চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সকলের দোয়া প্রার্থী আপেল বসুনীয়া

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 16, 2024 | 5/16/2024 12:06:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন দৈনিক আজকালের খররের চিলাহাটি প্রতিনিধি এবং চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়া)।
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর আগে তিনি পর পর দুইবার চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে সাপ্তাহিক দাগ ও আঞ্চলিক দৈনিক আজকের প্রতিভা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন তিনি। 
(২০০৯-২০১১) সাল পর্যন্ত তিনি সাবের হোসেন চৌধুরী (খোকার) প্রকাশিত দৈনিক দিনের শেষে পত্রিকায় কাজ করেছিলেন।
এরপর রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকায় (২০১০-২০১৩) সাল পর্যন্ত কাজ করছিলেন।
২০১১ সালে তিনি দেশবন্ধু গ্রুপের দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ করার মাধ্যমে প্রথম শ্রেণির জাতীয় পত্রিকায় কাজ শুরু করেন।
২০১২ সালের ১৬ই ডিসেম্বর তিনি চিলাহাটি ওয়েব ডটকম নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদনা শুরু করেন। (২০১২-২০১৩) সালে তিনি আজিজুর রহিম পিউ সম্পাদিত রংপুর থেকে প্রকাশিত দৈনিক বাহের সংবাদে কাজ করেছিলেন। এর পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জলঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক বিকশিত বাংলায় কাজ করছিলেন।
সর্বশেষ তিনি নীলফামারী জেলার স্থানীয় দৈনিক নীলসীমান্ত পত্রিকায় ২০১৫ সাল থেকে মাত্র ৩ বছর কাজ করেছিলেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

ডোমারে মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে সফল কৃষক

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমার উপজেলার মিরজাগঞ্জে পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে সফল হয়েছেন নুর ইসলাম ও তার স্ত্রী ডেইজি বেগম।
সমন্বিত কৃষি ইউনিটের (কৃষিখাত)এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় তিনি আধুনিক পদ্ধতিতে জিরা মরিচ চাষ করেছন। এই পদ্ধতির ব্যবহারে গাছের কোনো রোগবালাই হচ্ছেনা, আগাছা না উঠার কারণে গাছ নিরাপদ থাকছে। এছাড়াও গাছে ফলন বেশি ও গাছের জীবন দীর্ঘ হয়। ফলে এই অঞ্চলে মালচিং পদ্ধতি জনপ্রিয়তা পাচ্ছে।
মিরজাগঞ্জ এলাকার কৃষক নুর ইসলাম জানান- জমির মাটিতে জৈব ও রাসায়নিক সারের মিশ্রন করে বেড তৈরী করি। তারপর সেখানে মালচিং পেপার ব্যবহার করে তাতে ছিদ্র করে মরিচের চারা রোপন করা হয়। এছাড়াও জমিতে আগাছা নেই, গাছের রোগবালাই নেই। তিনি আশা করেন ফলন বেশি হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম বলেন সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় ডোমার উপজেলার অনেক কৃষক মালচিং পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত হয়েছে। কৃষকরা লাভবান হচ্ছেন। অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।

চিলাহাটি প্রেসক্লাব আগামী দিনে কার হাতে

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 14, 2024 | 5/14/2024 12:24:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী এলাকার চিলাহাটি প্রেসক্লাবের নির্বাচন আগামী ১৮ই মে।
এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন হাড্ডাহাড্ডি লড়াই করছেন। কে হবে আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে জনমনে গুঞ্জন শোনা যাচ্ছে।
সভাপতি পদে লড়ছেন দৈনিক নয়া দিগন্তের ডোমার প্রতিনিধি চিলাহাটির সাংবাদিকের গুরু এবং চিলাহাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু।
বাকি ৩ জন হলেন- সাবেক সহ: সভাপতি দৈনিক আলোকিত সকাল এর প্রতিনিধি ওহাবুল হক। যিনি সাংবাদিকতার পাশাপাশি চিলাহাটি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতিও।সাবেক সহ: সভাপতি এ.আই.পলাশ। যিনি দীর্ঘদিন থেকে দৈনিক যুগের আলো পত্রিকায় সাংবাদিকতা করছেন। সাবেক সহ:সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। যিনি দৈনিক দেশের পত্র, আমাদের অর্থনীতি ও অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এ কাজ করছেন। 
সাধারণ সম্পাদক পদে ২ জন লড়ছেন। যারা হলেন- দৈনিক আজকালের খবর পত্রিকার চিলাহাটি প্রতিনিধি এবং অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়া)। তিনি পরপর দুইবার চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
অপর আরেক প্রার্থী হলেন সাবেক সাধারণ সম্পাদক দৈনিক খবর পত্র পত্রিকার চিলাহাটি প্রতিনিধি আশরাফুল হক কাজল। তিনি সাংবাদিকতার পাশাপাশি লুনা স্টুডিওর পরিচালক। জনমনে গুঞ্জন উঠেছে কে হবে আগামী দিনের প্রেসক্লাবের কর্ণধর। প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে নতুনের আগমন ঘটুক এ প্রত্যাশা সুধী মহলের।

মা


























মা 

 কলমেঃ সালমা বেগম

 "! মা !" কথাটি মিষ্টি অতি,
সৃষ্টি কর্তার দান।
মায়ের নামটি মুখে নিলে,
শীতল হয় প্রান। 
 !"মা!"গো তুমি মমতার প্রতীক, 
স্নেহ মায়ায় ঘেরা। 
পবিত্রময় শব্দ তুুমি, 
সবার চেয়ে সেরা।
তোমার জন্য! "মা!"গো আমি,
দেখলাম যে এই বিশ্ব। 
একটু কস্ট পেলে! "মা!"গো,
হয়ে যাই যে নি:স্ব।
!"মা!"গো তুুমি মমতাময়ী,
আলোর মহিমা। 
মনের মাঝে লুকিয়ে থাকা,
ভালোবাসার প্রতিমা। 
 !"মা!"গো তুমি সুখে দু:খে,
 থাকো যদি পাশে।
তোমার ছোঁয়ায় পরশ মেলে,
শান্তির ঘুম যে আসে।
!"মা!"গো তোমার পায়ের নীচে, 
স্বর্গ আছে দেওয়া।
তোমার মন'টি পেলে" ! মা!"গো, 
 স্বর্গ হবে পাওয়া।

উলিপুরে বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচলা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, May 13, 2024 | 5/13/2024 11:47:00 PM

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১২ মে) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আতাউর রহমান। এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মণ প্রমুখ।

অধিগ্রহণকৃত জমির মুল্য পরিশোধ না করে স্থাপনা উচ্ছেদ রাস্তার কাজ শুরু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীত করণের লক্ষ্যে জেলার পলাশবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র নুনিয়াগাড়ি মৌজার অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করে জোর পূর্বক উচ্ছেদ অভিযান করে রাস্তার কাজ শুরু করায় হতাশা প্রকাশ করছেন ভুক্তভোগীরা। উল্লেখ্য (৩১ মার্চ) পলাশবাড়ী চৌমাথা মোড়ে নুনীয়াগাড়ী মৌজার ক্ষতিগ্রস্ত ভূমির মালিক গন দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার নিমিত্তে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। 
মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা বলেন, যথারীতি নিয়মমাফিক আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় টাকার জন্য ঘুরে কোনো ফল মিলছে না। দেই-দিচ্ছি বলে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তারা আরও বলেন, অনেক জমি মালিকের সবটুকু জমিসহ স্থাপনা অধিগ্রহণ করা হয়েছে। আজ তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। তারা আজ মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় অধিগ্রহণকৃত জমির মালিকগন ক্ষতিপূরণের টাকা প্রাপ্তির লক্ষ্যে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। অন্যথায় সরকার নির্ধারিত টাকা আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনসহ মহাসড়কে চলমান কাজ বন্ধের হুমকি দেন তারা। মানব বন্ধনের অভিযোগের ভিত্তিতে গনমাধ্যম কর্মীরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট বিষয়টি দৃষ্টি গোচর করলে দু মাসের মধ্যে সকল সমস্যা সমাধান করবেন বলে জানান কিন্তু প্রায় দু মাস হতে চললেও ক্ষতিপুরণের পাওনার কোন আশানুরূপ অগ্রগতি না হওয়ায় এরিমধ্য আবারো ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা মিশ্র প্রতিক্রিয়া ও হতাশা প্রকাশ করে জেলা প্রশাসক মহোদয় কে বিষয় টি দ্রুত আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন অন্যথায় পুনরায় মানব বন্ধন সহ কঠোর তম আন্দোলনে যাবেন ক্ষতিগ্রস্ত অধিগ্রহণ কৃত জমির মালিকগন।

ডিমলায় ৯ম শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষন : আটক দুই

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের পঁচারহাট গ্রামের মেয়ে ও ডিমলা টেকনিক্যাল (বিএসআই) স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী (১৪) কে উপজেলা সদরের (শীব মন্দির) পাড়া এলাকার শ্রী কৈলাশ দাস ওরফে মঙ্গলুর বাড়ীর একটি শয়ন ঘরে নিয়ে গিয়ে শ্রী কৈলাশ দাস মঙ্গুর ছেলে শ্রী প্রমিত দাস (১৭), ডাঙ্গারহাট গ্রামের রোস্তম আলীর ছেলে মোঃ আদিল শাহারিয়ার (১৭) ও বাবুরহাট গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মোঃ সাইদুজ্জামান সৈকত(১৭) মিলে জোর পূর্বক ধর্ষন করে এবং মোবাইলে ধর্ষনের ভিডিও চিত্র ধারন করে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর বাবা তিনজনকে আসামী করে ডিমলা থানার ধর্ষন মামলা দায়ের করেন। ডিমলা থানা ও এজাহার সুত্রে জানাযায়, এজাহার নামীয় ১ নং আসামী শ্রী প্রমিত দাস দির্ঘদিন যাবত প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে বিরক্ত ও উত্ত্যক্ত করে আসছিলো। ওই ছাত্রী তার প্রস্তাবে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে এজাহার নামীয় আসামীগণ গত (১১মে শনিবার) প্রতি দিনের ন্যায় ছাত্রী বিদ্যালয়ের ক্লাশ শেষে ওই বিদ্যালয়েই প্রাইভেট শেষ করে বাড়ী ফেরার পথে ডিমলা স্টারল্যান্ড স্কুলের সামনে পৌছালে পূর্বহতে ওতপেতে থাকা আসামীগণ তার পথরোধ করে ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে ডিমলা ফজিলাতুন্নেছা স্কুলের পিছনে পরিত্যাক্ত একটি টয়লেটের পার্শ্বে নিয়ে গিয়ে কু-প্রস্তাব দেয়। ছাত্রীটি তাদের কু-প্রস্তাবে রাজি না হলে আসামী সাইদুজ্জামান সৈকত ছাত্রীকে জোর পূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানী করে এবং অপর ২ নং আসামী ভিডিও চিত্র ধারন করে। এবং আসামীগণ ওই ছাত্রীকে তাদের প্রস্তাবে রাজি না হলে ধারনকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে। পরবর্তিতে ১ ও ২ নং আসামী ১নং আসামী শ্রী প্রমিত দাসের বাড়ীর একটি শয়ন ঘরে নিয়ে গিয়ে গণধর্ষন করে। এবং ২নং আসামী ঘরের বাহির হতে জানালা দিয়ে ধর্ষনের ভিডিও চিত্র ধারন করে। এ ব্যাপারে ডিমলা থানার ওসি দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার পিতার অভিযোগের ভিত্তিতে এজাহার নামীয় ২ নং আসামী আদিল শাহারিয়ার ও ৩নং আসামী সাইদুজ্জামান সৈকতকে গ্রেফতার করে সোমবার নীলফামারী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং অপর আসামীকে গ্রেফতারে চেষ্ট অব্যাহত রয়েছে।