পার্বতীপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব: পার্বতীপুরে প্রতিবন্ধীদের পিতা-মাতা ও পরিচর্যা কারীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল ২০ মার্চ   শুরু হয়েছে। চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। 
লিলিয়ন ফন্ডস ও সি ডি ডি  এর সহযোগিতায়  চাইল্ড ইম্প্রওয়ারমেন্ট  প্রোগ্রাম  বাস্তবায়নে স্থানীয় কাম টু ওয়ার্ক (সি টি ডব্লিউ)  এর আয়োজনে  সংস্থাটির হলরুমে প্রশিক্ষণ  শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন  সংস্থাটির অডিটর  মেহেদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন  বিসমিল্লাহ ফিজিওথেরাপী সেন্টারের পরিচালক  মোঃ ইনামুল হক  চার্চিল। এ প্রশিক্ষণে ১২০ জন প্রতিবন্ধীদের  পিতা ও মাতা  অংশগ্রহণ করেন। 
প্রশিক্ষক ইনামুল হক চার্চিল প্রতিবন্ধী হওয়ার  কারণগুলো তুলে ধরেন।প্রতিবন্ধীদের  কিভাবে পিতা ও মাতারা পরিচর্যা করবেন তা  প্রাকটিকেল করিয়ে দেখান।উপস্থিত প্রতিবন্ধী পিতা ও মাতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন  ফিজিওথেরাপিস্ট ইনামুল হক চার্চিল। এ সময় উপস্থিত ছিলেন  দৈনিক উত্তর বাংলা পত্রিকার পার্বতীরপুর প্রতিনিধি  বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন  সংস্থাটির  ফিজিও সাজ্জাদুর রহমান  সাজ্জাদ।
