Type Here to Get Search Results !

কুড়িগ্রামে ভিডিপি দিবস উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

গোলাম মোস্তফা রাঙ্গা : ৫ জানুয়ারি সোমবার সকাল ১০টায় দেশের প্রতিটি জেলায় ন্যায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে ভিডিপি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উৎসব ও ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইনের নেতৃত্বে র‌্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের শেষ হয়। উক্ত র‌্যালিতে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার ১৫০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন। অন্যদের মধ্যে র‌্যালিতে উপস্থিত ছিলেন নাগেশ্বরীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রেজকেকুজ্জামান, উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, ফুলবাড়ীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামিমা নাছরিন, চিলমারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মঞ্জুরা বেগম, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ বাবু মিয়া, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, চিলমারীর উপজেলা প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান শাহীন, উলিপুরের উপজেলা প্রশিক্ষক মোঃ রফিক আহমেদ, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জ্বল হোসেন, ফুলবাড়ীর উপজেলা প্রশিক্ষিকা নুরুন্নাহার, নাগেশ্বরীর উপজেলা প্রশিক্ষিকা সান্তনা রায়, ব্যাটালিয়নের সদস্যসহ ভিডিপি দলনেতা দলনেত্রীগণ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies