রাকিবুল হাসান, স্টাফ রিপোর্টার : নীলফামারীর ডোমারে এক দেহে দুই মাথাবিশিষ্ট নবজাতকের জন্ম হয়েছে। কিন্তু জন্মের মাত্র ১০ মিনিট পরই নবজাতকটি শ্বাসকষ্টসহ জটিলতায় মারা যায়।
গতকাল রবিবার বেসরকারি সেবা হাসপাতালে প্রসববেদনা নিয়ে ভর্তি ছিলেন পল্লবী রানী। চিকিৎসকদের তাৎক্ষণিক সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় এক দেহে দুই মাথা বিশিষ্ট শিশুর। চিকিৎসকের ভাষায় এটাকে বলে কনজয়েনড টুইন বেবী ।
হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মের পরপরই নবজাতকটি তীব্র শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়। চিকিৎসক ও নার্সরা তাৎক্ষণিকভাবে জরুরি চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা নিলেও শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় সব চেষ্টা ব্যর্থ হয়। জন্মের প্রায় ১০ মিনিট পর নবজাতকটির মৃত্যু হয়।
চিকিৎসকেরা বলেন, গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণের বিভাজন অসম্পূর্ণ হলে এ ধরনের এক শরীর দুই মাথার শিশুর জন্ম হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এমন শিশুরা জন্মের পর টিকে থাকা কঠিন হয়ে পড়ে, কারণ অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের জটিলতা থাকে। যে কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
