Header Ads Widget

গাইবান্ধায় দুই মামলায় গ্রেপ্তার ৭৭

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, July 26, 2024 | 7/26/2024 07:57:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলায় কোটাবিরোধী আন্দোলনে সহিংসতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপির ছেলেসহ ১০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহস্রাধিক আসামি করা হয়েছে । মামলায় ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ জুলাই জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। এ মামলায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমারুল ইসলাম সাবিনের ছেলে সৌমিক ও জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের ছেলে সিজানকেও মামলার আসামি করা হয়েছে। এছাড়াও এর আগে ১৭ জুলাই গাইবান্ধার সদর থানায় পুলিশ বাদি হয়ে ‘পুলিশের ওপর আক্রমণে’র অভিযোগে ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুই মামলায় বিএনপি জামায়াতের নেতাকর্মীসহ এ পর্যন্ত ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ছবি- ভিডিও ফুটেজ দেখে হামলাকারী অন্যান্য অভিযুক্তদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, বুধবার(১৭ জুলাই) সারা দেশের সঙ্গে গাইবান্ধাতেও কোটা সংস্কার আন্দোলনে নামে গাইবান্ধার শিক্ষার্থীরা। এদিন বেলা ১১টার দিকে শহরের এক নং রেলগেটে জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা কাঠ-বাঁশের লাঠি ও বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষ করে এক নম্বর রেলগেট এলাকার রেললাইনের উপর অবস্থান করে। এক পর্যায়ে তারা এক নম্বর রেলগেট দখলে নিয়ে রেল লাইনে গাছের গুড়ি ও রেলপাত ফেলে রেলপথ ও সড়ক পথ বন্ধ করে দেয়। এতে করে শহরের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তখনও পর্যন্ত ১ নং ট্রাফিক মোড়ে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। পরে বিক্ষোভ আর নানা স্লোগানে দেড় ঘণ্টা যাবত গাইবান্ধা শহর নিয়ন্ত্রণে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অপরদিকে ১ নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নেন দলের সিনিয়র নেতৃবৃন্দসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-রেল লাইনের পাথর নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশ পিচু হটতে থাকে এবং এক নম্বর ট্রাফিক মোড় ত্যাগ করে। বিক্ষোভ ও বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে চলা আন্দোলন দুপুর ১ টার দিকে সহিংস রূপ নেয়। আন্দোলনকারীদের ইট পাটকেল ও লাঠির আঘাতে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগের ১২ জন নেত-কর্মী আহত হয়। বিক্ষোভকারীরা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে থাকা নেতাকর্মীদের ১১ টি ব্যক্তিগত মোটরবাইক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় বিক্ষোভকারীদের হামলার মুখে আ.লীগ নেতাকর্মীরা অফিস থেকে সরিয়ে গেলে আন্দোলনকারীরা আ.লীগ অফিস কার্যালয়ে ভাঙচুর চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে করে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পরে তারা শহরের বিভিন্ন সড়ক ও রেললাইনে থেকে কিছুক্ষণ পর পর পুলিশের সাথে ইট পাথর নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যেই ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীরা শহরে এসে অবস্থান নেয়। এক পর্যায়ে তাদের সঙ্গেও কোটা সংস্কারকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ১০ জন পুলিশ ৫ জন সাংবাদিকসহ অর্ধশত আন্দোলনরত শিক্ষার্থী আহত হয়। পরে পুলিশ-ছাত্রলীগ কোটা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা রেল স্টেশন ও শহরের বিভিন্ন মার্কেট ও স্থাপনায় ঢুকে পড়ে। ঘটনার দেড়ঘণ্টা বিলম্বে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে মোটরসাইকেলগুলো পুড়ে ছাই হয়ে যায়।

ট্রেন চলাচল নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : রেলের ডিজি

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, July 25, 2024 | 7/25/2024 07:02:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। রেল সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে এর নিরাপত্তা।
সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে শুধু কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল করার কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, July 17, 2024 | 7/17/2024 04:31:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১০ ঘটিকায় বিরামপুর পশু হাট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
বিরামপুর পশু হাট এলাকা থেকে বিরামপুর সরকারি কলেজের সামনে উপজেলা পরিষদের গেট পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা,আমার ভাইয়ের বুকে রক্ত কেন, জবাব চাই জবাব চাই, কোটা না মেধা, মেধা মেধা’ চাইতে গেলাম অধিকার,হয়ে গেলাম রাজাকার'কে বলেছে,কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার, তুমি কে, আমি কে রাজাকার,রাজাকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে বাদশাহ নাজ্জাসী বলেন, আমাদের এই আন্দোলনের মাধ্যমে কোটার সংস্কার চাই। মুক্তিযোদ্ধাদের ছেলেপেলে পর্যন্ত যেন এই কোটা থাকে আর নাতিপুতি পর্যায়ের কোটাটার বাতিল চাই।কোটার কারনে মেধা ক্ষতিগ্রস্থ হচ্ছে,আর এই মেধা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার কারনে আমাদের এই আন্দোলন।
তিনি আরো বলেন কোটা আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক আছে তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। বিক্ষোভ আন্দোলন চলাকালীন সময়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এবং বিরামপুর ও নবাবগঞ্জ থানার সার্কেল এএসপি মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ছিলেন যেন আইনশৃঙ্খলার কোন অবনতি না ঘটে। বিক্ষোভ আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলনের স্থান ত্যাগ করে।

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে পৌর শহরের ফকিরপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি জীমের ছোটভাই অ্যাডভোকেট খন্দকার আল আমিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত থেকেই পুলিশ বাসার চারদিকে ঘুরছিল। বাস টার্মিনাল থেকে বাসায় ঢোকার সময় ফকির পাড়া মোড় থেকে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ সময় আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম তারা কোনো উত্তর দেননি।
এ বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানার ব্যবহৃত সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান আলাল বলেন, কোটাবিরোধী আন্দোলন দমানের জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে রাতে হান্না দিচ্ছে পুলিশ।

বিরামপুরে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে চলছে কোচিং

ইব্রাহীম মিঞা, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষে চলছে কোচিং বাণিজ্য।
যদিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বলা হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ এর অধীনে অসদাচরণ হিসেবে গণ্য করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও বলা হয়েছে কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তাঁর এমপিও স্থগিত, বাতিল, বেতন ভাতাদি স্থগিত, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত, বেতন এক ধাপ অবনমিতকরণ, সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবেন। এই নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক বিদ্যালয়ের নৈশপ্রহরীকে দিয়ে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে চালিয়ে যাচ্ছেন কোচিং বাণিজ্য।
নীতিমালায় আরো বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালীন শ্রেণি সময়ের মধ্যে কোন শিক্ষক কোচিং করাতে পারবেন না। তবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের পূর্বে বা পরে শুধুমাত্র অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধান অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
এ ক্ষেত্রে প্রতি বিষয়ে মেট্রোপলিটন শহরে মাসিক সর্বোচ্চ ৩০০ (তিনশত) টাকা, জেলা শহরে ২০০ (দুইশত) টাকা এবং উপজেলা বা স্থানীয় পর্যায়ে ১৫০ (একশত পঞ্চাশ) টাকা রসিদের মাধ্যমে অতিরিক্ত সময় ক্লাস পরিচালনার জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকে ফি আকারে গ্রহণ করা যাবে যা সর্বোচ্চ ১,২০০ (এক হাজার দুইশত) টাকার অধিক হবে না। দরিদ্র শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান স্ববিবেচনায় এ হার কমাতে/মওকুফ করতে পারবেন। একটি বিষয়ে মাসে সর্বনিম্ন ১২(বার) টি ক্লাস অনুষ্ঠিত হতে হবে এবং এক্ষেত্রে প্রতিটি ক্লাসে সর্বোচ্চ ৪০ (চল্লিশ) জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। এনীতিমালার তোয়াক্কা না করে, আবেদন ছাড়াই অনেক প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাসের নামে চলছে কোচিং বাণিজ্য এবং রশিদ ছাড়া নেওয়া হচ্ছে টাকা এছাড়াও হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকলের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০০-৭০০ করে টাকা।
বিরামপুর উপজেলার বেশ কিছু স্কুল,কলেজে, মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউট এর কিছু শিক্ষক আইন না মেনে অন্য বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এবং ভাড়াবাড়িসহ নিজ বাড়িতে প্রতিষ্ঠান প্রধানকে অবহিত না করে প্রাইভেটসহ কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এবিষয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোচিং বাণিজ্য এখন মহামারিতে পরিণত হয়েছে। যেহেতু একই শিক্ষক স্কুলে পড়ান, আবার (অতিরিক্ত ক্লাস)কোচিং ও প্রাইভেট পড়ান, তাই কোচিং ও প্রাইভেটে না গেলে স্কুলে নানাভাবে হেয় করা হয়, নম্বর কম দেয়া হয়।৪/৫টি বিষয়ে (অতিরিক্ত ক্লাস)কোচিং এবং প্রাইভেট পড়াতে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা দিশেহারা হয়ে পড়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রাইভেট পড়ানো এবং কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বাস্তবায়নে কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন।
বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডলের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, নীতিমালার বাইরে কোন শিক্ষক প্রাইভেট অথবা কোচিং বাণিজ্য করলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, আমি শিক্ষকদের নিয়ে বসবো এবং বিষয়টি দেখবো।

পীরগঞ্জে উন্নত পাট বীজ উৎপাদনে চাষী প্রশিক্ষণ

শেখ সমশের আলী, (পীরগঞ্জ) ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিন ব্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
৭৫ জন নারী পুরুষ (পাট চাষী) এ প্রশিক্ষণে অংশ নেয়। “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ” এই স্লোগান কে অনুসরণ করে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কর্তৃপক্ষ এ প্রশিক্ষণের আয়োজন করেন।
প্রশিক্ষক হিসেবে পাট চাষীদের উন্নত প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন অফিসার অসীম কুমার মালাকার, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আলমগীর হোসেন, পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হরি রায়, উপ-সহকারী পাট কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।

পীরগঞ্জে স্মরণ সভায় রাশেদ খান মেনন এমপি

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, July 14, 2024 | 7/14/2024 02:42:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) প্রতিনিধি : ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা কমরেড শহীদুল্লাহ শহীদ (৭৫) এর মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার মত নয়। তিনি ছিলেন দলের নিবেদিত প্রাণ। তিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ওয়াকার্র্স পার্টিকে অনেক দুর এগিয়ে নিয়েছেন। তৃণমূল পযার্য়ের নেতাকমীর্রা তাকে অনেক ভালোবাসতেন। তিনি ছিলেন বিশ^স্ত, সৎ ও প্রতিবাদী নেতা। শনিবার পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে শোক ও স্মারণ সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। নেতাকমীর্রা তার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা, বৃক্ষরোপন করা ও অন্যান্য কর্মসূচী পালন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— ওয়াকার্র্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও জেলা ওয়াকার্র্স পার্টির সভাপতি, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি কমরেড অধ্যাপক ইয়াসিন আলী, ওয়াকার্র্স পার্টির নেতা ডিএন ডিগ্রী কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, কমরেড আবু জাহেদ মুহাঃ ইবনুল ইকরাম জুয়েল, এ্যাডভোকেট আবু সায়েম, সমির শাহজাহান প্রভাত সহ ৫ শতাধিক নেতাকমীর্ উপস্থিত ছিলেন।