শাহ জামাল শাওন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ফুলবাড়ী থানাধীন বজরের খামার এলাকার বাসিন্দা মো. শাহিন আলম (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে শাহিন আলমের নিজ বসতবাড়ি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম. মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ফুলবাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
