Home » , » চিলাহাটিতে বাউ মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটিতে বাউ মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, March 13, 2024 | 3/13/2024 01:46:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে বাউ মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চিলাহাটি হালিমা বেগমের বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 
সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত) এর আওতায় নিরাপদ মাংস উৎপাদনে সঠিক জীব-নিরাপত্তায় জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রদান করেন প্রাণিসম্পদ ট্রেইনার ডাঃ মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, ম্যানেজার আব্দুর রাজ্জাক শাহ, একাউন্ট অফিসার নুরুজ্জামন, চিলাহাটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।
উক্ত প্রশিক্ষণে বাউ মুরগি পালনের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধিতে উন্নত টেকসই প্রযুক্তির ব্যবহার, জাত পরিচিতি, খামার ব্যবস্থাপনা ও ব্রুডিং ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।