চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি রেলগেটে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এসআই গোলাম রব্বানী ও এ.এস.আই আহসান হাবীবের নেতৃত্বে সেখানে স্থাপন করা হয়েছে বিশেষ চেকপোস্ট।
সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করছেন।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই আহসান হাবীব চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তল্লাশির সময় যানবাহনের কাগজপত্র ও চালকের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে সতর্কতার সঙ্গে।
চেকপোস্টের ফলে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

