Showing posts with label গাইবান্ধা. Show all posts
Showing posts with label গাইবান্ধা. Show all posts

পলাশবাড়ীতে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ আটক ২

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, February 21, 2024 | 2/21/2024 07:59:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :  জেলার পলাশবাড়ীতে একটি পিকআপ ভ্যান থেকে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব ১৩। আটকরা হলেন গাড়িচালক মিয়া রংপুরের কোতয়ালীর ডেওডোবা নেকারপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে ও আমিনুল ইসলাম রতন মিয়া (৩০) ও পঞ্চগড়ের বোদা উপজেলার কমলা পুকুরী গ্রামের আইয়ুব আলীর ছেলে আমিনুল ইসলাম (৪২)। বুধবার (২১ ফেব্রুয়ারি) র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদে পলাশবাড়ীর মাঠেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে গাড়িটিও জব্দ করা হয়।
র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদেরকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

বিদ্যালয়ে নেই শহীদ মিনার, মনোকষ্টে শিক্ষার্থীরা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : একুশের প্রথম প্রহরে জেলার সাদুল্লাপুর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলে ফুলে সেজে উঠবে শহীদ মিনারের বেদি। তবে ১২৪ বিদ্যালয়ে দেখা মেলবে না শ্রদ্ধা নিবেদন। এসব প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা আছে মনোকষ্টে। সম্প্রতি খোঁজ নিয়ে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলায় ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
এছাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের আওতায় উপজেলার ১২১ টি বিদ্যালয়। মোট ৩২০টি বিদ্যালয়ের মধ্যে ১২৪ টি-তে নেই শহীদ মিনার। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল ইনষ্টিটিউশন, মাদরাসাসহ ৫১ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩টি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আজও নির্মাণ হয়নি শহীদ মিনার।
এতে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ভাষা শহীদদের ইতিহাস অজানা হয়ে পড়ছে বলে ধারণা করছেন সচেতন সমাজ। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন বাধ্যতামূলক থাকলেও সাদুল্লাপুর উপজেলার ১২৪ টি প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। যার কারণে ওইসব প্রতিষ্ঠানে ফুল দিয়ে ভাষাসৈনিক বীরদের শ্রদ্ধা জানাতে পারে না শিক্ষার্থীরা।
নামপ্রকাশ না করা শর্তে দশম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে শহীদ মিনার নেই। যার কারণে বীর শহীদদের ফুল দিয়ে সম্মান জানাতে পারি না। তাই বাড়িতে কৃত্রিম উপায়ে শহীদ মিনার বানিয়ে ওখানে শ্রদ্ধা জানাই। আব্দুর রউফ নামের এক অভিভাবক বলেন, ভাষা শহীদদের স্মৃতি বিজরিত সম্মানীয় বড় স্থাপনা শহীদ মিনার। এখান থেকে শিক্ষা পাচ্ছে শিক্ষার্থীরা। তাই প্রতিটি বিদ্যালয়ে নির্ধারিত হাড়ে অর্থ বরাদ্দ দিয়ে শহীদ মিনার নির্মাণের দাবি করছি।
ধাপেরহাট বিএমপি দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ প্রামানিক বলেন, শহীদ মিনার নির্মাণে সরকারিভাবে কোন বরাদ্দ নেই। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনার স্থাপনের চেষ্টা করা হচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল ইসলাম বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে সরকারিভাবে কোন বরাদ্দ নেই। তবে স্কুল মেরামতের বরাদ্দ থেকে শহীদ মিনার নির্মাণের ব্যবস্থা করা হবে।
সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, স্কুল, মাদরাসা ও কলেজে শহীদ মিনার থাকা জরুরি। ওইসব প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণে ইতোমধ্যে প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে।

পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 17, 2024 | 2/17/2024 11:28:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। 
উপজেলার ও পৌর এলাকার ২ শতাধিক প্রতিবন্ধিদের নিয়ে এ কর্মসুচীর মধ্যে ছিল আলোচনা সভা ,ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ। এ উপলক্ষে পলাশবাড়ী প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) এর আয়োজনে শনিবার সকালে স্থানীয় এসএমবি আদর্শ বহুমুখি স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, পলাশবাড়ী প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল। পরে অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন। এ সময় প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শাহ মোহাম্মাদ মোজা‌হিদ আনোয়ার রিন্টু।

সুন্দরগঞ্জে ইজিবাইক থেকে পড়ে আহত নারীর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার ব্যাটারি চালিত ইজিবাইক থেকে পড়ে আহত ফাতেমা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হলেন, জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী ফাতেমা বেগম (৪২)। 
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। স্থানীয়রা জানান, গত ১৪ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টায় ফাতেমা বেগম ব্যাটারি চালিত ইজিবাইকে করে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে পৌঁছালে অটোবাইক থেকে ছিটকে সড়কে পরে যান। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ফাতেমা বেগমকে। তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ফাতেমা মৃত্যু নিশ্চিত করেন।

পলাশবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুষ্ঠিত, অনুপস্থিত ৩৫

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, February 15, 2024 | 2/15/2024 11:50:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ন ও কঠোর নিরাপত্তা পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় পৃথক ৭টি কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭শ’ ৭১ জন। প্রথম দিনের পরীক্ষায় অনপুস্থিত ছিলেন ৩৫ জন পরীক্ষার্থী। 
পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৭ শত ৩৬ জন শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় বহিস্কার কোন খবর পাওয়া যায়নি। পরীক্ষা চলাকালে গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা শিক্ষা অফিসার রোকসানা বেগম,উপজলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমাদুল হাসান, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএইচএম নকিবুল হাসান,ইন্সেট্রাক্টর সোহেল রানা সহ সংশ্লিষ্ট কেন্দ্র ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

গাইবান্ধায় ঢিবি খনন, মিলছে প্রাচীন ও মধ্যযুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 10, 2024 | 2/10/2024 12:41:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিরাট রাজার এলাকায় প্রত্নতাত্ত্বিক খননে ইটের তৈরি প্রাচীন অবকাঠামোসহ নানা ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। এ প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এ এলাকায় প্রথমবার খননের মাঝামাঝি সময়ে বেরিয়ে এসেছে বেশকিছু অবকাঠামো ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যেগুলো প্রাচীন ও মধ্যযুগের হতে পারে বলে ধারণা করছে খনন কাজে নিয়োজিত রাজশাহী ও রংপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক দল। 
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক এবং খননকারী দলের প্রধান ড. নাহিদ সুলতানা এ তথ্য জানান। দীর্ঘদিন যাবৎ সংরক্ষিত ঢিবিটির আকার ৫০ মিটার, প্রস্থ ৩৫ মিটার এবং উচ্চতা ৪ মিটার। এছাড়াও এর আশপাশে আরও ৪টি ঢিবি রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক এবং খননকারী দলের প্রধান ড. নাহিদ সুলতানা বলেন, খননে ধারণার চেয়ে বড় আকারের অবকাঠামো পাওয়া গেছে। এখন পর্যন্ত এখানে পোড়ামাটির ভগ্নাংশ, পোড়ামাটির ফলক, অলংকৃত ইট (সাধারণত ধর্মীয় উপাসনালয়ের সাজসজ্জায় ব্যবহৃত), ভিত্তিপ্রস্তর পিলার পাওয়া গেছে, যা প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে। তবে নিদর্শনগুলো ঠিক কোন সময়ের এবং কারা এখানে বাস করতেন বা কাদের রাজ্য ছিল; বড় আকারে খনন কাজ সম্পন্ন না হলে তা সঠিকভাবে বলা সম্ভব নয় বলে জানান তিনি। জনশ্রুতি আছে, এখানে প্রাচীন একটি দুর্গ নগরী ছিল। এর নিরাপত্তার জন্য ছিল সু-উচ্চ প্রাচীর এবং প্রাচীরের বাইরে প্রশস্ত ও সুগভীর পরিখা। তবে খননকারী দল এখন পর্যন্ত প্রাচীন দুর্গ নগরীর কোনো চিহ্ন খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে, মূল অবকাঠামোর সঙ্গে আরও দুই-তিনটি মন্দিরের সংযোগ সড়ক ছিল, যা ধ্বংসপ্রাপ্ত। খাঁজা এম এ কাইয়ুম নামের স্থানীয় গবেষক দীর্ঘ ৪০ বছর বিরাট রাজার ঢিবি নিয়ে গবেষণা করেছেন। তার নোটবুকের তথ্যানুসারে, বিরাট রাজা পুরো ভারতবর্ষে ‘মৎস্যরাজ’ হিসেবে পরিচিত ছিলেন। এই অঞ্চলে মাছ চাষের জন্য তিনি ৯৯৯টি পুকুর খনন করেন।রাখাল রাজ বন্দ্যোপাধ্যায় ১৯২৫-২৬ সালে একটি প্রতিবেদনে উল্লেখ করেন, ১৯০৫ সালের দিকেও এ স্থানটি জঙ্গলে ঘেরা ছিল। কয়েক বছর আগে সাঁওতালরা জায়গাটি পরিষ্কার করে ঘরবাড়ি তৈরি করেন।নাহিদ সুলতানা আরও বলেন, প্রত্নতত্ত্বস্থলটি ইতোমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত। তবে বড় পরিসরে খনন কাজ করে জায়গাটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে এবং সেইসঙ্গে সঠিক ইতিহাস তুলে ধরে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিরাট রাজার ঢিবি খনন কাজ শুরু করে গত বছর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি খনন দল এ কাজটি করছে। দলের ৮ সদস্য হলেন- ড. নাহিদ সুলতানা, ড. আহমেদ আবদুল্লাহ, রাজিয়া সুলতানা, হাবিবুর রহমান, এস.এম হাসানাত বিন ইসলাম, মো. আবুল কালাম আজাদ, তারিকুল ইসলাম ও উম্মে সালমা ইসা। এছাড়া ২০ জন শ্রমিক খনন কজে নিয়োজিত আছেন। উল্লেখ্য, আনুষ্ঠানিক খননকাজের পূর্বে এখানে ১৯৭৮ সালে পাওয়া যায় সংস্কৃত অক্ষরে খোদাই করে ‘নম: নম: বিরাট’ লেখা ৯ ইঞ্চি দীর্ঘ মহামূল্যবান একটি শিলালিপি। যা মহাস্থান যাদুঘরে সংরক্ষিত রয়েছে। এছাড়া কৃষ্ণ রঙের শিলা পাথর দ্বারা তৈরি হস্তি মস্তকটি রাজশাহী যাদুঘরে ও সিংহদ্বারের একটি পাথরের খাম্বা মহাস্থান যাদুঘরে রয়েছে। তাছাড়া প্রায় ৫ টন ওজনের একজোড়া পাথরের কপাট যুগ যুগ ধরে পতিত অবস্থায় ছিল। যা পরবর্তীতে খণ্ড খণ্ড করে গ্রামবাসীরা নিয়ে গেছে।

গাইবান্ধায় গাঁজাসহ আটক -১

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 3, 2024 | 2/03/2024 11:44:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা :জেলার সাদুল্লাপুর উপজেলায় এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক। আটককৃত হলেন পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের মোকছেদ প্রামানিক এর পুত্র মোসলেম প্রামানিক(৩৯)। 
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ধাপের হাটে যাত্রীবাহী বাস তল্লাশি করে গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কেজি শুকনো গাঁজাসহ মোসলেম প্রামানিককে আটক করা হয়েছে।

শীতের শেষ সময়ে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, February 1, 2024 | 2/01/2024 11:23:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধের মৃত্য। নিহত হলেন,সুন্দরগঞ্জ পৌরসভার চার নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মৃত আ্দুস সালাম মিয়ার পুত্র আবদুল মোত্তালেব মিয়া (৮১)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার প্রাণিসম্পাদ হাসপাতালে অবসার প্রাপ্ত কর্মচারী। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি নিজ বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন আবদুল মোত্তালেব মিয়া। তাকে সুন্দরগঞ্জে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২ দিন পর ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলার পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। 
১ লা ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সারোয়ার প্রধান বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। আমন্ত্রিত অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নকিবুল হাসান,পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবর রহমান মিল্টন ছাড়াও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ

অসময়ের সর্বনাশা তিস্তা ভাঙনে কৃষকদের ৩০ ভুট্টা ক্ষেতবিলীন

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 31, 2024 | 1/31/2024 12:35:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে অসময়ের সর্বনাশা তিস্তা ভাঙনে কৃষকদের ৩০ বিঘা ভুট্টা ক্ষেতবিলীন। মাঠে অক্লান্ত পরিশ্রম ও বুকভরা আশা নিয়ে ফসল ফলান কৃষকরা সেই আশায় গুড়েবালি দিয়েছে সর্বনাশা তিস্তা।বাধ্য হয়ে গবাদিপশুকে কেটে খাওয়াচ্ছেন মোচাধরা ভুট্টা। 
জানা যায়, কাপাসিয়া ইউনিয়নের উজান বুড়াইল চরের বছর পাঁচেক আগ থেকে তিস্তার বুকে জেগে ওঠা দুর্গম ওই চরে ফলছে ভুট্টাসহ নানা শস্য। ভুট্টাক্ষেতগুলোতে মোচা ধরেছে। দু’মাস পরই কৃষকদের ঘরে উঠতো ফসল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তাদের। ভেঙে তছনছ সেই ফসলি মাঠ। সর্বনাশা তিস্তার ভাঙনে এরইমধ্যে নদীতে ভেসে গেছে জহুরুল ইসলাম, লিটন মিয়া, নুরনবী ও রফিকুল ইসলামসহ বেশ ক’জন কৃষকের প্রায় ৩০ বিঘা জমির ভুট্টাক্ষেত। বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলায় এবার গম, মসুর, সরিষা, আলু, ভুট্টা, তিল, তিশি, পেঁয়াজ, রসুনসহ নানান ধরনের রবিশস্যের চাষ হয়েছে ১১ হাজার ১০ হেক্টর জমিতে। এরমধ্যে ভুট্টা ৩ হাজার ৮২০ হেক্টরে চাষ হয়েছে। কৃষক জহুরুল ইসলাম বলেন, অসময়ের ভাঙনে আমার সব ভুট্টাক্ষেত তিস্তায় বিলীন হয়েছে। ধার-দেনা করে এবার আবাদ করেছিলাম। আমার আশা ভেঙে দিলো সর্বনাশা তিস্তা।রফিকুল ইসলাম বলেন, এবার সবাই আগাম ভুট্টা করেছিলাম। ভুট্টা খুব ভালো হয়েছিল। সবগুলোতে মোচাও এসেছিল। কিন্তু তিস্তা নদী সব শেষ করে দিলো। কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজু মিয়া বলেন, ভাঙন এখনো চলছে। অসময়ের ভাঙনে চরের কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির চিলাহাটি ওয়েবকে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা প্রস্তুত করা হবে। সেইসঙ্গে কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে কৃষিতে পূনর্বাসনের জন্য যতটুকু পারা যায় ব্যবস্থা নেওয়া হবে।

ভরা মৌসুমে পলাশবাড়ীতে পেঁয়াজের সেঞ্চুরি

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গত নভেম্বর-ডিসেম্বরে দেশের বাজারে হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। নতুন বছরে জানুয়ারির শুরুতে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দামও কেজিপ্রতি নেমে আসে ৮০ টাকায়। তবে আবারও নতুন করে বাজারে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। খুচরা বাজারে দাম বাড়তে বাড়তে আবারও শতক হাঁকিয়েছে পেঁয়াজের কেজি। 
সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দামবৃদ্ধির এ চিত্র দেখা গেছে। এসব বাজারের বেশিরভাগ দোকানেই নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। পুরনো পেঁয়াজের কেজি ৯০ টাকা।দাম বাড়ার কারণ জানতে চাইলে পলাশবাড়ী পৌর বাজারে চয়েন আড়তের বিক্রেতা চয়রন চিলাহাটি ওয়েবকে বলেন, মুড়ি কাটা শেষ, নতুন হালি পেঁয়াজের সরবরাহ বাড়তে কিছুদিন সময় লাগবে। তিনি বলেন, মোকামে দাম বেড়েছে। পাবনায় প্রতি মণ পেঁয়াজ ৩২০০ থেকে ৩৪০০ টাকা কেনা পড়ছে। যা আগের থেকে ৪০০ টাকা বেশি। মূলত গতকাল থেকেই এমন দাম বেড়েছে। এদিকে,উপজেলায় স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানকার মোকামগুলোতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। কয়েকদিন আগে সেখানে বিভিন্ন হাটে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো ৬০-৭০ টাকায়। উপজেলার ঢোলভাঙ্গা ও মাঠের হাটসহ বিভিন্ন হাটে একই পেঁয়াজ এখন ৭৫-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।আগাম পেঁয়াজের উৎপাদন শেষ হয়ে আসার কারণে গত তিনদিনে উপজেলার বিভিন্ন উৎপাদন সংশ্লিষ্ট এলাকায় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।কৃষক ও পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন আগাম বা মুড়ি কাটা জাতের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। মাস দেড়েক আগে এই পেঁয়াজ হাটে উঠেছে। 
 উপজেলার কৃষকেরা যে মুড়ি কাটা জাতের পেঁয়াজের আবাদ করেছিলেন, তার বেশিরভাগই এরই মধ্যে তোলা হয়ে গেছে। ফলে বাজারে এই জাতের পেঁয়াজের সরবরাহ কমতে শুরু করেছে। এ কারণে মুড়ি কাটা পেঁয়াজের দাম বাড়ছে। কৃষকেরা জানিয়েছেন, মাসখানেকের মধ্যেই প্রধান জাত হালি কাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে। তখন দাম আবার কমে আসবে।

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে কৃষকের মৃত্যু : দুই নারীকে আটক

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 29, 2024 | 1/29/2024 11:30:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটায় জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে টুকু মিয়া (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের জন্তিয়ার পাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে টুকু মিয়া। 
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটা উপজেলার সীমান্তবর্তী কুন্দুপাড়া গ্রামের এই ঘটনাটি ঘটে। বাসিন্দা দুদু মিয়ার ছেলে সাদ্দাম মিয়ার জমি সংলগ্ন হওয়ায় ওই দুজনেরজমির সীমানার নিয়ে বিরোধ দেখা দেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী জন্তিয়ার পাড়া গ্রামের বাসিন্দা টুকু মিয়ার বাসিন্দা দুদু মিয়ার ছেলে সাদ্দাম মিয়ার জমি সংলগ্ন হওয়ায় ওই দুজনেরজমির সীমানার নিয়ে বিরোধ দেখা দেয়। সোমবার সকালে টুকু এবং সাদ্দাম নিজেদের জমিতে গেলে উভয়ই জমির সীমানা নিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় টুকু মিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা হন।পরে খবর পেয়ে সাঘাটা ও সোনাতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে সামিয়া আক্তার (১৮) ও মোর্শেদা বেগম (৫৫) নামের দুই নারীকে আটক করেছে।ওসি মমতাজুল হক বলেন, টুকুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 
এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ীতে জেলা ইজতেমার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হলো জুম্মার নামাজ

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, January 20, 2024 | 1/20/2024 12:00:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃহাজার হাজার মুসল্লির অংশ গ্রহনে গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয় জুম্মার নামাজ। 
গত ১৮ জানুয়ারী বৃহস্পতিবার ফজর নামাজ পর ভারত থেকে আগত মাওলানা মুরুব্বী মোহাম্মাদ হেদায়েত হোসেন খান-এর আম বয়ানের মধ্যদিয়ে জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। গাইবান্ধা জেলা তাবলিগ জামাতের উদ্যোগে তিনদিন ব্যাপী এবারের জেলা ইজতেমা পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরবাজার এলাকার ইটভাটা চত্বরের বিস্তীর্ণ ফসলের খালি মাঠ জুড়ে শুরু হয়েছে। এতে গাইবান্ধা জেলা এলাকা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা সমূহ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে এসে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করছেন। ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করছেন। বিশ জানুয়ারী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার কার্যক্রম সম্পন্ন হবে। তিনদিনের ইজতেমায় ইসলামী জীবন বিধান-ধর্মীয় আলোকে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি এবং মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি,শান্তি ও ঐক্যসহ বিশ্ব মানবতার মুক্তি কামনায় বয়ান পেশ করবেন ভারত থেকে আগত মাওলানা. মুরুব্বী মোহাম্মাদ হেদায়েত হোসেন খান, ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আজিমুদ্দিন ও মুফতি মাওলানা আজিজসহ অন্যান্যরা। জেলা ইজতেমা মাঠ এলাকাজুড়ে বিশাল সামিয়ানায় সমবেত মুসল্লিদের থাকার ব্যবস্থাসহ অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ইজতেমাস্থল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ-নির্বিঘ্নসহ সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষে সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন জেলা পুলিশ ও জেলা প্রশাসন। প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠের চতুর্দিক পুলিশি নিরাপত্তায় কন্ট্রোলরুমসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবারের ইজতেমায় জেলা-উপজেলা ছাড়াও ভারত, শ্রীলংকা, কেনিয়া ও উগান্ডা থেকে মুসল্লীরা অংশ গ্রহণ করেছেন। তিনদিন ব্যাপী জেলা ইজতেমার দ্বিতীয় দিন আজ ১৯ জানুয়ারী শুক্রবার জেলা তাবলীগ জামাত , আগত তাবলীগ জামাতের মেহমানগণ ও জেলার হাজার হাজার মুসল্লির এক সাথে জুম্মার নামাজ আদায় করেন গাইবান্ধার সদর আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাহ সরোয়ার কবির,জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন,গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী কামরুল হাসান , পলাশবাড়ী উপজেলা চেযারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, সদর থানা অফিসার ইনর্চাজ মাসুদ রানা, পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,স্থানীয় জনপ্রতিনিধিগণ, জেলা গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জেলা পুলিশের চৌকস ও কঠোর তদারকিতে ধর্মীয় ভাব - গাম্ভিয্যের সহিত শান্তিপূর্ন পরিবেশে পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় জেলা সর্বসাধারন মানুষ ও আগত মুসল্লিদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এসময় তিনি আগামী দিনে সকলের সহযোগীতায় জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন ।

সুন্দরগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশু সীমা,র

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, January 19, 2024 | 1/19/2024 12:22:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশু সীমা (৭)। নিহত সীমা সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে। শিশুটি সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। 
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পেছনের সড়কের পাশে সীমাসহ কয়েকটি শিশু খেলছিল। এসময় মাটিবাহী একটি ট্রাক্টর পেছন থেকে সীমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালক ও মালিকের নামে মামলা করা হচ্ছে।

মোবাইল অ্যাপস মিলবে গাইবান্ধার সব তথ্য

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 17, 2024 | 1/17/2024 11:44:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার পুলিশ সদস্য নাজমুল হাসান নামের এক পুলিশ সদস্য একটি বিশেষ মোবাইল অ্যাপস তৈরি করেছেন যা আমাদের গাইবান্ধা নামের অ্যাপসটিতে মিলবে গাইবান্ধা জেলা সম্পর্কিত সমুদয় তথ্য। সে হল গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে। 
জানা যায় ,স্থানীয় রহমতপুর এমএম উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও তুলশীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাশের পর পুলিশে যোগ দেন নাজমুল। এরপর গাইবান্ধা সরকারি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। চাকরিতে যুক্ত হওয়ার পর উচ্চশিক্ষা অর্জনের পথ বাধাগ্রস্ত হলেও নিজের উদ্ভাবনী শক্তিকে জাগ্রত রেখেছিলেন নাজমুল। নিজের কাজের ফাঁকে তাই যতটুকু সময় ছিল সেই সময়ে বিশ্রাম না নিয়ে অ্যাপস তৈরিতে ব্যস্ত হয়ে ছিলেন তিনি। অবশেষে চেষ্টা আর পরিশ্রমের ফসল হিসেবে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করতে সক্ষম হয় নাজমুল। সম্প্রতি গুগল থেকে ক্লিয়ারেন্স পাওয়ায় প্লে স্টোর থেকে যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেই অ্যাপসটি ডাউনলোড করে অফলাইন ও অনলাইনে সেবা গ্রহণ করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যাপসটিতে ঢুকে দেখা যায়, গাইবান্ধা জেলার ইতিহাস ঐতিহ্য, ভৌগোলিক সীমারেখা, গাইবান্ধার সাতটি থানা ও ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নাম্বার, শতাধিক ডাক্তারের চেম্বার ঠিকানা, অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংক ও ব্লাড ডোনারদের গ্রুপ ভিত্তিক তালিকা ও মোবাইল নাম্বার, জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য, গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবীদের মোবাইল নাম্বার, বাস কাউন্টারের তথ্য, ট্রেনের সময়সূচি, বিদ্যুৎ অফিস, হাসপাতালের ঠিকানা ও মোবাইল নাম্বার, গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর ওয়েব সাইট ঠিকানাসহ জেলা সম্পর্কিত প্রয়োজনীয় সব সেবাই সুবিন্যস্ত আকারে সাজানো হয়েছে। বর্তমানে অ্যাপসটি প্লে-স্টোরে প্রকাশিত অবস্থায় রয়েছে। তাই যে কেউ চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে ইংরেজি ভাষায় (Amader Gaibandha) লিখে সার্চ দিলে অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। নাজমুল হাসান বলেন, ছোট থেকেই বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে আমার অনেক আগ্রহ ছিল। গাইবান্ধা জেলা নিয়ে একটি তথ্য ভাণ্ডার তৈরি করতে চেয়েছিলাম। ডিউটি শেষে বাসায় ফিরে এসে আমি অ্যাপস তৈরিতে সময় ব্যয় করতাম। প্রথমবার চেষ্টা করে কিছু ত্রুটির কারণে ব্যর্থ হয়ে দ্বিতীয়বার আবার চেষ্টা করে সফল হই। অ্যাপসটিতে আরও নতুন কিছু তথ্য সংযোজন করতে হবে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই সম্পূর্ণ কাজটি শেষ হবে। তিনি আরো বলেন আমি দেখেছিলাম একজন ডাক্তারের সিরিয়াল কিংবা ব্লাড ডোনার খুঁজতে গিয়ে মানুষ অনেক হয়রানির শিকার হতে হয়। ট্রেনের সময়সূচি না জানা, বাস কাউন্টারের নাম্বার না থাকা, পুলিশ স্টেশনের নাম্বার না থাকাসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য না জানায় সাধারণ মানুষদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়। এসব ভাবনা থেকেই আমি এই অ্যাপসটি তৈরি করেছি। আমার বিশ্বাস অ্যাপসটির মাধ্যমে এর ব্যবহারকারীরা সুফল পাবে।

গাইবান্ধায় গরীব ও অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা :প্রশিকা তুলসীঘাট শাখা অফিস থেকে গরীর ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 
আজ ১৭ জানুয়ারী বুধবার বিকালে ৪র্থ দিনে জেলার তুলসীঘাট শাখা কার্যালয় থেকে ২০০ টি কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) জনাব সুমান্ত কুমার মাহাতো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মশিউর রহমান সরকার,প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক জনাব কামরুজ্জামান সামাদ । সভাপতিত্ব করেন গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব আনন্দ মোহন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব রিপন খান। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রশিকা গাইবান্ধা উন্নয়ন এলাকার সকল স্তরের কর্মীবৃন্দ।

পলাশবাড়ীতে ৮৪৫ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 15, 2024 | 1/15/2024 11:26:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে ৮৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে ব্যাব ১৩ আটক করেছে। 
আটককৃত হলেন,সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত্য তারা মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ও পলাশবাড়ী উপজেলার বিষ্ণপুর গ্রামের এনামুল হকের ছেলে তুহিন মিয়া (২৬) নামের সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় মাদক বিক্রির অপেক্ষা থাকা আশরাফুল ইসলাম ও তুহিন মিয়ার দেহ তল্লাশি করে ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদের গ্রেফতার করা হয়েছে। মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

পলাশবাড়ীসহ জেলা জুড়ে তীব্র শীতে বাড়ছে রোগবালাই

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, January 14, 2024 | 1/14/2024 11:26:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে তীব্র শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পলাশবাড়ীতে স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে শীত আর কুয়াশা।
গত ৬দিন ধরে এই জনপদে সূর্যের দেখা মিলেনি। শনিবার (১৩ জানুয়ারি) এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সেই সঙ্গে মৃদু শৈত্য প্রবাহের কারণে জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। কর্মজীবী মানুষ পড়েছেন বিপাকে। দরিদ্র দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছ। সেই সঙ্গে পশুপাখিও দূরাবস্থার শিকার। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায়, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। সকালের আলোতেও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চলাচল করছে। যদিও রাস্তায় মানুষের সংখ্যা একেবারে কম। শীতের এই তীব্রতা প্রভাব ফেলেছে কৃষকের ধানের বীজতলায়। বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ঠাণ্ডা বাতাস। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলে না। এতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ঠাণ্ডায় নাকাল হয়ে পড়ছে ছিন্নমূল, অসহায়, খেটে-খাওয়া দিনমজুর মানুষেরা। 
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও ) বলেন, যেভাবে শীত ও কুয়াশা পড়ছে তাতে শিশু ও বৃদ্ধদের সতর্কতার সাথে রাখতে হবে। শীতজনিত রোগের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার পলাশবাড়ী ৫০ শয্যা হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৬ শিশু ও ৬ জন পুরুষ রয়েছেন। আর নিউমোনিয়ায় ৬ এবং শ্বাসকষ্টের রোগী রয়েছেন চারজন। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে গাইবান্ধা জেলা হাসপাতালে নানা বয়সী মানুষ ভর্তি হচ্ছে। তাদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। শীতজনিত কারণে গত সাত দিনে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে দেড় শতাধিক শিশু। জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের রিকশাচালক আমিন বলেন, ‘শীতের কারণে ২-৩ দিন ধরে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। ঠান্ডার কারণে লোকজন কম বের হওয়ার তেমন যাত্রী পাওয়া যাচ্ছে না। তাই আয়ও কমে গেছে।’ রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৮টায় গাইবান্ধায় মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ থেকে ৯৯ ভাগ। 
চলতি সপ্তাহের মাঝামাঝি জেলায় ভারি মেঘের কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েক দিন ধরে বয়ে চলা হাড়কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের ১০ লক্ষাধিক মানুষ। রাত নামলে ঘনকুয়াশা পড়ছে। সেইসঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বয়ছে। গাইবান্ধা জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, শীতার্ত মানুষের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ পর্যন্ত জেলার সাত উপজেলায় ৪৫ হাজার কম্বল বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া বেসরকারি সহযোগিতায় বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সুন্দরগঞ্জে জমি বিরোধের জেরে হামলা, হাসপাতালে যুবকের মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নুর আলম মিয়া (২২) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
রোববার (১৪ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত নুর আলম মিয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামের হাফিজার রহমানের ছেলে। এর আগে গত সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামে হামলার এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত মেনাজ উদ্দিনের ছেলে খুশি মিয়ার সঙ্গে হাফিজার রহমানের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ৮ জানুয়ারি দুপুর ১ টার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন নুর আলম মিয়া। স্থানীয়রা গুরুতর অবস্থায় নুর আলমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন চিকিৎসক। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ জানুয়ারি) সকালে নুর আলম মিয়া মৃত্যুবরণ করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ইতোপূর্বে এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পলাশবাড়ীতে শ্রমজীবীদের ভিড় পুরাতন কাপড়ের দোকানে

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ শীত ঘন কুয়াশা তালিকায় উত্তরের ৮ জেলার মধ্যে গাইবান্ধা জেলার নাম রয়েছে।জেলার পলাশবাড়ী উপজেলায় তীব্র শীত, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরোনো গরম কাপড়ের বিক্রি। রবিবার (১৪ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় রাস্তার পাশে অস্থায়ী পুরোনো কাপড়ের দোকানগুলোতে ভিড় লেগেই থাকছে। কম দামে ভালো মানের গরম কাপড় কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। পাশাপাশি অন্য দোকানগুলোতেও বেড়েছে বেচা-কেনা।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পুরাতন কাপড় ব্যবসায়ীরা ঢাকা ও রংপুর থেকে পুরাতন কাপড়ের বান্ডিল (বেল) কিনে পলাশবাড়ী পৌর শহড়ের রাস্তায় বিক্রি করছেন। পুরাতন কাপড়ের দাম কম বিধায় নিম্ন আয়ের মানুষ উষ্ণতা পেতে ভিড় করছেন ফুটপাতের হকার ও পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে। কিনছেন সোয়েটার, জ্যাকেট, হুডি, ব্লেজার, শাল, কানটুপি ও হাতমোজা। উপজেলার প্রাণ কেন্দ্র মোকছেদ বাজার এলাকায় দেখা গেছে, কঢেকটি পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছেন দিনমজুর ও ভ্যানচালকরা। শীত নিবারণের জন্য কম টাকায় গরম কাপড় কেনার জন্য দরদাম করছেন।শীতের কাপড় কিনতে আসা রিক্সা চালক রফিকুল ইসলাম বলেন, পুরাতন গরম কাপড়ের দোকানে আসছি। ঠান্ডা অনেক বেশি তাই কম দামে একটা জ্যাকেট কিনছি। জ্যাকেট পরে ভ্যান চালালে শীত কম লাগবে। 
পুরাতন কাপড় ব্যবসায়ী হায়দার আলী বলেন, গত সপ্তাহ জেড়ে এ এলাকায় ঠান্ডার তীব্রতা বেড়েছে। তাই গরম কাপড়ের বেচা-কেনা ভালো হচ্ছে। এখানে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে একটি ভালো জ্যাকেট পাওয়া যায়। সোয়েটার ১০০ থেকে ১৫০ টাকায় পাওয়া যায়। পলাশবাড়ীর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন বলেন, তীব্র ঠান্ডায় শিশু ও বয়স্কদের সাবধানতা অবলম্বন করতে হবে। শিশুদের নিউমোনিয়া ও বয়স্কদের শ্বাসকষ্ট হতে পারে। তাই শীতে সবাইকে গরম কাপড় পরিধান করা উচিত।