Type Here to Get Search Results !

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাকিবুল হাসান স্টাফ রিপোর্টার : নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।মৃতার নাম মনিফা বেগম (৪৫)। সে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী। শনিবার (৮ নভেম্বর) সকালে সৈয়দপুর-নীলফামারী রেলপথের ঢেলাপীর সংলগ্ন কাদিখোল রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নীলফামারী সৈয়দপুর রেলপথের ঢেলাপীর সংলগ্ন জায়গায় রেললাইনের পাশে স্থানীয়রা এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃতার মেয়ে মোছা: মিতু আক্তার (২৫) জানান, তাঁর মা দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিভিন্ন সময়ে তিনি কাউকে কিছু না বলে বাড়ির বাহিরে চলে যেতেন। গতকাল ৭ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে অগোচরে বাড়ির বাহিরে চলে যায়। আজ শনিবার সকালে নীলফামারী থানাধীন কাদিখোল এলাকার রেললাইন হতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন‌ নবীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি।এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies