই বিকেলে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন শাখা অফিসে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে বলেন, গাছ আমাদের বন্ধুর চেয়েও বেশী উপকারি। গাছ যে অক্সিজেন ছড়ায় আমরা তা গ্রহণ করে বেঁচে আছি। তিনি বলেন, সারা দেশে ২ হাজার ৫ শত ২৮টি শাখায় বৃক্ষরোপনের প্রথম দিনে ৩ কোটি ফলজ ও বনজ গাছ রোপন করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের দিনাজপুর যোনাল অডিট অফিসার আবুল কালাম আজাদ বলেন, ফলজ ও বনজ গাছ আপনার আমার বিপদের বন্ধু। গাছ রোপনের পর তা পরিচর্যা করে বড় করে তা এক সময় বিক্রি করে নিজের বা সংসারের চাহিদা পুরণ করা যায়। দিনাজপুর যোনের ৬৩টি শাখার মাঝে ১০ লাখ ৬ হাজার ৫শত ৮৪টি গাছ রোপন করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের পার্বতীপুর এরিয়া অফিসের অধিনে ১২ টি শাখায় ১৭ লাখ ৭ হাজার ৯ শত ৭২টি গাছ রোপন করা হয়েছে। এর মধ্যে পার্বতীপুর মোমিনপুর শাখার অধিনে ১ হাজার ৯ শত ২০টি বৃক্ষরোপন করা হয়। এ বৃক্ষরোপনের সময় গ্রামীণ ব্যাংকের পার্বতীপুর এরিয়া ম্যানেজার নায়েব আলী, মোমিনপুর শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান এবং এ সংস্থার মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রতি মহিলা সদস্যগণকে ৬টি করে বিভিন্ন ধরনের গাছের চারা প্রদান করা হয়।

পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, July 3, 2024 | 7/03/2024 12:47:00 AM

পার্বতীপুর,দিনাজপুর:পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) চাইল্ড ইম্পাওয়ারম্যান্ট (সিইপি) এর বাস্তবায়নে সংস্থাটির হলরুমে লিলিয়ান ফন্ড ও সিসিডি প্রকল্পের অধীনে পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি বিতরণ করেন প্রধান অতিথি মন্মথপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ। 
গত ২৭ জুন এ কোচিং ফি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য ট্রেজারার (কোষাধ্যক্ষ) আব্দুর রাজ্জাক। এসময় ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে ১ হাজার ৮ শত টাকা হারে বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও থেরাপি সাজ্জাদুর রহমান।

ফুলবাড়ীতে সরকারি কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, June 26, 2024 | 6/26/2024 12:02:00 AM

ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা কৃষি অফিস কতৃক সরকারি কৃষি প্রনোদনা সরুপ উপশী আমন চাষের জন্য বীজ ও সার বিতরন করা হয়। গতকাল সোমবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা চত্তরে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ করেন। ৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৯০০ কৃষকের মাঝে এই সরকারি প্রনোদনার বীজ ও সার বিতরন করা হয়। ১৯০০ কৃষকের মাঝে জন প্রতি ১০ কেজি পটাশ ১০ কেজি ড্যাপ ও ৫ কেজি উফশী জাতের আমোন ধানের বীজ বিতরন করা হয়। উক্ত বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আকতার ও সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম সহ ফুলবাড়ী কৃষি অফিসের অন্যান্য কর্মচারীগন উপস্থিত থেকে বিতরন কার্যক্রম পরিচালনা করেন। এসময় ফুলবাড়ী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

খানসামা উপজেলায় ল্যাট্রিন পেয়ে খুশি ১৬ দরিদ্র পরিবার

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, June 25, 2024 | 6/25/2024 11:57:00 PM

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়) বাস্তবায়নে ১৬টি দরিদ্র পরিবারের মাঝে ১৬ টি স্বাস্থ্য সম্মত সেমি পাকা ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। 
সোমবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য সম্মত স্যানিটারি নির্মাণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিশেষ বরাদ্দের মাধ্যমে ০৬ নং গোয়ালডিহি ইউনিয়নের কালিরবাজারে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়) এর সভাপতি অনন্ত কুমার রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়) এর নির্বাহী পরিচালক আইনুল হক শাহ, ইউপি সদস্য রাঁধা রাণী রায়সহ উপকারভোগীরা। ল্যাট্রিন পেয়ে হাসি ফুটেছে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া এলাকার বৃদ্ধ মো: হামিদ আলী। তিনি বলেন, মানুষের বাসায় কাজ করে সংসার চালাতাম। বয়স বেড়ে যাওয়ায় আর সেভাবে কাজও করতে পারি না। তাই ব্যয়বহুল ল্যাট্রিন নির্মাণ সম্ভব হয়নি। 'নীড়' এর পক্ষ থেকে ল্যাট্রিন পেয়ে খুশি। 
ইউএনও মো.তাজ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনযাত্রা উন্নত করতে বিনামূল্যে ১৬ টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। সরকারী সহায়তায় স্থানীয় এনজিও'র এই কার্যক্রম প্রশংসনীয়।

পার্বতীপুরে প্রতিবন্ধীদের দক্ষতা ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ সমাপ্ত

পার্বতীপুর,প্রতিনিধি পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) চাইল্ড ইম্পাওয়ারম্যান্ট (সিইপি) এর বাস্তবায়নে সংস্থাটির হলরুমে লিলিয়ান ফন্ড ও সিসিডি প্রকল্পের অধীনে পার্বতীপুরে প্রতিবন্ধীদের দক্ষতা ও গরু মোটাতাজাকরণ ২দিন ব্যপী প্রশিক্ষণ গতকাল সোমবার সমাপ্ত হয়েছে। 
গত ২৩ ও ২৪ জুন গরু মোটাতাজাকরণ ২দিন ব্যপী প্রশিক্ষণ উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মতিউর রহমান। প্রশিক্ষক হিসেবে ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভেটেনারি সার্জন আতিকুর রহমান। প্রশিক্ষণে ২০ জন প্রতিবন্ধী কিশোর কিশোরী ও পরিচর্যাকারীগণ অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও থেরাপি সাজ্জাদুর রহমান।

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 23, 2024 | 6/23/2024 11:16:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের আঞ্চলিক সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ (৩৮) নামে ১জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 
রবিবার (২৩ জুন) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের হরিরামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় হারুনুর রশিদ মৃত্যুবরণ করেন। মৃত হারুনুর রশিদ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের আমাইল গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। পরিবার সূত্রে জানাযায়, হারুনুর রশিদ ঈদের পর আমাইল নিজ গ্রাম থেকে মটরসাইকেল নিয়ে বোনের শ্বশুরবাড়ি একইর মঙ্গলপুর গ্রামে যাওয়ার পথে কেটরাহাট বাজারের উত্তর দিকে হরিরামপুর এলাকায় অপর মটর সাইকেল আরোহীর সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।এ দূর্ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। 
এবিষয়ে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের সূরত হাল শেষে পরিবারের নিকট লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার এসআই শাহিন।

বিরামপুরে সমাজসেবা অফিস কর্তৃক চেক বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, June 13, 2024 | 6/13/2024 11:13:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুরে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোরিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। 
বৃহস্পতিবার (১৩ জুন) বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মুরাদ হোসেন, পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী, খানপুর ইউনিয়নের চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান,কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী,বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক,বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ুগোপাল কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাষ্টার,বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল,বিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম মানিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খায়রুল আলম মুকুট,বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আউয়াল জানান,সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোরিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের নমীনীসহ ৫৭ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।

কাহারোলে প্রশাসনের তৎপরতায় আড়াই একর জমির ১০৫ মণ ধান জব্দ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, June 11, 2024 | 6/11/2024 12:36:00 PM

রোস্তম আলী কাহারোল দিনাজপুর থেকে:দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের তৎপরতায় ভূমিদস্যুদের হাত থেকে সরকারি খাস খতিয়ানের প্রায় আড়াই একর জমির ১০৫ মণ ধান উদ্ধার করে ৫৫ হাজার ৯০০ টাকা সরকারি কোডে জমা করেছে উপজেলা প্রশাসন। 
একটি কুচক্রী মহল এ বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু সংবাদপত্রে ভুল তথ্য সম্বলিত খবর প্রকাশ করে উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালায় বলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম জানায়। 
মঙ্গলবার (১১ জুন/২৪) উপজেলা প্রশাসনের বিবরণে জানা যায়, দিনাজপুরের কাহারোল উপজেলাধীন মুকুন্দপুর ইউনিয়নের চক বাজিতপুর মৌজার এক নম্বর খতিয়ান ভুক্ত দুই দাগে প্রায় আড়াই একর জমি পুকুর শ্রেণী হিসেবে পাকিস্তান প্রদেশ পক্ষে দিনাজপুর ডেপুটি কমিশনার নামে রেকর্ডভুক্ত হয়। বর্ণিত তফসিল সম্পত্তি সি এস খতিয়ান থেকে বর্তমান ডিপি খতিয়ান পর্যন্ত মালিকানা বাংলাদেশ সরকারের পক্ষে রয়েছে। পুকুরটি মাটি দিয়ে ভরাট হলে উপজেলার মহদি পুর গ্রামের বজলুর মিয়ার উত্তরাধী ভূমিদস্যু আব্দুর রাজ্জাক আনিত ১৩১২১ /৬৩-৬৪ নম্বর বন্দোবস্ত দলিল মূলে জমি পত্তন/ইজারাকৃত হিসেবে এবং বন্দোবস্ত কেস মূলে জমি দাবী করে তার মাতা সবেজা বেগমকে বাদী করে নিম্ন আদালতে মামলা দায়ের করলে আদালত তা না মঞ্জুর করে। পুনরায় আপিল করলে দ্বিতীয় আদালতেও পূর্বের রায় বহাল রাখে।পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিভাগে ৭৭৭/২০২২নম্বর সিভিল রিভিশন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ চেয়ে মোকদ্দমা দায়ের করলে গত ১৪ মার্চ ২০২৩ বিজ্ঞ আদালত নিষেধাক্ষার পরিবর্তে উভয় পক্ষকে স্থিতবস্থা বজায় রাখার আদেশ দেন। আদালতের আদেশ উপেক্ষা করে ভূমিদস্যু আব্দুর রাজ্জাক গং ঐ জমিতে ধান রোপন করলে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সঙ্গীয় স্থানীয় পুলিশ বাহিনীর সহযোগিতায় জমিতে হারভেস্টার মেশিন দ্বারা রোপনকৃত ধান কর্তন-পূর্বক ১০৫ মণ ধান প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রয় করে ৫৫ হাজার ৯০০ টাকা সরকারি কোডে জমা করে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান,১০ জুন দিনাজপুর জেলা সাবরেজিস্টার কার্যালয়ের প্রাপ্ত তথ্য মোতাবেক ভূমিদস্যু আব্দুর রাজ্জাক যে দলিল দাখিল করেছেন তাহা একটি জাল দলিল। কেননা ১৯৬৪ সালে বীরগঞ্জ উপজেলার সাব রেজিস্টার অফিসে সর্বশেষ দলিল নম্বর ছিল ৫২৫৪ অথচ ভূমিদস্যু আব্দুর রাজ্জাক যে দলিল দাখিল করেছেন তার নম্বর রয়েছে ১৩১২১ এছাড়াও দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের দাখিলকৃত প্রতিবেদন মোতাবেক বন্দোবস্ত কেস নম্বর ১২/৫১১/৬৩-৬৪ এ বাদী কর্তৃক আনীত কাহারোলে কোন তথ্য পাওয়া যায়নি,উল্লেখিত বন্দোবস্ত কেস নম্বরে বজলার মিয়ার পরিবর্তে দিনাজপুর সদর উপজেলার কালিতলা মোঃ ইউসুফ খানের নামে বন্দোবস্ত রয়েছে। কাহারোল সহকারী কমিশনার(ভূমি) মোঃ বোরহান উদ্দিন জানায় ১৪২৮ বঙ্গাব্দে উপজেলা ভূমি অফিসের সায়রাত রেজিস্টার পর্যালোচনা করে দেখা যায় উক্ত পুকুরটি সর্বশেষ ১৪২৬-১৪২৭ বঙ্গাব্দে ইজারা দেওয়া হয়েছে এবং সর্বশেষ ১৪২৮ বঙ্গাব্দে সৃজিত আমন ধানের ফসল বাবদ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর মাধ্যমে বিক্রয়লব্ধ ২৭ হাজার ৪৪০ টাকা সরকারি কোডে জমা হয়েছে। এছাড়াও উপজেলা রাজস্ব সভায় উক্ত পুকুরটি ভরাট হওয়ার কারণে মাছ চাষের অনুপযোগী হওয়ায় ১৪৩১ বঙ্গাব্দ সনের পহেলা বৈশাখ হইতে ৩০ চৈত্র পর্যন্ত এককালীন মূল্যে প্রকাশ্য নিলামে খাস আদায় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয় এবং পুকুর/জমিতে খাস আদায়ের কার্যক্রম চলমান রয়েছে। 

বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার(১০ জুন)বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মুরাদ হোসেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও আতাঊর রহমান, পৌর মেয়র (ভার:) আবুল কালাম বকুল, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি,বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক হাফিজ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের (সাবেক) সিনিয়র সহসভাপতি শিবেশ কুন্ডু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহজাহান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর বাদশা, বিজিবি প্রতিনিধিদ্বয়। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পার্বাতীপুরে পিতা-মাতা ও পরিচর্চাকারীদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, June 10, 2024 | 6/10/2024 05:34:00 PM

বদরুদ্দোজা বুলু: পার্বাতীপুরে পিতা-মাতা ও পরিচর্চাকারীদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ আজ সোমবার ১০ জুন সকালে সংস্থাটির হলরুমে অনুষ্ঠিত হয়। 
পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর বাস্তবায়নে লিলয়ান ফন্ডস সিডিডি সহযোগিতায় চাইল্ড ইম্পাওয়ারম্যান্ট প্রোগ্রাম এ সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মতিউর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক উত্তর বাংলা পত্রিকার সাংবাদিক (পুরস্কারপ্রাপ্ত) বদরুদ্দোজা বুলু। প্রশিক্ষক হিসেবে উপস্থিত পিতা-মাতার মাঝে ডাউন সিনড্রোম শিশুদের পরিচর্চা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন সংস্থাটির ফিজিও সাজ্জাদুর রহমান। এ পশিক্ষণে ৫০ জন প্রতিবন্ধীর পিতা-মাতা উপস্থিত ছিলেন।

বিরামপুর রোগীর ব্যাগ চুরির সময় ১ নারী আটক

ইব্রাহীম মিঞা, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় একজন নারীকে আটক করেছে বিরামপুর থানাপুলিশ। 
রবিবার (৯ জুন) আনুমানিক সকাল সাড়ে ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর কাছ থেকে সুকৌশলে ভ্যানিটি ব্যাগ চুরির সময় হাতে নাতে নারী চোরটিকে ধরে ফেলেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড শ্যামল সরকার। সিকিউরিটি গার্ড শ্যামল সরকার জানান, চিকিৎসা নিতে আসা রোগীরা যখন টিকিট নেওয়ার লক্ষ্যে হাসপাতালে টিকিট কাউন্টারে এবং জরুরী বিভাগে সেবা নেওয়ার ব্যস্ত সময়ে এই ধরনের ঘটনা গত শনিবারসহ বেশ কয়েকবার ঘটেছে।এধরনের ঘটনা যেন না ঘটে এ লক্ষ্যে সতর্ক অবস্থায় ছিলাম হঠাৎ এক নারীকে টিকিট কাউন্টারে রোগীদের সাথে গা লাগিয়ে রোগীর শপিং ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করতে দেখি। পরবর্তীতে চিকিৎসা সেবা নিতে আসা উক্ত রোগীকে (সুফিয়া বেগম) তার শপিং ব্যাগের সব ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করলে সে জানাই আমার শপিং ব্যাগে ছোট ভ্যানিটি ব্যাগ ছিল যার মধ্যে ১ জোড়া সোনার দুল ও তার ম্যামো এবং ৪০ টাকা ও ভোটার আইডি কার্ডের ফটোকপি ছিল যা পাওয়া যাচ্ছে না।সিকিউরিটি গার্ড শ্যামল ও উক্ত রোগীসহ কয়েকজন ঐ নারী চোরটিকে ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস রুমে নিয়ে যায়। 
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখির সাথে এ বিষয়ে মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এই বিষয়ে বিরামপুর থানা পুলিশকে অবগত করলে বিরামপুর থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত নারী জয়পুরহাট জেলার পুরানপুল ইউনিয়নের পারুলিয়া গ্রামের বাসিন্দা। আটককৃত নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বিরামপুর থানা পুলিশের এসআই কামরুজ্জামান।

অশ্রুসিক্ত ভালোবাসায় সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 9, 2024 | 6/09/2024 11:55:00 PM

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : অশ্রুসিক্ত ভালোবাসায় দিনাজপুরের খানসামা উপজেলার সখিনা-ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আব্দুল বারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
রবিবার (০৯জুন) দুপুরে অত্র বিদ্যালয় মাঠে সকল শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে সহকারী এই শিক্ষক কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন উপস্থিত সকলেই। পরবর্তীতে এক সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানের পর সহকারী শিক্ষক কাজী আব্দুল বারীকে হাঁটাপথে নিজ বাসায় পৌঁছে দিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ফজলুল হক সরকার, প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সরকার, তেবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, আইনজীবী এ্যাড. সোয়েব হোসেন সিজুসহ অত্র বিদ্যালয় ও পার্শ্ববর্তী স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্রীগণ।

কাহারোলে পল্লী’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রোস্তম আলী, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিএমজেড নেটজ বাংলাদেশ পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠির প্রতিকুল আবহাওয়া (এসডিজি-১৩) সাথে নিজেদের খাপ খাওয়ানোর পাশাপাশি দারিদ্র দূরীকরনে অবদান রাখার লক্ষ্যে উপজেলা পর্যায়ের বিশ^ পরিবেশ দিবস-২০২৪ অনুষ্ঠিতহয়। উক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোঃ বোরহান উদ্দিন। আলোচনা সভা ও র‌্যালীতে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকারানী সেহানবীশ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম (হেলাল), উপজেলা সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ অফিস মোঃ আজিজার রহমান, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার (লিমন), সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (মানিক), পল্লী’র পরিবেশ প্রকল্পের মাঠ সহায়ক, লাজিনা আক্তার লাভলী, এ্যাডভোকেসি এ্যাসিসটেন্ট,মোঃ আঃওহাব, ইউনিট হিসাবরক্ষক, মোঃ মন্তাজুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী ও প্রকল্প ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমান প্রমুখ। দিবস উদযাপনে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভার শেষে প্রকল্প সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

কাহারোলে ভূমি সেবা সপ্তাহ’র র‌্যালী ও আলোচনা সভা

রোস্তম আলী, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। 
ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ থেকে ১৪ জুন’২৪ পর্যন্ত ভূমি সপ্তাহ উদযাপন উপলক্ষে গত কাল শনিবার সকালে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ খাইরুল ইসলাম, সুন্দরপুর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনির, সিডিএর আঞ্চলিক সম্বনয়কারী সন্তষ কুমার রায়, ভূমিহীন কৃষক মোঃ আফজাল হোসেন, সাংবাদিক সোহাগ, আব্দুল জলিল শাহ্, সুকুমার রায় প্রমুখ।

কাহারোলে ফেসবুকে মহানবী (স:) কে কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত যুবকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

রোস্তম আলী কাহারোল থেকে:দিনাজপুরের বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (স:) কে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত যুবকের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ মে২০২৪) জুম্মার নামাজ শেষে কাহারোল উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা প্রিয় নবী হযরত মুহাম্মদ( সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে আটক কৃত যুবক শাওন রায়ের ফাঁসির দাবি জানিয়ে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে কাহারোল আমতলা মোড়ে সমবেত হয়। জানা যায় শাওন রায় (২২) বীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়াডের আরিফ বাজার (কুমারপাড়া) গ্রামের মাধব রায়ের পুত্র। 
স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানা যায়, শাওন রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডিতে মহানবী হযরত মুহম্মদ (স:)কে নিয়ে কটুক্তি করে পোষ্ট করে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী শাওনকে ধরে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বীরগঞ্জ থানার (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, হযরত মুহাম্মদ (স:) কে কটুক্তি করায় শাওন রায় নামের এক যুবককে আটক করে গত বুধবার ৫ মে ২০২৪ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মতে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়।

পার্বতীপুরে সেমিপাকা টয়লেট উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 23, 2024 | 5/23/2024 06:37:00 PM

বদরুদ্দোজা বুলু:পার্বাতীপুর পৌরসভার পোড়াভিটা (মুশাহারপাড়া) এলাকায় আজ বৃহষ্পতিবার বিকেলে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় সেমিপাকা টয়লেট (স্যানিটেশন) উদ্বোধন করেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মতিউর রহমান। উল্লেখ্য এ মুশাহারপাড়ায় ১৬ টি সেমিপাকা টয়লেট (স্যানিটেশন) ণির্মান করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও থেরাপি সাজ্জাদুর রহমান।

নদীর পাড়ে বৈশাখজুরে ভাংগার মেলা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, May 13, 2024 | 5/13/2024 06:40:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : ‘মেলায় যাইরে’… পয়লা বৈশাখ এলেই আমাদের কানে সবচেয়ে বেশি ভেসে আসে এই সুরটি। বৈশাখকে বরণ করতে আনন্দে মেতে উঠে বাঙালি জাতি। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে গ্রামীণ জনপদের মানুষজনের মাঝে বইছে প্রাণের ছোঁয়া। পহেলা বৈশাখ আর বৈশাখী মেলা যেন মানুষের মাঝে প্রাণের স্পন্দন হয়ে আছে। বাঙালির কৃষ্টি কালচার আর ঐতিহ্য নিয়ে বর্ণিল সাজে গ্রামে-গ্রামে বৈশাখী মেলা আয়োজনের মাধ্যমে পুরো মাস ধরে এখানে চলে বর্ষবরণ।
এই উপজেলার বিভিন্ন স্থানে পুরো বৈশাখ মাসজুরে মেলার আয়োজন হয়ে থাকে। পয়লা বৈশাখে বিরামপুর পৌরসভার মির্জাপুর মন্ডপে, বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার পৌরসভার দেবীপুর মাঠে চুনের মেলায়,বিনাইল ইউনিয়নে বৈশাখ মাসের দ্বীতীয় বুধবার চামন্ডির মেলা,পলিপ্রয়াগপুর ইউনিয়নের জোতজয়রামপুর এলাকায় বিরামপুর ছোট যমুনা নদীর বাঁধের উপর বৈশাখ মাসের প্রতি শুক্রবার ভাংগার মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।গ্রামীণ এ মেলায় সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সর্বজনীন উৎসবের এক অনবদ্য উদাহরণ। অনেক জায়গায় কেবল পহেলা বৈশাখে বসে একদিন ব্যাপী বৈশাখী মেলা। আবার কোন কোন জায়গায় বৈশাখ মাসের বিশেষ তারিখ ও বারে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। এক সময় এসব মেলায় সার্কাস, পুতুল নাচ, যাত্রা দল আসতো, বসতো নাগরদোলা।
নিরাপত্তাহীনতাসহ নানাবিধ প্রতিকূলতায় তাদের মেলায় আগমন বন্ধ হয়ে গেছে। এছাড়া খোলা মাঠের বিশাল পরিসরে ছোটদের খেলনা, হাতে তৈরি বিভিন্ন মৃৎশিল্পের সামগ্রী এবং বিন্নি ধানের খৈ, মুড়ি, উফরা, তিলুয়া, কদমা, বাতাসা, জিলাপি, মিষ্টিসহ হরেক রকম খাদ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা। পাওয়া যেতো কাঠ-বাঁশের তৈরি গৃহস্থালী জিনিসপত্র থেকে শুরু করে প্রসাধন সামগ্রী পর্যন্ত। কিন্তু কালের বিবর্তনে ঐতিহ্য হারাচ্ছে এসব গ্রামীণ মেলা।
বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ মানিক বলেন, ‘আগে কয়েকটি গ্রামের সীমান্তবর্তী স্থানে, অথবা নদীর ধারে, বটতলায় বৈশাখী মেলার আয়োজন করা হতো। এসব মেলায় নামতো হাজার হাজার মানুষের ঢল। মেলায় থাকতো কাঁচের চুড়ি, রঙ-বেরঙের ফিতা, তাঁতের শাড়ি, নকশা করা হাতপাখা, কামার ও কুমোরের দোকান, মুড়ি-মুড়কি-খই, সন্দেশ, বাতাসা, মিষ্টি, মাটির তৈরি খেলনা, পুতুল, ঘুড়ি, নাটাই, গুলতি, অলংকার, তৈজসপত্র, বেলুন, বাঁশি, ফলমূল ইত্যাদি। আর বিনোদনের জন্যে থাকতো নাগরদোলা, বায়োস্কোপ, জারি-সারি-ভাটিয়ালি গানের আসর, কবিগান, ষাড়ের লড়াই, লাঠিখেলা, পুতুল নাচ, নৌকা বাইচ, কুস্তি খেলা ইত্যাদি।
তবে দিন দিন এসব সুখস্মৃতি ম্লান হয়ে যাচ্ছে।’ গতবছর থেকে বৈশাখ মাসের প্রতি শুক্রবার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের জোতজয়রামপুর গ্রামের যমুনা নদীর পাড়ে বাঁধের উপর মেলাটি হয়ে আসছে। বিরামপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলার মাঝে ছোট যমুনা নদীর পাড়ে বাঁধের উপর থেকে নদী ও প্রকৃতির দৃশ্য দেখতে আশে ২ উপজেলাসহ বিভিন্ন স্থানের মানুষ।
একসময় ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর নতুনভাবে বাঁধ নির্মাণ করায় এই স্থানটিতে বৈশাখের প্রতি শুক্রবার বিকেলে জনসমাগম হয় সেই থেকে এই মেলাটি ভাংগার মেলা নামে সকলের কাছে পরিচিত। পহেলা বৈশাখ উদযাপনে আমাদের জাতীয় চেতনা ও ঐতিহ্যের সামগ্রিক প্রতিচ্ছবির দেখা মেলে। একদিকে যেমন উৎসবে মেতে ওঠে নবীন-প্রবীণ, শিশু ও কিশোররা; অন্যদিকে নিজস্ব সংস্কৃতি সম্পর্কে আমাদের নতুন প্রজন্মও পরিমার্জিত ধারণা লাভ করতে পারে।