আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব: নীলফামারী জেলার সীমান্তবর্তী এলাকা পশ্চিম ডাঙ্গাপাড়ায় অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পশ্চিম ডাঙ্গাপাড়া যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার বিকেলে সংগঠনটির উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।
এ সময় নারী, শিশু ও বয়স্কসহ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে এমন সহানুভূতিশীল কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। এতে করে শীতার্ত মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে।
এ সময় পশ্চিম ডাঙ্গাপাড়া যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

