Home » , » চিলাহাটিতে ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটিতে ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 31, 2024 | 1/31/2024 01:54:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) এর আওতায় দুইদিন ব্যাপী মানসম্মত ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানসম্মত ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন ডোমার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহ: প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়, নাসিক প্লান্ট এন্ড পট লিমিটেডের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আসিফ ইমরান, সোনাহারের সফল কৃষক সিরাজুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা ও কৃষি পরামর্শ দেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর দেবীগঞ্জ শাখার শার্প এর কৃষিবিদ মেহবুবউল সহিদ। অনুষ্ঠানে ২৫ জন অংশ গ্রহণ করেন।