চিলাহাটি ওয়েব ডেস্ক : বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে আজ গুলশান কার্যালয়ে শাণে গাওসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন সালাতু সালাম অনুষ্ঠিত হয়, উক্ত সম্মেলনে সভাপতিত্ব করে বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
আল্লামা ইমাম হায়াত তার বক্তব্যে বলেন, আমরা যারা দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্যে আওলিয়া কেরামকে ভালোবাসি, আওলিয়া কেরামের হয়ে চলতে চাই সত্য ও মানবতার দ্বীনের প্রতিষ্ঠা চাই, মিথ্যা ও জুলুমের অবসান চাই, বাতিলের আগ্রাসন রূখতে চাই, দ্বীন-মিল্লাত ও মানবতার মুক্তি চাই, তাদের আজ অবশ্যই সব সংকীর্ণতা মুক্ত হয়ে সব তরিকত-খানকা-দরবার মুমিন ভাইবোন সবাইকে ঐক্যবদ্ধ স্রোতধারায় যুক্ত হয়ে দুনিয়াব্যাপী ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট গড়ে তুলতে হবে এবং মানবতায় বিশ্বাসী সব ভাল মানুষকে ঐক্যবদ্ধ করে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন গড়ে তুলতে হবে।
আল্লামা ইমাম হায়াত বলেন, আল্লাহতাআলার নাম যারা বাদ দিতে পারে তারা নাস্তিক। আল্লাহতাআলার নাম যারা মুছে দিতে পারে তারা নাস্তিক। মদুদিবাদ আল্লাহতাআলার দুশমন দল। মদুদিবাদ আল্লাহতাআলার পবিত্র নামে ধোকার দল। কুফরি মদুদিবাদের লোগোতে আল্লাহতাআলার পবিত্র নাম থাকাটাও মারাত্মক মোনাফেকি আবার মুছে দেয়াও চরম কুফরি ।
ইসলামের নামে ঈমান ধ্বংসাত্মক ইসলামের বিকৃতিকারি ধোকার দল জংগীবাদি হিংস্র ওয়াবিবাদ মওদুদিবাদ সালাফিবাদ ভালো মনের সরল তরুনদের ধর্মের নামে বিভ্রান্ত করে নিজেদের ক্ষমতার কুফরি স্বার্থে বলি দিচ্ছে এবং পরিবারগুলো ধ্বংস করে দিচ্ছে।
আল্লামা ইমাম হায়াত বলেন, মাজার বিদ্বেষীরা ইসলামের শত্রু। মাজার ইসলামের আধ্যাত্বিক কেন্দ্র। আওলিয়া কেরামকে শ্রদ্ধা ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। প্রবৃত্তির বিণাশী দাসত্ব ও পার্থিব হীনমোহের শিকল থেকে আত্মার মুক্তি ও জীবনের আসল লক্ষ্যে অভিযাত্রার আলো আউলিয়া কেরাম।
ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব) ব্যতীত জীবনের অধিকার ও বাতিল জালিম অপশক্তির অন্যায় আধিপত্য অবিচার কাঠামো থেকে মুুক্তি সম্ভব নয়। ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ব্যতীত সর্ব বাতিল থেকে মুক্তি যেমন সম্ভব নয়, তেমনি আওলিয়া কেরামের প্রকৃত পথে দ্বীনের পূর্নাংগ প্রতিষ্ঠাও সম্ভব নয়। এজন্য দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবীর প্রেম, আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন-মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে।
বিশ্ব সুন্নী আন্দোলন উদ্যোগে সালাতুসালাম সম্মেলন অনুষ্ঠিত
10/03/2025 11:03:00 PM
বিভাগ