Showing posts with label চিলাহাটির খবর. Show all posts
Showing posts with label চিলাহাটির খবর. Show all posts

চিলাহাটি হানাদার মুক্ত দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, December 5, 2023 | 12/05/2023 02:22:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারীর জেলার চিলাহাটিতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভোগাডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চিলাহাটি বাজারের প্রধান সড়ক প্রক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা অফিস কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ভোগডাবুরী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি এ.কে.এম শাহদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ভোগডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক আব্দুল জব্বার কানু, ভোগডাবুরী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা শহিদুল হোসেন লিটন, সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, শিরিন মমতাজ মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমূখ্য।
ভোগডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক আব্দুল জব্বার কানু জানান, ১৯৭১ সালের ৫ ডিসেম্বর উপজেলার বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত চিলাহাটি হানাদার মুক্ত হয়। দিবসটি পালনে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তানসহ সকল স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আগামীকাল চিলাহাটি হানাদার মুক্ত দিবস

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, December 4, 2023 | 12/04/2023 06:10:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : চিলাহাটি হানাদার মুক্ত দিবস আজ ৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে উত্তরের সীমান্ত জেলা নীলফামারীর চিলাহাটি হানাদার মুক্ত হয়। এরপর পর্যায়ক্রমে সেখান থেকে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে ছড়িয়ে পড়ে জেলাজুড়ে।
সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি পালন করবে চিলাহাটির ভোগড়াবুড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। দিবসটি পালন উপলক্ষে ভোগডাবুড়ী ও কেতকীবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানা কর্মসূচি হাতে নিয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, চিলাহাটি মুক্তকরণের অগ্রসৈনিক, বীরাঙ্গনা, শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সংস্কৃতিক অনুষ্ঠান।

চিলাহাটিতে রেলওয়ের জায়গায় অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক হালুয়া

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রেলওয়ের জায়গায় অবাধে যৌন উত্তেজক হালুয়া বিক্রি করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লুট করছে একদল হকার। 
জানা গেছে- জেলার চিলাহাটির রেলগেটে গত এক সপ্তাহ ধরে খান ইউনানী দাওয়াখানার সাইন বোর্ডে চলছে রমরমা যৌন ও শারীরিক চিকিৎসার কবিরাজি ব্যবসা। এতে করে তারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লুট করছে সাধারণ নিরহ জনগণের কাছ থেকে।
অনুসন্ধান করে জানা গেছে- সিরাজগঞ্জের বেলকুচি থেকে আসা এই দাওয়াই খানা আরিফ হোসেন দেওয়ান পরিচালনা করে আসছেন। তারা তাদের ভাসমান কবিরাজ দেওয়াখানা পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশনও করেছেন। যাতে তাদের সহজে কেউ যেন ধরতে না পারে। ফুটপাতেই ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা লুট করছে তারা। তাদের কেউ কিছু বলতে গেলে তারা বলছে বাংলাদেশ সরকার থেকে আমাদের অনুমতি দেওয়া আছে। কিন্তু তারা অনুমতি নিয়ে কিরকম চিকিৎসা করছে তা খেটে খাওয়া সাধারণ জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে।
চিলাহাটি রেলগেটে সন্ধ্যায় ব্যবসা করার সময় হাজারো লোকের ভিড় জমে, রেল লাইনের উপর পর্যন্ত মানুষের সমাগমের ভিড় দেখা যায়। এতে করে ট্রেন ক্রসিং এর সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকের আশঙ্কা।

চিলাহাটিতে কিন্ডার গার্টেন ডেভ. অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, December 1, 2023 | 12/01/2023 03:26:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভ. অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজে ফিউচার প্রি-ক্যাডেট একাডেমী কেন্দ্রের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ফিউচার প্রি-ক্যাডেট একাডেমি,সেবা কিন্ডার গার্ডেন ও আমবাড়ী কিন্ডার গার্ডেন এর ১৪২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
উক্ত পরীক্ষায় একাডেমিক সুপারভাইজার এর দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভ. অ্যাসোসিয়েশনের ঢাকা প্রতিনিধি মোতালেব হোসেন এবং হল সুপার এর দায়িত্ব পালন করেন আমবাড়ী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ আহসান হাবীব‌।
চিলাহাটি ফিউচার প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রের কেন্দ্র সচিব রকিব হোসেন রন জানান- অবরোধের কারণে ২৯-৩০ তারিখের বৃত্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হলো‌। পরীক্ষার প্রথম দিনে বাংলা এবং দ্বিতীয় ধাপে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চিলাহাটিতে বিলুপ্তির পথে গ্রামীন খেলা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, November 19, 2023 | 11/19/2023 12:11:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উন্নত প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়া লেগে নীলফামারী জেলার চিলাহাটিতে হারিয়ে যেতে বসেছে আদি গ্রামীণ সাধারণ মানুষের খেলাধুলা।
এক সময় গ্রামগঞ্জের ছেলে মেয়েরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অভ্যস্ত ছিল। তারা অবসর সময় ছেলে-মেয়েরা দলবেঁধে খেলতে যেত গ্রামের খোলা মাঠে,বাড়ির উঠানে। পুকুরে ঝাপ দিয়ে গোসল করাসহ শৈশবে দুরন্তপনায় জড়িয়ে থাকতো বিভিন্ন খেলাধুলার মাধ্যমে।
কিন্তু আধুনিক সভ্যতার ছোঁয়ায় অ্যান্ড্রয়েড মোবাইল,মোবাইল গেমস ও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এসব জনপ্রিয় গ্রামীণ খেলাধুলা। পাড়া মহল্লাতে তেমন একটা চোখে পড়ে না শিশু-কিশোরদের এক সময়ের জনপ্রিয় মজার খেলাধুলাগুলো। কানামাছি বৌ বৌ, হাঁ-ডু-ডু, লাটিম খেলা, পাক্ষি খেলা, দাড়িয়া বান্ধা,গোল্লাছুট, ঢাংগুলি ( টেমঢাং) মারবেল, হাঁসধরা, রশিটানা, ইচিং-বিচিং, ওপেন টু বায়োস্কোপ, মল্ল যুদ্ধ, লাঠিখেলা, লুকোচুরি, কক ফাইট (মোরগ লড়াই), কড়ি, ধাপ্পা, কুতকুত, বিস্কুট খেলা, যেমন খুশি তেমন সাঁজ, পুতুলের বিয়ে, চড়ই -ভাতি, এলাডিং বেলাডিং, সাত চাড়া উল্লেখযোগ্য খেলা। রবিউল ইসলাম চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- চিলাহাটিতে একসময় দুপুর ঘনিয়ে যখন বিকেল হতো একটু ফাঁকা জায়গা পেলেই বিশেষ করে বাড়ির উঠানে কানামাছি, বৌছি, হা-ডু-ডু, গোল্লাছোট, দাড়িয়াবান্ধা কিংবা ঢাংগুলি খেলায় মেতে উঠত। সন্ধ্যা হলে খেলা ধূলায় মত্ত শিশু কিশোর নিজ নিজ বাড়িতে চলে যেত হারিকেন বা মোমবাতির আলোতে পড়তে বসতো।

চিলাহাটিতে সাংবাদিকদের সঙ্গে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জনির মতবিনিময় সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, November 16, 2023 | 11/16/2023 08:12:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৫ নভেম্বর) রাতে চিলাহাটি রেলওয়ে স্টেশন বিশ্রামাগারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মনোনয়ন প্রত্যাশা করেন। তিনি বলেন- সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকের্মী আমার সাথে আছেন। আশা করি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মুল্যয়ন করবেন। এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন- চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া। এছাড়াও সাংবাদিক রাব্বি হাসান, বক্তিয়ার ঈবনে জীবন, সুমন ইসলাম,চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, ডোমার উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি শরিফুল হক প্রামানিক, স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী জেলা সাবেক সফল সভাপতি কামরুল জামান, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা উজ্জ্বল, সমাজসেবক সাজ্জাদ চৌধুরী, বাবলু হোসেন উপস্থিত ছিলেন। ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগীতা করে আসছেন। চেষ্টা করছেন এলাকার অসহায় অবহেলিত জনগোষ্ঠির মুখে হাসি ফোটাতে। ইতিমধ্যে আর্তমানবতার সেবা ও জনকল্যাণমুলক কাজ করে তিনি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

চিলাহাটি আইকনিক স্টেশন ভবন উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, November 4, 2023 | 11/04/2023 06:02:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী এলাকা একসময়ের জনপ্রিয় স্থলবন্দর চিলাহাটিতে আইকনিক স্টেশন ভবন, প্লাটফর্ম, প্ল্যাটফর্ম শেড, ফুটওভার ব্রিজ ও ফাংশনাল ভবন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
আজ শনিবার সকালে নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান এর সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পাকশী প্রকল্প পরিচালক আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাকশী ডিসও নাসির উদ্দিন। ১৪ কোটি টাকা ব্যায়ে চিলাহাটিতে একটি আধুনিক স্টেশনের সিদ্ধান্ত নেয়‌ রেল কর্তৃপক্ষ, তারই আদলে নির্মিত হয়েছে আইকনিক রেলওয়ে স্টেশন। 
২০১৯ সালের জুনে শুরু হয় পুরো স্টেশন আধুনিকায়নের কাজ, পরে করোনা মহামারী ও নকশা পরিবর্তনের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকে নির্মাণ কাজ।
নকশা সংশোধন করে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক স্টেশনের আদলে আইকনিক ভবন নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। আধুনিক যাত্রী সুবিধার জন্য টিকিট কাউন্টার, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার এর পাশাপাশি থাকছে রেলের কার্যক্রম চালানোর জন্য বিভিন্ন বিভাগের অফিস।
দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকবে ব্যাংক ও রেস্তোরাঁ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমিগ্রেশন পয়েন্ট। চিলাহাটি হয়ে ভারতের শিলিগুড়ি পর্যন্ত যাত্রীরা ভ্রমণ করতে পারবে এখান থেকেই।
এতদিন মিতালী এক্সপ্রেস ট্রেনে যাতায়াতের জন্য শুধুমাত্র ঢাকা থেকেই চলাচল করলেও এখন থেকে সেই সুবিধা পাবেন উত্তরের যাত্রীরা। এর ফলে মাত্র ২৫ থেকে ৩০ মিনিটে চিলাহাটি থেকে শিলিগুড়ি যাওয়া যাবে।

চিলাহাটি এক্সপ্রেসে চালু হলো সেবা সার্ভিস

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, November 1, 2023 | 11/01/2023 05:40:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উত্তরের সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রী সেবার জন্য আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে উদ্ভোধন হয়ে গেলো বেসরকারী কম্পানী "সেবা" সংস্থার সেবা সার্ভিস।
আজ বুধবার ভোর পাঁচটায় চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির যাত্রার মাধ্যমে "সেবা" সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমিন সেবার অ্যাটেনডেন্সদের ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন চিলাহাটি উদ্বতন উপ-সহকারী প্রকৌশলী (টিএক্সআর) এর এসএসই গোলদার হোসেন,রেলওয়ে নিরাপত্তা বাহিনী চিলাহাটি ইউনিটের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ নেসারুজ্জামান, সিপাহী সাজ্জাদ হোসেন, রেলওয়ে চিলাহাটি বুকিং সহকারি আবু কাওসার প্রমুখ।

ফিলিস্তিনিদের সমর্থনে চিলাহাটিতে বিক্ষোভ

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, October 29, 2023 | 10/29/2023 07:20:00 PM

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে চিলাহাটিতে ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : রিমন কবির
আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চিলাহাটিবাসী।
আজ রবিবার সন্ধ্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানানো হয়।
বক্তব্য রাখেন- আদনান প্রামাণিক, সিয়াম জুলফিকার। অনুষ্ঠানটির সমাপ্তি বক্তব্য রাখেন- সাজ্জাদ চৌধুরী।

চিলাহাটিতে আহত ব্যক্তি উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, October 26, 2023 | 10/26/2023 03:18:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির কৈমারী ব্রীজের উপর থেকে এক আহত ব্যাক্তিকে উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
আজ বৃহস্পতিবার রাত সারে বারোটায় নীলফামারী জেলার চিলাহাটির বসুনীয়া পড়া সংলগ্ন কৈমারী ব্রীজের উপর হাত-পা ও মুখ স্কচ টেপ দিয়ে পেঁচানো ব্যাক্তিকে দেখতে পায় এলাকাবাসী।
তাৎক্ষণিক রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এর চিলাহাটি ইউনিটে খবর দিলে আরএনবি এর সদস্যরা ঘটনাস্থল থেকে আহত ওই ব্যক্তিকে চিলাহাটি হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই খালিদ ফিরোজ নয়ন। তিনি এবং আরএনবি এর সদস্যরা সেই ব্যক্তিটিকে তার বাড়িতে পৌঁছে দেন। 
ব্যাক্তিটির নাম ঝুনু, বাড়ী বউ বাজার বলে সে জানা যায়। এই কাজের জন্য চিলাহাটি পুলিশ এবং চিলাহাটি আরএনবি বিভিন্ন মহলে প্রশংসনীয় হয়।

পূজা মন্ডপ পরিদর্শন করলেন কেতকীবাড়ি ইউপি আওয়ামী লীগ

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, October 23, 2023 | 10/23/2023 11:55:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন কেতকীবাড়ি ইউপি আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আজ সোমবার রাতে কেতকীবাড়ী ইউনিয়নের সকল পূজা মন্ডব পরিদর্শন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম বসুনিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আপেল বসুনীয়া, কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক রাশেদ ইসলাম বসুনিয়া, যুগ্ন আহ্বায়ক মিরাজ আহমেদ। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম মহব্বত ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি জিয়াউল কবীর জিয়াসহ ইউনিয়ন যুবলীগ এর সদস্য বৃন্দ।

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে চিলাহাটিতে বিক্ষোভ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, October 18, 2023 | 10/18/2023 04:59:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে নীলফামারী জেলার চিলাহাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চিলাহাটি তৌহিদী জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।
চিলাহাটি রমিয়া প্রধান হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক রইছুল ইসলাম রুবেল এ কর্মসূচির নেতৃত্ব দেন।
সমাবেশ শেষে চিলাহাটিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে হাজারও মুসল্লি অংশ নেন। চিলাহাটি ফিউচার একাডেমির প্রিন্সিপাল রকিব হোসেন রন এর সভাপতিত্বে এবং মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- চিলাহাটি সদর জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রাজ্জাক, রহমানিয়া বাসষ্টান জামে মসজিদ এর পেশ ইমাম আশরাফুল আলম মিলন,পঞ্চনীল কওমি মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম শফিক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানানো হয়।

চিলাহাটিতে মুক্তিযোদ্ধা হামিদুলের রাষ্ট্রীয় মর্যাদা দাফন


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সকালে চিলাহাটির মুক্তিরহাটে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা এসি ল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
চিলাহাটি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আয়বায়ক আব্দুর জব্বার কানু, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি আল-আমিন রহমান, চিলাহাটি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি এ.কে .এম শাহাদাত হোসেন প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চিলাহাটিতে সরকারী রাস্তার ইটের সলিং গোয়াল ঘরে

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, October 16, 2023 | 10/16/2023 04:46:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে সরকারি রাস্তার ইটের সলিং তুলে গোয়াল ঘরে নিয়ে গেছে এক ব্যক্তি। প্রতিবাদ করায় জুতো দিয়ে মারপিট করার অভিযোগ উঠেছে।
জানা গেছে- জেলার চিলাহাটির কেতকেবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় শামসুল হকের ছেলে মমিনুল ইসলাম ওরফে দুন্দ গত ১২ অক্টোবর দিবাগত ভোরে সরকারি রাস্তার ইটের সলিং তুলে বাড়িতে নিয়ে যায়।
এ সময় ফজরের নামাজ পড়তে আসা একই এলাকার মকবুল হোসেন দুন্দকে সরকারি সলিং এর ইট নিয়ে যাওয়ার বাধা দেওয়ায় দুন্দ তাকে স্যান্ডেল দিয়ে মারপিট করে। এ সময় তাদের চেঁচামেচিতে অনেক লোকজন জড়ো হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন- মমিনুল ইসলাম দুন্দ ভোর রাত থেকেই সরকারি রাস্তার সলিং এর ইট তুলে নিয়ে গিয়ে তার গোয়ালঘরে নিয়ে রাখে।
মকবুল হোসেন বলেন- সরকারি রাস্তার ইট নিয়ে যাওয়ার বাধা দেওয়ার আমাকে স্যান্ডেল দিয়ে মারপিট করে। গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় মমিনুল ইসলাম দুন্দর গোয়াল ঘরে সরকারি ইট।
এ ব্যাপারে জানতে চাইলে - ডোমার উপজেলা নির্বাহী অফিসার জানান- এ ব্যাপারে আমাকে কেউ অভিযোগ করেনি, ব্যাপারটি এই প্রথম আপনাদের মাধ্যমে জানলাম।
মারপিটের ব্যাপারে জানতে চাইলে কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- ইট চুরি কিংবা মারপিটের ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।

চিলাহাটি তদন্ত কেন্দ্রে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, October 15, 2023 | 10/15/2023 09:59:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র চত্তরে অগ্নি নির্বাপণ মহড়া পরিচালনা করেন চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নূরে আলম। ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান।
এস আই মনিরুল ইসলাম,নয়ন ইসলাম, এএসআই বাবুল, সমূহ রায়, হারুন, মুহিত। এছাড়াও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র ও চিলাহাটি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চিলাহাটিতে ৩ কেজি গাঁজা উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, October 13, 2023 | 10/13/2023 09:55:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে আরএনবি।
বুধবার (১১ অক্টোবর) রাতে চিলাহাটি রেলওয়ে স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এর সদস্যরা তা উদ্ধার করে।
আরএনবি সূত্রে জানা গেছে- বুধবার রাতে নীলসাগর ট্রেন চিলাহাটির ১ নং প্লাটফর্মে দাঁড়ানো অবস্থায় সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে গন্তব্যস্থলে চলে যাবার পরে আরএনবির দুইজন সিপাহী খালি বগিগুলা চেক করার সময় "ঘ" বগীর উপরের বাঙ্কারে কফি কালারের একটা স্কুল ব্যাগ দেখতে পায়।
পরে চিলাহাটি আরএনবি'র অফিসার ইনচার্জ এএসআই মুহাম্মদ নেছারউজ্জামান সেগুলো জব্দ করে স্থানীয় সাক্ষীর উপস্থিতিতে আরএনবি অফিসে নিয়ে আসেন। ব্যাগের ভেতরে স্কচ টেপ মারা অবস্থান ৬ প্যাকেট গাঁজা দেখা যায়। যাহা ওজন ৩ কেজি।
এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চিলাহাটি ইউনিট ইনচার্জ এসআই মুহাম্মদ নেছারউজ্জামান চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- আমি জব্দ তালিকা তৈরী করে সৈয়দপুর জিআরপি থানায় হস্তান্তর করি।

কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, October 6, 2023 | 10/06/2023 12:36:00 AM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল ও গণেশ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত এক চিঠিতে ২১ সদস্যের কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জুয়েল ইসলাম আহ্বায়ক এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম বসুনীয়া, মিরাজ আহমেদ ও মিঠু ইসলাম যুগ্ম-আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছে।

চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, October 1, 2023 | 10/01/2023 03:45:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে- শনিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিকালে চিলাহাটিতে পৌঁছায়। এরপর সেই ট্রেনটিকে পিছনের দিক থেকে ওয়াসফিটে নিয়ে যাওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওয়াসফিট পার হতে গিয়ে কোমর থেকে পা পর্যন্ত থেতলে যায়।
খবর পেয়েই চিলাহাটি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
চিলাহাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লিডার নুরে আলম সিদ্দিকী চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- খবর পেয়ে আমি এবং আমার কর্মীরা সেই আহত ব্যক্তিকে উদ্ধার করে বোড়াগাড়ি মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসার ১০ মিনিট পরেই সেই ব্যক্তি মারা যান।
সৈয়দপুর জিআরপি থানার এএসআই আনিসুর রহমান জানান- অজ্ঞাত ওই ব্যক্তিটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি।

চিলাহাটিতে দোকানের ১০ লক্ষ টাকা চুরি

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, September 29, 2023 | 9/29/2023 05:32:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির একটি দোকানে ১০ লক্ষ টাকা চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
 জানা গেছে- গতকাল শুক্রবার নামাজের সময় চিলাহাটি ফাজিল মাদ্রাসার সামনে আজাদ হার্ডওয়্যারের দোকানে তালা ভেঙে প্রায় ১০ লক্ষ টাকায় চুরি করে নিয়ে যায়।
আজাদ হার্ডওয়ারের মালিক আহসান রাব্বি আজাদ চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- সিসিটিভি ফুটেজ চেক করে জানা যাবে কে চুরি কি করলো। তবে এ ব্যাপারে তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন।

চিলাহাটিতে অনুমোদন বিহীন ডেলিভারি সেন্টারে গৃহবধূর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, September 17, 2023 | 9/17/2023 03:56:00 PM

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের গোসাইগঞ্জে রেজিস্টার বিহীন শামীম ফার্মেন্সীতে ডেলিভারি করতে গিয়ে ৩ সন্তানের জননী মমতাজ বেগমের মৃত্যু ঘটে।
শনিবার সকাল ১০ টায় শামীম ফার্মেন্সীতে সুইটি বেগম নরমাল ডেলিভেরি পর মমতাজ বেগমের রক্ত খনন বন্ধ করতে না পারায় তার মৃত্যু ঘটেছে বলে স্থানীয়দের দাবি। মমতাজ বেগম ভোগডাবুরী ইউনিয়নের সবুজপাড়া গ্রামের আব্দুস সুবহানের স্ত্রী।
স্থানীয়রা আরো বলেন, সুইটি বেগম দীর্ঘদিন থেকে তার রেজিস্টার বিহীন শামীম ফার্মেন্সিতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে নরমাল ডেলিভারি করে আসছে। ইতিপূর্বে ওই ফার্মেসীতে নরমাল ডেলিভারি করতে গিয়ে একাধিক মা ও শিশু মৃত্যু ঘটেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে হস্তক্ষেপ না নেওয়ায় সুইটি বেগম স্থানীয় গ্রাম্য ডাক্তারদের সহযোগিতায় বেপরোয়া ভাবে তার কার্যক্রম চালিয়ে আসছে।
সুইটির স্বামী মোকলেসার রহমান বলেন, সুইটি ওই রোগীর গায়ে হাত দেওয়ার আগেই মমতাজ বেগমের সন্তান প্রসব হয়েছে। সন্তান প্রসবের পর তার খিচুনি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে তিনি রক্তক্ষরণের কথা অস্বীকার করেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রায়হান বারী বলেন, ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ওই ফার্মেসির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।