চিলাহাটি ওয়েব ডেস্ক : ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ৩, নাগেশ্বরী ৮, রৌমারী ১, সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ১, নাগেশ্বরী ১, চিলমারী ১, নিয়মিত মামলায় উলিপুর ৪, নাগেশ্বরী ১, কচাকাটা ৩, সিআর সাজা ওয়ারেন্ট মূলে চিলমারীতে ১ জন সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।