সর্বশেষ

Wednesday, September 20, 2023

পলাশবাড়ীতে তিনটি সড়কের পাকা করণ কাজের উদ্বোধন

পলাশবাড়ীতে তিনটি সড়কের পাকা করণ কাজের উদ্বোধন

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ থেকে:- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার তিনটি সড়কের পাকা করণ কাজের উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
২০ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী তিনি উপজেলার সড়ক গুলোর পৃথক পৃথক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় এলজিডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম,উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,পবনাপুর ইউপি শাহিনুর বেগম,পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল হক, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ ইউপি সদস্যগণ ও সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সকালে পলাশবাড়ী উপজেলার ড্রিমল্যান্ড থেকে দূর্গাপুরগামী ১.৫০ কিলো মিটার,দুপুরে উপজেলার সামাদের বাজার থেকে পূর্ব গোপীনাথপুর গামী ১ কিলো মিটার, বিকালে উপজেলার পবনাপুর ইউপি অফিস থেকে চরেরহাট গামী ১ কিলো মিটার রাস্তায় পৃথক পৃথক পাকাকরণ কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি। পাকা করণ কাজের উদ্বোধন শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া পরিচালিত হয়।
ফুলবাড়ীর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের  এডহক ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির খাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খাজাপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় আন্দোলকারীদের পক্ষে বক্তব্য রাখেন নব গঠিত ম্যানেজিং কমিটির সদস্য আবু তালেব। তিনি বলেন, এলাকাবাসীকে পাশ কাটিয়ে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মনগড়া এডহক কমিটি গঠন করেন। নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। মনগড়া এডহক কমিটি বাতিল করতে হবে। এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ পলাশ, মোঃ আনিছুর রহমান, মোঃ আবু সায়েম, শামীম হাসনাত। এ ব্যাপারে খাজাপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, ১৭/০৯/২০২৩ইং তারিখে এডহক ম্যানেজিং কমিটি গঠন করা হয়। সেই কমিটি গঠন করার পর এলাকার লোকজন এই কমিটি বাতিল করার জন্য ষড়যন্ত্র করছে। জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু জানান, আমি এই এডহক কমিটির সভাপতি হয়েছি। বিদ্যালয়টির অবস্থা দেখে শিক্ষা ব্যবস্থাকে অগ্রসর করার লক্ষ্যে এবং বিদ্যালয়টিকে আরও উন্নত করতে আমি এই কমিটিতে সভাপতি হয়েছি। কেউ যদি আমাকে না চায় এতে আমার বলার কিছু নেই। বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে এই কমিটি বাতিল করতে হবে। তা নাহলে আন্দোলন অব্যাহত থাকবে। খবর পেয়ে ফুলবাড়ী উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল কামাহ্ তমাল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এবং কমিটি বাতিলের রেজুলেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম ও একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম। দুপুর ১ টায় আন্দোলনকারীদের সামনে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ঘোষণা দেন, মনগড়া এই কমিটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। কাগজপত্র ঠিকঠাক করে শিক্ষাবোর্ডে পাঠানোর প্রস্তুতি চলছে। আপনারা কোন অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। এরপর আন্দোলনকারী এলাকাবাসী শান্ত হন। পরিস্থিতি শান্ত করার লক্ষে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এবং এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা আলহাজ্ব নবীউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকার স্থানীয় প্রায় ১ হাজার জনসাধারণ আন্দোলনে উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগেড় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

পঞ্চগেড় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

এ রায়হান চৌধূরী রকি,পঞ্চগড় প্রতিনিধি,চিলাহাটি ওয়েব: - পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ পঞ্চগড় চেক বিতরণ করা হয়েছে। 
বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়াস্থ বাসভবন চত্বরে আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে চেক বিতরণ করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. নাঈমুজ্জামান মুক্তা। এর আগে চলতি মাসে দরিদ্র অসহায় রোগীর চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৫ লাখ পঞ্চাশ হাজার টাকার ১১ টি চেক রোগীদের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে কয়েকজন দলীয় নেতাকর্মীও আছেন। মুক্তার সুপারিশে এসব অনুদানের চেক বরাদ্দ করা হয়। এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। তিনি পঞ্চগড়-১ আসনের তিনটি উপজেলা ও একটি পৌরসভায় প্রায় ৫০০ অসুস্থ অসহায় মানুষের জন্য ৩০ হাজার থেকে তিন লক্ষ টাকার পর্যন্ত আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আর আগামীতে নৌকা মার্কায় ভোট দিবেন।’ পঞ্চগড় সদর উপজেলার রাজারপাট ডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা বেগম (৬০) বলেন, ‘আমি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় বাসায় রয়েছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি নাই। এখন প্রধানমন্ত্রী আমার সুস্থতার জন্য যে টাকা দিয়েছে, তা দিয়ে চিকিৎসা করাব।’ তেঁতুলিয়ার তীননইহাটের জাহানারা বেগম (৬৫) বলেন, অনেক দিন ধরে অসুস্থ। এ টাকা দিয়ে আমরা চিকিৎসা করিয়ে সুস্থভাবে বাঁচার চেষ্টা করব।’ চেক পেয়ে হাসি মাখা মুখে এমন অনুভুতি সকলেই ব্যক্ত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহসানুল হক লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুজ্জামান হাসানাত, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও জনপ্রতিনিধিসহ গণমাধ্যমককর্মীরা উপস্থিত ছিলেন।
বিরামপুরে যমুনা নদীতে মৎস কর্মকর্তার অভিযান

বিরামপুরে যমুনা নদীতে মৎস কর্মকর্তার অভিযান

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ছোট যমুনা নদীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নিষিদ্ধ জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৬.৩০ ঘটিকায় বিরামপুর উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে বিরামপুরের ছোট যমুনা নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন।এসময় অভিযানে সার্বিক সহযোগিতা প্ৰদান করেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ।অভিযানে ৫ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যা প্রায় ১৫০ মিটার।
পরে জব্দকৃত জাল ছোট যমুনা নদীর পাড়ে ঘাটপাড় ব্রীজের নিচে প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন জানান,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।বিরামপুর উপজেলার আশুরার বিল, আমরুল বিল,পাঠনচরা জলাশয় সহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৭৫ টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়,যার মধ্যে চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল, মশারী জালো রয়েছে।এ জালগুলো দিয়ে মা ও পোনা মাছ,কুঁচিয়া, কাঁকড়া ,সাপ, ব্যাংঙ সহ বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে এর ফলে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে।নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা ও উপজেলার হাট-বাজারগুলোতে নিষিদ্ধ জাল বিক্রয় বন্ধ করার লক্ষ্যে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন
বিরামপুরে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন মেয়র আক্কাস আলী

বিরামপুরে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন মেয়র আক্কাস আলী

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মর্ডান ক্লিনিকের সামনে বদির দোকান হতে কৃ্ষ্ট চাঁদপুর (নামা পাড়ার)রফিকের বাড়ি পর্যন্ত ১৯০ মিটার আরসিসি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন মেয়র আক্কাস আলী ।
বুধবার (২০সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মর্ডান ক্লিনিকের সামনে বদির দোকান হতে কৃষ্টচাদপুর (নামা পাড়া) গ্রামের রফিকের বাড়ি পর্যন্ত রংপুর রিজন সুপার ভিশন ইঞ্জিনিয়ার( LGCRRP) প্রকল্পের আওতায় ১৯০ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন মেয়র আক্কাস আলী।এসময় উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আঃছাত্তার,( LGCRRP) প্রকল্পের রংপুর অঞ্চল এর সুপার ভিশন কনসালটেন্ট হায়দার আজম,বিরামপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফ্ফর রহমান,সাবেক কাউন্সিলর এবং বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাদক নির্মূল কমিটির সভাপতি ওবায়দুল মিনহাজ,বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু শোয়েব মোহাম্মদ সজল, উপসহকারী প্রকৌশলী বিপাশা রায়, কার্য-সহকারী মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আঃরাজ্জাক এরশাদুর রহমানসহ স্থানীয় অনেকে।
উপজেলা পর্যায়ে সমন্বয় ও পরিকল্পনা সভা

উপজেলা পর্যায়ে সমন্বয় ও পরিকল্পনা সভা

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় উপজেলা পর্যায়ে সমন্বয় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ডোমার উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল হলরুমে সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় উক্ত সমন্বয় ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক, শার্প সহকারী পরিচালক (প্রোগ্রাম) কৃষিবিদ করিম উদ্দিন, চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোশাররফ হোসেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়, মির্জাগঞ্জ শাখার মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা দীপঙ্কর রায় প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন শার্প দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা মেহবুব-উল সহিদ।