ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা :প্রশিকা তুলসীঘাট শাখা অফিস থেকে গরীর ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ১৭ জানুয়ারী বুধবার বিকালে ৪র্থ দিনে জেলার তুলসীঘাট শাখা কার্যালয় থেকে ২০০ টি কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) জনাব সুমান্ত কুমার মাহাতো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মশিউর রহমান সরকার,প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক জনাব কামরুজ্জামান সামাদ । সভাপতিত্ব করেন গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব আনন্দ মোহন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব রিপন খান।
সার্বিক সহযোগীতায় ছিলেন প্রশিকা গাইবান্ধা উন্নয়ন এলাকার সকল স্তরের কর্মীবৃন্দ।