আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের শান্তিপাড়া এলাকার সুরুজ্জামালের ৮ বছর বয়সী মেয়ে শাম্মী আক্তার চিকিৎসার অভাবে ধুকে ধুকে জীবন কাটাচ্ছে। তার অসহায় পিতা নিরুপায় হয়ে সকলের কাছে সাহায্যের হাত বাড়াচ্ছেন।
গত ১৯ আগষ্ট শাম্মী ঢাকনা ছাড়া দুটি কলম মুখে দেয় এসময় কলমের পিনগুলি দিয়ে তার মুখের ভিতরে অনেকটা ক্ষত হয়। তার চিকিৎসা করে সুস্থ্য করতে অনেক টাকার প্রয়োজন। তার অসহায় পিতা সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
তাকে সহযোগীতার হাত বাড়াতে (আসাদুল ইসলাম) বিকাশ- ০১৭৮৫২৬৭২১০।