পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে গণভোট প্রচারের লক্ষ্যে নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক দিন ব্যাপী
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জাগো ফাউন্ডেশন ৫১র জাগরণ সংগঠনটি শনিবার পীরগঞ্জ
পৌর শহরের জেলা পরিষদ রেষ্টহাউজে প্রশিক্ষণের আয়োজন করেন। জেলা ও উপজেলা
পর্যায়ের ৩৭ জন সদস্য প্রশিক্ষণে অংশ নেয়। গণভোট অধ্যাদেশ ২০২৫ বাস্তবায়ন করার
লক্ষ্যে ভোটারদের কাছে গিয়ে গণভোটের সুফল দিক সম্পর্কে ভোটারদেরকে
উৎসাহিত করা, প্রচার প্রচারণা করা সহ উদ্বুদ্ধ করবেন বলে এ প্রতিনিধিকে
জানায়। ওই সময় ফাউন্ডেশনের পক্ষে তৌহিদুল ইসলাম, মুনিরা আক্তার, সাইফুল
ইসলাম, লিমি শেখ, মনোয়ার হোসেন মুন্না, মেহেদী হাসান, মারুফ হোসেন, শুভ
সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও
নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করা সহ গণভোট সম্পর্কে ভোটারদের মাঝে ব্যাপক ভাবে
প্রচার প্রচারণা করছেন।