Type Here to Get Search Results !

চিলাহাটিতে পাকা রাস্তা ঘেষে পুকুর খনন : উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে উদ্ধারকাজে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে কোন ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত হয়নি।
জানা গেছে, জেলার চিলাহাটির বোতলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
ওই এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংকার দুলাল হোসেন পাকা রাস্তা ঘেষে পুকুর খনন করায় গাড়িটি ঘটনাস্থলে যাওয়ার আগেই রাস্তা ভেঙ্গে পুকুরে উল্টে পড়ে।
চিলাহাটি ফায়ার সার্ভিস লিডার নূরে আলম সিদ্দিকী জানান- রাস্তা চিকন হওয়ার কারণে এবং রাস্তা ঘেষে পুকুর খনন করার কারণে গাড়িটি উল্টে গেছে। তবে কোনো ফায়ার কর্মী আহত হয়নি।
রিপোর্ট লেখা পর্যন্ত গাড়িটি উদ্ধার কাজ চলছে।