পার্বতীপুরে জাতীয় ডাউন সিনড্রোম দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, March 22, 2024 | 3/22/2024 12:19:00 AM

পার্বতীপুর প্রতিনিধি : পার্বতীপুরে জাতীয় ডাউন সিনড্রোম দিবস পালিত হয়েছে। গতকাল ২১ মার্চ পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান কাম টু ওয়ার্ক (সি টি ডাব্লিউ) এর আয়োজনে লিলিয়ন ফন্ডস ও সি ডি ডি এর সহযোগিতায় চাইল্ড ইম্প্রওয়ারমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নে অনুষ্ঠানে প্রতিবন্ধীদের চিত্রাংকন প্রতিযোগিতা, নৃত্য, মায়েদের চেয়ার খেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রশাসনিক কর্মকর্তা (অর্থ) মোকারম হোসেন মানিক। বক্তব্য রাখেন, পার্বতীপুর শহরের রোস্তম নগরের বিসমিল্লাহ ফিজিওথেরাপী সেন্টারের পরিচালক মোঃ ইনামুল হক (চার্চিল) ও দৈনিক উত্তর বাংলা পত্রিকার পার্বতীরপুর প্রতিনিধি বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও সাজ্জাদুর রহমান সাজ্জাদ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঠাকুরগাওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 21, 2024 | 3/21/2024 08:52:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু (১২) ও কাওসার আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চন্ডিপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজু গড়েয়া চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও নিহত কাওসার আলী ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং তারা চাচাতো ভাই ছিলো বলে তথ্য পাওয়া যায়। নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার বেলা প্রায় ১১ টা থেকে নিখোঁজ ছিলো তারা।
অনেক খোজা খুজির পর পাওয়া না গেলে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোহাম্মদ সারোয়ার হোসেন।

পীরগঞ্জে বন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ বন বিভাগের বিট অফিসে সামাজিক বন বিভাগের সার্বিক উন্নয়নে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সামাজিক বন বিভাগ দিনাজপুর কর্তৃপক্ষ এর আয়োজনে “ফ্যাসিবিলিটি স্টাডি ফর ফরেস্ট সিস্টেম কনজারভেশন এন্ড ইকো টুরিজম ডেভলপমেন্ট অব গ্রেটার দিনাজপুর এন্ড রংপুর রিজিয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সামাজিক বন ও বন বিভাগের উন্নয়নে কর্মশালায় বিভিন্ন প্রস্তাবণা ও সুপারিশ গৃহিত হয়। ওই সময় সামাজিক বন বিভাগ দিনাজপুর ও ঠাকুরগাঁও সহকারী বন সংরক্ষক অফিসার নূরুন্নাহার, ঠাকুরগাঁও ফরেস্ট রেঞ্জার ও রেঞ্চ অফিসার তাছলিমা খাতুন, সিনিয়র মৎস্য অফিসার খালেদ মোশারফ, প্রাণী সম্পদ অফিসার ডাঃ রনজিত কুমার সিংহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, ৫নং সৈয়দপুর ইউ’পি চেয়ারম্যান বিবেকানন্দ রায়, বিট অফিসার শাহাজাহান, জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা নিজস্ব সংবাদদাতা মোশাররফ হোসেন, স্থানীয় গন্যমান্য সুবিধা ভোগী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবানধা : জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত হলেন শোভাগঞ্জের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জালাল হোসেন জাল্লাদুর ছেলে কবির হোসেন (৭১)।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের বালাছিড়া-সোভাগঞ্জ সড়কের বাদশার রাইচ মিলের পাশে ছোটব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ছাপরহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য আনছার আলী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কবির হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ওইস্থানে পৌঁছালে অপর একটি ট্রাক তাকে চাপায় দেয়।
এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সড়ক দুর্ঘটনায় কবির হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন

পার্বতীপুরে প্রতিবন্ধীদের পিতা-মাতা ও পরিচর্চাকারীদের প্রশিক্ষণ শুরু

পার্বতীপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব: পার্বতীপুরে প্রতিবন্ধীদের পিতা-মাতা ও পরিচর্যা কারীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল ২০ মার্চ শুরু হয়েছে। চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। 
লিলিয়ন ফন্ডস ও সি ডি ডি এর সহযোগিতায় চাইল্ড ইম্প্রওয়ারমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নে স্থানীয় কাম টু ওয়ার্ক (সি টি ডব্লিউ) এর আয়োজনে সংস্থাটির হলরুমে প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির অডিটর মেহেদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিসমিল্লাহ ফিজিওথেরাপী সেন্টারের পরিচালক মোঃ ইনামুল হক চার্চিল। এ প্রশিক্ষণে ১২০ জন প্রতিবন্ধীদের পিতা ও মাতা অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ইনামুল হক চার্চিল প্রতিবন্ধী হওয়ার কারণগুলো তুলে ধরেন।প্রতিবন্ধীদের কিভাবে পিতা ও মাতারা পরিচর্যা করবেন তা প্রাকটিকেল করিয়ে দেখান।উপস্থিত প্রতিবন্ধী পিতা ও মাতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফিজিওথেরাপিস্ট ইনামুল হক চার্চিল। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর বাংলা পত্রিকার পার্বতীরপুর প্রতিনিধি বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

চিলাহাটি হবে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 19, 2024 | 3/19/2024 08:02:00 PM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : দেশের সর্ব উত্তরে চিলাহাটি- হলদিবাড়ি সীমান্ত পেরিয়ে ঢাকা- নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস আন্তঃদেশীয় ট্রেন চালু হওয়ার পর থেকে নীলফামারী জেলার চিলাহাটি স্থলবন্দর চালুর বাস্তবায়ন দেখছে দেশের কর্ণধাররা।
গত ২ মার্চ স্থলবন্দর সচিব চিলাহাটি সীমান্ত এলাকায় পরিদর্শনে এসে স্থানীয় সুধী মহলের সাথে আলাপকালে এ কথা গুলি বলেছেন। তিনি আরো বলেছেন, চিলাহাটি স্থলবন্দর হবে দেশের লাভজনক স্থলবন্দর। উপস্থিত সুধীজনদের জরুরি ভিত্তিক সংশ্লিষ্ট দফতরে একটি আবেদন করার কথা বলে তিনি বলেছেন, চিলাহাটি রেল স্টেশনে ইতিমধ্যে আইকনিক ভবন, ভিআইপি রেস্ট হাউজ, কাস্টম ইমিগ্রেশন চেক পোস্ট, ডিজিটাল রেলস্টেশন সহ স্থলবন্দর রূপান্তরের অবকাঠামো এখানে বিদ্যমান রয়েছে। অপরদিকে চিলাহাটিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র, দুইটি বাণিজ্যিক ব্যাংক, সরকারি ক্রয় কেন্দ্র, দ্বিতীয় শ্রেণীর ডাক বাংলোসহ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলি বিদ্যমান রয়েছে। এছাড়া চিলাহাটি থেকে রেল যোগাযোগ ৩টি বিভাগের সাথে সরাসরি চালু রয়েছে।
সড়ক পথেও মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের সাথে যোগাযোগ বিদ্যমান। স্থানীয়রা দাবি তুললে সরকার বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করবে। ডিজিটাল বাংলাদেশ গোড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়ে অনেক গুরুত্ব রয়েছে।
ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে চিলাহাটি স্থলবন্দর চালু করতে সরকারের একাধিক কর্মকর্তা অনেকবার এলাকা পরিদর্শন করেছেন। যেহেতু সরকার চিলাহাটির উপর দিয়ে ঢাকা- নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল শুরু করেছে। এখনই সময় চিলাহাটি স্থলবন্দর চালু করা হোক এটাই এলাকাবাসীর দাবি। চিলাহাটি স্থলবন্দর দিয়ে স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে ভারত সহ নেপাল, ভুটান ও চীনের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাব। বদলে যাবে, এলাকার আত্মসমাজিক চিত্র।

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 18, 2024 | 3/18/2024 11:36:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ লাখ টাকারও বেশি মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া গ্রামের রাবিনুর রহমানের বাসা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন রাবিনুর রহমান। বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে পাড়িয়া ইউনিয়নের রাবিনুর রহমানের বাসায় অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। এসময় তার বসতবাড়ি থেকে ৪০৫পিচ এ্যাম্পোল ইঞ্জেশন, ৩শ পিচ ট্যাপনেটাডল ট্যাবলেট,২০৪ পিস দিলখুশ ট্যাবলেট, ১১০টি নিউরোবিওন ইঞ্জেকশন, ৩ হাজার ৬শ পিস ডেক্সমেথাসন ট্যাবলেট, ১টি পুরাতন বাটন মোবাইল ফোন, ইন্ডিয়ান রুপি সহ মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৯৭ হাজার ১শ' টাকা। 
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। দ্রুতই এর সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪

চিলাহাটি ওয়েব ডেস্ক : ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ৩, নাগেশ্বরী ৮, রৌমারী ১, সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ১, নাগেশ্বরী ১, চিলমারী ১, নিয়মিত মামলায় উলিপুর ৪, নাগেশ্বরী ১, কচাকাটা ৩, সিআর সাজা ওয়ারেন্ট মূলে চিলমারীতে ১ জন সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।

জয়পুরহাটে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ

চিলাহাটি ওয়েব ডেস্ক : জয়পুরহাটে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধ বেশি। রোগীরা শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। 
রবিবার (১৭ মার্চ) ও সোমবার (১৮ মার্চ) জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গিয়ে এ চিত্র দেখা গেছে। সরেজমিন দেখা যায়, হাসপাতালের উত্তর পাশের নিচতলায় ডায়রিয়া ওয়ার্ডের শয্যায় এবং মেঝেতে রোগীর ভিড়। গত তিন দিনে এখানে শিশুসহ দুই শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। রোববার দুপুর পর্যন্ত ৭০ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন জেলার মঙ্গলবাড়ি গ্রামের ১৯ মাস বয়সের শিশু হোসাইন, ২২ মাস বয়সের ছিরাইয়া রানী, ক্ষেতলাল উপজেলার দাশড়া গ্রামের ৮ মাস বয়সের নুশরাত বেগম ডায়রিয়ায় আক্রান্ত। শিশুদের মায়েরা জানান, হঠাৎ করে গত দুই-তিন দিন আগে থেকে পানির মতো বারবার পাতলা পায়খানা হচ্ছে। সঙ্গে দু-একবার বমি হওয়ায় সন্তানদের হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান তারা। 
সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের কৃষক আইয়ুব আলী, শহরের সবুজ নগর মহল্লার মাহফুজ রায়হান বলেন, হঠাৎ করে পাতলা পায়থানা ও বমি এবং এতে শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এসে হাসপাতালে ভর্তি হয়েছি। জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা এবং ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা বেগম বলেন, গত কয়েক দিন থেকে ডায়রিয়ার রোগী বেশ বেড়েছে। শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে মায়ের বুকের দুধ খাওয়ানো কখনোই বন্ধ করা যাবে না। খাবার স্যালাইন খাওয়াতে হবে। প্রয়োজনে দ্রুত হাসপাতালে নিতে হবে। সাবান দিয়ে হাত পরিষ্কার করে শিশুদের খাবার দেওয়ার পরামর্শ দেন এ চিকিৎসক। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের ডায়রিয়া হয় বলেও তিনি মন্তব্য করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে। শয্যার তুলনায় রোগী অনেক বেশি হওয়ায় মেঝেতে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো সেবা দিচ্ছেন বলে তিনি দাবি করেন।

নানা আয়োজনে খানসামা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 17, 2024 | 3/17/2024 11:31:00 PM

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: নানা আয়োজনে দিনাজপুরে খানসামা উপজেলায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি মোজাহারুল ইসলাম, উপজলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও খানসামা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি উদযাপন করে।

গাছ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের কুতুব ডাঙ্গায় গাছ থেকে ৬০ বছর বয়সী বাবুল রায় নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ। 
রবিবার (১৭ মার্চ) সকালের উপজেলার ঐ এলাকার পাঠানপাড়ায় জিগনী গাছ থেকে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত বাবুল রায় বর্তমানে বাঁশ দিয়ে ডালি তৈরী ও বিক্রির কাজ করেন। এর আগে দিনমজুরের কাজ করতেন। তাঁর পরিবারের স্ত্রী ও ৩ ছেলে রয়েছে। থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে আক্রান্ত হয়ে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছিলেন বাবুল রায়। চিকিৎসা নেওয়ার পরেও নিহতের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মানসিক ভাবে যন্ত্রণায় ভুগতেছিলেন তিনি। এই কারণে গতকাল শনিবার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে থানা পুলিশ ও পরিবারের সদস্যরা। 
পরে স্থানীয়রা দেখতে পেয়ে রবিবার (১৭ মার্চ) সকালে থানা পুলিশে খবর দিলে তাঁরে এসে লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, সরেজমিনে তদন্ত পূর্বক খোঁজ নিয়ে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে হাঁপানিতে অসুস্থ ছিলেন। সুরতহাল প্রতিবেদন ও নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৭ ই মার্চ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। 
দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইছার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রাধান শিক্ষকগন। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এম.পি। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে জমিতে বিষ প্রয়োগে ধানক্ষেত নষ্ট

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, March 15, 2024 | 3/15/2024 11:30:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির গনিপুর গ্রামে বিশ্বজিত রায় (৩৮) এর পিতার ক্রয়কৃত ৯৭শতাক জমিতে প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করে ধানক্ষেত পুড়ে দেন। এছাড়াও উক্ত জমি খাজাপুর গ্রামের মোঃ হাসান আলী ও মোঃ ফয়জার রহমান গংরা দখল করার চেষ্টা করেন। ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির গণিপুর গ্রামে সংখ্যালঘু মৃত্যু কৃষ্ণপদ সরকার এর পুত্র বিশ্বজিত রায় এর লিখিত অভিযোগে জানান যায় যে, গণিপুর মৌজার সিএস খতিয়ান নং-২১৩, এসএ খতিয়ান নং-২৩২, দাগনং-১৬৬৬, জমির পরিমান-১ একর ৫৫ মধ্যে ৯৭শতক জমি একই গ্রামের শ্রী দিগেন্দ্র কুমার সাহার নিকট থেকে ০৭/০৯/১৯৯৭ইং সালে ৩৯১৩নং কবলা দলিল মূল ক্রয় করেন। যাহার খারিজ খতিয়ান ৬৪৪, দলিল নং-৩৯২৮। বিশ্বজিত রায় পিতা কৃষ্ণপদ সরকার মৃত্যুবরণ করার পর খাজাপুর গ্রামের মৃত্যু আব্দুস সালামের পুত্র মোঃ হাসান আলী ও মৃত্যু আব্দুস সালাম এর পুত্র মোঃ ফয়জার রহমান গংরা উক্ত জমি বার বার দখল করার চেষ্টা করেন। গত ১২/০৩/২০২৪ইং তারিখে বিশ্বজিত রায় এর জমিতে বিষ প্রয়োগ করে জমির ধান নষ্ট করে দেন। উল্লেখ্য যে, গত ২১/১১/২০২১ইং সালে ঐ জমিতে জিরা ধান চাষ করার পর পরবর্তীতে উক্ত ব্যক্তিরা লাঠিশোটা নিয়ে জোর করে ধান কেটে নিয়ে যায়। ঐ ঘটনায় উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ০১/১২/২০২১ইং সালে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০১। তারিখ-০১/১২/২০২১। পরবর্তীতে ঐ সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে আবারও ০৫/০৭/২০২১ইং তারিখে তারা দলবল নিয়ে জমি দখল করতে গেলে বিশ্বজিত রায় ০৭/০৭/২০২১ইং তারিখে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ মামলা আকারে নির্বাহী ম্যাজিষ্ট্রের সি.আর.পি.সি আদালত খ অঞ্চল দিনাজপুর। মামলা নং-এনজিআর-২৩৩/২১। উক্ত মামলায় প্রতিপক্ষ হাসান আলী ও ফয়জার রহমান গংরা আদালতে অঙ্গীকার নামা দিয়ে বলেন, উক্ত জমিতে আর কোন দিন জাব না। কিন্তু আবারও তারা জমি দখল ও ফসল নষ্ট করা শুরু করেছে। এই ঘটনায় জমির মালিক বিশ্বজিত এর মা বীনা রানী গত ১৩/০৩/২০২৪ইং তারিখে ফুলবাড়ী থানায় মোঃ হাসান আলী ও মোঃ ফয়জার রহমান এর বিরুদ্ধে ধানক্ষেত নষ্ট করা এবং প্রাণ নাশের হুমকি দেওয়ায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় জমির মালিক বিশ্বজিত রায় এর সাথে ০১৭২২৬০৮৯৪০ নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত জমি আমার পিতার মৃত্যুর আগে ক্রয় করেন এবং খারিজ খাজনা করেন। আমার পিতার মৃত্যুর পর উক্ত ব্যক্তিরা আমার জমি বারবার দখল করার পায়তারা করছে। এবং ফসল নষ্ট করছে। তাদের কোন বৈধ্য কাগজ পত্র নাই। বর্গচাষী শ্রী তরুনী ও আব্দুল বারী জানান, দির্ঘদিন ধরে আমি বিশ্বজিত রায়ের জমি চাষাবাদ করছি। হঠাৎ করে তারা বার বার জমির ফসল নষ্ট করছেন। বিশ্বজিত জানান, তারা আমাদের উপর অত্যচার চালাচ্ছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

এক নলা ওয়ান শুটারগান দুই রাইন্ড গুলিসহ আটক - ৩

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার সদরে দেশীয় তৈরি এক নলা ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
আটককৃতরা হলেন,গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত নুরনবীর পুত্র আসাদুজ্জামান হিরু (৫৫), দারিয়াপুর গ্রামের মৃত আসমত ব্যাপারীর পুত্র মোজাম্মেল (৫২) ও উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত মৃত কছিমুদ্দিনের পুত্র খোকা মিয়া (৬০)। 
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন পিপিএম। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ঘাগোয়া সরকারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র জাকির হোসেন জাফরুলের নির্মানাধীন ভবনের মেঝের বালুর নিচে থেকে একটি প্লাস্টিকের বয়ামের মধ্যে রক্ষিত দেশীয় এক নলা ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেইসঙ্গে তিনজনকে আটক করা হয়। পুলিশ সুপার বলেন, আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম), জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পরিদর্শক বদরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

চিলাহাটিতে পাকা রাস্তা ঘেষে পুকুর খনন : উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 14, 2024 | 3/14/2024 04:11:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে উদ্ধারকাজে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে কোন ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত হয়নি।
জানা গেছে, জেলার চিলাহাটির বোতলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
ওই এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংকার দুলাল হোসেন পাকা রাস্তা ঘেষে পুকুর খনন করায় গাড়িটি ঘটনাস্থলে যাওয়ার আগেই রাস্তা ভেঙ্গে পুকুরে উল্টে পড়ে।
চিলাহাটি ফায়ার সার্ভিস লিডার নূরে আলম সিদ্দিকী জানান- রাস্তা চিকন হওয়ার কারণে এবং রাস্তা ঘেষে পুকুর খনন করার কারণে গাড়িটি উল্টে গেছে। তবে কোনো ফায়ার কর্মী আহত হয়নি।
রিপোর্ট লেখা পর্যন্ত গাড়িটি উদ্ধার কাজ চলছে।

চিলাহাটিতে বাউ মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, March 13, 2024 | 3/13/2024 01:46:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে বাউ মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চিলাহাটি হালিমা বেগমের বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 
সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত) এর আওতায় নিরাপদ মাংস উৎপাদনে সঠিক জীব-নিরাপত্তায় জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রদান করেন প্রাণিসম্পদ ট্রেইনার ডাঃ মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, ম্যানেজার আব্দুর রাজ্জাক শাহ, একাউন্ট অফিসার নুরুজ্জামন, চিলাহাটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।
উক্ত প্রশিক্ষণে বাউ মুরগি পালনের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধিতে উন্নত টেকসই প্রযুক্তির ব্যবহার, জাত পরিচিতি, খামার ব্যবস্থাপনা ও ব্রুডিং ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

সাংবাদিক রানার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 12, 2024 | 3/12/2024 10:58:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার ইউএনও কার্যালয়ে তথ্য অধিকার আইনে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা নকলা উপজেলার গোপনীয় শাখার অফিস সহকারী (শীলা আক্তার) এর কাছে তথ্য চেয়ে আবেদন জমা দেন। পরে অফিস সহকারী নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি কে ভ্র্যামমান আদালত পরিচালনা করার নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক তথ্য চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভ্রাম্যমান আদালত বসিয়ে ০৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। এই ঘটনাটি ঘটে নকলা উপজেলার ইউএনও কার্যালয়ে। এই ঘটনায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সহ-সভাপতি মোঃ আশাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক আমি ন বিন আমজাদ, দপ্তর সম্পাদক মোরশেদুল রহমান, প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার, সাংবাদিক নুর ইসলাম, মোঃ শাহাজালাল, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, অরুন কুমার ও মেহেদী হাসান রুবেল সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এই ঘটনা নেক্কার জনক, প্রকৃত ঘটনা উদঘাটন করে ঐ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া সকল সাংবাদিক শফিউজ্জামান রানার মুক্তির দাবী করেন।

আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত চারদিক

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুরে আমের মুকুলের মৌ মৌ গন্ধ বাতাসে ভাসছে । 
উপজেলার প্রতিটি এলাকা জুড়ে এখন সর্বত্র গাছে গাছে আমের মুকুল আর মুকুল। মুকুলের ভারে নুয়ে পড়ছে আম গাছের ডালপালা। বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ,যে গন্ধ মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা দিচ্ছে আমের মুকুল। আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। মুকুলে ছেয়ে আছে গাছের ডালপালা প্রতিটি ডালে ভাসছে কৃষকের সোনালী স্বপ্ন এ যেন কাঁচা সোনা। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বিরামপুর উপজেলার বাগান মালিকরা। 
মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলো। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ মৌ গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে সফলতার স্বপ্ন। দেশি আমের পাশাপাশি আম্রোপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি জাতের আম অন্যতম। বিরামপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আম গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। যেদিকে তাকাই গাছে গাছে এখন শুধু দৃশ্যমাণ সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে নুইয়ে পড়ার উপক্রম প্রতিটি গাছ। মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত। 
বিরামপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন এবার উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১০৪ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এতে আনুমানিক লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২ শত ৪৮ মেট্রিকটন ।বাগানের মালিকগণ,কৃষি কর্মকর্তা ও আম চাষিরা আশা করছেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় আমের বাম্পার ফলন হবে। বর্তমানে আমচাষি ও বাগান মালিকরাও বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

পীরগঞ্জে পিতার অভিযোগে পুত্রের কারাদন্ড

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পিতার অভিযোগে পুত্রের ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
পৌর এলাকার রঘুনাথপুর মহল্লার কলা ব্যবসায়ী নজরুল ইসলাম এর পুত্র রুবেল (৩০) দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে পিতা-মাতা ও পরিবারের সদস্যদের মারপিট করা সহ নির্যাতন করত। অতিষ্ট হয়ে নজরুর ইসলাম তার পুত্র রুবেলের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ করেন। পুলিশ রুবেলকে আটক করে সোমবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলমের ভ্রাম্যমান আদালতে হাজির করেন। আসামী রুবেল মাদক সেবন করা ও পিতা মাতাকে নির্যাতন করার বিষয়টি স্বেচ্ছায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের ওই বিচারক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

খানসামায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : "সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন" স্লোগানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দিনাজপুরের খানসামা উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম শুভ উদ্বোধন করলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। 
মঙ্গলবার (১২ ই মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা সুপার মার্কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলাম, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা। এরপরে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন। জেলা প্রশাসক শাকিল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে এই সর্বজনীন পেনশন স্কিম। এটি সফল করতে সকল পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।