আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে চলো ঢাকা যাই সমাবেশে যোগ দেই, স্লোগান দিয়ে দিনাজপুরের কাহারোলে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭ জুলাই বিকেল ৬ টায় এক বর্ণাঢ্য রেলি বের করে।
রেলিটি কাহারোল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রেলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাহারোল বাজার আমতলা মোরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা জামায়াতের আমির তরিকুল ইসলাম, কাহারোল উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক, দিনাজপুর শ্রমিক কল্যাণ কর্ম পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ফয়সাল ইসলাম, কাহারোল ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।