আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী চিলাহাটি রেলওয়ে স্টেশনে শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। শীতের তীব্রতা বৃদ্ধির ফলে খোলা আকাশের নিচে বসবাসকারী ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থানরত দরিদ্র মানুষ স্বস্তি প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ভোগড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, স্টেশন মাস্টার হায়দার আলী এবং আরএনবি সদস্য সাজ্জাদ হোসেন। এ সময় তারা শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং শীত মৌসুমে অসহায়দের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
