Type Here to Get Search Results !

মাছ ধরতে গিয়ে দোকান হারালেন দোকানদার

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের রণগাঁও গ্রামের ওসমান মোড় এলাকায় গভীর রাতে আগুনে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক  নজরুল ইসলামের ছেলে নওশাদ হোসেন। অগ্নিকাণ্ডে প্রায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দোকানদার নওশাদ হোসেন দোকান বন্ধ করে পাশের ছোট যমুনা নদীতে মাছ ধরতে যান।
এর কিছুক্ষণ পরই তার মুদি দোকানে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন দেখে ছুটে আসেন এবং ধারণা করেন দোকানদার ভেতরে আটকে পড়েছেন। তারা ইট ছুঁড়ে ও চিৎকার করে ডাকাডাকি করতে থাকেন। চিৎকার শুনে দোকান মালিক দৌড়ে এসে দেখেন তার দোকানটি দাউ দাউ করে জ্বলছে এবং ততক্ষণে সব মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে কাটলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইমা বলেন, “আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে দোকান মালিকের আনুমানিক এক থেকে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক বলেন, “এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে এমন ঘটনা রোধে থানা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে আমরা ন্যায়বিচারের নিশ্চয়তা দিতে প্রস্তুত।”
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো দোকান মালিক মোঃ নওশাদ হোসেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
বিভাগ