Type Here to Get Search Results !

বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত

ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল–২০২৫। সোমবার (২৩ জুন) বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল ২০২৫। শিশু-কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা, কুচকাওয়াজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, উৎসবমুখর ও শিক্ষণীয় পরিবেশে ভরপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট বিরামপুর উপজেলা শাখার সভাপতি নুজহাত তাসনীম আওন। এছাড়াও উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা সম্পাদক আকরাম হোসেন,জেলা স্কাউট কোষাধ্যক্ষ মশিউর রহমান ALT,আঞ্চলিক উপ-কমিশনার বাংলাদেশ স্কাউট (দিনাজপুর অঞ্চল) সুধীর চন্দ্র বর্মন,বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা অফিস সহকারী আব্দুস সালাম,দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী LT,বাংলাদেশ স্কাউট বিরামপুর উপজেলা সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা কাব লিডার বেনজির হক, উপজেলা স্কাউট কমিশনার ও মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার ও কাব সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী নানা প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ তিনটিকে পুরস্কৃত করা হয়। এছাড়া ১৮০ জন কাব সদস্যকে কাব সনদ প্রদান করা হয়। এই আয়োজন শিশুদের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মত দেন অতিথিরা।
বিভাগ