সর্বশেষ

Tuesday, November 28, 2023

রিটার্ন জমার সময় বাড়ছে এক মাস

রিটার্ন জমার সময় বাড়ছে এক মাস

চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : নতুন আয়কর আইন বাস্তবায়ন ও চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধির চিন্তাভাবনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নীতিগতভাবে ঐকমত্য হওয়ার পর সময় বাড়ানোর অনুমতি চেয়ে অর্থমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে বলে জানা গেছে। যেখানে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির সুপারিশ রয়েছে।
অনুমোদন পেলে ৩০ নভেম্বরের মধ্যেই আদেশ জারি করা হবে। এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ঢাকা ট্যাক্সবারসহ কয়েকটি মহল থেকে এনবিআরে আবেদন করা হয়।
এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবিতে গত ২১ নভেম্বর চিঠি দেয় সংগঠনটি। এর কারণ হিসেবে এফবিসিসিআই বলেছে, নতুন আয়কর আইন-২০২৩ প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে এবার করদাতারা প্রস্তুতি নেওয়ার তেমন সময় পাননি।
সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না।
অন্যদিকে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনও সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে এনবিআরে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে চলমান হরতাল-অবরোধ, আয়কর আইন-২০২৩ সম্পর্কে করদাতা ও আইনজীবীদের পরিপূর্ণ জ্ঞানের অভাব, ২০২৩-২৪ করবর্ষের পরিপত্র বিলম্বে প্রাপ্তি এবং দেশের অর্থনৈতিক প্রতিকূল পরিস্থিতির কারণে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় বাড়ানো প্রয়োজন।
রাজারহাটে নৌকার প্রার্থীর পথসভায় মানুষের ঢল

রাজারহাটে নৌকার প্রার্থীর পথসভায় মানুষের ঢল

জাহাঙ্গীর আলম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাফর আলীর পথসভায় মানুষের ঢল নেমেছিল।
মঙ্গলবার(২৮নভেম্বর) দুপুর ২টায় রাজারহাট উপজেলা সমবায় মার্কেট চত্বরে পথসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব  জাফর আলী। প্রধান অতিথি তার নির্বাচনী ইস্তেহার পেশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব নুরবখত, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রেদওয়ানুল হক দুলাল, আনিছুর রহমান খন্দকার চাঁদ, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম মোল্লা, সাজেদুর রহমান মন্ডল চাঁদ, উপজেলা যুবলীগ নেতা কুমোদ রঞ্জন সরকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক  এনামুল হক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান ব্যাপারি, যুগ্ন আহবায়ক জাহানুর আলম সোহেল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় প্রমূখ। পথসভায় উপজেলার সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।
বঙ্গবন্ধু'র সমাধিতে খুলনা-৬ আ'লীগ মনোনীত প্রার্থীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু'র সমাধিতে খুলনা-৬ আ'লীগ মনোনীত প্রার্থীর শ্রদ্ধা নিবেদন

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)আসনে আ'লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান দলীয় নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। 
মঙ্গলবার দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে ১ মিনিট নিরাবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নয়ন ধারা ও অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ দেশ গঠনে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।উপস্থিত নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী'র সুপার সিলেকশন রশীদুজ্জামানের নৌকা প্রতিকের বিজয়ে অঙ্গীকারবদ্ধ হন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মোঃ সাইফুল্লাহ আল মামুন,কয়রা আ'লীগের সভাপতি জি,এম মহসিন রেজা,সাধারন সম্পাদক নিশিথ রঞ্জন সানা,পাইকগাছা কমিটির সহ-সভাপতি সমীরন সাধু,সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা কওসার আলী জোয়াদ্দার,কাজল কান্তি বিশ্বাস,শেখ জিয়াদুল ইসলাম জিয়া,শাওনেয়াজ শিকারী,সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী,আঃ মজিদ গোলদার,ইকবাল হোসেন খোকন,মিজানুর রহমান,বিভুতী ভূষন সানা,গোলাম রব্বানী,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন সম্পাদক বজলুর রহমান,ছাত্রলীগ সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী সহ অনেকে।
ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ কল্পে বিরামপুরে জনসচেতনতা মূলক সভা

ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ কল্পে বিরামপুরে জনসচেতনতা মূলক সভা

ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ কল্পে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বিরামপুর রেলস্টেশনে পার্বতীপুর রেলওয়ে থানা রেলওয়ে জেলা
সৈয়দপুরের আয়োজনে পার্বতীপুর রেলওয়ে থানার এসআই কাজলের সঞ্চালনায় পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি নূরুল ইসলাম এর সভাপতিত্বে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ কল্পে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে জেলা সৈয়দপুর সদর দপ্তরের এএসপি তোবারক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা মমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে থানার ডিএসবির সাব ইন্সপেক্টর রাজিব, বিরামপুর থানার এসআই তুহিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় প্রধান অতিথি এএসপি তোবারক আলী বলেন বাংলাদেশ রেলওয়ের সম্পদ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে রেলওয়ের জায়গার পাশে বসবাসরতদের।যাতে করে কেউ যেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং নাশকতা সৃষ্টি না করে।
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে আগুন লেগে সাড়ে তিন মাসের প্রণয় নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর ) বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দক্ষিণ মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দেবীপুরের মন্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায় প্রতিদিনের মতো ভাটার কাজে বাইরে চলে যায়।
দুপুরে দিপুর স্ত্রী শিশু প্রণয়কে ঘুমিয়ে রেখে বাইরে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘড়ের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের পুড়ে যাওয়া স্তুপ থেকে শিশু প্রণয়ের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করে।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং এক শিশুর মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
২২ বছর পর ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক এমপির হাতে নৌকা

২২ বছর পর ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক এমপির হাতে নৌকা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ২২ বছর পর পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা অর্থাৎ ঠাকুরগাঁও—৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়ায় অসংখ্য নেতা কমীর্রা আনন্দ উল্লাস করছে। 
রবিবার রাত ৯টায় এবং সোমবার দুপুর পর্যন্ত দুই উপজেলার আনাচে কানাচে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কমীর্, সুভাকাঙ্খি, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ অসংখ্য মানুষ কে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
পাশাপাশি মিষ্টি বিতরণ করছে অনেকেই। ঠাকুরগাঁও—৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে উৎকৃষ্ট ও গ্রহণযোগ্য প্রার্থী সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীক দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা উন্নয়নের রুপকার ও জাদুকর শেখ হাসিনার কে পীরগঞ্জ ও রাণীশংকৈল বাসী কৃতজ্ঞতা জানিয়েছেন।
তাকে নৌকা প্রতীকে বিজয় করার লক্ষ্যে দুই উপজেলার অসংখ্য নেতাকমীর্ ও ভোটাররা প্রস্তুতি নিচ্ছেন।

Monday, November 27, 2023

পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন শ ম রেজাউল করিম

পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন শ ম রেজাউল করিম

চিলাহাটি ওয়েব ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। এতে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান।
৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুটিতে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। আসনগুলো হলো- কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। এই দুটি আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে। এর আগে ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
ইসির তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি।