Type Here to Get Search Results !

ফেন্সিডিল ও বাংলাদেশী মদ তৈরির বড়ি উদ্ধার


ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুর জেলার সদর ও বিরামপুর থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ বাংলাদেশী মদ তৈরি বড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন দাইনুর বিওপির একটি টহলদল দিনাজপুর সদর থানার কনজকুড়ি গ্রামের মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অন্যদিকে, একই দিনে বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্পের একটি টহলদল বিরামপুর থানার পাহানপাড়া গ্রামের শামসুলের চায়ের দোকানের পার্শ্ববর্তী স্থান থেকে ২৩ হাজার ৭৫ পিস বাংলাদেশী মদ তৈরি বড়ি জব্দ করে। আটককৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার ১২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। সমস্ত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর সাজ্জাদুল ইসলাম জানান, “চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ