Showing posts with label ঠাকুরগাঁও. Show all posts
Showing posts with label ঠাকুরগাঁও. Show all posts

পীরগঞ্জে উন্নত পাট বীজ উৎপাদনে চাষী প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, July 17, 2024 | 7/17/2024 04:17:00 PM

শেখ সমশের আলী, (পীরগঞ্জ) ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিন ব্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
৭৫ জন নারী পুরুষ (পাট চাষী) এ প্রশিক্ষণে অংশ নেয়। “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ” এই স্লোগান কে অনুসরণ করে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কর্তৃপক্ষ এ প্রশিক্ষণের আয়োজন করেন।
প্রশিক্ষক হিসেবে পাট চাষীদের উন্নত প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন অফিসার অসীম কুমার মালাকার, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আলমগীর হোসেন, পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হরি রায়, উপ-সহকারী পাট কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।

পীরগঞ্জে স্মরণ সভায় রাশেদ খান মেনন এমপি

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, July 14, 2024 | 7/14/2024 02:42:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) প্রতিনিধি : ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা কমরেড শহীদুল্লাহ শহীদ (৭৫) এর মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার মত নয়। তিনি ছিলেন দলের নিবেদিত প্রাণ। তিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ওয়াকার্র্স পার্টিকে অনেক দুর এগিয়ে নিয়েছেন। তৃণমূল পযার্য়ের নেতাকমীর্রা তাকে অনেক ভালোবাসতেন। তিনি ছিলেন বিশ^স্ত, সৎ ও প্রতিবাদী নেতা। শনিবার পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে শোক ও স্মারণ সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। নেতাকমীর্রা তার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা, বৃক্ষরোপন করা ও অন্যান্য কর্মসূচী পালন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— ওয়াকার্র্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও জেলা ওয়াকার্র্স পার্টির সভাপতি, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি কমরেড অধ্যাপক ইয়াসিন আলী, ওয়াকার্র্স পার্টির নেতা ডিএন ডিগ্রী কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, কমরেড আবু জাহেদ মুহাঃ ইবনুল ইকরাম জুয়েল, এ্যাডভোকেট আবু সায়েম, সমির শাহজাহান প্রভাত সহ ৫ শতাধিক নেতাকমীর্ উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, July 13, 2024 | 7/13/2024 10:25:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বর্তমান সরকার জনগনকে শতভাগ স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে নানামুখি পদক্ষেপ নিয়েছে। ইউনিয়ন পর্যায়ে ও গ্রামে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। সেখান থেকে প্রতিদিন অসংখ্যা মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনেক ডাক্তার পোস্টিং দেওয়া হয়েছে। ডাক্তারদের অভিজ্ঞ করে তুলার লক্ষ্যে নানা রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীরা হাসপাতাল গুলো থেকে বিনা মূল্যে ঔষধ পাচ্ছেন।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা শেখ হাসিনা বাংলাদেশের সব শ্রেণীর মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করা, বড় বড় হাসপাতাল নিমার্ণ, দক্ষ জনবল নিয়োগ দেওয়া সহ নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছেন।
যা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জে বিশ শয্যা ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন কালে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন এসব কথা বলেন।
এ উপলক্ষ্যে ডায়াবেটিস হাসপাতাল চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন— স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন, ঠাকুরগাঁও ৩ আসন সংসদ সদস্য ডায়াবেটিস ও জেনারেল হাসপাতাল সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ, ডায়াবেটিস সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এ.কে আজাদ খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাঃ এ.বি.এম খুরশীদ আলম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, অধ্যাপক ডাঃ এম.এ রশিদ, ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক ফইজুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার রমিজ আলম, পীরগঞ্জ স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, সহকারী কমিশনার ভূমি এম.এন. ইশফাকুল কবীর, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পুলিশের উর্দ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সংবাদ কমীর্ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী দুপুর ২ ঘটিকায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সিজারিয়ান কার্যক্রম বন্ধ থাকায় তা দ্রুত চালু করার প্রতিশ্রম্নতি দেওয়া সহ হাসপাতালে যাবতীয় সমস্যা সমাধান করবেন বলে জানান।

পীরগঞ্জে ফেন্সিডিল ও ইনজেকশন উদ্ধার : গ্রেফতার— ২

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, July 7, 2024 | 7/07/2024 11:28:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বাসির পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে রোববার ভোরে এক মাদক কারবারী কে গ্রেফতার করা হয়। অপর দিকে ঠাকুরগাঁও ডিবি পুলিশ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার মাদক কারবারী বাবুল ওরফে ঠুটা বাবুল কে মাদক সহ গ্রেফতার করেন। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খায়রুল আনামের নেতৃত্বে এস.আই হালিম, এস.আই সজল, এস.আই আশরাফুল, এস.আই মিরাজ, এস.আই সবুজ চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্স ওই গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী ইউসুফ আলী ওরফে মিঠুন (২৮) কে সু—কৌশলে গ্রেফতার করেন। ওই সময় তার কাছ থেকে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। গ্রেফতারের সময় পুলিশ তার কাছ থেকে মাদক বিক্রয়ের ৫ হাজার ১শ টাকা জব্দ করেন। অপর দিকে ঠাকুরগাঁও ডিবি পুলিশ ওই দিন অভিযান চালিয়ে, সাগুনি ব্রিজের উত্তর পার্শ্বে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ঠুটা বাবুল এর কাছ থেকে ৯০ পিচ নেশাদ্রব ইনজেকশন উদ্ধার করেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মাদক আইনে ২টি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

৪২ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 29, 2024 | 6/29/2024 11:49:00 PM

আহসান হাবিব, ঠাকুরগাঁও : রোববার সকাল থেকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা। রাত পোহালেই পরীক্ষার্থীদের বসতে হবে পরীক্ষার হলে। সব পরীক্ষার্থীরা যখন ব্যস্ত সময় পার করছে বইয়ে শেষ নজর টুকু দিতে, ঠিক সে সময়ে ঠাকুরগাঁও রুহিয়ার ৪২ পরীক্ষার্থী এডমিট কার্ড না পেয়ে ঘুরছে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষা অধিদপ্তরের দ্বারে দ্বারে। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় ৪২ শিক্ষার্থীর কেউ প্রতিষ্ঠান প্রাঙ্গনেই গড়াগড়ি দিয়ে কান্না করছে, কেউ বার বার প্রতিষ্ঠান প্রধানের রুমে দৌড়ে গিয়ে খোঁজ নিচ্ছে প্রবেশপত্রের ব্যাপারে, আবার কেউ কলেজের সামনের রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করেছে। এসময় আরিফ নামেক এক পরীক্ষার্থীর সাথে কথা হলে সে জানায়, রুহিয়া ডিগ্রী কলেজের ল্যাব সহকারী সাবু ইসলামকে আমি সহ ৪২ জন ছাত্রছাত্রী ফরম ফিলাপের টাকা দেই। সে অনুসারে সবার ফরম ফিলাপ হলেও আমাদের ৪২ জনের ফর্ম ফিলাপ হয়নি। এই সময়ে আমাদের সকল বন্ধুরা লেখাপড়া করছে আর আমরা কলেজে ঘুরছি এডমিট কার্ডের জন্য। আমরা যদি অ্যাডমিট কার্ড না পাই তাহলে এই কলেজেই আত্মহত্যা করবো। এ ছাড়া আর কোন রাস্তা নাই। শাহজালাল ও তাপস নামের অপর দুই পরীক্ষার্থীও কলেজের ল্যাব সহকারী সাবু ইসলামকে এবং প্রতিষ্ঠান প্রধানকে অভিযুক্ত করে জানায়, আমাদের জেনারেল শাখার ১১ থেকে ১২ জনের এবং কারিগরি শিক্ষা শাখার(বিএম) এর প্রায় ৩০ জনের প্রবেশপত্র হয়নি। এতগুলি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তারা পারেনা। এতে প্রতিষ্ঠান প্রধানেরও গাফিলতি রয়েছে বলে অঅমরা মনে করি। আমরা আত্মহত্যা করেই তাদের শাস্তি দেবো, আরতো কোন রাস্তা দেখছিনা। রুহিয়া ডিগ্রী কলেজের ল্যাব সহকারী সাবু ইসলামের সাথে কথা বলতে তার বাসায় ও মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। রুহিয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, আমাদের কলেজে পরীক্ষা নিযন্ত্রণ কমিটি রয়েছে। কমিটি যে কয়েকজনের নাম দিয়েছে সেগুলোই আমরা রেজিষ্ট্রেশন করেছি। রুহিয়া ডিগ্রী কলেজের সভাপতি পার্থসারথী সেন জানান,আমরা ইতোমধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের সাথে জেনারেল শাখার শিক্ষার্থীদের বিষয় কথা বলেছি। আশা করি তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে কারিগরি শিক্ষা বোর্ডের বিষয় এখনো কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন কলেজ পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগীতার আশ^াস দিয়ে তিনি বলেন, এই বিষয়ে কলেজের অধ্যক্ষের সাথে আমি কথা বলেছি। যেভাবেই হোক ছাত্রছাত্রীরা যেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টাই আমরা করছি। এছাড়াও এটার সাথে যারা জরিত তাদের যেন ব্যবস্থা নেওয়া হয় সে নির্দেশনাও দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষকে।
শাহজালাল ও তাপস নামের অপর দুই পরীক্ষার্থীও কলেজের ল্যাব সহকারী সাবু ইসলামকে এবং প্রতিষ্ঠান প্রধানকে অভিযুক্ত করে জানায়, আমাদের জেনারেল শাখার ১১ থেকে ১২ জনের এবং কারিগরি শিক্ষা শাখার(বিএম) এর প্রায় ৩০ জনের প্রবেশপত্র হয়নি। এতগুলি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তারা পারেনা। এতে প্রতিষ্ঠান প্রধানেরও গাফিলতি রয়েছে বলে অঅমরা মনে করি। আমরা আত্মহত্যা করেই তাদের শাস্তি দেবো, আরতো কোন রাস্তা দেখছিনা। রুহিয়া ডিগ্রী কলেজের ল্যাব সহকারী সাবু ইসলামের সাথে কথা বলতে তার বাসায় ও মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। রুহিয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, আমাদের কলেজে পরীক্ষা নিযন্ত্রণ কমিটি রয়েছে। কমিটি যে কয়েকজনের নাম দিয়েছে সেগুলোই আমরা রেজিষ্ট্রেশন করেছি। রুহিয়া ডিগ্রী কলেজের সভাপতি পার্থসারথী সেন জানান,আমরা ইতোমধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের সাথে জেনারেল শাখার শিক্ষার্থীদের বিষয় কথা বলেছি। আশা করি তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে কারিগরি শিক্ষা বোর্ডের বিষয় এখনো কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন কলেজ পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগীতার আশ^াস দিয়ে তিনি বলেন, এই বিষয়ে কলেজের অধ্যক্ষের সাথে আমি কথা বলেছি। যেভাবেই হোক ছাত্রছাত্রীরা যেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টাই আমরা করছি। এছাড়াও এটার সাথে যারা জরিত তাদের যেন ব্যবস্থা নেওয়া হয় সে নির্দেশনাও দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষকে।

পীরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ পৌরসভার ২০২৪—২০২৫ অর্থ বছরের ৩৬ তম বাজেট বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক নতুন কর আরোপ ছাড়াই ৫৬ কোটি ৯২ লক্ষ ১২ হাজার ২শ ১৪ টাকার বাজেট ঘোষণা করেন। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে এ বাজেট পৌরবাসীর মঙ্গল বয়ে আনবে বলে অনেকেই মত পোষণ করেন। প্রস্তাবিত বাজেট ঘোষনার সময় পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত বাজেটের উপর পর্যালোচনা ও উন্মুক্ত আলোচনায় অংশ নেয় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা কমরেড নুরুজ্জামান, আওয়ামীলীগ নেতা শাহজাহান, আফতাব উদ্দিন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা, পৌর নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, পৌর কার্যালয় হিসাব রক্ষন কর্মকর্তা রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ চৌধুরী, তোজাম্মেল হক, সাংবাদিক মোশাররফ হোসেন, দীপেন্দ্রনাথ রায় প্রমুখ।
বাজেট ঘোষণা হওয়ার পর আলোচকরা পর্যালোচনা করেন এবং বাজেটের সুফল দিক বেশি থাকায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হককে ধন্যবাদ জানায়।

পীরগঞ্জে লাম্পি স্কিন রোগে ৩ শতাধিক গবাদি পশুর মৃত্যু


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে ব্যাপক হারে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। গত ১৫ দিনে প্রায় ৩ শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। পীরগঞ্জ প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা চিকিৎসা দিলেও গবাদির পশু আরোগ্য লাভ করছে না। বিশেষ করে বড় ও ছোট আকারের গরু এ রোগে আক্রান্ত হলে দ্রুত মারা যাচ্ছে।
এরোগে আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায়। জ্বরের সাথে সাথে নাক, মুখ দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়। দুই পায়ের মাঝে পানি জমে। গবাদির পশুর শরীরের বিভিন্ন জায়গায় চামরা পিন্ড আকৃতি ধারণ করে। লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়।
ক্ষত স্থান থেকে রক্তপাত হওয়ার পাশাপাশি শরীর ফেটে টুকরা মাংসের মত বেড় হয়ে ক্ষত হয়। পাকস্থলী বা মুখের ভিতরে সৃষ্ট ক্ষত হওয়ার কারণে গরু পানি পান করতে অনিহা তৈরি হয় এবং খাদ্য গ্রহণ কমে গিয়ে দ্রুত গবাদি পশুর মৃত্যু হয়।
২১ দিন পর্যন্ত এরোগের ভাইরাস গরুর দেহে থাকে বলে পীরগঞ্জ প্রাণীসম্পদ অধিদপ্তরের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ সোহেল রানা শনিবার এ প্রতিনিধিকে বিষয়গুলো অবগত করেন। এ রোগ ব্যাপক হারে দেখা দেওয়ায় গ্রামের মানুষের মধ্যে আত্মংক দেখা দিয়েছে।

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট উদ্বোধন

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ পৌর শহরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট উদ্বোধন হয়েছে।
উপজেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট বালক (অনুর্ধ—১৭) এর আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার রমিজ আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সমাজ সেবক রেজওয়ানুল হক বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ (পিআইও) জাহাঙ্গীর আলম, ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
২নং কোষারানীগঞ্জ ইউনিয়ন বনাম ১১নং বৈরচুনা ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং কোষারানীগঞ্জ ইউনিয়নকে ৩—০ গোলে বৈরচুনা ইউনিয়ন পরাজিত করেন।

প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎকারী চক্রের বিষয়ে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, June 13, 2024 | 6/13/2024 11:10:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও থেকে: ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতাভুক্ত অসংখ্য প্রতিবন্ধী ভাতা ভোগীদের অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ অপরাধী চক্রের ৩ সদস্য গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও পুলিশ সুপার। 
জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত লিজা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( রাণীশংকৈল) ফারুখ আহাম্মেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, একটি সংঘবদ্ধ ডিজিটাল প্রতারকচক্র বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে প্রতিবন্ধী ভাতা ভোগীদের রক্ষিত ভাতার অর্থ আত্মসাৎ করে নিচ্ছে মর্মে জেলার রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দাখিল হয়। 
জেলা পুলিশের কাছে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মনে হওয়ায় অভিযোগটি ব্যাপকভাবে তদন্ত শুরু করে। এ ঘটনার তদন্তে বিভিন্ন উৎস থেকে তথ্য উপাত্ত ও গোয়েন্দা তথ্য যাচাই বাছাই করে অপরাধের সাথে জড়িত একটি চক্রকে শনাক্ত করা হয়। এর ভিত্তিতে গত ১১ জুন তারিখে ঠাকুরগাঁও জেলা পুলিশের একটি চৌকস টিম গোবিন্দগঞ্জ থানা এলাকাসহ গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ৩ সদস্যকে ডিজিটাল প্রতারনার কাজে ব্যবহৃত মোবাইল ফোন,সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এর কিট, অর্থ লেনদেন এর রেকর্ডপত্র ও সিপিইউ সহ গ্রেফতার করে।

পীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 8, 2024 | 6/08/2024 10:04:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসে শনিবার ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ স্লোগান কে কেন্দ্র করে পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে জনগণের মাঝে সহজেই ও অল্প সময়ের মধ্যে ভূমির নানা রকম সেবা প্রদান করার লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এ উপজেলায় ঘুষ মুক্ত, হয়রানি মুক্ত ও সহজেই জনগণকে বিভিন্ন রকম সেবা প্রদান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন কতৃর্পক্ষ। উপজেলার ৮ জন শ্রেষ্ঠ কর প্রদানকারী কে পুরস্কার দেওয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সহকারী কমিশনার (ভূমি) এন.এম ইশখাকুল কবীর, থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম প্রমুখ।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ৬নং পীরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু রায়হান, পীরগঞ্জ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, জনগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, June 6, 2024 | 6/06/2024 09:46:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ কোর্ট বিল্ডিং চত্বরে বৃহস্পতিবার সকাল ১১টায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।
শনিবার পর্যন্ত মেলা চলমান থাকবে এবং বিভিন্ন প্রজাতির গাছপালা নিয়ে মেলায় ২১টি স্টল স্থাপন করা হয়। এ উপলক্ষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, জাপার ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, কৃষকলীগ নেতা আব্দুল জলিল, থানা ছাত্রলীগ সভাপতি তানভীর রহমান মিঠু প্রমুখ। মেলায় নার্সারীর মালিকরা এ বছর প্রচুর পরিমাণ ফলজ, বনজ, ঔষুধি সহ নানা প্রজাতির গাছের চারা বিক্রয় করার উদ্দেশ্যে এনেছেন। ক্রেতাদের ভিরও রয়েছে স্টল গুলোতে।

পীরগঞ্জ থানায় ৫ মাসে মাদক কারবারীসহ ২৮৬ জন গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 26, 2024 | 5/26/2024 01:48:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : গত ৫ মাসে পীরগঞ্জ থানা পুলিশ ১১৫ মাদক কারবারী সহ ২৮৬ জন অপরাধীকে গ্রেফতার করেছে। মাদক ও বিভিন্ন ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রণে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম নিরলশ ভাবে কাজ করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
তার যোগদানের পর থেকেই পীরগঞ্জ থানায় সেবার মান বেড়েছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করছেন বলে শনিবার পীরগঞ্জ পৌর এলাকার মিত্রবাটি মহল্লার আব্দুল হান্নান হয়রানী মুক্ত পুলিশ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া পীরগঞ্জ থানার চৌকশ পুলিশ স্টাফ ঠাকুরগাঁওয়ের জনবান্ধব পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ও পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনামের বলিষ্ঠ নেতৃত্বে জনগণ কে বিভিন্ন ধরনের পুলিশি সেবা দিচ্ছেন। পীরগঞ্জ থানা সূত্রে জানা যায় ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এ থানায় ১১৫ জন মাদক কারবারী, ১৭১ জন বিভিন্ন মামলার আসামী সহ মোট ২৮৬ জন কে গ্রেফতার করেন। এছাড়া ১৩ জন ভিকটিম কে বিভিন্ন জায়গা থেকে পুলিশ উদ্ধার করেন। এছাড়া ১৬টি নন—এফআইআর প্রসিকিউশন, ২২৭টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি, ২৮টি চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার, ১৭২টি মামলা নিষ্পত্তি করা সহ নানা প্রশংসনীয় কাজ করেছেন পীরগঞ্জ থানা পুলিশ। বর্তমান পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের মানুষ অনেক নিরাপদে রয়েছে।
এ থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট ভাল। ফৌজদারী অপরাধ অনেকাংশে কমে যাওয়ায় মানুষ নিরাপদে রয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম জনগণের সেবা নিশ্চিত করার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয় বলে সুশীল সমাজ ও আম জনতা মনে করেন। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, পুলিশ জনগণের বন্ধু। জনগণকে সেবা দিতে পুলিশ বদ্ধ পরিকর। সেই লক্ষ্যে আমরা নিরলশ ভাবে কাজ করছি।

পীরগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 12, 2024 | 5/12/2024 06:35:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে রবিবার বিকেলে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। মায়ের গুরুত্ব ও বিশ্ব মা দিবসের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ মুন্নি আক্তার, দৈনিক জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ নিজস্ব সংবাদদাতা মোঃ মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মোঃ আশরাফ আলী, মোঃ মনজুর আলম, মোছাঃ ফেন্সি বেগম, সুবিধাভোগী ফরিদা পারভীন, উপকার ভোগী সুরাইয়া বেগম প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ (২০২৪) উপলক্ষে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজন করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়ন করেন। মানবদেহে পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ ও তথ্য বহুল আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।
অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক আলোচনায় অংশ নেয় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান (সোহান) প্রমুখ। ওই সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী মাইজুল হক, সেক্রেটারি ইন্সপেক্টর বকুল, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, May 10, 2024 | 5/10/2024 11:49:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পুষ্টির চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে, “রিয়েক্টস-ইন প্রজেক্ট” এর হারভেস্ট প্লাস এবং ওয়ার্ল্ড ভিশন (কানাডা)’র বাস্তবায়নে বৃহস্পতিবার সদর উপজেলার লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত কর্মশালায় আরডিআরএস বড়গাঁও ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইএসডিও’র ফোকাল পার্সন কৃষিবিদ আশরাফুল ইসলাম, সংশ্লিষ্ট প্রজেক্ট ম্যানেজার কামরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী ও প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন। বক্তারা জিংক ধান কি, এর উপকারিতা, জিংকের অভাবজনিত লক্ষণ এবং জিংক চালের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, April 28, 2024 | 4/28/2024 11:47:00 PM

মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও: “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়, নানান আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস দীন ব্যাপী পালন করা হয়েছে। 
ঠাকুরগাঁওয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৪ দিন ব্যাপী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেলুন উড়িয়ে আজ রবিবার সকালে জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ সাইফুজ্জামান হিরো এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বিভিন্ন সরকারি কর্মকতার্/কর্মচারিগণ এবং জেলা আইনজীবীগণ সহ লিগ্যাল এইড থেকে উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে সারাদিন ব্যাপী জনসাধারণের জন্য লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আইনি সুরক্ষা কর্মসূচীসহ সাতটি স্টলে সকলের জন্য উম্মুক্তভাবে এ সেবাগুলো প্রদান করা হয়।

পীরগঞ্জে মাদক সহ ২ জন গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 24, 2024 | 4/24/2024 02:22:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বুধবার সকালে ও মঙ্গলবার রাতে পুলিশ পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে। ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও সঙ্গীয় ফোর্স পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় ঢাকাগামী রাহবার কোচের যাত্রী বাদল (৩৫) কে ২২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বুধবার সকালে কোচ থেকে তাকে গ্রেফতার করেন। অপর দিকে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম এর নির্দেশে এসআই আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাতে দস্তমপুর গ্রামের মাদক ব্যবসায়ী ওসমান গনি (২৬) কে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেন। মাদক বহনকারী ওসমান গনির মোটর সাইকেলটি পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে বুধবার পীরগঞ্জ থানায় মাদক আইনে ২টি মামলা হয়েছে। গ্রেফতার কৃতদের ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পীরগঞ্জে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, April 4, 2024 | 4/04/2024 08:41:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।
আজ বৃস্পতিবার সকালে জন প্রতি ৩ হাজার টাকা চেক ও (এক বান্ডিল) করে উন্নত মানের ঢেউটিন বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম, পৌর মেয়ার বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ডায়াবেটিশ হাসপাতাল প্রতিষ্ঠাতা অধ্যাপক ফয়জুল ইসলাম, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সংবাদ কর্মী, সুবিধা ভোগী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৩৮টি পরিবার চেক ও ঢেউটিন পেয়ে তারা খুব খুশি হয়েছেন।

বাউ মুরগি পালনে স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের নারীরা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 11:31:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি; শিল্পায়নে অনুন্নত ও কৃষিতে স্বনির্ভর দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। কৃষিপ্রধান হওয়ায় তাই এ জেলার মানুষের আয়ের মূল উৎস কৃষি ও গবাদি পশু পাখি পালন। আর অর্থকরী এ কাজে পুরুষের তুলনায় পিছিয়ে নেই এখানকার নারীরাও।
পুরুষদের সাথে সমান তালে কাজ করে অর্থনীতিতে স্বাবলম্বী হচ্ছেন তারা। কিছু ক্ষেত্রে পুরুষদের চেয়েও অর্থনীতিতে বেশি অবদান রাখছেন এ অঞ্চলের নারীরা। এবার বাউ জাতের মুরগি পালনে অর্থীকভাবে স্বাবলম্বি হয়ে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। আর তাদের এ কাজে সহযোগীতা করছে ইএসডিও নামের একটি বেসরকারী সাহায্য সংস্থা। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ইএসডিও নিরাপদ মাংস উৎপাদনের লক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ জন নারীকে প্রশিক্ষণের মাধ্যমে ১৫০ টি করে প্রায় ৩ হাজার নতুন এ জাতের মুরগির বাচ্চা এবং মুরগির ঘর বানানোর জন্য আর্থিক সহায়তা দেয়। জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সুত্রমতে, বাউ মুরগি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ কর্তৃক উদ্ভাবিত মাংসের জন্য মুরগি,যার মাংসের স্বাদ দেশীয় মুরগির মত। বাউ মুরগি ৪৫ দিনেই প্রায় ১ কেজি হয়ে থাকে। এ মুরগি প্রতিপালন হয় খামারে এবং বৃদ্ধি ব্রয়লারের মত। এ মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা সোনালী ও ব্রয়লারের চেয়ে বেশি তবে এর মৃত্যুহার নেই বললেই চলে। এ জাতের মুরগির খাদ্যে রুপান্তর দক্ষতার অনুপাত ২:১ অর্থাৎ বাউ মুরগি ২ কেজি খাদ্য খেয়ে ১ কেজি মাংস উৎপাদন করতে পারে। শাকিলা আক্তার নামের বাউ মুরগির খামারি জানান, আমি আগে বাসার কাজেই ব্যস্ত থাকতাম। স্বামীর যে আয় তাতে সংসার চালাতে বেশ বেগ পেতে হত। আমি ইএসডিও থেকে এ মুরগির বাচ্চা ও ঘর তৈরীর সহযোগীতা পেয়ে এগুলি পালন শুরু করি। আমার প্রতিটি মুরগিই প্রায় ১ কেচির বেশি হয়ে যাওয়ায় মোটামোটি বিক্রি শুরু করেছি। আমি প্রতিটি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। এতে আমার সংসারে একটি বাড়তি আয়ের উৎস তৈরী হয়েছে। আগামীতে আমি আরো বড় পরিসরে এ মুরগি পালনের প্রস্তুতি নিয়েছি। 
সেলিনা নামের অপর এক নারী খামারি জানান, আমার স্বামীও আমার এ কাজে যথেষ্ট সহযোগীতা করে। আর্থিকভাবে উন্নতি হচ্ছি বলেই স্বামি এ সহযোগীতা করছে। আমার মুরগি গুলি পাইকাররা এসে বাসা থেকে নিয়ে গেছে এবং এতে আমি বেশ লাভবান হয়েছি। এ মুরগির নষ্ট হবার বা মারা যাবার ভয় নেই। এছাড়াও আমাদের স্থানীয় বাজারে এর যে চাহিদা তৈরী হয়েছে তাই আবারো বড় আকারে এ মুরগির খামার করবো আমি। শাকিলা,সেলিনা বা স্বপ্নার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এ মুরগি পালনে আগ্রহ প্রকাশ করেছে স্থানীয় নারীরা। তারা বলেন, আমরা নিজ চোখেই দেখলাম মাত্র দেড় মাসের মধ্যে এ মুরগির খামার করে কিভাবে সংসারে বাড়তি আয়ের ব্যবস্থা করা যায়। আমরাও ইএসডিও থেকে প্রশিক্ষণ নিয়ে এ মুরগি পালন করবো। 
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায় জানান, বাউ জাতের মুরগিটা বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ থেকে উদভাবিত একটি নতুন জাতের মুরগি । এ মুরগি দেখতে ও স্বাদে হুবহু দেশি মুরগির মতই, কিন্তু এর গ্রোথ বা বাড়ার হার বেশি এবং এর রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক বেশি। আমাদের দেশে এ মুহুর্তে যে সোনালী মুরগি নামের যে মুরগিটির প্রচলন বেশি এর চেয়েও বাউ জাতের মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি। আমরা বিভিন্ন সেমিনার বা সভায় এ মুরগি পালনের প্রচারনা চালিয়ে যাচ্ছি যাতে খামারিরা লাভবান হয়।

পীরগঞ্জে বিনামূল্যে ৫ হাজার কৃষককের মাঝে সারবীজ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, March 27, 2024 | 3/27/2024 09:16:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়।
আজ বুধবার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে ৫ হাজার কৃষক সারবীজ পেয়ে বেশ খুশি। উপজেলা কৃষি অফিস থেকে উপসী আউস প্রণোদনা হিসেবে প্রতি কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, ডিএন ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ ও ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাংবাদিক মোশাররফ হোসেন, আবুল হাসানাত, বিষ্ণুপদ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে পঙ্কজ কুমার, আব্দুর রহিম, মোফাজ্জল হক, কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।