Home » » সুন্দরগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশু সীমা,র

সুন্দরগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশু সীমা,র

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, January 19, 2024 | 1/19/2024 12:22:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশু সীমা (৭)। নিহত সীমা সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে। শিশুটি সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। 
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পেছনের সড়কের পাশে সীমাসহ কয়েকটি শিশু খেলছিল। এসময় মাটিবাহী একটি ট্রাক্টর পেছন থেকে সীমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালক ও মালিকের নামে মামলা করা হচ্ছে।