Showing posts with label রংপুর. Show all posts
Showing posts with label রংপুর. Show all posts

মসুর ডাল ৬০, খেজুর ১৫০, চাল ৩০, সয়াবিন ১০০, চিনি ১০০ টাকা কেজি

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, March 9, 2024 | 3/09/2024 03:46:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : মার্চ মাসের মাসিক কর্মসূচি এবং পবিত্র রমজানের বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
এতে বলা হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। পবিত্র রমজান উপলক্ষে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম ৭ মার্চ থেকে সারাদেশে শুরু হবে।
একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতিকেজি চিনি ১০০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।
টিসিবি বলছে, সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এ কার্যক্রম পরিচালনা করবেন। এসময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন পরিবার কার্ডধারীরা।

পীরগঞ্জে লিজকৃত জমির ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, November 20, 2023 | 11/20/2023 06:05:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : রংপুরের পীরগঞ্জের লিজকৃত ৪০ শতক জমির পাকা আমন ধান কাটা নিয়ে বিপাকে পড়েছে কৃষক নজরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমেদপুর ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে। অভিযোগে জানা গেছে, তালিম উদ্দিনের দুই ছেলে আবু রজব ও সাদেক হোসেন অংশীদার সূত্রে একই দাগে ৪০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে। তালিম উদ্দিন মারা যাবার পর হঠাৎ করে একই গ্রামের মৃত আমান উদ্দিনের ছেলে আফতাব হোসেন ও তার ছেলে মিজানুরগংরা ওই জমিকে বন্ধক নেয়া হিসেবে দাবি করে।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও কোন সমাধান না পেয়ে আবু হাসান রজব ও সাদেক মিয়া আদালতের স্মরনাপন্ন হয়। আদালত তফসিলকৃত জমিটিতে রিসিভার প্রদান করে পীরগঞ্জ থানায় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
পরবর্তীতে পীরগঞ্জ থানার ওসি তফসিলকৃত জমিটি লিজ প্রদানের জন্য এলাকায় প্রচার প্রচারনার চালায়। এতে পলাশবাড়ী গ্রামের মৃত আবদুল হামিদ মিয়ার ছেলে নজরুল ইসলামসহ তিন ব্যক্তি লিজের জন্য আবেদন করলে সর্বোচ্চ ডাক দাতা হিসাবে নজরুল বিবেচিত হলে তাকে গত ১৯/৮/২৩ ইং তারিখ হইতে ১৯/৭/২৪ ইং পর্যন্ত নিম্ন ওই তফসিল বর্ণিত ৪০ শতক জমি লিজ প্রদান করে। লিজ মোতাবেক নজরুল ইসলাম জমিতে আমন ধানের চাষ করে। সম্প্রতি ওই জমির পাকা ধান কাটতে গেলে বাধা দেয় একই গ্রামের মৃত আমান উদ্দিনের ছেলে আফতাব হোসেন ও তার লোকজন। স্থানীয়রা জানান,অই জমিটি নিয়ে আদালতে মামলা রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী থানার ওসি নজরুল ইসলাম কে চাষাবাদের জন্য লিজ প্রদান করায় সে আমন ধানের চাষ করে। আফতাব হোসেন নিজের জমি দাবি করে ধান কাটা বন্ধ করে দেয়।
নজরুল ইসলাম জানায়, পলাশবাড়ী মৌজায়১২৩৬ দাগে ৪০ শতক জমি ১৯/৮/২৩ ইং হইতে ১৯/৭/২৪ পর্যন্ত পীরগঞ্জ থানার ওসি তাকে লিজ প্রদান করে এর ফলে তিনি অই জমিতে আমন ধানের চাষ করেন। মামলার রায় কার পক্ষে যাবে সেটা তার দেখার বিষয় নয় কিন্তু লিজমূল্যে তিনি ধানের আবাদ করেছে। পাকা ধান কাটতে গেলে আফতাব হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা অবৈধভাবে গালিগালাজসহ ভয়ভীতি দেখায়।
যে কারণে তিনি পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেন। আফতাব হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, জমি বিক্রি মূল্যে আমি বন্ধক নিয়েছি। কাউকেই ওই জমিতে উঠতে দেবো না।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, নজরুল ইসলাম কে জমি লিজ দেয়া হয়েছে লিজকৃত জমির ধান সে তার ঘরে উঠাবে। এজন্য তাকে সহযোগিতা করবে থানা পুলিশ।

রংপুরে সাফল্য সাহিত্য সংস্কৃতিক সংগঠনের বার্ষিক কবি-লেখক মিলনমেলা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, October 28, 2023 | 10/28/2023 11:53:00 PM

রংপুর থেকে বিশেষ প্রতিনিধি:সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবি-লেখক মিলনমেলা ও পাঠক সমাবেশ রংপুর/২৩ গতকাল অনুষ্ঠিত। গতকাল ২৭ অক্টোবর শুক্রবার উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ সমাবেশ ও কবি -লেখক মিলন মেলা অনুষ্ঠিত হয়। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক এই কবি-লেখক, পাঠক মিলনমেলার প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বিশিষ্ট লেখক মোঃ আবু বকর সিদ্দীক ও দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুর এর আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশিদ। দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি আব্দুল মান্নান। 
দুই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক ও বাচিক শিল্পী সাবেক সচিব শওকত আলী, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর উপদেষ্টা অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, লেখক ও গল্পকার সড়ক বিভাগ রংপুর এর নির্বাহী প্রকৌশলী সাজিদ রহমান, কবি-লেখক সংগঠক ও সাংবাদিক বদরুদ্দোজা বুলু, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর নির্বাহী সভাপতি কবি শরীফ আহমাদ, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক কবি-লেখক নাজিরা পারভীন, কবি খেয়ালী মোস্তফা,সৈকত আইটি এন্ড মিডিয়া পয়েন্ট নাটোরের চেয়ারম্যান বিশিষ্ট লেখক কবি জুনায়েদ আহমেদ সৈকত, কবি-লেখক কণ্ঠশিল্পী আহসানুল হাবীব মন্ডল, ঘোড়াঘাট সাহিত্য প্রেমি লেখক পরিষদের সভাপতি কবি আব্দুল হাদী, কবি-লেখক এটিএম মোর্শেদ, কবি-লেখক ওয়াসিম আহমেদ শান্ত, কবি-লেখক শিক্ষানুরাগী অতুল চন্দ্র সাহা, কবি-লেখক ডাঃ ইকবাল হোসেন, কবি লেখক ও সাফল্যের বর্ষসেরা সংগঠক ধ্রুবক রাজ । দুই পর্বে সভাপতিত্ব করবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি কবি লেখক সংগঠক ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী। স্বাগত বক্তব্য রাখবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লেখক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন। এবছর নিবেদিত কাজের স্বীকৃতি স্বরুপ আট জেলার গুণী মানুষ সাহিত্য, সাংবাদিকতা, সমাজ সেবা, জেলার সেরা সংগঠক, উদীয়মান তরুণ লেখকসহ মোট ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও সাফল্য পরিবারের বর্ষসেরা সংগঠকের সম্মাননা পেলেন কবি-লেখক, গীতীকার সুরকার সঙ্গীতশিল্পী আহসানুল হাবিব মন্ডল, কবি -লেখক সংগঠক ধ্রুবক রাজ। কবি-লেখক, পাঠক মিলনমেলায় সাফল্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি আব্দুল মান্নান। 
অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আগত দুই শতাধিক লেখক পাঠকদের নিয়ে এ মিলনমেলা বসেছিলো। কবিতা পাঠ, সঙ্গিত, কৌতুক, আড্ডা,মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন। কবিতা পাঠ করেন কবি জুনায়েদ আহমেদ সৈকত,কবি ওয়াসিম আহমেদ শান্ত, কবি মহসিনা খাতুন, কবি ইয়ামিন বসুনিয়া, কবি ডাঃ ইকবাল হোসেন,কবি অতুল চন্দ্র সাহা, কবি ফজলে এলাহী,কবি ধ্রুবক রাজ, কবি সুফিয়া মন্ডল, কবি মন্জুয়ারা লাকী, কবি আব্দুল হাদী, কবি খেয়ালী মোস্তফা, কবি মুক্তা বকুল , কবি এটিএম মোর্শেদ,কবি ধ্রুবক রাজ,কবি নাহিদা ইয়াসমিন,কবি মনিরা পারভীন পপি, কবি শরীফ আহমাদ, কবি মনিরা সিরাজ সাথী, কবি নাজিরা জাহান, কবি আমিরুল ইসলাম কবির, কবি মাসুদ রাণা,কবি আব্দুল লতিফ, কবি বদরুদ্দোজা বুলু, কবি সাহেদ ফারসি,কবি ফরিদুল ইসলাম, কবি আব্দুর রাজ্জাক,কবি আক্তারুজ্জামান সুলতান, কবি আহসান হাবিব রবু কবি মুসাফা আক্তার বানু,,কবি আহসানুল হাবীব মন্ডল, কবি অহিদুল ইসলাম, কবি এসএম শহীদুল ইসলাম, ছড়াকার মতিয়ার রহমান, কবি আতাউর রহমান লিটন, কবি ফিরোজ কবির প্রমুখ। 
প্রধান অতিথিদ্বয় তাদের বক্তব্যে বলেন সাহিত্য সংগঠন গুলোর মধ্যে অনন্য ভুমিকা রেখে চলেছে রংপুরে প্রতিষ্ঠিত সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ তারা প্রতিবছর দুটি করে বিশেষ আয়োজন ও নিয়মিত সাহিত্য আসর চালিয়ে সকলের দৃষ্টি কেড়েছে। 
সাফল্য প্রকাশনী থেকে প্রকাশীত বইগুলো এবং সাফল্য ম্যাগাজিন সমাজ প্রগতিতে নিশ্চয়ই প্রভাব ফেলবে। নতুন নতুন সাহিত্য সেবী সৃষ্টিতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ উল্লেখযোগ্য ভুমিকা রেখে চলেছে রংপুর বিভাগ সহ দেশের সব অঞ্চলে সকলেই সাফল্য সাহিত্য পরিবারের সাফল্য কামনা করেন।

বদরগঞ্জে গুচ্ছ গ্রামের তুচ্ছ ঘটনায়...

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, May 8, 2023 | 5/08/2023 03:25:00 AM

আকাশ রহমান,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে গুচ্ছ গ্রামের তুচ্ছ ঘটনা নিয়ে আয়োজন করা হয় বিরাট এক গ্রাম সালিস। কিন্তু অভিযুক্ত পরিবারের সদস্যরা গ্রাম সালিসে উপস্থিত না হওয়ায় উŤসুক জনতা ক্ষুব্ধ হয়ে তাদের বাড়ীঘরে তালা ঝুলিয়ে দেয়। যার ফলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ৫দিন যাবত ঘরে ঢুকতে না পেরে খোলা আকাশের নিচে দিনাতিপাত করেন।
অবশেষে গতকাল রবিবার দুপুরে থানা পুলিশের সহযোগীতায় এই সৃষ্ট সমস্যা সমাধানের মধ্য দিয়ে বদ্ধ ঘরের তালা খুলে দেয় সেখানকার দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ শহিদুর রহমান।
সরেজমিনে গ্রামবাসী জানায়, উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর সরকারপাড়া গুচ্ছ গ্রামের দিনমজুর তাজকুল ইসলামের বাড়ীতে পাশর্^বর্তী চান্দামারী জেলেপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী শিবু চন্দ্র দাস নিয়মিত আসা যাওয়া করতে। এনিয়ে গ্রামবাসীর চোখে ভিন্ন ঘটনার সন্দেহ হলে তারা সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি সম্পর্কে অবগত করেন।
গ্রামবাসীর মুখে ঘটনাটি শোনার পর ইউপি চেয়ারম্যান বিষয়টি সুস্পষ্ট করতে ইউপি সদস্যকে একটি গ্রাম সালিসের আয়োজন করতে বলেন। কিন্তু গত মঙ্গলবার গ্রাম সালিসের আয়োজন করা হলে অভিযুক্ত তাজকুল ও তার স্ত্রী মোছা. বেলালী বেগম গ্রাম সালিসে উপস্থিত না হয়ে স্বপরিবারে অন্যত্র চলে যান।
পরে গ্রাম সালিশ ভুন্ডল হওয়া এবং ইউপি চেয়ারম্যানকে সালিসে ডেকে এনে হয়রানী করার কারণে গ্রামের কতিপয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাজকুলের বাড়ীঘরে তালা ঝুলিয়ে দেন। যার ফলে তাজকুল ঘরে ঢুকতে না পেরে গ্রামবাসী মোক্তারুল ইসলাম সহ ৪জন ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করেন। সেইসাথে তিনি পরিবার পরিজন নিয়ে বাড়ীর বাইরে খোলা আকাশের নিচে অবস্থান করেন। 
এদিকে গতকাল রবিবার বদরগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় বিট পুলিশ এএসআই শহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ডেকে নিয়ে সেখানকার ইউপি সদস্য শফিকুল ইসলাম সহ সাংবাদিকদের উপস্থিতিতে মুছলেকা নিয়ে তাজকুলের ঘরের তালা খুলে দিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেন।
এ সময় তাজকুল ইসলাম বলেন- আমি শিবু চন্দ্রের সাথে মাছের ব্যবসা করি। অথচ গ্রামের লোকজন শিবু ও আমার স্ত্রীকে নিয়ে সন্দেহ পুর্বক গ্রাম সালিসের আয়োজন করলে আমি লোকলজ্জার ভয়ে সেদিন গ্রাম সালিসে উপস্থিত হয়নি। এ কারণে গ্রামের কতিপয় লোকজন আমার বাড়ীঘরে তালা ঝুলিয়ে দেয়। আমার ঘরে তালাবদ্ধ থাকায় আমি এতদিন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতাম। আজ পুলিশে সহযোগীতায় নিজের ঘরে ঢুকতে পেরে আমি খুব আনন্দিত। এখন আমার কারো উপর কোন অভিযোগ নাই।
বদরগঞ্জ থানার ওসি হবিবুর রহমান বলেন- কারো ঘরে কেউ তালা ঝুলিয়ে দিতে পারেনা। আমি তাজকুলের অভিযোগ পেয়ে সেখানকার দায়িত্ব প্রাপ্ত বিট পুশিকে ওই সমস্যা সমাধান করার নির্দেশ দিয়েছি। কারণ যারা তালা ঝুলিয়ে দিয়েছে এবং যিনি অভিযোগ করেছে তারা সবাই একই গ্রামের মানুষ। আর তুচ্ছ ঘটনা নিয়ে মামলা মোকদ্দমা করে কাউকে হয়রানী করা যাবেনা। বরং তারা সবাই মিলেমিশে থাকুক আমরা এটাই চাই।

রংপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, December 19, 2022 | 12/19/2022 08:44:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্রাক, অ্যাম্বুলেন্স ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে চারজন হলেন- সহির উদ্দিন (৪০), খাদেমুল ইসলাম (৩৮), আজানুর রহমান (৪৫) ও হাবিবুল্লা (৪৫)। 
তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আনিস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল। 
এসময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত যান দুটি সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রংপুর সিটি নির্বাচন ২৭ ডিসেম্বর

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, November 17, 2022 | 11/17/2022 12:22:00 AM

চিলাহাটি ওয়েব ডেস্ক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল আগামী সোমবার ঘোষণা করা হবে।
৩ নভেম্বর রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। সচিব বলেন, ২৯ ডিসেম্বর পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোর বনপাড়া।