ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা :জেলার সাদুল্লাপুর উপজেলায় এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক।
আটককৃত হলেন পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের মোকছেদ প্রামানিক এর পুত্র মোসলেম প্রামানিক(৩৯)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ধাপের হাটে যাত্রীবাহী বাস তল্লাশি করে গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কেজি শুকনো গাঁজাসহ মোসলেম প্রামানিককে আটক করা হয়েছে।