Home » » নানা আয়োজনে খানসামা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

নানা আয়োজনে খানসামা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 17, 2024 | 3/17/2024 11:31:00 PM

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: নানা আয়োজনে দিনাজপুরে খানসামা উপজেলায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি মোজাহারুল ইসলাম, উপজলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও খানসামা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি উদযাপন করে।