উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আতাউর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মণ প্রমুখ।