Showing posts with label চিলাহাটির খবর. Show all posts
Showing posts with label চিলাহাটির খবর. Show all posts

চিলাহাটিতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 17, 2024 | 2/17/2024 04:17:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির খানকায়ে কারামতিয়া শরীফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল হযরত মাওলানা শাহ মো. ইউনুছ হাশমী জৌনপুরী (রাঃ) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বাৎসরিক ইছলে ছাওয়াব মহফিলের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। দূর-দুরান্ত থেকে হাজার হাজার পুরুষ/ মহিলারা এই আখেরী মোনাজাতে অংশগ্রহণ করে।
খালেকুজ্জামান বসুনীয়ার সভাপতিত্বে আখেরি মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, ভোগডাবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেতকীবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাবা আর নেই

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, February 7, 2024 | 2/07/2024 01:32:00 PM

রবিউল ইসলাম,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি'র কেতকীবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম মাহব্বত এর বাবা মোজাফফর হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাতে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে মাত্রই

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, February 2, 2024 | 2/02/2024 04:07:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর জেলার চিলাহাটি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রোগীরা। নামেই মা ও শিশু কল্যাণ কেন্দ্র হলেও কোন কাজে আসছেনা রোগীদের।
এ কল্যাণ কেন্দ্রে সুসজ্জিত স্থাপনা, প্রয়োজনীয় আসবাবসহ চিকিৎসার জন্য কিছু সরঞ্জাম থাকলেও, চিকিৎসক ও লোকবলের অভাবে সেবা নেই। ফলে প্রতিদিন প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার শতাধিক মা ও শিশু।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য একজন এমবিবিএস চিকিৎসকসহ ১৩ জনের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে।
বর্তমানে ডেপুটেশনে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন নারী পরিদর্শক ও একজন স্থায়ী নারী পরিদর্শক দিয়েই চলছে কেন্দ্রটি।
জানা যায়, সপ্তাহে দুদিন করে অস্থায়ী চিকিৎসক ও নারী পরিদর্শকের কেন্দ্রে থাকার নিয়ম থাকলেও নানা অজুহাতে বেশিরভাগ সময় তারা অনুপস্থিত থাকেন। ফলে দূর-দূরান্ত থেকে আসা গর্ভবতী মা ও শিশুরা পড়েন চরম দুর্ভোগে।
তাছাড়া কেন্দ্রটির কক্ষগুলো থাকে সার্বক্ষণিক থাকে তালাবদ্ধ। এমনকি মায়েদের জন্য বসার জয়গা ও টয়লেটেও তালা লাগানো থাকে। ওষুধপথ্য তো নেই বললেই চলে।
এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা দফতরের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক চিলাহাটি ওয়েবকে বলেন, আমরা এরই মধ্যে অধিদফতর ও মন্ত্রণালয়ে পদায়নের জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছি।
দ্রুত সময়ে চিকিৎসক নেওয়ার ব্যবস্থা হচ্ছে। সেটা হলেই হয়তো আমরা চিকিৎসক পেয়ে যাব।
জানা গেছে- নীলফামারী জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে চিলাহাটিতে গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসাসেবা সহজতর করতে সরকারিভাবে নির্মিত হয় এই ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি।
আধুনিক মানের অবকাঠামোসহ আসবাব ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ২০২২ সাল থেকে ডেপুটেশনে ৩ জনকে দিয়ে কার্যক্রম শুরু হয়।
 ফলে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে সরকারি-বেসরকারি ভালো চিকিৎসাসেবা কেন্দ্র না থাকায় এ এলাকার লাখো নারী-শিশুর চিকিৎসাসেবা পাওয়ার ভরসাস্থলে পরিণত হয় কেন্দ্রটি।
কিন্তু বর্তমানে কেন্দ্রটি তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চিলাহাটিতে ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 31, 2024 | 1/31/2024 01:54:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) এর আওতায় দুইদিন ব্যাপী মানসম্মত ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানসম্মত ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন ডোমার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহ: প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়, নাসিক প্লান্ট এন্ড পট লিমিটেডের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আসিফ ইমরান, সোনাহারের সফল কৃষক সিরাজুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা ও কৃষি পরামর্শ দেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর দেবীগঞ্জ শাখার শার্প এর কৃষিবিদ মেহবুবউল সহিদ। অনুষ্ঠানে ২৫ জন অংশ গ্রহণ করেন।

চিলাহাটিতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, January 30, 2024 | 1/30/2024 09:24:00 PM

আপেল বাসুনীয়া, চিলাহাটি ওয়েব : আসন্ন ডোমার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জামাল উদ্দীন আহম্মেদ জামান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতা-কর্মী এবং এলাকাবাসিদের নিয়ে এক মতবিনিময় ও পরামর্শ সভা করেছেন।
গতকাল সোমবার সন্ধায় চিলাহাটির কেতকীবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় বিভিন্ন পেশার সুধী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ।
বক্তারা তাদের বক্তেব্যে বলেন- জামাল উদ্দীন আহম্মেদ জামান দীর্ঘদিন থেকে সমাজ সেবার পাশাপাশি বিভিন্ন সামাজকি উন্নয়ন সংগঠনের সাথে জড়িত আছেন, এছাড়াও তিনি বেসরকারী অরাজনৈতিক ও দাতব্য কল্যানমূলক প্রতিষ্ঠান উত্তরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ।
তিনি এলাকার অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়ে সাহায্য করে যাচ্ছেন এবং ওনার প্রতিষ্ঠান উত্তরা ফাউন্ডেশনে শত শত বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং তিনি বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন ।
উনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আরও সক্রিয় ভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন । তাই আমরা চাই জামাল উদ্দীন আহম্মেদ জামান ভাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হোক।
আমরা ডোমার উপজেলাবাসী সকলে মিলে যোগ্য ব্যক্তি জামাল উদ্দীন আহম্মেদ জামান ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতে মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।

চিকিৎসা সেবা নেই চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, January 27, 2024 | 1/27/2024 09:20:00 AM

জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে অসহায় গর্ভধারী রোগীরা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করায় কর্তব্যরত সেবিকারা বেপরোয়া হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার সকাল দশটায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে ৪ জন সেবিকা নিয়োজিত থাকলেও রোকেয়া নামে একজন সেবিকা উপস্থিত। বাকি ৩ জন বাড়ি চলে গেছে।
চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপস্থিত চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের কর্মীবৃন্দসহ উপস্থিত জনতা জানান, চালু হওয়ার পর থেকে এই কল্যাণ কেন্দ্রে স্বেচ্ছাচারিতা শুরু হয়েছে। 
এখানে যারা কর্মরত আছেন তারা একটি মহলের মদদৃষ্টি প্রভাব খাটিয়ে চলছে। তাই এলাকার অসহায় গরিব মেহনতী রোগীরা ন্যূনতম চিকিৎসা সেবা পাচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এ সময় বিভিন্ন এলাকা থেকে গর্ভধারী রোগীরা কল্যাণ কেন্দ্রে সেবানিতে এসে জানতে পারি সেবিকারা বাড়ি চলে যাওয়ায় তারা সেবা বঞ্চিত হয়ে ফিরে যায়।
এ ব্যাপারে ডোমার উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মিনহাজুল আলম শাওনের কাছে জানতে চাইলে তিন চিলাহাটি ওয়েবকে জানান- ভাইয়ের অসুস্থতার কথা বলে ডাইনাস রেহেনা খাতুন আমাকে বলে বাড়ি গিয়েছে।
বাকি দুইজন সিএসবিএ শাহনাজ ও ডাইনাস জান্নাতুল চলে যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। তবে স্বেচ্ছাচারিতার কারণে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চিলাহাটিতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 22, 2024 | 1/22/2024 08:44:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাত) এর আওতায় দুইদিন ব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো : মোশারফ হোসেন, সহ: প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়, শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক শাহ, একাউন্টস নুরুজ্জামান প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে ২৫ জন খামারিদের প্রশিক্ষণ প্রদান করেন লাইভস্টক ট্রেইনার ডা: মো: মশিউর রহমান।

চিলাহাটিতে মাদক ব্যবসায়ী আটক

আপেল বসুনীয়া, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার চিলাহাটিতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মনিরুল ইসলাম এবং এ.এস.আই মুহিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে চিলাহাটি স্টেশন রোড হইতে মৃত. আব্দুল জব্বার এর ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজুকে ৫৮ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই মুহিদ জানান- ডোমার থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আবু সাইদ স্যারের দিক নির্দেশনায় এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র এর ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মো: মশিউর রহমান এর নেতৃত্বে আমরা এ অভিযান পরিচালনা করি। গ্রেফতারকৃত নজু দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যাবসা করে আসিতেছিল।

চিলাহাটিতে হাসপাতাল ফটকে সন্তান প্রসব, এগিয়ে আসেননি কেউ

জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : প্রসব বেদনা শুরু হলে রজিফা বেগম নামের এক গৃহবধূকে নেয়া হয় চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। হাসপাতালে গেট বন্ধ থাকায় দীর্ঘক্ষন অপেক্ষায় থাকার পর অবশেষে গেটের সামনে রাস্তায় তার সন্তান প্রসব করে।
বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার রাত সাড়ে ৭ টায় নীলফামারীর চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গেটে ঘটনাটি ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, চিলাহাটির কেতকীবাড়ি ইউনিয়নের বোতলগঞ্জ এলাকার মোখলেছারের স্ত্রী রজিফা বেগমের প্রসব বেদনা দেখা দেয়। তাকে নরমাল ডেলিভারি করাতে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে আসে। এ সময় নৈশপ্রহরী বেলাল হোসেন হাসপাতালের গেট বন্ধ করে চা খাওয়ার উদ্দেশ্যে চিলাহাটি বাজারে যান।
অপরদিকে যাইতে থাকা সিএসবিএ শাহনাজ, দাই নাস রেহানা খাতুন, সহ নার্সিং এটেন্ডেস রোকেয়া হাসপাতাল বন্ধ করে আবাসিক কোয়ার্টারে চলে যায়। দীর্ঘ সময় গেটের বাইরে অবস্থান করা অবস্থায় গৃহবধূ রজিফার প্রসব বেদনায় ছটফট করতে করতে গেটের সামনে রাস্তায় খোলা জায়গায় একটি কন্যা সন্তান প্রসব করে।
স্থানীয়রা চিলাহাটি ওয়েবকে আরো বলেন, এই হাসপাতালে ৪ জন স্বাস্থ্য কর্মী নিয়োজিত থাকলেও দাই নাস জান্নাতুন দীর্ঘদিন থেকে কর্মে অনুপস্থিত আছে। বাকি ৩ জন দায়িত্ব অবহেলার কারণে আজকের এই ঘটনা ঘটেছে। ঘটনার পর হাসপাতাল গেটে উৎফুল্ল জনতার মাঝে চাপা উত্তেজনার সৃষ্টি হয়।
ভোগডাবুরী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাহাদত হোসেন ঘটনাস্থল গিয়ে ঘটনার নিয়ন্ত্রণে আনেন।
ডোমার উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডাক্তার মিনহাজুল আলম শাওন বলেন, জনবল কম থাকায় সিফটিং ডিউটি পালন করা হচ্ছে না। তবে বিষয়টি দুঃখ জনক। এ বিষয়টি খতিয়ে দেখা হবে।

চিলাহাটিতে রাতের আঁধারে উষ্ণতা ছড়াচ্ছে ডিওএইচএস

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, January 14, 2024 | 1/14/2024 04:15:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ
ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি (DOHS)।
ঢাকা মহাখালী DOHS ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার রাতের আঁধারে নীলফামারী জেলার চিলাহাটি ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, ছিন্নমূল ও হত-দরিদ্রদের বাড়ী-বাড়ী ও বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় গিয়ে সর্বমোট ১১০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।

চিলাহাটি-ডোমার রেলপথে রেললাইন ফাটল

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, January 9, 2024 | 1/09/2024 04:55:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি -ডোমার রেলপথের রেল লাইন ফেটে যাওয়ায় ট্রেন চলাচলের বিঘ্ন ঘটেছে।
আজ মঙ্গলবার সকালে ডোমার রেলস্টেশন সামনে চিলাহাটি রুটে রেললাইন ফেটে যাওয়াও এ সমস্যার সম্মুখীন হয় ট্রেনগুলি।
 রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসার সময় আনসার বাহিনীর সদস্যরা লাল ফ্লাগ দেখিয়ে ট্রেন থামায় এবং পরবর্তীতে ট্রেনটি স্লো করে পার করানো হয়। রিপোর্ট লেখা পর্যন্ত রেল লাইনটি এ অবস্থায় পড়ে আছে।

আনন্দঘন পরিবেশে চিলাহাটিতে বই উৎসব পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 1, 2024 | 1/01/2024 02:57:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতেও আনন্দঘন পরিবেশে পহেলা জানুয়ারী-২০২৪ইং (সোমবার) বই উৎসব পালিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।
নতুন বই হাতে পাওয়ার বাড়ী ফেরার পথে শিক্ষার্থীদের মাঝে লক্ষ করা যায় আনন্দের ছাপ। সোমবার এ বই বই উৎসব পালিত হওয়ায় এবং যথা সময়ে বই-বিতরণ অভিভাবকেরা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নীলফামারী জেলার চিলাহাটি মার্চ্ছেন্টস উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ, চিলাহাটি মার্চ্ছেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর চান্দখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চান্দখানা জি.আর উচ্চ বিদ্যালয়, চিলাহাটি জে.ইউ.ফাজিল (বিএ) মাদারাসাসহ আরও অনেক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।
চিলাহাটি মার্চ্ছেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান (সাজ্জাদ চৌধুরী) এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জিল্লু। চিলাহাটি মার্চ্ছেন্টস উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাফিউল ইসলাম, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আনারুল ইসলাম, সভাপতি মতিয়ার রহমান (আর্মি)।
চিলাহাটি জে.ইউ.ফাজিল (বিএ)মাদারাসায় বই বিতরণ করেন অধ্যক্ষ জাকির হোসেন, ভোগডাবুড়ী আহমেদুল হক শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন প্রধান শিক্ষক মাখদুমুল আলম জুয়েল।

চিলাহাটিতে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, December 31, 2023 | 12/31/2023 06:57:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি ফিউচার প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ রকিব হোসেন রন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হাসান সাবু, চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আপেল বাসুনীয়া, সমাজসেবী রওশন আরা শিল্পী, কেতকীবাড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন, কেতকীবাড়ী বিওপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদুল ইসলাম মিলন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিউচার প্রি-ক্যাডেট একাডেমীর শিক্ষক আনিসুর রহমান আনিস। উক্ত অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

চিলাহাটিতে মানবতার দেয়াল এর কমিটি গঠন

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, December 25, 2023 | 12/25/2023 12:23:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সামাজিক সেচ্ছাসেবী সংগঠন মানবতার দেয়াল চিলাহাটি এর কমিটি গঠিত হয়েছে। এতে সোহেল প্রধানকে সভাপতি ও ছানাউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং শাহাদাত হোসেন রুবেল, মাহমুদ হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সিরাজুল ইসলাম সিরাজ, রাইসুল ইসলাম রুবেল, রাফিউল ইসলাম সুজন, লেবু মিয়া সহ-সভাপতি,যুগ্ম সাধারণ সম্পাদক রনি ইসলাম, শাহজাহান ইসলাম,দপ্তর সম্পাদক আবু কাওসার,আইন বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ ইভান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ.কে.এম সজীব বসুনিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খোরসেদ আলম খোশরু, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাঈদুল ইসলাম মেহেদি, প্রবাসী কল্যাণ সম্পাদক রাইফুল ইসলাম রিফাত, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রাফিউল মিজান পলিন, পরিবেশ বিষয়ক সম্পাদক সাগর হোসাইন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আবু শাহাদাত মিম।
এছাড়াও কার্যকারী সদস্যরা হলেন- রানা ইসলাম, মিন্টু, আশরাফুল ইসলাম আশরাফ, জামাল ইসলাম, সুজন ইসলাম, মিলন, আরমান, নিসান, রহিত, ডন, মিঠু, মিজান, রকি, লিমন, সামিউল, মাসুদ, ঈদুল, খালেকুল জামান খালেক, রাকিব, ফরিদুল, বিটুল।

চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধার বন্দোবস্ত নেওয়া জমি বেদখল

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, December 24, 2023 | 12/24/2023 12:41:00 PM

জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে মুক্তিযোদ্ধার নামে খাস খতিয়ানের বরাদ্দকৃত জমি জোর পূর্বক দখল করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার সন্তানরা আদালতে একটি মামলা দায়ের করে।
স্থানীয় সূত্রে জানা গেছে- চিলাহাটির ডোগডাবুরী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের নামে নব্বই দশকে খাস খতিয়ান থেকে ৪১ শতাংশ আবাদির জমি তার নামে বরাদ্দ দেওয়া হয়।
শামসুর হকের মৃত্যুর পর তার ৩ ছেলে তহিদুল, মিন্টু, তোফিজুল ৪ মেয়ে সোনাবী, রহিমা, ছকিনা ও ফিরোজা পিতা রেখে যাওয়া ওই জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। এরই মধ্যে তাদের অর্থ সংকট দেখা দিলে পিতা রেখে যাওয়া জমিটুকু একশত টাকার স্টামে প্রতিবেশী আতা বুদ্দিনের ছেলে বুলু মিয়ার কাছে ৪৫ হাজার টাকায় বিনিময় বন্ধক রাখে। সময় মত টাকা জোগাড় করতে না পারায় তাদের বন্ধকৃত জমি মুক্ত করতে পারেনি।
এই সুযোগে লালসার শিকারে পরে বুলু মিয়া ওই বন্ধকৃত স্টামে এক লক্ষ ৪৫ হাজার টাকা লিখে জমিটি তার কাছে বিক্রি করার দাবি তুলে। একটি মহলের ইঙ্গিতে বুলু মিয়া দখল ধরে রাখতে আবাদি জমির উপর বসতভিটা নির্মাণ করে।
মুক্তিযোদ্ধার ছেলে তহিদুল ও তোফিজুল চিলাহাটি ওয়েবকে বলেন- আমাদের প্রয়োজনে একশ টাকার স্টামে ৪৫ হাজার টাকার বিনিময় বুলু মিয়ার কাছে জমি বন্ধক রেখেছি। তিনি ওই স্টামে ঘষাঘষি করে ১ লক্ষ ৪৫ হাজার টাকা লিখে জমিটি তার কাছে বিক্রির অপপ্রচার চালাচ্ছে। আমরা এই জুলুমবাজের সুবিচার দাবি জানাচ্ছি।
বুলু মিয়া বলেন- এখানে অনেকেই ষ্টামে লিখে খাস জমি ক্রয় করে। সেই সূত্র ধরে আমিও ৪৫ শতক জমি ১ লক্ষ ৪৫ হাজার টাকায় বিনিময়ে কিনে নিয়েছি। সেই সুবাদে দীর্ঘদিন থেকে ওই জমিতে চাষাবাদ সহ ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। পিতার শেষ সম্বল জমিটুকু হারিয়ে ৩ ছেলে ৪ মেয়ে পথে পথে ঘুরছে। উপায় না পেয়ে মুক্তিযোদ্ধার ৩ ছেলে ৪ মেয়ে আদালতে একটি মামলা দায়ের করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ বলেন- কারো নামে বরাদ্দকৃত খাস জমি হস্তান্তরের কোন সুযোগ নেই। এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চিলাহাটিতে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, December 21, 2023 | 12/21/2023 12:30:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে অনিয়মের কারনে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
এর আগেও একই কারনে নিয়োগটি বন্ধ ঘোষনা করা হয়েছিল। গত ১৯ ডিসেম্বর সকালে চিলাহাটির দক্ষিণ চান্দখানা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি পদে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়। যথা সময়ে নিয়োগ পরীক্ষার জন্য স্কুলটির রুমের তালা খুলতে যায় প্রধান শিক্ষক জহুরুল হক প্রামানিক। এসময় স্থানীয় কয়েকজন প্রধান শিক্ষককে রুমের তালা খুলতে বাধা দিলে হট্টগোল শুরু হয়।
রত্না আক্তার নামে এক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন- স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন (ঢোল মেম্বার) নিয়োগ দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে।কিন্তু এখন তাকে নিয়োগ না দিয়ে সভাপতির মেয়ে ও নাতিকে নিয়োগ দেওয়ার পায়তারা করছে।
স্থানীয়রা বলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন ৪টি পদে নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছে। ইতিপূর্বে এই ৪ পদের বাণিজ্যর তথ্য ভাঁজ হওয়ায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। দ্বিতীয় দফায় একই অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় বন্ধ করা হয়।
প্রধান শিক্ষক জহুরুল হক প্রামানিক জানান- ইউপি সদস্যা জেবুননেছার নিয়োগ পরীক্ষা বানচাল করার নানান ষড়যন্ত্র করছে। বিশৃঙ্খলার জন্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন (ঢোল মেম্বার) জানান- স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকেই নিয়োগ দেওয়া হবে। তার মেয়ে ও নাতীকে নিয়োগ দেওয়ার কথাটি তিনি অস্বীকার করেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম মুঠোফোনে বলেন- সেখানে বিশৃঙ্খলার কারনে নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিবেশ নেই। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে অফিসে ডাকা হয়েছে। এবং তাদের মাধ্যমে নিয়োগ পরীক্ষা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্টজনদের শুভেচ্ছা বাণী

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, December 12, 2023 | 12/12/2023 05:08:00 PM

নিরপেক্ষতার কারণেই চিলাহাটি ওয়েব এর গ্রহণযোগ্যতা পেয়েছে 
১২ বছরে পদার্পণে চিলাহাটি ওয়েব পরিবারের সবাইকে জানাই শুভেচ্ছা। পত্রিকাটি গত ১১ বছরে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিগত দিনগুলোর মতো চিলাহাটি ওয়েব দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আমার প্রত্যাশা।
মোহাম্মদ মশিউর রহমান, ইনচার্জ, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র
 
মাটি ও মানুষের পত্রিকা চিলাহাটি ওয়েব 
চিলাহাটি ওয়েব এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি শুরু থেকেই চিলাহাটি ওয়েব এর নিয়মিত পাঠক। পত্রিকাটি গত ১১ বছর ধরে বস্তুনিষ্ঠতা ধরে রেখেছে। কখনও অন্যায়ের সঙ্গে আপস করেনি। সৎ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা চিলাহাটি ওয়েবের বড় শক্তি। এ জন্য চিলাহাটি ওয়েব পাঠকের আস্থা অর্জন করেছে। দেশ, জাতি, মাটি, মানুষ আর মুক্তিযুদ্ধের কথা বলায় আমি চিলাহাটি ওয়েবকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি চিলাহাটি ওয়েবের সাফল্য কামনা করি।
দেলওয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), গণপূর্ত বিভাগ, রাজশাহী
 
চিলাহাটি ওয়েব আমাদের এগিয়ে যাওয়ার উদ্দীপনা জোগায় 
চিলাহাটি ওয়েব সাংবাদিকতার নীতি অনুসরণ করে বর্তমানে দেশের অবহেলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে। বিভিন্ন সেক্টরের অনিয়মকে নির্ভীক চিত্তে তুলে ধরার পাশাপাশি দেশের সার্বিক এগিয়ে যাওয়ার চিত্রও ব্যাপকভাবে ফুটিয়ে তুলছে চিলাহাটি ওয়েব- যা আমাদের উদ্দীপনা জোগায় সামনে এগিয়ে যাওয়ার।
১১ বছর অনেকটা সময়। এ মাইলফলকে আসতে চিলাহাটি ওয়েবকে পার হতে হয়েছে অনেক বন্ধুর পথ। চিলাহাটি ওয়েব এর সংশ্লিষ্ট সবার জন্য শুভ কামনা। আশা করছি, সাংবাদিকতার নীতি মেনে চিলাহাটি ওয়েব সামনে এগিয়ে যাবে। উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
ডা: মো: মোশারফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা, শার্প চিলাহাটি শাখা
 
পাঠকপ্রিয় হয়েই বেঁচে থাকুক চিলাহাটি ওয়েব 
নীলফামারী জেলার প্রথম অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ১১ বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ করছে। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সংবাদকর্মী, সম্পাদক ও প্রকাশের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি চিলাহাটি ওয়েব পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা।
জামাল উদ্দিন আহমেদ জামান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, উত্তরা ফাউন্ডেশন
 
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে চিলাহাটি ওয়েব আপসহীন 
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে চিলাহাটি ওয়েব সব শ্রেণীর পাঠকের মন জয় করেছে। বিশেষ করে শিক্ষা, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে চিলাহাটি ওয়েব অত্যন্ত বস্তুনিষ্ঠ বিশ্লেষণসহ প্রতিবেদন প্রকাশ করে থাকে।
প্রতিষ্ঠার অল্পদিনে জনপ্রিয়তা অর্জন এবং আপসহীন অবস্থান ধরে রেখেছে চিলাহাটি ওয়েব। আগামী দিনেও চিলাহাটি ওয়েব এ ধারা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস।
১২ বছরে পদার্পণ করায় চিলাহাটি ওয়েব পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং চিলাহাটি ওয়েবের সাফল্য কামনা করি
আলহাজ উদ্দিন, নীলফামারী ও পঞ্চগড় জোন বিভাগীয় ব্যবস্থাপক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
 
এগিয়ে চলছে চিলাহাটি ওয়েব 
দেখতে দেখতে ১১ পেরিয়ে ১২ বছরে পদার্পণ করল উত্তরের সীমান্তের জনপ্রিয় অনলাইন পত্রিকা চিলাহাটি ওয়েব। বস্তুনিষ্ঠতা, সাহসিকতা, সততা, নিষ্ঠা, নিরপেক্ষতাকে সঙ্গী করে এতগুলো বছর পাড়ি দেয়া চাট্টিখানি কথা নয়।
চিলাহাটি ওয়েব ২০১২ সাল থেকে “রংপুর বিভাগের সব খবর সবার আগে’’ শ্লোগানে নিরোপেক্ষ সংবাদ পরিবেশন করেছে। চিলাহাটি ওয়েবের আগামীর পথচলা আরও সুন্দর হোক, শুভ হোক- এই কামনা।
বেলাল হোসেন, চিলাহাটি এরিয়া ম্যানেজার, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র

চিলাহাটি ওয়েবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

চিলাহাটি ওয়েব ডেস্ক : আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার নীলফামারী জেলার প্রথম অনলাইন পোর্টাল ‘চিলাহাটি ওয়েব’ (chilahatiweb.com) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত ২০১২ সালে ‘রংপুর বিভাগের সব খবর সবার আগে’ এ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু হয় চিলাহাটি ওয়েব এর।
হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল ১১টি বছর। পাঠক প্রিয়তার মেলবন্ধনের যে যাত্রাপথ শুরু হয়েছিল ২০১২ সালের ১২ ডিসেম্বর আজ তা ১২ বছরে পদার্পন করেছে। ইতিমধ্যে সকলের আস্থার পাটফর্ম হিসেবে পত্রিকাটি জায়গা করে নিয়েছে।
চিলাহাটি ওয়েব এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর বসুনীয়া জানান- চিলাহাটি ওয়েব এর জন্মলগ্ন থেকে আমরা চেষ্টা করেছি দেশ-বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সর্বদা তুলে ধরতে।
আমাদের দক্ষ সংবাদকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে আজ চিলাহাটি ওয়েব ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পা দিতে সক্ষম হয়েছে ও লাখো পাঠকের ভালোবাসা অর্জন করেছে। আমাদের এ পথ চলায় সকলের প্রতি রইলো অভিরাম ভালোবাসা ও শ্রদ্ধা।
এদিকে সম্পাদক মন্ডলীর সভাপতি তরিকুল আহসান ডাবলু জানান- চিলাহাটি ওয়েব ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পা দিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। এই অনলাইন পত্রিকাটির সঙ্গে যারা জড়িত ও পাঠকদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
চিলাহাটি ওয়েব নিউজ বলিষ্ঠ ও নির্ভীকভাবে খবর এবং খবরের পেছনের খবর পরিবেশন করে আসছে।

চিলাহাটিতে কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, December 10, 2023 | 12/10/2023 11:20:00 AM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে।
গতকাল শনিবার চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকালে গণিত এবং বিকেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার মধ্য দিয়ে এ বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়। এতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
এর আগে শুক্রবার সকালে বাংলা এবং বিকালে ইংরেজি পরীক্ষার মধ্য দিয়েই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সানমুন কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা সাফিক ডিয়ার এবং হল সুপারের দায়িত্ব পালন করেন ডোমার মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্ডার গার্টেন এর ভাইস প্রিন্সিপাল নুর আলম সিদ্দিকী।

চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, December 9, 2023 | 12/09/2023 03:06:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 
আজ শনিবার সকাল ৭টায় তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি---- রাজিউন ) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৪ ছেলে ও স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন।
শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরীফ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। গার্ড অফ ওনার প্রদান করেন ডোমার উপজেলা এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মশিউর রহমান।
মরহুমের বড় ছেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোগডাবুরী ইউনিয়নের সভাপতি এ,কে,এম শাহাদাত হোসেন চিলাহাটি ওয়েবকে জানান- তার পিতা মুক্তিযুদ্ধে বড় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মুক্তিযোদ্ধা পরিচিতি নং-০১৭৩০০০০৯৪৩।