Showing posts with label গাইবান্ধা. Show all posts
Showing posts with label গাইবান্ধা. Show all posts

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, January 13, 2024 | 1/13/2024 11:32:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। 
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসব কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন- সোসাইটিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, মোজাম্মেল হক ঝিলাম, রিজিয়া আকতার বিউটি, ডলি বেগম, রেজাউন্নবী রাজু, মহিবুল হক মোহন প্রমুখ।

পলাশবাড়ী প্রশস্তকরণ অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদানের দাবীতে মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, January 11, 2024 | 1/11/2024 11:40:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ী অংশে ঢাকা-রংপুর মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় গৃরিধারীপুর, জামালপুর, হরিণমাড়ী, বৈরী হরিণমাড়ী মৌজাসহ নুনিয়াগাড়ী মৌজায় সেটেল্টমেন্ট পরিচালিত চুড়ান্ত বিআরএস খতিয়ান প্রকাশ ব্যতিত এবং অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদান না করেই সড়ক বিভাগের নিকট জমি হস্তান্তর এবং স্ব-স্ব নিজ দখলীয় অবকাঠামো ভেঙ্গে নেয়ার মাইকিংয়ের প্রতিবাদে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ভাড়াটিয়ারা। পাশাপাশি শিল্পী হোটেল থেকে হরিণমাড়ী মৌজার যেসব দোকানের নাম বাদ পড়েছে তাদের তালিকা করারও আহবান জানানো হয়। 
বৃহস্পতিবার(১১ জানুয়ারী) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী, জামালপুর, হরিণমাড়ী, বৈরী হরিণমাড়ী মৌজার ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ স্ব-স্ব জমির মালিক-দোকান মালিক, ব্যবসায়ী ও ভাড়াটিয়ারা গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে সমবেত হয়।এসময় ভূমি অধিগ্রহণ স্পর্শকাতর বিষয়টির প্রতিবাদে সমবেতরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে বক্তব্য রাখেন আজিজার রহমান মোল্লা,সুরুজ হক লিটন,সুমন মোল্লা, মামুন মিয়া,রেজাউল করিম,খায়রুল ইসলাম,মামুন সরকার ও শাকিল মিয়া ছাড়াও ভুক্তভোগী ভূমি মালিকরা। আয়োজিত মানববন্ধনে নুনিয়াগাড়ী মৌজার বক্তারা বলেন,ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক উন্নয়নের নামে সেটেল্টমেন্ট পরিচালিত চুড়ান্ত বিআরএস খতিয়ান প্রকাশ করা হয়নি।উপরন্ত অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদান না করেই সড়ক বিভাগের নিকট জমি হস্তান্তর এবং স্ব-স্ব দখলীয় অবকাঠামো ভেঙ্গে নেয়ার জন্য জেলা প্রশাসন মাইকিং করে।এতে ক্ষুব্ধ ভূক্তভোগী জমির মালিক তথা ব্যবহারকারী দখলীয়দের মাঝে নানা জল্পনা-কল্পনা ছাড়াও মিশ্রপ্রতিক্রিয়া সহ চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিরাজমান সমস্যা নিরসনে মানবিক হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক বরাবর নিকট একটি স্মারকলিপি দাখিল করা হয়।

আইয়ুব আলী বাইসাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার সাদুল্লাপুরের ষাটোর্ধ্ব আইয়ুব আলী বাইসাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন। বুধবার (১০ জানুয়ারি) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়ার বাড়ি থেকে পবিত্র মক্কা নগরের উদ্দেশে রওনা দেন তিনি। প্লেন ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় টানা ছয় মাস বাইসাইকেল চালিয়েই হজ করার দুর্গম এ পথ বেছে নিয়েছেন তিনি। 
আইয়ুব আলীর রয়েছেন স্ত্রী,তিন কন্যা ও চার ছেলে। যাত্রাপথের জন্য টাকা, খাবারসহ দরকারি জিনিসপত্র তিনি সঙ্গে নিয়ে গেছেন। আইয়ুব আলী জানান, হজ পালন করা তার স্বপ্ন। টাকা পয়সা না থাকায় প্লেনে হজে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই স্বপ্ন পূরণে সাইকেল নিয়েই এ যাত্রার শুরু। তিনি আরও জানান, ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান,ইরান হয়ে মক্কায় পৌঁছাতে সময় লাগবে মোট ছয় মাস। এতে প্রতিদিন অন্তত ৬০ থেকে ৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে তাকে।আর রাত্রিযাপন করবেন মসজিদে। সাইকেল চালিয়ে হজ করার জন্য প্রয়োজনীয় অফিস আদেশ ও ভিসা-পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। দেশবাসী ও ধর্মপ্রাণ মুসলমান মানুষের কাছে দোয়া চেয়েছেন।

গোবিন্দগঞ্জে চাচার হাতে খুন হল আপন ভাতিজা

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 10, 2024 | 1/10/2024 10:57:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জে চাচার অন্যায়ের প্রতিবাদ করায় খুন হতে হল ভাতিজা। 
গোবিন্দগঞ্জে মাদরাসাছাত্র সাব্বিরকে (১১) হত্যা করে মরদেহ নদীর পাড়ে ঝোপে ফেলে রাখেন চাচা ইমরান মিয়া (২৮)। নিহত হলেন, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আনিছুরের ছেলে সাব্বির (১১) বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান এ তথ্য জানান। অভিযুক্ত ইমরান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দ গটুর ছেলে। যৌন নিপীড়ন ও হত্যার শিকার সাব্বির একই গ্রামের আনিছুরের ছেলে। তারা সম্পর্কে আপন চাচা-ভতিজা। ইবনে মিজান জানান, গত ১৭ ডিসেম্বর বিকেলে সাব্বির নিজ বাড়ি থেকে বের হয়। পরদিন ১৮ ডিসেম্বর হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর আলাই নদীর পাড়ে ছোপে গলায় গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইমরানকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ভাতিজা সাব্বিরকে যৌন নিপীড়ন ও শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন ইমরান। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ, পুলিশ পরিদর্শক আব্দুল মোত্তালেব সরকার, এসআই রায়হানুজ্জামান, এসআই মানিক রানা এ এসআই আব্দুর রাজ্জাক প্রমুখ।

পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহ সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত ,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় দলীয় নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

স্ত্রী নিজে প্রার্থী হয়েও স্বামীর জন্য ভোট চাইছেন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, January 4, 2024 | 1/04/2024 11:14:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধা-২ (সদর) আসনে স্বামী-স্ত্রী দুজনেই স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়াই করছেন। স্বামী শাহ সারোয়ার কবীর ট্রাক প্রতীকে এবং তার স্ত্রী মাসুমা আক্তার ঈগল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
স্বামী-স্ত্রী দুই প্রতীকের প্রার্থী হলেও মাসুমা আক্তার গণসংযোগ ও ট্রাক প্রতীকে ভোট চাচ্ছেন তার স্বামী শাহ সারোয়ার কবীরের জন্য। তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় স্বামী শাহ সারোয়ার কবীরের সঙ্গে ঘুরে ঘুরে প্রচারণা চালিয়ে ট্রাক প্রতীকে ভোট চাইছেন। শাহ সারোয়ার কবীর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
দল থেকে নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এরই মধ্যে স্বামীর পক্ষে মাসুমা আক্তারের প্রচারণা ও নির্বাচনি সভা-উঠান বৈঠকের বক্তব্যে ট্রাক প্রতিকে ভোট প্রার্থনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজে প্রার্থী হয়ে অপর প্রার্থী স্বামী শাহ সারোয়ার কবীরের পক্ষে এমন প্রচারণার বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। সেই সঙ্গে স্বামী-স্ত্রীর এমন অবস্থান নিয়ে বিভিন্ন মহলসহ ভোটারদের মধ্যে দেখা দিচ্ছে ভিন্ন মত।
একসঙ্গে স্বামী-স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে শাহ সারোয়ার কবীর বলেন, স্ত্রীর প্রার্থিতার বিষয়টি তেমন কিছু না। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল। এ কারণে দুজনই প্রার্থী হয়েছি। তবে স্ত্রী ভোটের মাঠে তার পক্ষেই কাজ করছেন। প্রচারণা ও গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।
এখানে অন্য তি নজন প্রতিদ্বন্দ্বী থাকলেও শেষ পর্যন্ত ট্রাকের জয় হবে। জেলার সদর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত গাইবান্ধা-২ আসন। মোট তিন লাখ ৮১ হাজার ৯৬৯ জন ভোটারের এ আসনে এবার স্বামী-স্ত্রীসহ পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লড়ছেন সাবেক এমপি আব্দুর রশিদ সরকার।
এ ছাড়া জাসদের মশাল প্রতীকে গোলাম মারুফ মনা ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকে লড়ছেন জিয়া জামান খান। জোটগত সিদ্ধান্তে আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। ফলে নৌকা মনোনীত প্রার্থী টানা তিনবারের নির্বাচিত এমপি মাহাবুব আরা বেগম গিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।

গাইবান্ধায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১২ দশমিক ৫

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, January 2, 2024 | 1/02/2024 11:53:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিদিনই গাইবান্ধার তাপমাত্রা কমে আসছে। আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টা আগেও জেলার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া ও মৃদু শৈত্যপ্রবাহে মানুষের পাশাপাশি গবাদিপশু নিয়ে বিপাকে পড়ছেন খামারিসহ প্রান্তিক কৃষকরা। পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের মো. মজিনুর রহমান বলেন,কয়েকদিন তেমন শীত ছিল না। গতকাল থেকে আবার হিমেল হাওয়া আর শীত শুরু হয়েছে। পৌষের মাঝামাঝি সময়ে হাড় কাঁপানো ঠাণ্ডাতে কাহিল জনজীবন।বরিশাল ইউনিয়নের ভবানীর গ্রামের আব্দুর সামাদ মণ্ডল বলেন, শীতে অবস্থা খুব কাহিল। এরকম ঠাণ্ডা ও শীত হলে আমার মতো বয়স্ক মানুষগুলোর খুব সমস্যা। এমনিতেই অসুখে চলতে পারি না। ২ নং হোসেনপুর ইউনিয়নের করিহাটা গ্রামের আমজাদ হোসেন বলেন, তিনদিন থেকে খুব ঠান্ডা ও কুয়াশা। ছোট বাচ্চাদের নিয়ে খুব চিন্তায় আছি। বাড়ি থেকে বাহির হওয়া যাচ্ছে না। গতকালও সারাদিন কুয়াশায় ঢাকা ছিল আমাদের এলাকা। আজ কুয়াশা আরও বেশি।

এক সাথে ৫ শিশুর বিষ পান

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে খেলতে গিয়ে এক সাথে বিষ পান করেছে ৫ শিশু। অসুস্থ শিশুদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
ঘটনাটি ঘটেছে ১ লা জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউপির সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে। অসুস্থ শিশুরা হলেন বাড়াইপাড়া গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর( ৪), হবিবর রহমানের ছেলে তামিম (৩), হামিদুলের মেয়ে মরিয়ম (৪),,হাবিলের ছেলে নাজিম (৪) ও জেলালের মেয়ে জাফরিন (৩)। পারিবারিক সুত্রে জানাযায়, একই গ্রামের জনৈক হামিদুল জমিতে বিষ প্রয়োগ শেষে বিষের বোতল ঘড়ের বেড়ার সাথে রাখে।খেলতে খেলতে ওই ৫ শিশু বিষের বোতল খুলে হাতের তর্জুনিতে নিয়ে মুখে দেয়। বিষয়টি শিশুদের অভিভাবকরা দেখতে পেয়ে চিকিৎসার জন্য তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসায় শিশুরা এখন সঙ্কা মুক্ত।ইনজেকশন স্যালাইন দেয়া হয়েছে। আশা করি দ্রুত সেরে যাবে।

এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 1, 2024 | 1/01/2024 10:44:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার-এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। 
৩১ ডিসেম্বর সকালে স্কুল মাঠে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে ও স্কুলের সহকর্মী এবং শিক্ষার্থীদের আয়োজনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, নবযোগদানকৃত প্রধান শিক্ষক আব্দুল বারী, আমলাগাছী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক, উক্ত স্কুলের শিক্ষকেরা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শেষে বিদায়ী বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার। বক্তারা ম্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ‍্যালয়ে দীর্ঘ ২১ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ‍্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দিন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

সাঘাটায় মানুষের মাথার খুলি ও হাড়হাড্ডি উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার সাঘাটা উপজেলার একটি ফাঁকা জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের মাথার তিনটি খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড়হাড্ডি পাওয়া গেছে। পরে পাশেই একটি কবরস্থানে সেগুলো দাফন করেন স্থানীয়রা। রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি সড়কের পাশের জমিতে খুলি ও হাড়হাড্ডিগুলো পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিতে পড়ে থাকা মাথার খুলি ও দেহের বিভিন্ন হাড়হাড্ডিগুলো বেশ পুরনো। ধারণা করা হচ্ছে, তন্ত্র-মন্ত্র যাদুটোনার জন্য কেউ এগুলো কবরস্থান থেকে চুরি করেন। এরপর ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার পথে লোকজনের ভয়ে হয়তো সেগুলো জমিতে ফেলে গেছেন। তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও মসজিদের ঈমামসহ এলাকাবাসী সেগুলো পাশের একটি কবরস্থানে দাফন করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। কারা এগুলো জমিতে ফেলে গেছে তা শনাক্তের চেষ্টাসহ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

চিরনিদ্রায় শায়িত হলো সাংবাদিক দম্পতির পুত্র আবির

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, December 30, 2023 | 12/30/2023 11:11:00 PM

ছাগেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : চিরনিন্দ্রায় শায়িত হলো সাংবাদিক দম্পতি আমিরুল ইসলাম কবির ও লাকী আক্তারের একমাত্র পুত্র আবির আহম্মেদ।
গত ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে বসতঘরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। আবির আহম্মেদ এর নামে একাধিক মামলা থাকায় তার মরদেহ ময়না তদন্ত শেষে আজ শনিবার বাদ আসর নামাজে জানাজা শেষে বৈরীহরিণমারী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সিনিয়র সাংবাদিক আমিরুল কবিরের পুত্র আবির আহম্মেদ (২৫) এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উল্লেখ্য,আবির আহম্মেদ এর বিরুদ্ধে পলাশবাড়ী, সুন্দরগঞ্জ,গাইবান্ধা সদর থানায় একাধিক সন্ত্রাস ও নাশকতা সহিংসতার মামলা রয়েছে। এ মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।

গাইবান্ধায় ২২ প্লাটুন বিজিবি মোতায়েন

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, December 29, 2023 | 12/29/2023 09:53:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাইবান্ধায় ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার এর আওতায় আজ ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে আগামী ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

পলাশবাড়ীতে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, December 28, 2023 | 12/28/2023 11:34:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি ও স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। 
আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার পলাশবাড়ী আর্দশ ডিগ্রী কলেজে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) দেওয়ান মওদুদ আহম্মদ ,জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব,সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদা খাতুন, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷ এ প্রশিক্ষণে নির্বাচনে ভোট গ্রহনকারি কর্মকর্তা গণের ভোট গ্রহন কালিন সময়ে করণীয় বিষয় গুলো তুলে ধরেন। উল্লেখ্য, পলাশবাড়ির মোট ৬৬টি কেন্দ্র এবং ৪৬১টি কক্ষে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৬৪০ জন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।

পলাশবাড়ীতে পিঠার ধোঁয়ায় ঘ্রাণ নিচ্ছে পিঠা প্রেমিকরা

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : বাঙালির হাজার বছরের ইতিহাসের সঙ্গে মিশে আছে নিজস্ব খাদ্যাভ্যাস,এর একটি স্বতন্ত্র অনুষঙ্গ পিঠাপুলি।শীত এলে বোঝা যায় পিঠা বাঙালির কতটা পছন্দের। হিমেল হাওয়া বয়ে যাওয়ার এ সময়টাই পিঠার। গ্রামের মানুষ প্রায় প্রতিদিনই পিঠার স্বাদ নেয়। তবে শীত শীত বাতাসে পিঠা বঞ্চিত থাকে না শহরবাসীও। অলিগলি থেকে শুরু করে ব্যস্ত রাস্তার ফুটপাত ও দোকানে তৈরি হয় হরেক রকমের পিঠা। এসব দোকানে গিয়ে নগরবাসী নিচ্ছে পিঠার স্বাদ। হেমন্তের শুরুতেই শহরের রাস্তার ধারে মাটি ও গ্যাসের চুলা নিয়ে বসে যায় মৌসুমি পিঠা বিক্রেতারা। এসব দোকানে মেলে চিতই, ভাপাপিঠা। গরম-গরম ধোঁয়া ওঠা চিতই পিঠার মূল আকর্ষণ ভর্তা। খেজুরের গুড় ও নারিকেল দিয়ে তৈরি ভাপাও পাওয়া যাবে এসব অস্থায়ী পিঠার দোকানে। এছাড়া কিছু দোকান বছরব্যাপীই পিঠা তৈরি ও বিক্রির সঙ্গে সংযুক্ত। হরেক রকম পিঠার সন্ধান মেলে সেখানেও। শীত উপলক্ষে বরাবরই উত্তরের অন্যতম শহড় পলাশবাড়ী অন্যতম আকর্ষণ হয়ে ওঠে ‘পিঠা ঘর। অন্যান্য বছরের মতো এবারও রোডে রোডে হরেক রকমের পিঠা নিয়ে সাজানো হয়েছে পিঠা ঘরগুলো। ভোজন রসিকদের কাছে এসব পিঠা ঘরের আকর্ষণ ব্যাপক। এখানে মেলে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠাও। পলাশবাড়ী পৌর শহড়ের কালিবাড়ী রোডে দেখা যায়, ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম চিতই, পুলি পিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, জামাই পিঠা, সঙ্গে বেশ কয়েক ধরনের মজাদার ঝালের পিঠাও আছে। এছাড়া বিভিন্ন ধরনের নকশি পিঠা তো আছেই। আর এখানকার পিঠার সুনাম ও মানের কারণে বেচাবিক্রিও বেশ ভালো। কথা হয় রাব্বীর মোড এস এম বিদ্যালয় মার্কেটে পিঠার ক্রেতা মশিউর রহমানের সঙ্গে। গ্রামের বাড়িতে শীতে পিঠাপুলি তৈরি হয়। পথের পাশে গরম পিঠা দেখে লোভ সামলাতে পারেননি তিনি। গরম চিতই পিঠায় ফুঁ দিতে দিতে সরিষার ভর্তা লাগিয়ে খাচ্ছিলেন। কথা হলে বলেন, বাড়িতে যেসব পিঠা খাই, সেগুলোর স্বাদ এক রকম। সেগুলো আবার রেখে রেখে খাই। ঠাণ্ডা হয়ে যায়। এখানে গরম-গরম খাওয়ার স্বাদ অন্য রকম। দোকানিরা বললেন, চিতই পিঠার মূল আকর্ষণ কয়েক পদের ভর্তা। সরিষা, কালোজিরা, ধনেপাতা, শুঁটকি, ডালের ভর্তার চাহিদা বেশি। একটি চিতই পিঠা বিক্রি হয় ১০ টাকায়। ভাপা পিঠাও বিক্রি হচ্ছে ১০ টাকা করে। চিতই, ভাপার পাশাপাশি নারিকেল, কলা, তাল দিয়েও তৈরি পিঠাও দেখা গেছে কিছু দোকানে। মাংস দিয়ে বানানো পিঠা পাওয়া যায় কোথাও কোথাও। পিঠা বিক্রেতা মধু বলেন, গ্রামের ঐতিহ্যবাহী সব পিঠা আমরা বিক্রি করি। গত প্রায় ৫ বছর ধরে পিঠা বিক্রি করছি। বিভিন্ন অঞ্চলের পিঠা এখানে তৈরি করা হয়। ভালো মানের পিঠা বানাই বলে আমাদের সুনাম রয়েছে। দামও ক্রেতাদের সাধ্যের মধ্যে। তিনি বলেন, এখানে সবমিলিয়ে ৪৫ রকমের পিঠা পাওয়া যায়। এর মধ্যে অন্যতম পাটিসাপটা, মালপোয়া, রসফুল, নারকেলের ভাজা পুলি, ঝাল পোয়া, ফিরনি, বিবিখানা, পুডিং,ক্ষীর কুলি, পান পিঠা, সর ভাজা, পানতোয়া,নারিকেলের সিদ্ধ পুলি ও ক্ষীর লুচি। এসব পিঠা ১৫ টাকা থেকে ৪০ টাকা পিস হিসেবে বিক্রি করা হয়। শহরের অনেক দোকানে এখন শীতের পিঠা কিনতে পাওয়া যায়। ব্যস্ত জীবনে পিঠা তৈরি করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হলেও শহরের বেশ কিছু জায়গায় গড়ে উঠেছে ভ্রাম্যমান পিঠাঘর।

পলাশবাড়ীতে নৌকার সমর্থনে বিশাল মিছিল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির জয় নিশ্চিত করতে মাঠে প্রান্তরে গ্রামে গঞ্জে ও হাট বাজারে নৌকার প্রচার প্রচারনায় সাধারণ ভোটােদের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা। 
চলমান নির্বাচনী প্রচার প্রচারনার ধারাবহিকতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে আজ বুধবার একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন নৌকার মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির স্বামী ও বিশিষ্ট ব্যবসায়ি মাহবুব রহমান নাসিম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাদল,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,তাতীলীগের জেলা সহ সভপতি শরিফুজ্জামান প্রধান পল্বব,উপজেলা তাতীলীগের সাবেক সভাপতি আকতারুজ্জামান টিটু,সাবেক সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব, উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমন,পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুম সরকারসহ অন্যান্যরা।

পলাশবাড়ীতে পরিত্যক্ত পুকুরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, December 21, 2023 | 12/21/2023 10:42:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ীর পৌর এলাকার আন্দুয়া গ্রামের আপেল মিয়ার বাড়ির পাশে পানবরজের নিকটে পরিত্যাক্ত পুকুরে ধানবীজ বপনের জন্য পানি নিষ্কাশনের সময় বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায় ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ধানবীজ বপনে নিয়োজিত কৃষি শ্রমিক মতিয়ার ও বাকী মিয়া কর্দমাক্ত পানিতে কস-টেপে পেচানো বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
এ বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হওয়ার ছড়িয়ে পড়লে উৎসূক এলাকাসি এ বস্তুটি একনজর দেখতে ঘটনাস্থলে ভীড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এ বস্তুটি উদ্ধার করে।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, স্থানীয়দের নিকট খবর পেয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নেয়া হয়। তিনি জানান বস্তুটি মূলতঃ ককটেল কিংবা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য নয়।প্লাস্টিক পাইপে কসটেপ দিয়ে মোড়ানো থাকায় স্থানীয়রা সেটিকে ককটেল ভেবেছিল। স্থানীয় সচেতন জনমনের ধারনা আতঙ্ক সৃষ্টি করতেই অজ্ঞাত দুর্বৃত্তরা এমন বস্তুটি পুকুরের কর্দমাক্ত পানিতে ফেলে রেখেছিল।

বালতির পানি দেড় বছরের শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নে গোসলের পানির বালতিতে উপর হয়ে পড়ে দেড় বছরের শিশুর করুন মৃত্যু হয়েছে।
২০ ডিসেম্বর বুধবার দুপুর ৩ ঘটিকায় বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বাড়ির বাইরে বাচ্চার গোসলের জন্য বালতিতে রাখা পানিতে বাচ্চা মাথা ভেতরে পড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ইয়াসিন নামের দেড় বছরের শিশুটি মৃত্যু বরন করে।
মৃত্য বাচ্চাটি ঐ গ্রামের নুরুজ্জামান সরকারের সন্তান। শিশু বাচ্চা ইয়াসমিনের এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার ইনচার্জ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

গাইবান্ধা জাতীয় পার্টির নতুন কমিটি অনুমোদন

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, December 20, 2023 | 12/20/2023 11:19:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলা জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। 
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুর সুপারিশে মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির প্রস্তাবিত কমিটি অনুমোদন করেছেন। আগামী এক মাসের মধ্যে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।এর আগে দীর্ঘ ১১ বছর পর গত ১৯ অক্টোবর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। সম্মেলনের উদ্ধোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.বেল্লাল হোসেনকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার ফুলেল শুভেচ্ছা। 
সংগঠনের পলাশবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে বুধবার(২০ ডিসেম্বর)দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো.ফিরোজ কবির আকন্দ,মো.আসাদু- -জ্জামান দোলন,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. সাহেদার রহমান সরকার,সাধারণ সম্পাদক মো. মোকলেছার রহমান মিলন,সাংগঠনিক সম্পাদক মো.শাকিদুল ইসলাম,বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুর রব, দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম রব্বানী,সরবঙ্গ ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শরিফুল ইসলাম সবুজ,কার্তিক চন্দ্র সাহা, সাধন কুমার সরকার,শিরিন আকতার ও মোছা. জেফিয়া নাছরিনসহ অন্যান্য প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, December 18, 2023 | 12/18/2023 11:01:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব:- গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে ১৮ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলায় বসবাসরত অকুতোভয় সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণদের ফুলেল শুভেচ্ছা, উপহারসহ সংবর্ধনা প্রদান করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। 
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)আবদুল্লাহ আল-মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং জেলা বসবারত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।