সর্বশেষ

Friday, March 31, 2023

পীরগঞ্জে ১২১ আদিবাসী পরিবারের মাঝে ভেড়া বিতরণ

পীরগঞ্জে ১২১ আদিবাসী পরিবারের মাঝে ভেড়া বিতরণ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ ১২১ জন আদিবাসী পরিবারের মাঝে ২টি করে ভেড়া বিতরণ করেছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের মাঝে বৃহস্পতিবার ২৪২ টি ভেড়া বিতরণ করেছে।
এসব ভেড়া লালন পালন করে আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই সরকার এই কর্মসূচি চালু করেছে। এ উপলক্ষ্যে হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রনজিৎ চন্দ্র সিংহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশারফ, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ সোহেল রানা, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, সংবাদকর্মী, সুশীল সমাজ ও আদিবাসী সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জে অগ্নিকান্ডে ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার বথপালিগাঁও হাড়িপাড়া গ্রামে বুধবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ওই গ্রামের দিনেশ চন্দ্র রায় ও বলয় চন্দ্র রায় এর বাড়ি সংলগ্ন ধানের খের/কারি গোখাদ্য হিসেবে মজুদ করা ছিল। উক্ত কারিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং বাড়ির ৩ টি কক্ষের সব মালামাল ভস্মীভৃত হয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বলয় চন্দ্র রায় বৃহস্পতিবার জানান। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
অপরদিকে বলয় চন্দ্র রায় এলাকার মহির উদ্দিন ওরফে ভোদ এই অগ্নিকান্ডের সাথে জড়িত বলে দাবি করে পুলিশের উদ্ধার্তন কর্তৃপক্ষকে বলয় চন্দ্র রায় জানায়। ফলে, দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করছে।

Thursday, March 30, 2023

বৃহস্পতিবার থেকে শনিবার শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা

বৃহস্পতিবার থেকে শনিবার শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা

চিলাহাটি ওয়েব,ঢাকা অফিস : আগামী ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে তিনি লেখেন, ৩১ মার্চ পুরো বাংলাদেশের উপর দিয়ে এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি ও বজ্রপাতের অতিক্রম করার সম্ভাবনা ১০০ শতাংশ। ফলে এ দিন বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। যদিও বাংলাদেশের গত দশকে টর্নেডোর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে, তবুও দেশের পশ্চিমাঞ্চলের অনেক জেলায় টর্নেডোর আশঙ্কা রয়েছে এ দিন।
ঝড় ভারতের পশ্চিমবঙ্গ থেকে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের আশঙ্কা বেশি উল্লেখ করে তিনি লেখেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ।
আবহাওয়াবিদ আরও লেখেন, ৩০ মার্চ ও ১ এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি ও বজ্রপাতের অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
১ এপ্রিল সবচেয়ে বেশি ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে।

Wednesday, March 29, 2023

পীরগঞ্জে দিনমজুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

পীরগঞ্জে দিনমজুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ হত্যা মামলার মূল আসামীকে বুধবার ঢাকা থেকে গ্রেফতার করেছে।
পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের দিনমজুর জয়নদ্দীন ওরফে টুরানা (৪৫) কে একই গ্রামের কামরুজ্জামান ও তার লোকজন ২০০ টাকার মজুরির জন্যে জয়নদ্দীনের সাথে ঝগড়ার সৃষ্টি করে। জয়নদ্দীন কামরুজ্জামানের জমিতে সরিষা কাটার পর মজুরি চাইলে কামরুজ্জামান তাকে ২০০ টাকা কম দেয়। জয়নদ্দীন ২০০ টাকা কম না নিতে চাইলে, কামরুজ্জামান ও তার লোকজন ওই সময় জয়নদ্দীনকে বেধড়ক মারপিট করে এবং গলা চিপে শ^াসরোধ করে তাকে হত্যা করে। সম্প্রতি এই ঘটনাটি এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামী কামরুজ্জামান (২৯) পলাতক থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাবুর আলী সরদার তাকে গ্রেফতার করার জন্যে হণ্যে হয়ে তাকে খুঁজছে।
অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কামরুজ্জামান। তাকে বুধবার ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
খানসামায় কয়েলের আগুনে পুড়লো ৩ঘরসহ ৮ গবাদিপশু ও হাঁস-মুরগি

খানসামায় কয়েলের আগুনে পুড়লো ৩ঘরসহ ৮ গবাদিপশু ও হাঁস-মুরগি

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : কয়েলের আগুনে দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামে পুড়ে ছাই হয়েছে ৩ টি ঘরসহ ৮টি গবাদিপশু ও প্রায় ২০ টি হাঁস-মুরগি।
ঘটনাটি মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর সর্দার পাড়ায় পুলিশের এসআই মামুনের বাসায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ঐ বাড়ির বাসিন্দারা নিজ নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে যায়। কিন্তু মধ্যরাতে গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। ততক্ষণে গোয়াল ঘর, খড়ি ঘরসহ ৩টি ঘর, ৩টি গরু, ৫টি ছাগল ও ২০ টি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, কয়েলের আগুনেই অনাকাঙ্খিত এই ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে। এমন ঘটনা রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
‘অন্যের বউকে চুরি’ করে পালানোর উৎসব হয় যে অঞ্চলে

‘অন্যের বউকে চুরি’ করে পালানোর উৎসব হয় যে অঞ্চলে

চিলাহাটি ওয়েব, রকমারি ডেস্ক : বিশ্বের প্রতিটি দেশেরই আছে নিজস্ব কিছু নিয়ম নীতি। এই যেমন আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠিরা উদ্ভট কিছু রীতি অনুশীলন করে। যেগুলো অন্যান্যের কাছে উদ্ভট, হাস্যকর কিংবা অমানবিক বলে মনে হয়। পশ্চিম আফ্রিকার নাইজারের যাযাবর ক্ষুদ্র নৃগোষ্ঠি ওডাআবে যুগ যুগ ধরে পালন করে আসছে ‘বউ চুরি উৎসব’।
খানিকটা অবাক করা হলেও সত্যিই এমনও এক ধরনের উৎসব পালিত হয় পশ্চিম আফ্রিকায়। উৎসবে ‘অন্যেও বউকে চুরি’ করেন সেখানকার পুরুষরা। এ কারণেই এটি ‘বাউ চুরির উৎসব’ নামেই পরিচিত। ক্ষুদ্র নৃগোষ্ঠিরা একে ‘গেরেওল উৎসব’ বলে থাকেন। তবে অন্যেও বউকে চুরি করা হলেও এতে নেই কোন শাস্তি। প্রতিবছর সেপ্টেম্বর মাসে শুরু হয় ‘বউ চুরির উৎসব’, চলে এক সপ্তাহ ধরে। অন্যের বউকে চুরি করে পুরুষের ক্ষমতা প্রদর্শন করাই ‘গেরেওল উৎসব’ এর মূল আকর্ষণ।
ওডাআবে পুরুষদের ধারণা, তাদের সৌন্দর্য লুকিয়ে থাকে চোখের ধবধবে সাদাভাব, লম্বা নাক ও ঝকঝকে সাদা দাঁতে। এভাবেই পুরুষরা প্রতিযোগিতার জন্য নিজেদের তৈরি করেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যেসব পুরুষ অন্যের বউকে নিয়ে পালায়, তাদের স্ত্রীরা এই উৎসবে অংশ নেন। আগের সম্পর্ক ভেঙে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখেন। যা বিভিন্ন ধর্ম ও সামাজিক আইনে অবৈধ। উৎসবে নাচ-গান ও হৈ-হুল্লোড়র পাশাপাশি চলে খাওয়া-দাওয়া।
এছাড়াও ওডাআবে ক্ষুদ্র নৃগোষ্ঠির মেয়েরা বিয়ের আগে যার সঙ্গে ইচ্ছে সম্পর্কে যেতে পারে। এসব বিষয় তাদের কাছে খুবই স্বাভাবিক ও বৈধ। আবার বিয়ের পরও তারা যত খুশি স্বামী রাখতে পারেন। এই ক্ষুদ্র নৃগোষ্ঠির নারী ও পুরুষ তাদের শারীরিক সৌন্দর্য নিয়ে গর্ববোধ করে। এই প্রতিযোগিতায় বিচারক হন এই ক্ষুদ্র নৃগোষ্ঠির সেরা তিনজন বিবাহিত নারী। তারাই সেরা পুরুষদেরকে বেছে নেন।
আর বাছাইয়ের পর সেরা পুরুষরা তাদের পছন্দসই নারীকে বেছে নিতে পারেন। ওডাআবে সমাজে এই অমানবিক কর্মকাণ্ডই বৈধ বলে বিবেচিত। এই প্রতিযোগিতার পরেই শুরু হয় বউ চুরি উৎসব। নৃত্য প্রতিযোগিতা চলাকালীন পুরুষরা নাচের মাধ্যমে নারীদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেন। অনেক নারীই তাদেরকে সঙ্গী হিসেবে পেতে চান।
তবে নৃত্যরত পুরুষ যাকে চান তাকে তিনি পরে খুঁজে নেন। প্রতিযোগিতা শেষে ওই নারীকে ভিড়ের মধ্যে খুঁজে সুযোগ নিয়ে তার কাঁধে টোকা দেন। সেই ডাকে সাড়া দেয় নারীও। এরপর পরস্ত্রীকে নিয়ে পালিয়ে যান ওই পুরুষ। বউ চুরি করে ধরা না পড়লে ওই নারীর সমাজ স্বীকৃত দ্বিতীয় স্বামী হয়ে যান পুরুষটি। এদিকে ওই নারীর সংসারে রেখে যাওয়া সন্তানদের লালন-পালনের দায়িত্ব নেয় তার পরিবার। এই উৎসবটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিবছরের সেপ্টেম্বর মাস নিয়ে তাদের জল্পনা কল্পনা থাকে তুঙ্গে। সূত্র: গার্ডিয়ান/আপ্যিকান এক্সপেনেন্ট