Showing posts with label ঠাকুরগাঁও. Show all posts
Showing posts with label ঠাকুরগাঁও. Show all posts

পীরগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 12, 2024 | 5/12/2024 06:35:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে রবিবার বিকেলে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। মায়ের গুরুত্ব ও বিশ্ব মা দিবসের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ মুন্নি আক্তার, দৈনিক জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ নিজস্ব সংবাদদাতা মোঃ মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মোঃ আশরাফ আলী, মোঃ মনজুর আলম, মোছাঃ ফেন্সি বেগম, সুবিধাভোগী ফরিদা পারভীন, উপকার ভোগী সুরাইয়া বেগম প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ (২০২৪) উপলক্ষে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজন করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়ন করেন। মানবদেহে পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ ও তথ্য বহুল আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।
অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক আলোচনায় অংশ নেয় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান (সোহান) প্রমুখ। ওই সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী মাইজুল হক, সেক্রেটারি ইন্সপেক্টর বকুল, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, May 10, 2024 | 5/10/2024 11:49:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পুষ্টির চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে, “রিয়েক্টস-ইন প্রজেক্ট” এর হারভেস্ট প্লাস এবং ওয়ার্ল্ড ভিশন (কানাডা)’র বাস্তবায়নে বৃহস্পতিবার সদর উপজেলার লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত কর্মশালায় আরডিআরএস বড়গাঁও ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইএসডিও’র ফোকাল পার্সন কৃষিবিদ আশরাফুল ইসলাম, সংশ্লিষ্ট প্রজেক্ট ম্যানেজার কামরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী ও প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন। বক্তারা জিংক ধান কি, এর উপকারিতা, জিংকের অভাবজনিত লক্ষণ এবং জিংক চালের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, April 28, 2024 | 4/28/2024 11:47:00 PM

মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও: “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়, নানান আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস দীন ব্যাপী পালন করা হয়েছে। 
ঠাকুরগাঁওয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৪ দিন ব্যাপী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেলুন উড়িয়ে আজ রবিবার সকালে জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ সাইফুজ্জামান হিরো এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বিভিন্ন সরকারি কর্মকতার্/কর্মচারিগণ এবং জেলা আইনজীবীগণ সহ লিগ্যাল এইড থেকে উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে সারাদিন ব্যাপী জনসাধারণের জন্য লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আইনি সুরক্ষা কর্মসূচীসহ সাতটি স্টলে সকলের জন্য উম্মুক্তভাবে এ সেবাগুলো প্রদান করা হয়।

পীরগঞ্জে মাদক সহ ২ জন গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 24, 2024 | 4/24/2024 02:22:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বুধবার সকালে ও মঙ্গলবার রাতে পুলিশ পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে। ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও সঙ্গীয় ফোর্স পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় ঢাকাগামী রাহবার কোচের যাত্রী বাদল (৩৫) কে ২২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বুধবার সকালে কোচ থেকে তাকে গ্রেফতার করেন। অপর দিকে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম এর নির্দেশে এসআই আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাতে দস্তমপুর গ্রামের মাদক ব্যবসায়ী ওসমান গনি (২৬) কে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেন। মাদক বহনকারী ওসমান গনির মোটর সাইকেলটি পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে বুধবার পীরগঞ্জ থানায় মাদক আইনে ২টি মামলা হয়েছে। গ্রেফতার কৃতদের ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পীরগঞ্জে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, April 4, 2024 | 4/04/2024 08:41:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।
আজ বৃস্পতিবার সকালে জন প্রতি ৩ হাজার টাকা চেক ও (এক বান্ডিল) করে উন্নত মানের ঢেউটিন বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম, পৌর মেয়ার বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ডায়াবেটিশ হাসপাতাল প্রতিষ্ঠাতা অধ্যাপক ফয়জুল ইসলাম, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সংবাদ কর্মী, সুবিধা ভোগী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৩৮টি পরিবার চেক ও ঢেউটিন পেয়ে তারা খুব খুশি হয়েছেন।

বাউ মুরগি পালনে স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের নারীরা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 11:31:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি; শিল্পায়নে অনুন্নত ও কৃষিতে স্বনির্ভর দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। কৃষিপ্রধান হওয়ায় তাই এ জেলার মানুষের আয়ের মূল উৎস কৃষি ও গবাদি পশু পাখি পালন। আর অর্থকরী এ কাজে পুরুষের তুলনায় পিছিয়ে নেই এখানকার নারীরাও।
পুরুষদের সাথে সমান তালে কাজ করে অর্থনীতিতে স্বাবলম্বী হচ্ছেন তারা। কিছু ক্ষেত্রে পুরুষদের চেয়েও অর্থনীতিতে বেশি অবদান রাখছেন এ অঞ্চলের নারীরা। এবার বাউ জাতের মুরগি পালনে অর্থীকভাবে স্বাবলম্বি হয়ে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। আর তাদের এ কাজে সহযোগীতা করছে ইএসডিও নামের একটি বেসরকারী সাহায্য সংস্থা। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ইএসডিও নিরাপদ মাংস উৎপাদনের লক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ জন নারীকে প্রশিক্ষণের মাধ্যমে ১৫০ টি করে প্রায় ৩ হাজার নতুন এ জাতের মুরগির বাচ্চা এবং মুরগির ঘর বানানোর জন্য আর্থিক সহায়তা দেয়। জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সুত্রমতে, বাউ মুরগি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ কর্তৃক উদ্ভাবিত মাংসের জন্য মুরগি,যার মাংসের স্বাদ দেশীয় মুরগির মত। বাউ মুরগি ৪৫ দিনেই প্রায় ১ কেজি হয়ে থাকে। এ মুরগি প্রতিপালন হয় খামারে এবং বৃদ্ধি ব্রয়লারের মত। এ মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা সোনালী ও ব্রয়লারের চেয়ে বেশি তবে এর মৃত্যুহার নেই বললেই চলে। এ জাতের মুরগির খাদ্যে রুপান্তর দক্ষতার অনুপাত ২:১ অর্থাৎ বাউ মুরগি ২ কেজি খাদ্য খেয়ে ১ কেজি মাংস উৎপাদন করতে পারে। শাকিলা আক্তার নামের বাউ মুরগির খামারি জানান, আমি আগে বাসার কাজেই ব্যস্ত থাকতাম। স্বামীর যে আয় তাতে সংসার চালাতে বেশ বেগ পেতে হত। আমি ইএসডিও থেকে এ মুরগির বাচ্চা ও ঘর তৈরীর সহযোগীতা পেয়ে এগুলি পালন শুরু করি। আমার প্রতিটি মুরগিই প্রায় ১ কেচির বেশি হয়ে যাওয়ায় মোটামোটি বিক্রি শুরু করেছি। আমি প্রতিটি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। এতে আমার সংসারে একটি বাড়তি আয়ের উৎস তৈরী হয়েছে। আগামীতে আমি আরো বড় পরিসরে এ মুরগি পালনের প্রস্তুতি নিয়েছি। 
সেলিনা নামের অপর এক নারী খামারি জানান, আমার স্বামীও আমার এ কাজে যথেষ্ট সহযোগীতা করে। আর্থিকভাবে উন্নতি হচ্ছি বলেই স্বামি এ সহযোগীতা করছে। আমার মুরগি গুলি পাইকাররা এসে বাসা থেকে নিয়ে গেছে এবং এতে আমি বেশ লাভবান হয়েছি। এ মুরগির নষ্ট হবার বা মারা যাবার ভয় নেই। এছাড়াও আমাদের স্থানীয় বাজারে এর যে চাহিদা তৈরী হয়েছে তাই আবারো বড় আকারে এ মুরগির খামার করবো আমি। শাকিলা,সেলিনা বা স্বপ্নার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এ মুরগি পালনে আগ্রহ প্রকাশ করেছে স্থানীয় নারীরা। তারা বলেন, আমরা নিজ চোখেই দেখলাম মাত্র দেড় মাসের মধ্যে এ মুরগির খামার করে কিভাবে সংসারে বাড়তি আয়ের ব্যবস্থা করা যায়। আমরাও ইএসডিও থেকে প্রশিক্ষণ নিয়ে এ মুরগি পালন করবো। 
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায় জানান, বাউ জাতের মুরগিটা বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ থেকে উদভাবিত একটি নতুন জাতের মুরগি । এ মুরগি দেখতে ও স্বাদে হুবহু দেশি মুরগির মতই, কিন্তু এর গ্রোথ বা বাড়ার হার বেশি এবং এর রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক বেশি। আমাদের দেশে এ মুহুর্তে যে সোনালী মুরগি নামের যে মুরগিটির প্রচলন বেশি এর চেয়েও বাউ জাতের মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি। আমরা বিভিন্ন সেমিনার বা সভায় এ মুরগি পালনের প্রচারনা চালিয়ে যাচ্ছি যাতে খামারিরা লাভবান হয়।

পীরগঞ্জে বিনামূল্যে ৫ হাজার কৃষককের মাঝে সারবীজ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, March 27, 2024 | 3/27/2024 09:16:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়।
আজ বুধবার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে ৫ হাজার কৃষক সারবীজ পেয়ে বেশ খুশি। উপজেলা কৃষি অফিস থেকে উপসী আউস প্রণোদনা হিসেবে প্রতি কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, ডিএন ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ ও ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাংবাদিক মোশাররফ হোসেন, আবুল হাসানাত, বিষ্ণুপদ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে পঙ্কজ কুমার, আব্দুর রহিম, মোফাজ্জল হক, কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্বাধীনতার ৫৩ বছরেও শহীদ জায়ারা দিনাতিপাত করছেন ভিক্ষাবৃত্তি করে

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 26, 2024 | 3/26/2024 11:47:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : দেশ স্বাধীনের ৫৩ বছরেও ঠাকুরগাঁওয়ের শহীদ জায়াদের খবর রাখেনি কেউ। বৃদ্ধ বয়সে তারা আজও কাজ করে চলেছেন জীবীকার তাগিদে। কেউ করছেন অন্যের বাড়িতে ঝি এর কাজ আবার কেউ দিনাতিপাত করছেন ভিক্ষাবৃত্তি করে। থাকছেন ভাঙ্গা বাড়িতে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না অনেকে। মানবেতর জীবন যাপনের এমন চিত্রের দেখা মেলে মহান মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁওয়ের বেঁচে থাকা অর্ধশত শহীদ জায়াদের পরিবারে। মহান মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার শহীদের পরিচয় পাওয়া গেছে। ৪২ টি স্থানে গণহত্যা সংঘঠিত হলেও উল্লেখযোগ্য সদরের জাঠিভাঙ্গা। যেখানে একই স্থানে প্রায় আড়াই হাজার মানুষকে হত্যা করা হয়। সেই সময় মাইকিং করে ভারতে পাঠানোর কথা বলে নিরীহ বাঙ্গালিদের শুকানপুকুরি ইউনিয়নের জাঠিভাঙ্গা এলাকায় পাথরাজ নদীর তীরে একত্রিত করে রাজাকার আলবদর বাহিনীর সদস্যরা। পরে নারী ও শিশুদের চোখের সামনে ব্রাশ ফায়ার করে ও কুপিয়ে হত্যা করা হয় পুরুষ ও যুবকদের। দেশ স্বাধীনের পরে স্বামী হারানো জায়ারা বাবা হারানো শিশুদের নিয়ে জীবন সংগ্রাম শুরু করেন। ঠাকুরগাঁও সদর উপজেলার চকহলদি ও জগন্নাথপুর এলাকায় অর্ধশত শহীদ জায়া এখনও চালিয়ে যাচ্ছেন সে সংগ্রাম। র্দীঘদিনেও তাদের সরকারি ভাবে সহায়তা না করায় হতাশ তারা। ঠাকুরগাঁওয়ের গণহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর ট্রাস্টের গবেষক ফারজানা হক বলেন, ঠাকুরগাঁও সদরের চকহলদী এলাকায় বিধবা পল্লীতে জাঠিভাঙ্গা গণহত্যায় শহীদদের প্রায় ৫০ জন বিধবা এখনও বেঁচে আছেন, তারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। স্বাধীনতার ৫ দশক পড়ে এসেও এই বিধবারা কোথাও সরকারি বা বেসরকারি কোন সহায়তা পাননি তা ভাবতেই অবাক লাগে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে শহীদ জায়াদের জন্যে যেসব প্রতিশ্রুতি রয়েছে, তার বাস্তবায়ন আদও হয়নি এখানে। জেলা প্রশাসক মাহবুবর রহমান জানান, আমাদের এসব তথ্য জানা ছিলনা। দেশের জন্যে যারা জীবন দিয়েছে তাদের জায়াদের এমন অবস্থা সত্যিই মেনে নেওয়ার মত না। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দ্রুত সহযোগীতার ব্যবস্থা করছি এবং শহীদ বিধবাদের জন্য সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।

ঠাকুরগাওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 21, 2024 | 3/21/2024 08:52:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু (১২) ও কাওসার আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চন্ডিপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজু গড়েয়া চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও নিহত কাওসার আলী ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং তারা চাচাতো ভাই ছিলো বলে তথ্য পাওয়া যায়। নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার বেলা প্রায় ১১ টা থেকে নিখোঁজ ছিলো তারা।
অনেক খোজা খুজির পর পাওয়া না গেলে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোহাম্মদ সারোয়ার হোসেন।

পীরগঞ্জে বন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ বন বিভাগের বিট অফিসে সামাজিক বন বিভাগের সার্বিক উন্নয়নে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সামাজিক বন বিভাগ দিনাজপুর কর্তৃপক্ষ এর আয়োজনে “ফ্যাসিবিলিটি স্টাডি ফর ফরেস্ট সিস্টেম কনজারভেশন এন্ড ইকো টুরিজম ডেভলপমেন্ট অব গ্রেটার দিনাজপুর এন্ড রংপুর রিজিয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সামাজিক বন ও বন বিভাগের উন্নয়নে কর্মশালায় বিভিন্ন প্রস্তাবণা ও সুপারিশ গৃহিত হয়। ওই সময় সামাজিক বন বিভাগ দিনাজপুর ও ঠাকুরগাঁও সহকারী বন সংরক্ষক অফিসার নূরুন্নাহার, ঠাকুরগাঁও ফরেস্ট রেঞ্জার ও রেঞ্চ অফিসার তাছলিমা খাতুন, সিনিয়র মৎস্য অফিসার খালেদ মোশারফ, প্রাণী সম্পদ অফিসার ডাঃ রনজিত কুমার সিংহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, ৫নং সৈয়দপুর ইউ’পি চেয়ারম্যান বিবেকানন্দ রায়, বিট অফিসার শাহাজাহান, জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা নিজস্ব সংবাদদাতা মোশাররফ হোসেন, স্থানীয় গন্যমান্য সুবিধা ভোগী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 18, 2024 | 3/18/2024 11:36:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ লাখ টাকারও বেশি মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া গ্রামের রাবিনুর রহমানের বাসা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন রাবিনুর রহমান। বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে পাড়িয়া ইউনিয়নের রাবিনুর রহমানের বাসায় অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। এসময় তার বসতবাড়ি থেকে ৪০৫পিচ এ্যাম্পোল ইঞ্জেশন, ৩শ পিচ ট্যাপনেটাডল ট্যাবলেট,২০৪ পিস দিলখুশ ট্যাবলেট, ১১০টি নিউরোবিওন ইঞ্জেকশন, ৩ হাজার ৬শ পিস ডেক্সমেথাসন ট্যাবলেট, ১টি পুরাতন বাটন মোবাইল ফোন, ইন্ডিয়ান রুপি সহ মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৯৭ হাজার ১শ' টাকা। 
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। দ্রুতই এর সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

পীরগঞ্জে পিতার অভিযোগে পুত্রের কারাদন্ড

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 12, 2024 | 3/12/2024 10:53:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পিতার অভিযোগে পুত্রের ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
পৌর এলাকার রঘুনাথপুর মহল্লার কলা ব্যবসায়ী নজরুল ইসলাম এর পুত্র রুবেল (৩০) দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে পিতা-মাতা ও পরিবারের সদস্যদের মারপিট করা সহ নির্যাতন করত। অতিষ্ট হয়ে নজরুর ইসলাম তার পুত্র রুবেলের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ করেন। পুলিশ রুবেলকে আটক করে সোমবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলমের ভ্রাম্যমান আদালতে হাজির করেন। আসামী রুবেল মাদক সেবন করা ও পিতা মাতাকে নির্যাতন করার বিষয়টি স্বেচ্ছায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের ওই বিচারক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পীরগঞ্জে মাদক উদ্ধার : গ্রেফতার-১

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 10, 2024 | 3/10/2024 09:12:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক সহ এক কারবারীকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের খামার সেনুয়া মহল্লায় থানা সেকেন্ড অফিসার এস.আই হালিম, এস.আই রতন, এস.আই হামিদুল, এস.আই মিরাজ ও সঙ্গীয় ফোর্স জহির উদ্দীন মাষ্টারের বাড়ির সামনে কাচা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক কারবারি হামিদুল ইসলাম (৪৫) কে আটক করে।
ওই সময় তার কাছ থেকে পুলিশ ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৩ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ওই দিন রাতে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পীরগঞ্জ থানায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 4, 2024 | 3/04/2024 10:21:00 PM

শেখ সমসের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় সোমবার দুপুর ১২টায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
প্রতি বছর ফাল্গুন ও চৈত্র মাস এলেই অগ্নি কান্ডের ঘটনা বাড়ে। মানব সৃষ্ট অগ্নিকান্ড অল্প সময়ের মধ্যে নির্বাপণ করার বিভিন্ন কলা কৌশল শেখানো হয় মহড়ায়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কতৃর্পক্ষ এর আয়োজন করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম, ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী, থানা সেকেন্ড অফিসার এস.আই মোঃ হালিম সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং গ্রাম্য পুলিশ বাহিনীও প্রশিক্ষণ অংশ নেয়।
ফলে অগ্নিকান্ড ঘটলে দ্রুত তা নিভিয়ে দেওয়ার যে কৌশল শিখেছেন তা বাস্তবে প্রয়োগ করা হলে জনগণ এর সুফল পাবে বলে সুশীল সমাজ মনে করেন। পীরগঞ্জ থানায় পুলিশ বাহিনীর সদস্যরা সফল ভাবে এর প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ বা মহড়া চলাকালীন সময়ে পুলিশ বাহিনী, গ্রাম্য পুলিশ বাহিনীর পাশাপাশি স্থানীয় লোকজনও কৌশল শিখেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষে অগ্নি নির্বাপন মহড়ায় কৌশল শেখান লিডার শওকত হোসেন।

পীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, March 1, 2024 | 3/01/2024 08:11:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী ও প্রশাসনের লোকজন মিলে শহরে বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন করেন।
বীমার সুফল সম্পর্কে জনগণকে অবহিত করণ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীমা শ্লিপের উন্নয়ন এবং সুবিধা ভোগীদের স্বার্থ সংরক্ষন সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আলোচনা সভার সভাপতি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম।
অন্যান্যের মধ্যে বীমা কর্তৃপক্ষ মাজেদুর রহমান, মামুনুর রশীদ, দৈনিক জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মোশাররফ হোসেন ও অন্যান্যরা।

পীরগঞ্জে ১৩ জুয়ারু ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, February 11, 2024 | 2/11/2024 02:42:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া এলাকা থেকে ১৩ জন জুয়ারু ও ১ জন মাদক কারবারী কে গ্রেফতার করেছে।
পীরগঞ্জ থানার এস.আই রতন, মিরাজ, সজল বসাক ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শুক্রবার রাতে ১৩ জুয়ারু ও ১ মাদক কারবারীকে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোট ১৪ জন কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- সেনুয়া গ্রামের হুমায়ুন আলী (২৪), সুরুজ আলী (২৫), জসিম উদ্দীন (২৪), রতন কুমার (৪৮), সাদেকুল ইসলাম (৪০), নুরজামাল (৪০), মশিউর রহমান (৩৬), তালেব (৪৮), শামসুল হক (৫৬), চৈতু (৩৭), দুলাল হোসেন (২৮), এনতাজুল (৩৮), বসির উদ্দীন (৫২) ও মাদক কারবারী সুজন (৩৫)। গ্রেফতারকৃত দের কে শনিবার ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পীরগঞ্জে সংসদ সদস্যকে গণসংবর্ধনা

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 10, 2024 | 2/10/2024 12:44:00 AM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হফিজ উদ্দিন আহম্মেদকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। 
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি এ গণসংবর্ধনার আয়োজন করেন। শুক্রবার বিকেল ৩ টায় হাফিজ উদ্দিন আহম্মেদ এর বাণিজ্যিক কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ওই সময় পীরগঞ্জ ও রাণীশংকৈল দুই উপজেলার জাতীয় পার্টির নেতা-কর্মী সহ সামাজিক, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে গণ সংবর্ধনা দেওয়া হয়। তিনি ৫ বারের সংসদ সদস্য, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান সহ রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন তার কর্মময় জীবনে।

পীরগঞ্জে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ভাষা শহীদ স্মরণে পৌর ওর্য়াড ও ইউনিয়ন ভিত্তিক ১ মাস ব্যাপি টি-২০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার উদ্ধোধন করা হয়। 
সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ পীরগঞ্জ জগথা শান্তিবাগ মাঠে এর উদ্ধোধন করেন। ওই সময় বিএনপির সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, আওয়ামীলীগ নেতা যথাক্রমে শামীমুজ্জামান জুয়েল, মোজাহারুল ইসলাম (মোজাহার), খোরশেদ আলম মোল্লা, রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সবুর আলম, ছাত্রলীগ সভাপতি তানভির রহমান মিঠু ও খেলা কমিটির সাথে সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 29, 2024 | 1/29/2024 11:28:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও নয়ারহাট এলাকায় বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী রবিবার বিকেলে মানববন্ধন করেছে।
জানা গেছে, বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলম ও ম্যানেজিং কমিটির লোকজন শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মনীতিকে অমান্য করে ৩ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়োগ দিয়েছেন। মোটা অংকের টাকা নিয়ে নিয়োগ বাণিজ্য করায় এলাকাবাসী ক্ষোভে মানববন্ধন করেন। এলাকাবাসীর পাশাপাশি গত ১৫ দিন ধরে ওই স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের কে পাঠদান থেকে বিরত রেখেছে। ফলে, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে বলে জানা গেছে। 
রবিবার পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহিরুল হক অভিযোগ গুলোর সত্যতা যাচাই করার জন্যে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও ম্যানেজিং কমিটির লোকজনের সাথে রবিবার বিকেল ৩ টায় স্কুল কক্ষে আলোচনা করেন। তবে বিষয়টি সমাধান হয়নি। আরো সময় লাগবে বলে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ এ প্রতিনিধিকে জানান।