Showing posts with label পঞ্চগড়. Show all posts
Showing posts with label পঞ্চগড়. Show all posts

গভীর রাতে পানিবন্দি মানুষের পাশে সাংসদ নাইমুজ্জামান ভূঁইয়া

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, July 7, 2024 | 7/07/2024 11:27:00 PM

এ রায়হান চৌধুরী রকি, পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড় পৌরসভার জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। 
শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ১ টা পর্যন্ত পৌরসভার কামাতপাড়া, জালাসী হঠাৎ পাড়া, তেলিপাড়া, ট্রাক টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। এসময় সাংসদ পানিবন্দি মানুষের ভোগান্তি লাঘবে পানি নিস্কাসনের জন্য স্থায়ী সমাধান হিসেবে মাস্টার প্লান করে ড্রেন নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরে তিনি পৌরসভার এসব এলাকার ৫ শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। শুকনো খাবার হিসেবে এক কেজি করে মুড়ি, চিড়া ও হাফ কেজি গুড় পানিবন্দি মানুষের হাতে তুলে দেন সাংসদ নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। এসময় সাংসদ স্ত্রী মেজর (অবঃ) কাজী মৌসুমি, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসানাত মো হামিদুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবীর উজ্জ্বল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
পঞ্চগড় পৌরসভার জলবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান হিসেবে সাংসদের কোন পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, অস্বাভাবিক বৃষ্টিপাতে দেশের যে কোন শহরেও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। প্রাকৃতিক দূর্যোগে কারো হাত নেই। সৌদি আর সহ বিশ্বের অনেক উন্নত দেশও জলাবদ্ধ হয়েছে। আমরা মেয়র সহ একসাথে কাজ করে যাচ্ছি। যেই ড্রেনেজ ব্যবস্থার জন্য আমরা আজকে ভোগান্তিতে পড়েছি অতীতে আমাদের মেয়রেরা দুরদর্শী কোন পরিকল্পনা নেয়নি। তাছাড়া চিকন ড্রেনেজ ব্যবস্থা আর নাগরিকের অসচেতনতায় যত্রতত্র ময়লা ফেলার কারণে সামান্য বৃষ্টিতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি দ্রুত সড়ে যেতে পারছেনা। তবে সবচেয়ে আর্শীবাদ হল করতোয়া নদী আমাদের কাছে। আমরা ভাল ড্রেনেজ ব্যবস্থা করে পানি নদীতে ফেলতে পারলে জলাবদ্ধতা হবেনা। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সরকার সব সময় মানুষের পাশে আছে। এই যে বৃষ্টি হচ্ছে মধ্যরাত হলেও আমরা মানুষের পাশে এসেছি। যারা দুর্গত মানুষ তাদের পাশে আমি শেখ হাসিনার বার্তা নিয়ে আসেছি। আমরা এটুকু কথা দিতে পারি এবারের জলাবদ্ধতা যে ড্রেনেজ ব্যবস্থার কারণে হয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মাধ্যেমে আগামী ডিসেম্বরের মধ্যে একটা প্রকল্প শুরু হবে। এর বাইরেও আমরা একটা মাস্টার প্লান নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী এক বছরের মধ্যে এই জলাবদ্ধতা নিরসনে একটা স্থায়ী সমাধান হবে।

পঞ্চগড়ে জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 23, 2024 | 6/23/2024 11:22:00 PM

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অন্যায়ভাবে জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে এবং ভূমিদস্যু তোয়ায়েল আহম্মেদ ও বোদা থানার ওসি মোজাম্মেল হকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ময়দানদিঘী বাজারে ভূক্তভোগী পরিবার ও স্থানীয়দের ব্যানারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে ভূক্তভোগী পরিবারের সদস্য আনসারুল ইসলাম, পারুল বেগম, শাপলা আক্তার, আর্ণিকা বেগম, শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জমকুড়াপাড়া এলাকার আনসারুল ইসলাম ও তার পরিবার দীর্ঘ ৭৫ বছর ধরে ক্রয়সূত্রে ২৪ বিঘা জমির মালিকানা লাভ করেন। তবে ওই জমি গত কয়েক বছর আগে স্থানীয় আনিসুর সহ তার পরিবারের সদস্যরা জমি গাজীপুর জেলার তোফায়েল আহম্মেদ নামে এক ব্যাক্তির কাছে বিক্রি করেন। পরে এনিয়ে আদালতে মামলা গড়ায়। সম্প্রতি সেই জমি দখলে নিতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হককে ঘুষ দিয়ে তার উপস্থিতিতে কাটা তারের বেড়া দিয়ে জমি দখলে নেয় ভূমিদস্যু তোফায়েল। তবে রাতের আধাঁরে জমির কে বা কারা জমিতে দেয়া বেড়া ক্ষতিগ্রস্থ করেছে তার দায় চাপিয়ে দেয়া হয়েছে ভূক্তভোগী পরিবারের উপর। পরে এনিয়ে তোফায়েল বোদা থানায় সীমানা বেড়া ক্ষতিগ্রস্থ ও মালামার চুরির একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার আসামী ধরতে রাতের আধারে ভূক্তভোগীদের হয়রানী করছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানী বন্ধ সহ ভূমিদস্যু তোফায়েল ও বোদা থানার ওসি মোজাম্মেল হকের বিচার দাবী করেন বক্তারা। মানববন্ধনে ভূক্তভোগী পরিবারের সদস্য আনসারুল ইসলাম বলেন, আমাদের জমি অন্যায়ভাবে দখলে নিয়ে আমাদের উপরই মালামাল চুরির একটি মিথ্যা মামলা বোদা থানায় দায়ের করা হয়েছে। 
পুলিশ রাতে আমাদের ধাওয়া করছে। আমাদের পরিবারের কয়েকজন ছাত্র ছাত্রীকেও আসামী করা হয়েছে তাদের কারো এইচএসসি কারো অর্নাস পরীক্ষা চলছে। তারাও বাসায় থাকতে পারছেনা। আমরা আমাদের জমি ফিরিয়ে চাই। সেই সাথে অবৈধ মিথ্যা মামলা প্রত্যাহার, ভূমিদস্যু তোফায়েল ও বোদা থানার ওসি মোজাম্মেল হকের বিচার চাই। পরে মানববন্ধন শেষে একই দাবীতে ময়দানদিঘী বাজারে ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করেন। এসময় মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকে পড়ে। পরে বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ ও বোদা হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভূক্তভোগীদের সাথে কথা বলে মামলার বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করেন ভূক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা। তকে সব অভিযোগ অস্বীকার করে তোফায়েল আহম্মেদ বলেন, আমার কাছে কোর্টের আদেশ আছে। আমি সেই আদেশের বলে জমিতে গেছি। কোর্ট আমাকে জমি দখল করে দিয়েছে। আপনারা চাইলে সব কাগজপত্র দেখতে পারেন। আর আমি কোন মিথ্যা মামলা করিনি। কাউকে হয়রানীও করা হচ্ছেনা। আমার মালামাল চুরি হয়েছে আমি মামলা করবো না। এখানে কোন মিথ্যার আশ্রয় নেয়া হয়নি। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ঘটনায় সকল কর্মকান্ড আইন অনুযায়ী করা হয়েছে। বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ বলেন, আমি ভূক্তভোগী পরিবারের ন্যায় বিচারে আশ্বস্ত করেছি। কাউকে যেন হয়রানী না করা হয় সেটি আমরা লক্ষ্য রাখছি। তবে পুরো ঘটনা শুনে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাভী পালন ও মোটাজাতকরণ বিষয় প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, June 11, 2024 | 6/11/2024 08:56:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও মোটাজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
 আজ মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জে সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ) খাতের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছা: সারাবনতহুরা, ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক, সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমো: মোশারফ হোসেন, কৃষি কর্মকর্তা মেহবুব-উল সহিদ প্রমুখ।

পঞ্চগড়ের দেবীগঞ্জে জনপ্রিয় হচ্ছে মালচিং পেপার পদ্ধতিতে মরিচ চাষ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 28, 2024 | 5/28/2024 01:00:00 AM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : দেশে কৃষিতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতি। বাণিজ্যিকভাবেও এর প্রসার ঘটছে। পঞ্চগড়ে অন্যান্য ফসলের সাথে মরিচ চাষেও যুক্ত হয়েছে মালচিং পদ্ধতি। দীর্ঘ সময় ফলন এবং বাজারে সারা বছর চাহিদা থাকায় মালচিং পদ্ধতি মরিচ চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।
জেলার দেবীগঞ্জ উপজেলার অনেকেই এখন এই পদ্ধতিতে মরিচ চাষ করছেন। মালচিং পদ্ধতিতে মরিচ চাষে খরচ অনেক কম। এ ছাড়া এ পদ্ধতিতে আগাছা হয় না বলে তা পরিষ্কারের কোনো ঝামেলা নেই। দফায় দফায় সার দেয়ারও ঝামেলা নেই। আর গাছ দীর্ঘজীবী হওয়ায় উৎপাদন হয় দীর্ঘসময় ধরে। ফলে অতিরিক্ত উৎপাদিত ফসল বাজারজাত করে আশানুরূপ লাভবান হন তিনি।
সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প’র কৃষি কর্মকর্তা মেহবুব-উল সহিদ বলেন- এ পদ্ধতিতে জমি তৈরির জন্য মাঝখানে দুই পাশ থেকে কেটে দেড় ফুট চওড়া করে ও ৮-১২ ইঞ্চি পরিমাণ উঁচু করে মাটির সঙ্গে সার মিশিয়ে বেড তৈরি করা হয়। তৈরি বেডগুলো মালচিং পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়। প্লাস্টিকের মালচিং পেপারের কালো রঙের দিকটা থাকে নিচের দিকে আর রূপালি রঙের দিকটা থাকে ওপরের দিকে অর্থাৎ সূর্যের দিকে।
এ পদ্ধতিতে সূর্যের আলো ও তাপ নিয়ন্ত্রণে রেখে মাটিকে রাখে ফসলের উপযোগী। পরে মালচিং পেপারের দুই পাশে নির্দিষ্ট দূরত্বে গোল গোল করে কেটে নেওয়া হয়। এরপর কেটে নেওয়া জায়গায় রোপণ করা হয় বীজ বা চারা। এরপর তিন ফুট উঁচুতে বাঁশ ও সুতা দিয়ে তৈরি করা হয় মাচা। এই পদ্ধতিতে চাষাবাদ করলে দীর্ঘ সময় ধরে ফলন পাওয়া যায় এবং কৃষকরা অধিক লাভবান হয়। 
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কৃষক মাহাবুল ইসলাম বলেন, এবার আমি মালচিং পদ্ধতিতে এক বিঘা জমিতে মরিচ চাষ করেছি। ফলন খুব ভাল হয়েছে। মালচিং পদ্ধতিতে মরিচ চাষ দেখতে অনেকেই আমার জমিতে আসছে। এ পদ্ধতিতে তেমন খরচ নেই। লাভও বেশি হয়।
পিকেএসএফের অর্থায়নে এবং শার্প’র সার্বিক সহযোগিতায় পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে দেবীগঞ্জের অনেক কৃষক লাভের মুখ দেখছেন।

দেশে অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার - হোসেন প্রিন্স

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 4, 2024 | 3/04/2024 11:35:00 PM

এ রায়হান চৌধুরী রকি, পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশে অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এর জন্য কি আমরা দায়ী? মোটেই না। আমরা খালেদা জিয়ার আমলে দেখেছি বিদ্যুৎ কেন্দ্র ছিল না-খাম্বা ছিল। এখন দেখছি বিদ্যুৎ কেন্দ্র আছে উৎপাদন করতে পারছে না। টাকা নাই। ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে। এ ক্ষেত্রে দায়মুক্তি আইন করা হয়েছে। যাতে যেনতেন ভাবে বিদ্যুৎ উৎপাদন করলে সব করা যায়। সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়াল, আর মন্ত্রী বলল শুধু একবার না তিন বছর পর্যায়ক্রমে দাম বাড়ানো হবে। তাদের হিসাবে এখন কয়েক পয়সা দাম বাড়ানো হয়েছে। তাদের হিসাবে এখন আমাদের ইউনিট প্রতি ৭/৮ টাকা নেয়। পর্যায়ক্রমে তা বাড়াতে বাড়াতে ২০ টাকা করবে। আর তাদের সরকার প্রধান বলল লোডশেডিং এর জন্য প্রস্তুত থাকুন। পিক আওয়ারেও তারা লোডশেডিং করবে। টাকা তো নাই উৎপাদন করবে। এর জন্য তো আমরা দায়ী না। আমরা পরিস্কার বলেছি এর জন্য সরকারের ভুলনীতি ও দূর্নীতি দায়ী। তিনি আরও বলেন, দেশে কোন গণতন্ত্র নেই। এই গণতন্ত্রহীনতার সুযোগে কি হয়-অন্ধকারে অসাম্প্রদায়ীক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। অরাজনৈতিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি আরো বলেন, বাংলাদেশের টাকা পাচার অতীতের যে কোন সময়ের তুলনায় বেশি। ঋণখেলাপীও অতীতের তুলনায় বেশি। লুটপাটের এমন অবস্থা হয়েছে, বাংকগুলোর কি অবস্থা তা আপনারা ভাল করেই জানেন। গ্রামের মানুষ বলছে যে যেভাবে পারছে দেশটাকে লুটপাট করে খাচ্ছে। তিন শত্রু দেশটাকে চিড়েচেপ্টা করে খাচ্ছে। এরা হল অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিবিদ। বিদেশ থেকে যে জিনিসপত্র আমদানী করা হয় তা ৫/৬ জন সিন্ডিকেট ব্যবসায়ীর কাছে জিম্মি। আমাদের কথা সিন্ডিকেট ভাঙতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের কৃষক ভাইয়েরা লোকসান গুনলেও কখনো উৎপাদন থেকে পিছু হটেনা। আমি ঠাকুঁরগাও জেলা আলু চাষীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন বর্তমানে তারা ২৩ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। আর সংরক্ষণ খরচ সহ তা ৩৩ টাকা পর্যন্ত দাড়াবে। অথচ আমরা কি দেখি মৌসুম ছাড়া আলু ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে। সরকার নিয়ন্ত্রণ করতে পারছেনা। মুনাফাখোড় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে বাড়িয়ে জনগণের পকেট কাটছে। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ মিজানুর রহমান, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ইয়াকুব আলী, পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, পঞ্চগড় জেলা উদীচির সভাপতি সফিকুল ইসলাম, জেলা বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল প্রমূখ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাবান্ধায় ভারতীয় বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, February 20, 2024 | 2/20/2024 04:17:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : ভারতীয় সীমান্ত গেট ভেঙে দুইটি বন্য হাতি বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তিরনইহাট ইউনিয়নে ভারতীয় সীমান্ত ইসলামবাগ এলাকা দিয়ে প্রবেশ করে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে।
এদিকে সকালে গ্রামের ভেতর দিয়ে হাতি প্রবেশ করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হাতি দেখতে শতশত উৎসুক জনতা ভিড় জমিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে দুটি বন্য হাতি ইসলামবাগ হয়ে দৌলতপাড়া দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। আসার পথে দু'তিনজন কৃষকের গৃহপালিত প্রাণীর উপর আক্রমণ করে।
হাতির আক্রমণে দৌলতপাড়া এলাকার সামসুল হক নামে এক দরিদ্র কৃষকের একটি গরু মারা যায়। পরে কাশিমগঞ্জ এলাকায় বেশ কিছু বাড়িতে ঢুকে বৈদ্যুতিক তার, মোটরের তার, টয়লেট, বেড়া, পিয়াজ ও ভূট্টা ক্ষেতের ক্ষতি করেছে।
এই খরব জানাজানি হলে আশেপাশে বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্নী বেগম ও নাহিদাসহ কয়েক চিলাহাটি ওয়েবকে জানান- সকালে দুটি বন্য হাতি বাড়িতে ঢুকে পড়লে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। বাড়ির বেড়া, কারেন্টের তার, মোটরের তার ছিঁড়ে ফেলেছে। এতে কিছু ক্ষতি হয়েছে। আর আমরা আতঙ্কের মধ্যে আছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতি দুটি নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে। উপজেলা বন কর্মকর্তা নুরুল হুদা চিলাহাটি ওয়েবকে জানান- বাংলাবান্ধা কাশিমগঞ্জে দুটি বন্য হাতির খবর পেয়ে আমাদের বনবিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। এসেই জনসাধারণকে নিরাপদে রাখতে হ্যান্ড মাইক দিয়ে দূরে থাকতে বলা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাতি দুটি একটি ভুট্টা ক্ষেতে রয়েছে।
বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান চিলাহাটি ওয়েবকে জানান- ‘ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতি দুটি আমাদের ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে। গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি চিলাহাটি ওয়েবকে জানান- ঘটনাটি শুনেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি।
বিষয়টি জেলা প্রশাসক, মডেল থানা পুলিশ, বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বনবিভাগ এলাকায় অবস্থান করছে, কেউই যাতে হাতিগুলোকে বিরক্ত না করে সে নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।

পঞ্চগড়ে ভোরের কাগজের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 17, 2024 | 2/17/2024 01:01:00 AM

পঞ্চগড় প্রতিনিধি : দেশের বহুল প্রচারিত দৈনিক ভোরের কাগজ পত্রিকার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 
শুক্রবার দুপুরে ভোরের কাগজ পরিবার পঞ্চগড় জেলার আয়োজনে তেঁতুলিয়ার ডাক বাংলোয় ভোরের কাগজের ৩৩ তম বর্ষ পূর্তি উৎসব পালন করা হয়। এ উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়। পত্রিকার বর্ষপূর্তির উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী। তিনি কেক কেটে উৎসবের সূচনা করেন। এসময় ভোরের কাগজের পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী রকি, তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি জাবেদুর রহমান, আটোয়ারী উপজেলা প্রতিনিধি রাব্বু হক প্রধান, বোদা উপজেলা প্রতিনিধি রবিউল হাসান লিটন, ও দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোজাহারুল আলম জিন্নাহ উপস্থিত ছিলেন।

আহমদীয়া মুসলিম জামাতের ৯৯তম বার্ষিক সন্মেলন সমাপ্ত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, February 16, 2024 | 2/16/2024 12:07:00 AM

রায়হান চৌধুরী রকি, পঞ্চগড় প্রতিনিধি : নিজেদের নৈতিকতার মান উন্নয়ন, দেশ সেবা এবং মানবতার কল্যাণে কাজ করার ব্রত নিয়ে বৃহস্পতিবার শেষ হলো আহমদীয়া মুসলিম জামাতের ৯৯ তম সালানা জলসা বা বার্ষিক সন্মেলন। পঞ্চগড় শহরের উপকণ্ঠে আহমদনগরে নিজস্ব দেয়াল ঘেরা মাঠে অনুষ্ঠিত এই সন্মেলনে সারাদেশ থেকে প্রতিনিধিগণ যোগদান করেন। ১৩ ফেব্রুয়ারি সকাল পৌণে দশটায় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং দোয়ার মাধ্যমে জলসার কার্যক্রম শুরু হয়। জলসার উদ্বোধনী ভাষনে আহমদীয়া মুসলিম জামাতে, বাংলাদেশ এর ন্যাশন্যাল আমীর মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী বলেন, আমাদের জলসা কোন সাধারণ সন্মেলন নয়, এটি একটি আধ্যাত্মিক সমাবেশ যেখানে আমাদের সদস্যগণ তিন দিন অবস্থান করে বাজামাত নামায তাহাজ্জুদ এবং ওয়াক্তিয়া নামাযগুলো আদায় করার পাশাপাশি ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান লাভ করে থাকেন। পবিত্র কোরআন এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুপম শিক্ষা এবং নির্দেশনার আলোকে নিজেদের জীবনকে গড়ে তোলার পথনির্দেশনা পেয়ে থাকেন। আমাদের সদস্যরা বছরের একটি দিনের জন্য সারা বছরব্যাপী অপেক্ষায় থাকেন। আমাদের জলসা সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত বছরের বিয়োগান্ত দুঃখজনক ঘটনার উল্লেখ করে ন্যাশন্যাল আমীর বলেন, বিরোধিতা সত্য জামাতের একটি অনন্য বৈশিষ্ট্য। আহমদীয়া মুসলিম জামাতের বিগত একশ’পঁয়ত্রিশ বছরের ইতিহাস এ স্বাক্ষ্য বহন করে যে, বিরোধিতা এবং অত্যাচার আমাদের কোন ক্ষতি করতে পারে নি বরং আল্লাহতালার অসীম সাহায্য এবং কল্যাণে দিন দিন এই জামাত বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বর্তমানে বিশ্বের ২২০ টি দেশে এই জামাত সুপ্রতিষ্ঠিত। তিন দিনের জলসার ৫ টি অধিবেশনে বিভিন্ন বক্তাগণ আল্লাহতালার অস্তিত্ব, দোয়ার গুরুত্ব ও কবুলিয়ত, মহানবী (সাঃ) এবং পবিত্র কুরআনের এর অতুলনীয় শান ও মর্যাদা, মানব সেবা, দেশপ্রেম, পারিবারিক ও সামাজিক কল্যাণ, আর্থিক কুরবানী, বিশ্বশান্তি, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেন। জলসায় গত বছর উগ্র ধর্মান্ধদের আক্রমণে শাহাদাত বরনকারী শহীদ প্রকৌশলী জাহিদ হাসানের পিতা আবু বকর সিদ্দিক সন্তানের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এবার শান্তিপূর্ণ পরিবেশে জলসা অনুষ্ঠানের বিষয়ে যথাযথ উদ্যোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহমদীয়া মুসলিম জামাত সরকার ও প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। তবে আগামীতে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে এবং নানা মত ও পথের অনুসারীদের পরমতসহিষ্ণু ও সম্প্রীতিময় সহাবস্থানের মাধ্যমে জলসা অনুষ্ঠানসহ প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করার বিষয়ে পরিবেশ সৃষ্টির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। স্বল্প সময়ের প্রস্তুতি এবং কর্মদিবসে জলসা অনুষ্ঠিত হওয়ায় এবারের উপস্থিতি নিয়ে শঙ্কা ছিলো, তথাপি আমাদের সদস্যগণ প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে বিপুল সংখ্যায় অংশ গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ। ন্যাশন্যাল আমীর ১৫ ফেব্রুয়ারি ফজর নামাযের পর সমাপ্তি ভাষণ ও সম্মিলিত দোয়ার মাধ্যমে জলসার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। দেশের অব্যাহত উন্নতি ও কল্যাণ, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের শান্তি ও নিরাপত্তা, যুদ্ধ আক্রান্ত বিভিন্ন দেশসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয়। তাহাজ্জুদের নামাযের সময় কানায় কানায় পরিপূর্ণ জলসা মার্কীতে এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। সালানা জলসাকে কেন্দ্র করে এবার প্রশাসন নজিরবিহীন নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করে। সর্বত্র সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরের মোড়ে মোড়ে, জলসাস্থলের আশেপাশে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সাইরেন বাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর টহল দিতে দেখা যায়। পঞ্চগড় শহর আহমদনগর জলসা স্থলের আশপাশের এলাকা ছিল পুরো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সারা দেশ থেকে আসা পুলিশের ৪ হাজার সদস্য দায়িত্ব পালন করছে। এর বাইরে বিজিবি ১৬ প্লাটুন, র‌্যাবের ১৬ টি টিমসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থানের জন্য পৌর ও বোদা উপজেলার ২৬ টি প্রতিষ্ঠানের ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদিন শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। গত কয়েক বছর ধরেই আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধ ও তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছিল ইসলাম ধর্মীয় কয়েকটি সংগঠন। গত বছরের ২ থেকে ৪ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা, তাদের শতাধিক দোকানপাট, ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহমদিয়া সম্প্রদায়ের মানুষ আহত। ওই ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের একজনসহ ২ জন নিহত হয়। ঘটনার পর ত্রিশেরও অধিক মামলা হয়েছে। এসব মামলায় নামসহ অজ্ঞাতনামা ১৫ হাজার জনকে আসামী করা হয়েছে। এসব মামলা পুলিশ, র‌্যাব ও ভিকটিমরা দায়ের করে। এবারও জলসা বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে। শুক্রবার ঢাকার বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করে ইসলাম ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জলসা বন্ধের দাবিতে রোড মার্চের হুশিয়ারি দেয়। সালানা জলসা অফিসার ও আহমদীয়া জামাতের বহিঃসম্পর্ক, গণসংযোগ, প্রেস ও মিডিয়া বিভাগের পরিচালক আহমদ তবশির চৌধুরী প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের ধর্মকর্ম পালন করতে চাই। গতবছর জলসাকে কেন্দ্র করে আমাদের সম্প্রদায়ের নামে বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে আমাদের সম্প্রদায়ের শতাধিক দোকানপাট, বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছ। এতে আমাদের সম্প্রদায়ের একজনকে পিটিয়ে মেরেছে। জলসার লক্ষ্য ও মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জামাতের সদস্যগণ যেন এভাবে বার বার পরস্পর সাক্ষাতের মাধ্যমে নিজেদের মাঝে এমন এক পবিত্র পরিবর্তন সাধন করে যাতে তাদের হৃদয় সম্পূর্ণরূপে পরকালের দিকে ঝুঁকে যায়। আর তাদের ধর্মভীরুতা, তাকওয়া, খোদাভীতি, পরহেযগারী, সহানুভূতি, পারস্পরিক ভালবাসা ও ভ্রার্তৃত্ববোধে তারা যেন অন্যদের জন্য একটা আদর্শে পরিণত হয়। নম্রতা, বিনয় ও সততা যেন তাদের মাঝে সৃষ্টি হয়। আর ধর্মীয় উৎকর্ষের জন্য তারা যেন পরিশ্রমের রাস্তা বেছে নেয়”।

পঞ্চগড়ে জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিচার বিভাগ চ্যাম্পিয়ন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 10, 2024 | 2/10/2024 11:38:00 PM

আবু রায়হান চৌধূরী রকি.পঞ্চগড় প্রতিনিধি:জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় বিচার বিভাগ দল চ্যাম্পিয়ন হয়েছে। 
গণপূর্ত বিভাগ দলকে ২-০ সেটে হারিয়ে বিচার বিভাগ দল চ্যাম্পিয়ন হয়। শুক্রবার রাতে পঞ্চগড় অফিসার্স ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এজন্য ক্লাবের মাঠটিকে ইনডোর স্টেডিয়ামের মত দৃষ্টিনন্দন করে সাজানো হয়। পঞ্চগড় জেলা প্রশাসন বর্ণাঢ্য এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে জেলা প্রশামসক মো. জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ী, রানার আপসহ সকল অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আমরা সরকারি কর্মচারীরা ২৪/৭ ঘন্টা জনগণের সেবায় প্রস্তুত থাকি, এর ফলে আমাদেরকে অনেক চাপের মধ্যে থাকতে হয়। চাপ থেকে সাময়িক মুক্তি পেতে, সবার জন্য একটু বিনোদনের ব্যবস্থা ও সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য এই টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। এ সময় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, কনক কান্তি দাস, সদর উপজেলঅ নির্বাহী অফিসার জাকির হোসেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরসহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। টুর্নামেন্টে জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে চারটি গ্রুপে দ্বৈতভাবে ১৬ টি দল অংশ নেয়।

শার্প এর র‍্যালি ও আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, February 4, 2024 | 2/04/2024 02:35:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে শার্প এর দেবীগঞ্জ শাখার কৃষিবিদ মেহবুবউল সহিদ এর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষিবিদ ড. শ্রী অমল কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিনাত আরা, সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর ডোমার এরিয়া ব্যবস্থাপক নজরুল ইসলাম, চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোশারফ হোসেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়, দেবীগঞ্জ সহকারী কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম রুবেল, শাখা ব্যবস্থাপক মুকুল হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) মির্জাগঞ্জ শাখার মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম। 
সভায় বক্তারা বলেন- উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সব খাবার নিরাপদ করতে হবে। নিরাপদ খাদ্য সবার অধিকার। অনিরাপদ খাদ্য গ্রহণে ক্যান্সার কিডনি রোগ, বিকলাঙ্গতাসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। এজন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি।
এর আগে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সুধী মহল ও নর্থ স্টার রেসিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষক-ছাত্র/ছাত্রীদের নিয়ে একটি র‍্যালি দেবীগঞ্জ প্রদক্ষিণ করে।

দেবীগঞ্জে শীতার্ত মানুষের পাশে প্রশিকা

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, January 18, 2024 | 1/18/2024 03:46:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এবং সিনিয়র পরিচালক শেখ শাহিদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রশিকা দেবীগঞ্জ উন্নয়ন এলাকায় প্রায় ২০০ জন হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দেবীগঞ্জ পৌরসভা মেয়র আবু বক্কর সিদ্দিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রশিকা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পূর্ণবাসন কমিটির উপ-পরিচালক নুরুল ইসলাম রেণু, নীলফামারী ও পঞ্চগড় জোন বিভাগীয় ব্যবস্থাপক আলহাজ উদ্দিন, দেবীগঞ্জ থানা তদন্ত ওসি নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ পৌর শাখার সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিকা দেবীগঞ্জ উন্নয়ন এলাকা শাখা ব্যবস্থাপক সুধাংশু নাথ রায়।

চিলাহাটিতে রাতের আঁধারে উষ্ণতা ছড়াচ্ছে ডিওএইচএস

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, January 14, 2024 | 1/14/2024 04:15:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ
ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি (DOHS)।
ঢাকা মহাখালী DOHS ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার রাতের আঁধারে নীলফামারী জেলার চিলাহাটি ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, ছিন্নমূল ও হত-দরিদ্রদের বাড়ী-বাড়ী ও বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় গিয়ে সর্বমোট ১১০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জমি নিয়ে বিরোধ : বড় ভাইকে ছুরি মেরে খুন করলো ছোট ভাই

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, December 30, 2023 | 12/30/2023 11:13:00 PM

এ রায়হান চৌধুরী রকি , পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে ছুরি মেরে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার বেলা ১১ টার দিকে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজিপাড়া গ্রামে এই নিহতের ঘটনা ঘটে। নিহত বড় হচ্ছেন আব্দুল দানেশ (৪৭)। সে ওই এলাকার মৃত খতির উদ্দিনের ছেলে । এই ঘটনায় হত্যাকারী ছোট ভাই আবু বক্কর সিদ্দিক (৪৫) কে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুড়ি ও কুরাল উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। 
পুলিশ ও স্থানীয়রা জানান, খতির উদ্দীন মারা যাওয়ার পর ৪ ভাই ও ১ বোনের মাঝে জমি ভাগ বাটোয়ারা করে দেন বড় ভাই দানেশ। এর মাঝে সিদ্দিক নিজের ভাগের জমি বিক্রি করে দিয়ে নতুন করে আরো জমি দাবী বিমাতা বড় ভাইয়ের কাছে দাবী করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। শনিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিকের ছুড়িকাঘাতে বড় ভাই আব্দুল দানেশ নিজ বাড়িতে মৃত্যুবরণ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে পুলিশ। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।

টিম বালাপাড়া রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, November 23, 2023 | 11/23/2023 02:02:00 AM

রাব্বি হাসান, চিলাহাটি ওয়েব : "মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেচ্ছাসেবী রক্তদান সংগঠন টিম বালাপাড়ার ২য় বর্ষপূর্তি এবং ৩য় বর্ষে পর্দাপন উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বালাপাড়া বাজারে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিম বালাপাড়ার উপদেষ্টা কমিটির লিয়াকত আলী খোকন, জহিদুল হক মিলন, লিয়াকত আলী লিটন, ফেরদৌস আল-ফরিদ নাঈম, প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন আলী, চিলাহাটি ইউনিয়ন ইউপি সদস্য বক্তিয়ার রহমান, অনলাইন নিউজ পোর্টাল চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন টিম বালাপাড়ার সাধারণ সম্পাদক রাব্বি হাসান।
টিম বালাপাড়ার সাধারণ সম্পাদক রাব্বি হাসান জানান- ২০২১ সালে প্রতিষ্ঠিত এই সেচ্ছাসেবী রক্তদান সংগঠনটি গত ২ বছরে প্রায় ১২০০ জন ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়, ৩০০ জন ডোনেট সংগ্রহ করতে পেরেছে।

তফসিল ঘোষণার প্রতিবাদে পঞ্চগড়ে ইসলামী আন্দোলনে বিক্ষোভ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, November 16, 2023 | 11/16/2023 09:44:00 PM

এ রায়হান চৌধুরী রকি : দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে- ‘দেশ বিরোধী তফসিল, মানিনা মানবোনা’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘একতরফা নির্বাচন, মানিনা মানবোনা’- এমন শ্লোগান তুলেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে শহরের জালাসী এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু করেন দলটি। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি কামরুল হাসান প্রধান।
বক্তব্যে কামরুল হাসান প্রধান বলেন, নির্বাচন কমিশন দলীয় সরকারের অধিনে যে তফসিল ঘোষণা করেছে তা দেশবাসীর কাম্য ছিলোনা। ফ্যাসিবাদ সরকার এবং নির্বাচন কমিশন মানুষের অনুভুতি বুঝতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
দেশের জনগণ এই পাতানো নির্বাচনে অংশ নিবেনা। কারণ, এই সরকারের অধীনে বিগত দিনে যত নির্বাচন হয়েছে সব ছিলো একতরফা।
মোহাম্মদ আব্দুল হাই বলেন, আমরা রাজপথে যে আন্দোলন করছি তা ন্যায্য আন্দোলন। সরকার তাদের স্বার্থ চরিতার্থের জন্য নিজেদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দ্বারা তফসিল ঘোষণা করেছে। আমরা এই তফসিল মানিনা।

পঞ্চগড়ে এক ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান দশম শ্রেনীর ছাত্রী

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, October 31, 2023 | 10/31/2023 06:23:00 PM

এ রায়হান চৌধূরী রকি,পঞ্চগড় প্রতিনিধি : “শিশুদের নিয়ে বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই প্রতিবাদ্য নিয়ে আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে পঞ্চগড়ে এক ঘন্টার জন্য প্রতিকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মানতাসা মৌমি মিম। 
নারীর ক্ষমতায়নের জন্য শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল এর উদ্দ্যেগে ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত এক ঘন্টার জন্য পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মিম। এসময় তিনি দপ্তরের বিভিন্ন দাপ্তরিক কাজের কাগজে সাক্ষর করেন।
আয়োজকেরা জানান, কন্যা শিশুদের সকল পর্যায়ে কাজে উৎসাহ দিতে, সমান অধিকার ও সুযোগ দিতে এবং নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কন্যা শিশু দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) পঞ্চগড় জেলা শাখা গত চার বছর থেকে এই ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
নিজে এক ঘন্টার উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে নারীর ক্ষমতায়নে কাজ করার কথা জানান পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও এক ঘন্টার প্রতিকী চেয়ারম্যান মানতাসা মৌমি মিম।
তিনি বলেন, সমাজের সর্বত্র নারীর সমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নারী সমাজকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো। শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান সংগঠন দুইটির ভলেনটিয়ার সাদিয়া কবির কনা। তিনি বলেন, গত চার বছর ধরে আমরা এই কাজ করছি। আগামীতেও আমাদের এধরনের কর্মসূচী অব্যাহত রেখে নারী নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করা হবে।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। সমাজের সর্বত্র নারীর অবাধ বিচরণ আজ দৃশ্যমান। নারীদের অবদান কখনো অস্বীকার করা যায় না। এক ঘন্টার প্রতিকী চেয়ারম্যান হওয়ার মাধ্যেমে এই কোমলমতি শিশু কন্যারা সমাজের উচ্চ আসনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমি মনে করি।
এসময় শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ে টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, October 8, 2023 | 10/08/2023 11:27:00 PM

লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির বাজারে সকল প্রকার শাক সবজির আমদানি কম।ফলে ক্রেতাদের নাগালের বাইরে বিক্রি হচ্ছে সব ধরনের মৌসুমি সবজি। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য সবজির বাজার নাভিশ্বাসের জায়গা। ৪০ টাকা কেজির নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে পেঁয়াজ ৬৫-৭৫ টাকা, কাঁচা মরিচ ২২০-২৪০ টাকা, আলু ৪০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি।
শনিবার (৭অক্টোবর) শহরের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র চোখ পড়েছে। বাজারের এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন আগে ঝড় ও ভারী বৃষ্টিতে সবজির গাছ মরে পঁচে যাচ্ছে, উৎপাদনও ব্যহত হচ্ছে। ফলে বাজারে আমদানি কম হওয়ায় সবজির দাম বেড়েছে। নতুন সবজির আমদানি বাড়লে দাম কমে আসবে বলে ধারণা তাদের।
শনিবার প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে দাম বেড়ে ২৪০ টাকা, রসুন ২৪০ টাকা, আদা ২৮০ টাকা,করলা ৬০ টাকা,ঢেঁড়স ৫০ টাকা,পটল ৫০ টাকা,মুলা ৬০ টাকা, চিচিংগা ৪০ টাকা, আলু ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা,কচু ৭০ টাকা, লাউ প্রতিটি ৫০টাকা, লালশাক ৪০ টাকা,পাট ও পুঁইশাক ৩৫-৪০ টাকা,বেগুন ৫০ টাকা,বরবটি ৬০টাকা, শশা ৫০ টাকায় বিক্রি হয়েছে।
পঞ্চগড় বাজারে আসা জালাসির বাসিন্দা আজিজার রহমান বলেন, বেশ কিছুদিন ধরে অতিরিক্ত দামে সবজি কিনে খাচ্ছি। এমন কোনো সবজি নেই বাজারে, যার দাম ৪০ টাকা কেজির নিচে। বাজার মনিটরিং করার জোর দাবি জানান তিনি। বাজার করতে আসা অটোভ্যান চালক সৈয়দ আলী বলেন, আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য সবজির দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। আরেক ক্রেতা মশিউর রহমান বলেন, সবজির বাজারে গেলে দাম শুনে দিশেহারা হয়ে যাই। উপায় না পেয়ে পরিমাণের তুলনায় কম নিতে হয়।
পঞ্চগড় বাজারের খুচরা ব্যাবসায়ী মাহাবুব আলম ও রমজান আলী জানান, পাইকারি বাজার থেকে সবজি কেনার পর নানা ধরনের খরচ রয়েছে। সবমিলিয়ে যখন খুচরা দামে সবজি বিক্রি করছি, তখন দামটা বেড়ে যাচ্ছে। তারা আরও জানায়, চাহিদার তুলনায় মালের ঘাটতি। ঘাটতি পুরন হলেই দাম কমে আসবে পঞ্চগড় কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা জানান, কিছুদিন পরে হয়তো সবজির দাম একটু কমতে পারে। আলু,পেঁয়াজ,রসুন আদা, মরিচ এগুলো পঞ্চগড়ের বাইরে থেকে আনতে হয়। তাই সেটা নির্ভর করে সেখানকার দামের উপর। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করতে হয়।

মাদ্রাসার পুকুর ফিরে পেতে এলাকাবাসী ও মুসল্লীদের মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, October 7, 2023 | 10/07/2023 05:47:00 PM

এ রায়হান চৌধুরী রকি, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদ্রাসার নামে দান করা ১৫ শতক জমিতে থাকা পুকুর দখল করে ভোগ করছেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি । বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও পুকুর দখল ছাড়েননি সভাপতি । স্থানীয়ভাবে ও থানা পুলিশে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় সভাপতির হাত থেকেও মাদ্রাসার পুকুর ও জমির দখল ফিরে পেতে মানববন্ধন করেছেন কয়েকশ মুসুল্লী ও এলাকাবাসী।
শুক্রবার (০৬ অক্টোবর) জুমআর নামাজের পরে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রধানপাড়া হাফেজিয়া মাদরাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় মুসল্লী মাজেদুল ইসলাম, হায়াতুন নবী, নুর হোসেন, রিয়াদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮০ সালে স্থানীয় নারী আলেকজান বেওয়া প্রধানপাড়া হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের নামে ১৫ শতক জমি দান করেন। কিন্তু মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আজহারুল ইসলাম দানপত্রের কথা মুসুল্লিদের কাছে প্রকাশ না করে নিজেই ভোগ দখল করে আসছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে মাদ্রাসার জমি ফেরত দিতে বেশ কয়েকবার সালিশ হলেও দখল ছাড়েনি সভাপতি আজহারুল ইসলাম। উল্টো তিনি জমিটি নিজের দাবী করেছেন।
এনিয়ে থানা পুলিশে অভিযোগ দিলেও কোন প্রতিকার মেলেনি। মাদ্রাসার জমি পুকুর ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে আজহারুল ইসলামের ছোট ভাই রমজান আলী বলেন, জমির মালিকানার কাগজপত্র আমাদেরও কাছে আছে। জমি যদি মাদরাসা পেয়ে থাকে তাহলে উনারা সকলে আমাদের নামে মামলা করুক। মামলার রায় যারাই পাবে তারাই জমির মালিক হবে।
অন্যথায় জমিতে আসলে সমস্যা হবে। চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জমিটি মাদরাসার হলেও কাগজপত্র কার কাছে কেউই জানতো না। পরে বিষয়টি জানাজানি হলে জমি ফিরে পেতে মুসল্লীরা সালিশের আয়োজন করে। আমি এ নিয়ে তিন চারবার সালিশ করেছি। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এই ১৫ শতক জমির বদলি অন্যত্র ৩০ শতক জমি দিতে চেয়েছিলেন। যেটা মাদরাসার আশপাশের মধ্যেই। কিন্তু কিছু লোকজন সেটা মানতেছিলনা। এ কারণে বিষয়টির কোন সমাধান হয়নি।

পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, October 6, 2023 | 10/06/2023 06:14:00 PM

এ  চৌধুরী রকি,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
সভায় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক, জামিল চৌধুরী ডলার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এস এ মাহমুদ সেলিম, মোঃ শাহজালাল, আঃ রহিম, এখন টেলিভিশনের এর জেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন, পঞ্চগড় জেলার ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভায় এবার শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে ৩০২টি পূজা মন্ডপে। ৩শ ২টি পুজা মন্ডমকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ধাপের মধ্যে হল অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, সাধারণ পূজা মন্ডব। তিন ভাগে এসব পুজা মন্ডমকে নিরাপত্তা দেয়া হবে। র্যাবের ষ্টাইকিং ফোর্স, বিজিবির ষ্টাইকিং ফোর্স ছাড়াও পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশরা দায়িত্ব পালন করবে। এদের কে সহযোগিতা করবে স্থানীয় পুজা মন্ডমের কমিটির সদস্যরা। আমরা শান্তিপ্রিয় ভাবে যেন শারদীয় দুর্গাপুজা উৎযাপন করতে পারি। এজন্য সকলকে সহযোগিতা করতে হবে। কোন ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা করতে কেউ যেন না পারে এজন্য আপনারা সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে এবার যাতে কোন বিশৃঙ্খলা বা দূর্ঘটনা না ঘটে এজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে আনসার, গ্রাম পুলিশ রাখা হবে, সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল, ডুবুরি দল, লাইফ জ্যাকেট রাখা হবে। পর্যাপ্ত নৌকা রাখা হবে।

পঞ্চগড় পৌরসভার সড়কের বেহালদশায় দূর্ভোগে পথচারী

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, October 3, 2023 | 10/03/2023 05:47:00 PM

মোঃ লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি:দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলার প্রথম শ্রেণির পৌরসভা পঞ্চগড় পৌরসভা। এ পৌরসভার অধিকংশ সড়ক খানাখন্দে ভরা।ফলে পৌরবাসীর যাতায়াতে দিনদিন ভোগান্তি বাড়ছে।জনগুরুত্বপূর্ণ অধিকাংশ সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।যে কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। 
সড়কের এ ভগ্নদশা দীর্ঘদিনের হলেও সংষ্কারের কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ।তবে জরুরি ভাবে সড়কগুলো সংস্কার করার জোর দাবী তুলেছেন পৌরবাসী। জানা যায়,নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষে কয়েকটি ইউনিয়নের কিছু অংশসহ ২২ বর্গকিলোমিটার এলাকা নিয়ে পৌরসভাটি ১৯৮৫ সালে গঠিত হয়।পরে সন্তোষজনক রাজস্ব আদায় করায় ২০০৫ সালে 'ক' শ্রেণীভুক্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।কিন্তু প্রথম শ্রেনীর পৌরসভার যে নাগরিক সেবা তা পাচ্ছেন না পৌরবাসী। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়,তুলারডাঙ্গা,নতুনবস্তি,সিনেমা হল থেকে রাজনগর খালপাড়া, বকুলতলা ও বানিয়াপাড়া থেকে কমিউনিটি সেন্টার,বানিয়াপাড়া থেকে নিউমার্কেট হয়ে মহিলা কলেজ রোড, সিটি হাসপাতাল থেকে ইসলামবাগ মসজিদ,রৌশনাবাগ থেকে মহিলা কলেজ,রৌশনাবাগ থেকে নুরুল আলা নুর মাদরাসা,বানিয়া পাড়া থেকে নুরুল আলা নুর মাদ্রাসা,বানিয়া পাড়া থেকে চাল বাজার,ইসলাম বাগের বৈশাখী মোড় হয়ে উপজেলা পরিষদ,ডায়াবেটিস হাসপাতাল ও কালেক্টরেট স্কুল থেকে পশ্চিম মিঠাপুকুর ও মিলগেট,নিমনগর এ সড়কগুলোতে অসংখ্য ছোট-বড় গর্ত ও কার্পেটিং ওঠে ইটের খোয়া বের হয়ে গেছ। তাছাড়া অনেক রাস্তায় বৈদ্যুতিক বাতিও জ্বলে না রাতের বেলা। 
রিকশা চালক নুর মোহাম্মদ বলেন,পৌরসভার কোন সড়কে ভাড়া নিয়ে যাবো,যেদিকে যাবেন সেদিকে খানাখন্দ।দশ মিনিটের সড়কে সময় লাগে বিশ মিনিট।রিকশা নষ্ট হয় যখন তখন। ডোকরো পাড়া এলাকার শমসের আলী বলেন, সড়কে অনেক কষ্ট করে চলাচল করছি। কয়েক বছর ধরে সংষ্কার করা হয়নি। সংস্কারের অভাবে পৌর সড়কগুলো চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। তুলারডাঙ্গা এলাকার বাদশা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে খানাখন্দে ভরে গেছে।কয়েকদিন পর পর এসে মাপযোগ করে কিন্তু কাজ হয়না। পঞ্চগড় পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো.নুরুজ্জামান বলেন,সড়কগুলো সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে।ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হবে। পৌর মেয়র জাকিয়া খাতুন জানান,আগামী কিছু দিনের মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে।