Showing posts with label নীলফামারী. Show all posts
Showing posts with label নীলফামারী. Show all posts

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, February 18, 2024 | 2/18/2024 09:15:00 PM

kkki

ডোমারে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 17, 2024 | 2/17/2024 11:16:00 PM

আব্দুল্লাহ আল মামুন, ভ্রাম্যমান প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ৮৯ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ আব্দুর রহিম(৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ডোমার সদর ইউনিয়নের পুর্ব চিকনমাটি সরকার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 
আটক যুবক লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্যে গড্ডিমারী গ্রামের হিরণ আলীর ছেলে। শনিবার বিকালে আটককৃত আব্দুর রহিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়,শুক্রবার রাতে এসআই শাকিল মাহমুদেরর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডোমার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি গ্রামের সরকার পাড়া পুরাতন মসজিদের পূর্ব দিকে কাঁচা রাস্তায় এক মটরসাইকেল আরোহীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সে সময় তার সাথে থাকা লিটন হোসেন(২৬) নামের আরেক আরোহী পালিয়ে যায়। লিটন একই এলাকার খলিলুর রহমানের ছেলে। ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ৮৯ বোতল ফেন্সিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো জানান, থানা এলাকায় চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

চিলাহাটিতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির খানকায়ে কারামতিয়া শরীফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল হযরত মাওলানা শাহ মো. ইউনুছ হাশমী জৌনপুরী (রাঃ) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বাৎসরিক ইছলে ছাওয়াব মহফিলের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। দূর-দুরান্ত থেকে হাজার হাজার পুরুষ/ মহিলারা এই আখেরী মোনাজাতে অংশগ্রহণ করে।
খালেকুজ্জামান বসুনীয়ার সভাপতিত্বে আখেরি মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, ভোগডাবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেতকীবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাবা আর নেই

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, February 7, 2024 | 2/07/2024 01:32:00 PM

রবিউল ইসলাম,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি'র কেতকীবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম মাহব্বত এর বাবা মোজাফফর হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাতে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে মাত্রই

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, February 2, 2024 | 2/02/2024 04:07:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর জেলার চিলাহাটি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রোগীরা। নামেই মা ও শিশু কল্যাণ কেন্দ্র হলেও কোন কাজে আসছেনা রোগীদের।
এ কল্যাণ কেন্দ্রে সুসজ্জিত স্থাপনা, প্রয়োজনীয় আসবাবসহ চিকিৎসার জন্য কিছু সরঞ্জাম থাকলেও, চিকিৎসক ও লোকবলের অভাবে সেবা নেই। ফলে প্রতিদিন প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার শতাধিক মা ও শিশু।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য একজন এমবিবিএস চিকিৎসকসহ ১৩ জনের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে।
বর্তমানে ডেপুটেশনে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন নারী পরিদর্শক ও একজন স্থায়ী নারী পরিদর্শক দিয়েই চলছে কেন্দ্রটি।
জানা যায়, সপ্তাহে দুদিন করে অস্থায়ী চিকিৎসক ও নারী পরিদর্শকের কেন্দ্রে থাকার নিয়ম থাকলেও নানা অজুহাতে বেশিরভাগ সময় তারা অনুপস্থিত থাকেন। ফলে দূর-দূরান্ত থেকে আসা গর্ভবতী মা ও শিশুরা পড়েন চরম দুর্ভোগে।
তাছাড়া কেন্দ্রটির কক্ষগুলো থাকে সার্বক্ষণিক থাকে তালাবদ্ধ। এমনকি মায়েদের জন্য বসার জয়গা ও টয়লেটেও তালা লাগানো থাকে। ওষুধপথ্য তো নেই বললেই চলে।
এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা দফতরের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক চিলাহাটি ওয়েবকে বলেন, আমরা এরই মধ্যে অধিদফতর ও মন্ত্রণালয়ে পদায়নের জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছি।
দ্রুত সময়ে চিকিৎসক নেওয়ার ব্যবস্থা হচ্ছে। সেটা হলেই হয়তো আমরা চিকিৎসক পেয়ে যাব।
জানা গেছে- নীলফামারী জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে চিলাহাটিতে গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসাসেবা সহজতর করতে সরকারিভাবে নির্মিত হয় এই ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি।
আধুনিক মানের অবকাঠামোসহ আসবাব ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ২০২২ সাল থেকে ডেপুটেশনে ৩ জনকে দিয়ে কার্যক্রম শুরু হয়।
 ফলে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে সরকারি-বেসরকারি ভালো চিকিৎসাসেবা কেন্দ্র না থাকায় এ এলাকার লাখো নারী-শিশুর চিকিৎসাসেবা পাওয়ার ভরসাস্থলে পরিণত হয় কেন্দ্রটি।
কিন্তু বর্তমানে কেন্দ্রটি তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডিমলা প্রেসক্লাব’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 31, 2024 | 1/31/2024 11:29:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলায় ডিমলা প্রেসক্লাব’র ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ডিমলা প্রেসক্লারের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, ডিমলা থানার ওসি দেবাশীষ রায়, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন প্রমুখ।

চিলাহাটিতে ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) এর আওতায় দুইদিন ব্যাপী মানসম্মত ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানসম্মত ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন ডোমার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহ: প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়, নাসিক প্লান্ট এন্ড পট লিমিটেডের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আসিফ ইমরান, সোনাহারের সফল কৃষক সিরাজুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা ও কৃষি পরামর্শ দেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর দেবীগঞ্জ শাখার শার্প এর কৃষিবিদ মেহবুবউল সহিদ। অনুষ্ঠানে ২৫ জন অংশ গ্রহণ করেন।

চিলাহাটিতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, January 30, 2024 | 1/30/2024 09:24:00 PM

আপেল বাসুনীয়া, চিলাহাটি ওয়েব : আসন্ন ডোমার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জামাল উদ্দীন আহম্মেদ জামান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতা-কর্মী এবং এলাকাবাসিদের নিয়ে এক মতবিনিময় ও পরামর্শ সভা করেছেন।
গতকাল সোমবার সন্ধায় চিলাহাটির কেতকীবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় বিভিন্ন পেশার সুধী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ।
বক্তারা তাদের বক্তেব্যে বলেন- জামাল উদ্দীন আহম্মেদ জামান দীর্ঘদিন থেকে সমাজ সেবার পাশাপাশি বিভিন্ন সামাজকি উন্নয়ন সংগঠনের সাথে জড়িত আছেন, এছাড়াও তিনি বেসরকারী অরাজনৈতিক ও দাতব্য কল্যানমূলক প্রতিষ্ঠান উত্তরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ।
তিনি এলাকার অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়ে সাহায্য করে যাচ্ছেন এবং ওনার প্রতিষ্ঠান উত্তরা ফাউন্ডেশনে শত শত বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং তিনি বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন ।
উনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আরও সক্রিয় ভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন । তাই আমরা চাই জামাল উদ্দীন আহম্মেদ জামান ভাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হোক।
আমরা ডোমার উপজেলাবাসী সকলে মিলে যোগ্য ব্যক্তি জামাল উদ্দীন আহম্মেদ জামান ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতে মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।

চিকিৎসা সেবা নেই চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, January 27, 2024 | 1/27/2024 09:20:00 AM

জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে অসহায় গর্ভধারী রোগীরা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করায় কর্তব্যরত সেবিকারা বেপরোয়া হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার সকাল দশটায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে ৪ জন সেবিকা নিয়োজিত থাকলেও রোকেয়া নামে একজন সেবিকা উপস্থিত। বাকি ৩ জন বাড়ি চলে গেছে।
চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপস্থিত চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের কর্মীবৃন্দসহ উপস্থিত জনতা জানান, চালু হওয়ার পর থেকে এই কল্যাণ কেন্দ্রে স্বেচ্ছাচারিতা শুরু হয়েছে। 
এখানে যারা কর্মরত আছেন তারা একটি মহলের মদদৃষ্টি প্রভাব খাটিয়ে চলছে। তাই এলাকার অসহায় গরিব মেহনতী রোগীরা ন্যূনতম চিকিৎসা সেবা পাচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এ সময় বিভিন্ন এলাকা থেকে গর্ভধারী রোগীরা কল্যাণ কেন্দ্রে সেবানিতে এসে জানতে পারি সেবিকারা বাড়ি চলে যাওয়ায় তারা সেবা বঞ্চিত হয়ে ফিরে যায়।
এ ব্যাপারে ডোমার উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মিনহাজুল আলম শাওনের কাছে জানতে চাইলে তিন চিলাহাটি ওয়েবকে জানান- ভাইয়ের অসুস্থতার কথা বলে ডাইনাস রেহেনা খাতুন আমাকে বলে বাড়ি গিয়েছে।
বাকি দুইজন সিএসবিএ শাহনাজ ও ডাইনাস জান্নাতুল চলে যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। তবে স্বেচ্ছাচারিতার কারণে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চিলাহাটিতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 22, 2024 | 1/22/2024 08:44:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাত) এর আওতায় দুইদিন ব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো : মোশারফ হোসেন, সহ: প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়, শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক শাহ, একাউন্টস নুরুজ্জামান প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে ২৫ জন খামারিদের প্রশিক্ষণ প্রদান করেন লাইভস্টক ট্রেইনার ডা: মো: মশিউর রহমান।

চিলাহাটিতে মাদক ব্যবসায়ী আটক

আপেল বসুনীয়া, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার চিলাহাটিতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মনিরুল ইসলাম এবং এ.এস.আই মুহিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে চিলাহাটি স্টেশন রোড হইতে মৃত. আব্দুল জব্বার এর ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজুকে ৫৮ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই মুহিদ জানান- ডোমার থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আবু সাইদ স্যারের দিক নির্দেশনায় এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র এর ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মো: মশিউর রহমান এর নেতৃত্বে আমরা এ অভিযান পরিচালনা করি। গ্রেফতারকৃত নজু দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যাবসা করে আসিতেছিল।

চিলাহাটিতে হাসপাতাল ফটকে সন্তান প্রসব, এগিয়ে আসেননি কেউ

জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : প্রসব বেদনা শুরু হলে রজিফা বেগম নামের এক গৃহবধূকে নেয়া হয় চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। হাসপাতালে গেট বন্ধ থাকায় দীর্ঘক্ষন অপেক্ষায় থাকার পর অবশেষে গেটের সামনে রাস্তায় তার সন্তান প্রসব করে।
বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার রাত সাড়ে ৭ টায় নীলফামারীর চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গেটে ঘটনাটি ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, চিলাহাটির কেতকীবাড়ি ইউনিয়নের বোতলগঞ্জ এলাকার মোখলেছারের স্ত্রী রজিফা বেগমের প্রসব বেদনা দেখা দেয়। তাকে নরমাল ডেলিভারি করাতে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে আসে। এ সময় নৈশপ্রহরী বেলাল হোসেন হাসপাতালের গেট বন্ধ করে চা খাওয়ার উদ্দেশ্যে চিলাহাটি বাজারে যান।
অপরদিকে যাইতে থাকা সিএসবিএ শাহনাজ, দাই নাস রেহানা খাতুন, সহ নার্সিং এটেন্ডেস রোকেয়া হাসপাতাল বন্ধ করে আবাসিক কোয়ার্টারে চলে যায়। দীর্ঘ সময় গেটের বাইরে অবস্থান করা অবস্থায় গৃহবধূ রজিফার প্রসব বেদনায় ছটফট করতে করতে গেটের সামনে রাস্তায় খোলা জায়গায় একটি কন্যা সন্তান প্রসব করে।
স্থানীয়রা চিলাহাটি ওয়েবকে আরো বলেন, এই হাসপাতালে ৪ জন স্বাস্থ্য কর্মী নিয়োজিত থাকলেও দাই নাস জান্নাতুন দীর্ঘদিন থেকে কর্মে অনুপস্থিত আছে। বাকি ৩ জন দায়িত্ব অবহেলার কারণে আজকের এই ঘটনা ঘটেছে। ঘটনার পর হাসপাতাল গেটে উৎফুল্ল জনতার মাঝে চাপা উত্তেজনার সৃষ্টি হয়।
ভোগডাবুরী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাহাদত হোসেন ঘটনাস্থল গিয়ে ঘটনার নিয়ন্ত্রণে আনেন।
ডোমার উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডাক্তার মিনহাজুল আলম শাওন বলেন, জনবল কম থাকায় সিফটিং ডিউটি পালন করা হচ্ছে না। তবে বিষয়টি দুঃখ জনক। এ বিষয়টি খতিয়ে দেখা হবে।

বোড়াগাড়ীতে শীতার্ত মানুষের পাশে প্রশিকা

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 17, 2024 | 1/17/2024 01:20:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।
আজ বুধবার প্রশিকা বোড়াগাড়ী অফিস কার্যালয়ে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এবং সিনিয়র পরিচালক শেখ শাহিদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় বোড়াগাড়ীতে ২০০ জন দুস্থ-অসহায় মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রশিকা ডোমার উন্নয়ন এলাকা ব্যবস্থাপক পংকজ কুমার মোহন্তর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পূর্ণবাসন কমিটির উপ-পরিচালক নুরুল ইসলাম রেণু, নীলফামারী ও পঞ্চগড় জোন বিভাগীয় ব্যবস্থাপক আলহাজ উদ্দিন, বোড়াগারি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিকা বোড়াগাড়ী শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।

সূর্যের দেখা মেলেনি ৬ দিন ধরে থরথরে কাঁপছে ডিমলার মানুষজন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, January 14, 2024 | 1/14/2024 05:31:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী) ঃ হিমালয়ের চারদিক দিয়ে অক্টোপাসের মতো ধেয়ে আসছে শীতের সাঁড়াশী আক্রমন। পারদ নিম্নমুখী হওয়ায় রীতিমত শৈত্যপ্রবাহ দিনদিন বেড়েই চলছে,আর থরথরে কাঁপছে উত্তরের মানুষজন। শীতের এই সামাগ্রীক দাপটে আকাশ মেঘাছন্ন হয়ে যাওয়ায় উত্তরী হাওয়ার অবাধ গতিতে মানুষের শরীরে হাড় কাঁপানো কাঁপুনী ধরেছে। 
গত ৬ দিন ধরে সূর্য়ের দেখা মেলেনি এ জেলায়। উত্তরবঙ্গে শীতের দাপট বরাবরই বেশী থাকে। তার ব্যাতিক্রম এবারো ঘটেনি,তবে এবারের গত কয়েক দিনের শীত গত কয়েক বৎসরের তুলনায় অনেক বেশি। বিশেষ করে হিমালয় পর্বত সংলগ্ন রংপুর বিভাগের আট জেলার মানুষজন হাড়কাঁপানো ঠান্ডায় থরথরে কাঁপছে। সংশিষ্ট সুত্র মতে, শীতবস্ত্র বিতরনে সরকারি ভাবে শীতবস্ত্র বিতরন ও বিতরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ হতে জানাযায় ইতোমধ্যে সরকারের ত্রান ভান্ডার নীলফামারী জেলা হতে ডিমলা উপজেলায় কম্বল পাঠানো হয়েছে ৫ হাজার ৮০০। এবং ইতিমধ্যে উপজেলার ১০ ইউনিয়নে বিতরন করা হয়েছে ৪হাজার ৫০০ কম্বল, যা প্রয়োজনের চেয়ে অপ্রতুল। রোববার উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করে আবহাওয়া অফিস জানায়, নীলফামারীর ডিমলায় তাপমাত্রা ৮.৮ডিগ্রী সেলসিয়াস। তবে আবহাওয়া অফিসের দেয়া তথ্যের চেয়েও আরো কম বলে মনে করছেন, নীলফামারীর হিমালয় ঘেষা ডিমলা উপজেলার সাধারণ মানুষজন। তাদের মতে, তাপমাত্রা সর্বনিম্ন ৭ ডিগ্রী সেঃ ছিল ডিমলায়। 
সূত্রমতে, শীতের দাপটে সকাল হতে বিকাল পয্যন্ত শুরু হয়ে যায় শীত মহাকরণ। গত দুই দিন ধরে শীতের এমন আক্রমনে একটু উষ্ণতার জন্য উত্তরের গরিব অসহায় মানুষজনের খড়কুটু জ্বালিয়ে আগুনের পরশমনি ছিল একমাত্র ভরসা। ডিমলার তিস্তাসহ বিভিন্ন নদীর চর এলাকায় স্বরে-জমিনে গিয়ে দেখা যায়, আগুনের কুন্ডলী জ্বালিয়ে শীত নিবারন করার চেষ্টা করছে অসহায় পরিবারগুলো। সব থেকে বেশী বিপাকে পড়েছে সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলো। শীতের পুরানো গরম কাপড়ের দোকানে শুরু হয়েছে উপচে পড়া ভিড়। এ ছাড়া শীতজনিত রোগে বয়স্ক ও শিশুদের নিউমোনিয়া, হাঁপানী, ক্লোড ডাইরিয়া, কাশিতে আক্রান্ত হয়ে পড়ছে। জেলা, উপজেলা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বেড়েই চলছে রোগির সংখ্যা। 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সুত্র অনুযায়ী, চিকিৎসাধীন অবস্থায় শীতজনিত রোগে শিশু সহ বয়স্ক গতকাল পয্যন্ত কয়েকজন ব্যাক্তি মারা গেছে। এছাড়াও গৃহপালিত পশুপাখি নিয়ে চরম বিপাকে পড়েছে অনেকেই।

চিলাহাটিতে রাতের আঁধারে উষ্ণতা ছড়াচ্ছে ডিওএইচএস

চিলাহাটি ওয়েব ডেস্ক : চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ
ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি (DOHS)।
ঢাকা মহাখালী DOHS ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার রাতের আঁধারে নীলফামারী জেলার চিলাহাটি ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, ছিন্নমূল ও হত-দরিদ্রদের বাড়ী-বাড়ী ও বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় গিয়ে সর্বমোট ১১০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ডিমলায় জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, January 13, 2024 | 1/13/2024 11:29:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী) : নীলফামারীর ডিমলায় শনিবার বিকেলে ডিমলা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতি ঢাকার আয়োজনে ও জেলা পুলিশ নীলফামারীর সহযোগিতায় ৫শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল)বিতরন করেন, নীলফামারী পুলিশ সুপার মোঃ গোলাম সবুর,পিপিএম-সেবা। 
এ সময় উপস্থিত ছিলেন,মোঃ সিরাজুল ইসলাম পিপিএম(বার)অবসরপ্রাপ্ত সিনিয়র ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বিআরপিওডব্লিউএ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিমলা থানার ওসি দেবাশীষ রায়, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

ডিমলায় পাঁচ মাস থেকে নিখোঁজ মিলনের খোজ মিলেনি আজো

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, January 11, 2024 | 1/11/2024 11:48:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের কুলি আইজুল ইসলামের বড় ছেলে মিলন হোসেন(নির্মান শ্রমিক) (৩৪)কে ২০২৩ সালের(১৮ই আগষ্ট) ভোর পাঁচটায় সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিখন ইসলাম ও পাথরখুড়া ডিমলা গ্রামের জিটির ছেলে শ্যামল রায় কাজে যাওয়ার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। তারপর গত পাঁচ মাসেও মিলনের কোন খোঁজ মেলেনি। 
মিলনের পিতার অভিযোগ সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিখন ইসলাম ও পাথরখুড়া ডিমলা গ্রামের জিটির ছেলে শ্যামল রায় তার ছেলেকে ভারতীয় গরু পারাপারের জন্য ডেকে নিয়ে পঞ্চগড় জেলার তেতুলিয়ায় নিয়ে যায়। এর পর হতে তিনি তার ছেলের কোন খোঁজ পাচ্ছেনা। এদিকে মিলনকে বাড়ী হতে ডেকে নিয়ে যাওয়া দুজন গা ঢাকা দিয়ে রয়েছে গত পাঁচ মাস যাবত। নিখোঁজ মিলনের পিতা আইজুল ইসলাম ছেলেকে খুঁজে না পেয়ে গত(২১সেপ্টেম্বর২০২৩) ডিমলা থানায় একটি নিখোঁজ ডায়রী নং ১০১১ দায়ের করেন। ডিমলা থানার ওসি দেবাশিষ রায় বলেন, মিলনকে উদ্ধারে আমরা চেষ্টা করছি। যারা মিলনকে ডেকে নিয়ে গেছে আমরা তাদের বিষয়েও খোঁজ খবর নিচ্ছি। তবে তারা এলাাকায় না থাকায় বিষয়টি নিশ্চিত হতে পারছিনা। মিলনকে উদ্ধারের বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মিলনের স্ত্রী তাজমিরা নিখোঁজ স্বামীর বেদনা ও সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

চিলাহাটি-ডোমার রেলপথে রেললাইন ফাটল

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, January 9, 2024 | 1/09/2024 04:55:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি -ডোমার রেলপথের রেল লাইন ফেটে যাওয়ায় ট্রেন চলাচলের বিঘ্ন ঘটেছে।
আজ মঙ্গলবার সকালে ডোমার রেলস্টেশন সামনে চিলাহাটি রুটে রেললাইন ফেটে যাওয়াও এ সমস্যার সম্মুখীন হয় ট্রেনগুলি।
 রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসার সময় আনসার বাহিনীর সদস্যরা লাল ফ্লাগ দেখিয়ে ট্রেন থামায় এবং পরবর্তীতে ট্রেনটি স্লো করে পার করানো হয়। রিপোর্ট লেখা পর্যন্ত রেল লাইনটি এ অবস্থায় পড়ে আছে।

আনন্দঘন পরিবেশে চিলাহাটিতে বই উৎসব পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 1, 2024 | 1/01/2024 02:57:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতেও আনন্দঘন পরিবেশে পহেলা জানুয়ারী-২০২৪ইং (সোমবার) বই উৎসব পালিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।
নতুন বই হাতে পাওয়ার বাড়ী ফেরার পথে শিক্ষার্থীদের মাঝে লক্ষ করা যায় আনন্দের ছাপ। সোমবার এ বই বই উৎসব পালিত হওয়ায় এবং যথা সময়ে বই-বিতরণ অভিভাবকেরা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নীলফামারী জেলার চিলাহাটি মার্চ্ছেন্টস উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ, চিলাহাটি মার্চ্ছেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর চান্দখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চান্দখানা জি.আর উচ্চ বিদ্যালয়, চিলাহাটি জে.ইউ.ফাজিল (বিএ) মাদারাসাসহ আরও অনেক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।
চিলাহাটি মার্চ্ছেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান (সাজ্জাদ চৌধুরী) এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জিল্লু। চিলাহাটি মার্চ্ছেন্টস উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাফিউল ইসলাম, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আনারুল ইসলাম, সভাপতি মতিয়ার রহমান (আর্মি)।
চিলাহাটি জে.ইউ.ফাজিল (বিএ)মাদারাসায় বই বিতরণ করেন অধ্যক্ষ জাকির হোসেন, ভোগডাবুড়ী আহমেদুল হক শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন প্রধান শিক্ষক মাখদুমুল আলম জুয়েল।

চিলাহাটিতে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, December 31, 2023 | 12/31/2023 06:57:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি ফিউচার প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ রকিব হোসেন রন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হাসান সাবু, চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আপেল বাসুনীয়া, সমাজসেবী রওশন আরা শিল্পী, কেতকীবাড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন, কেতকীবাড়ী বিওপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদুল ইসলাম মিলন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিউচার প্রি-ক্যাডেট একাডেমীর শিক্ষক আনিসুর রহমান আনিস। উক্ত অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।