Type Here to Get Search Results !

ঠাকুরগাঁওয়ে মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় মির্জাফখরুলের মনোনয়ন বৈধ

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও ব্যুরো : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার সকালে ১১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থেকে যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের মনোনয়ন বৈধ ও বাতিলের এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেলোয়ার হোসেন, এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মো: খাদিমুল ইসলাম মনোনয়ন দাখিল করেন। কাগজপত্র সব কিছু ঠিক থাকায় ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ঠাকুরগাঁও দুই আসনে ৮ জন মনোনয়নপত্র জমা দেন এর মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাহাবউদ্দিন আহাম্মেদ এর মনোনয়নপত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় সেগুলি স্থগিত করা হয়। ঠাকুরগাঁও ৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এর মধ্যে ৮জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির হাফিজ উদ্দিনের মনোনয়ন পত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় তা স্থগিত করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies