Home » » সুন্দরগঞ্জে ইজিবাইক থেকে পড়ে আহত নারীর মৃত্যু

সুন্দরগঞ্জে ইজিবাইক থেকে পড়ে আহত নারীর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 17, 2024 | 2/17/2024 11:18:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার ব্যাটারি চালিত ইজিবাইক থেকে পড়ে আহত ফাতেমা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হলেন, জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী ফাতেমা বেগম (৪২)। 
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। স্থানীয়রা জানান, গত ১৪ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টায় ফাতেমা বেগম ব্যাটারি চালিত ইজিবাইকে করে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে পৌঁছালে অটোবাইক থেকে ছিটকে সড়কে পরে যান। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ফাতেমা বেগমকে। তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ফাতেমা মৃত্যু নিশ্চিত করেন।