Showing posts with label নীলফামারী. Show all posts
Showing posts with label নীলফামারী. Show all posts

নৌকাকে বিজয়ী করতে হবে -ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, December 30, 2023 | 12/30/2023 11:02:00 PM

মাজহারুল ইসলাম লিটন, ডিমলা (নীলফামারী): আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীর ডিমলায় শনিবার বিকেলে ডিমলা বিজয় চত্ত¦রে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক পথ সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। 
তাই আগামী ৭ জানুয়ারী নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে ভোটার উপস্থিতি নিশ্চিত করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার বিষয়ে উপজেলা ছাত্রলীগকে আহ্ববান করেন তিনি। উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুু, নীলফামারী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ, সদর ইউনিয়নের চেয়ারম্যান এ.এইচ.এম ফিরোজ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান শাহ্ আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রশীদ লেবু প্রমুখ।

ডোমারে এ-ওয়ান ইসলামিক এডুকেশন স্কুলের উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, December 29, 2023 | 12/29/2023 11:03:00 PM

নীলফামারী প্রতিনিধি : জেলার ডোমারে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ-ওয়ান ইসলামিক এডুকেশন নামে ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন করা হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুমি অফিস সংলগ্ন এলাকায় স্কুলটির নিজস্ব ক্যাম্পাসে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডোমার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রহমত উল্লাহ আনছারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, গণেশ কুমার আগরওয়ালা ও স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষক রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আধুনিক ও যুগোপযোগী সমাজ তৈরীতে ইংরেজী শিক্ষার বিকল্প নাই। একটি আদর্শ জাতি গঠনে শিক্ষিত মানুষের মূল্য অপরিসীম, তেমনি একটি উন্নত দেশ গঠনে ইংরেজী শিক্ষায় শিক্ষত হওয়াও জরুরী। প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রহমত উল্লাহ বলেন,স্কুল ও মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত করে একটি যুগপোযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় এই স্কুলের লক্ষ। উল্লেখ্য, প্রায় অর্ধ শতাধিক ছাত্র/ছাত্রী নিয়ে ২০২৪ সাল থেকে প্লে নার্সারি, কেজি, ওয়ান,টু ও থ্রি এই ৩টি শ্রেণীর কার্যক্রম নিয়ে স্কুলটি যাত্রা শুরু করবে।

নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথে আনসার মোতায়েন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, December 28, 2023 | 12/28/2023 12:14:00 AM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথের ৩১ পয়েন্টে ২৪২ জন আনসার সদস্য ও ভিডিপি মোতায়েন করা হয়েছে।
চলমান রাজনৈতিক সহিংসতার মুল টার্গেট করা হয় রেলপথ। আর রেলপথে নাশকতা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার ২৬ ডিসেম্বর নীলফামারী জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, কিছুদিন পূর্বে ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রেলপথের ট্রেন ও জনসাধারণের জানমাল স্বার্থে আনসার-ভিডিপি সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। রেললাইনের পাশাপশি ট্রেনে পুলিশের সঙ্গে দ্বায়িত্ব পালনের জন্য নির্দেশনা রয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা সতর্ক অবস্থানে আছেন। তাছাড়া যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আনসার, পুলিশ ও বিভিন্ন সংস্থার পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক নেতাকর্মীরাও দায়িত্ব পালন করছেন বলে জানানো হয়।

চিলাহাটিতে মানবতার দেয়াল এর কমিটি গঠন

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, December 25, 2023 | 12/25/2023 12:23:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সামাজিক সেচ্ছাসেবী সংগঠন মানবতার দেয়াল চিলাহাটি এর কমিটি গঠিত হয়েছে। এতে সোহেল প্রধানকে সভাপতি ও ছানাউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং শাহাদাত হোসেন রুবেল, মাহমুদ হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সিরাজুল ইসলাম সিরাজ, রাইসুল ইসলাম রুবেল, রাফিউল ইসলাম সুজন, লেবু মিয়া সহ-সভাপতি,যুগ্ম সাধারণ সম্পাদক রনি ইসলাম, শাহজাহান ইসলাম,দপ্তর সম্পাদক আবু কাওসার,আইন বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ ইভান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ.কে.এম সজীব বসুনিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খোরসেদ আলম খোশরু, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাঈদুল ইসলাম মেহেদি, প্রবাসী কল্যাণ সম্পাদক রাইফুল ইসলাম রিফাত, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রাফিউল মিজান পলিন, পরিবেশ বিষয়ক সম্পাদক সাগর হোসাইন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আবু শাহাদাত মিম।
এছাড়াও কার্যকারী সদস্যরা হলেন- রানা ইসলাম, মিন্টু, আশরাফুল ইসলাম আশরাফ, জামাল ইসলাম, সুজন ইসলাম, মিলন, আরমান, নিসান, রহিত, ডন, মিঠু, মিজান, রকি, লিমন, সামিউল, মাসুদ, ঈদুল, খালেকুল জামান খালেক, রাকিব, ফরিদুল, বিটুল।

চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধার বন্দোবস্ত নেওয়া জমি বেদখল

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, December 24, 2023 | 12/24/2023 12:41:00 PM

জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে মুক্তিযোদ্ধার নামে খাস খতিয়ানের বরাদ্দকৃত জমি জোর পূর্বক দখল করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার সন্তানরা আদালতে একটি মামলা দায়ের করে।
স্থানীয় সূত্রে জানা গেছে- চিলাহাটির ডোগডাবুরী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের নামে নব্বই দশকে খাস খতিয়ান থেকে ৪১ শতাংশ আবাদির জমি তার নামে বরাদ্দ দেওয়া হয়।
শামসুর হকের মৃত্যুর পর তার ৩ ছেলে তহিদুল, মিন্টু, তোফিজুল ৪ মেয়ে সোনাবী, রহিমা, ছকিনা ও ফিরোজা পিতা রেখে যাওয়া ওই জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। এরই মধ্যে তাদের অর্থ সংকট দেখা দিলে পিতা রেখে যাওয়া জমিটুকু একশত টাকার স্টামে প্রতিবেশী আতা বুদ্দিনের ছেলে বুলু মিয়ার কাছে ৪৫ হাজার টাকায় বিনিময় বন্ধক রাখে। সময় মত টাকা জোগাড় করতে না পারায় তাদের বন্ধকৃত জমি মুক্ত করতে পারেনি।
এই সুযোগে লালসার শিকারে পরে বুলু মিয়া ওই বন্ধকৃত স্টামে এক লক্ষ ৪৫ হাজার টাকা লিখে জমিটি তার কাছে বিক্রি করার দাবি তুলে। একটি মহলের ইঙ্গিতে বুলু মিয়া দখল ধরে রাখতে আবাদি জমির উপর বসতভিটা নির্মাণ করে।
মুক্তিযোদ্ধার ছেলে তহিদুল ও তোফিজুল চিলাহাটি ওয়েবকে বলেন- আমাদের প্রয়োজনে একশ টাকার স্টামে ৪৫ হাজার টাকার বিনিময় বুলু মিয়ার কাছে জমি বন্ধক রেখেছি। তিনি ওই স্টামে ঘষাঘষি করে ১ লক্ষ ৪৫ হাজার টাকা লিখে জমিটি তার কাছে বিক্রির অপপ্রচার চালাচ্ছে। আমরা এই জুলুমবাজের সুবিচার দাবি জানাচ্ছি।
বুলু মিয়া বলেন- এখানে অনেকেই ষ্টামে লিখে খাস জমি ক্রয় করে। সেই সূত্র ধরে আমিও ৪৫ শতক জমি ১ লক্ষ ৪৫ হাজার টাকায় বিনিময়ে কিনে নিয়েছি। সেই সুবাদে দীর্ঘদিন থেকে ওই জমিতে চাষাবাদ সহ ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। পিতার শেষ সম্বল জমিটুকু হারিয়ে ৩ ছেলে ৪ মেয়ে পথে পথে ঘুরছে। উপায় না পেয়ে মুক্তিযোদ্ধার ৩ ছেলে ৪ মেয়ে আদালতে একটি মামলা দায়ের করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ বলেন- কারো নামে বরাদ্দকৃত খাস জমি হস্তান্তরের কোন সুযোগ নেই। এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চিলাহাটিতে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, December 21, 2023 | 12/21/2023 12:30:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে অনিয়মের কারনে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
এর আগেও একই কারনে নিয়োগটি বন্ধ ঘোষনা করা হয়েছিল। গত ১৯ ডিসেম্বর সকালে চিলাহাটির দক্ষিণ চান্দখানা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি পদে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়। যথা সময়ে নিয়োগ পরীক্ষার জন্য স্কুলটির রুমের তালা খুলতে যায় প্রধান শিক্ষক জহুরুল হক প্রামানিক। এসময় স্থানীয় কয়েকজন প্রধান শিক্ষককে রুমের তালা খুলতে বাধা দিলে হট্টগোল শুরু হয়।
রত্না আক্তার নামে এক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন- স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন (ঢোল মেম্বার) নিয়োগ দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে।কিন্তু এখন তাকে নিয়োগ না দিয়ে সভাপতির মেয়ে ও নাতিকে নিয়োগ দেওয়ার পায়তারা করছে।
স্থানীয়রা বলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন ৪টি পদে নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছে। ইতিপূর্বে এই ৪ পদের বাণিজ্যর তথ্য ভাঁজ হওয়ায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। দ্বিতীয় দফায় একই অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় বন্ধ করা হয়।
প্রধান শিক্ষক জহুরুল হক প্রামানিক জানান- ইউপি সদস্যা জেবুননেছার নিয়োগ পরীক্ষা বানচাল করার নানান ষড়যন্ত্র করছে। বিশৃঙ্খলার জন্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন (ঢোল মেম্বার) জানান- স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকেই নিয়োগ দেওয়া হবে। তার মেয়ে ও নাতীকে নিয়োগ দেওয়ার কথাটি তিনি অস্বীকার করেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম মুঠোফোনে বলেন- সেখানে বিশৃঙ্খলার কারনে নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিবেশ নেই। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে অফিসে ডাকা হয়েছে। এবং তাদের মাধ্যমে নিয়োগ পরীক্ষা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

ডিমলা প্রেসক্লাবের কমিটি গঠন

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, December 18, 2023 | 12/18/2023 09:44:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা : নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের ত্রী-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি মাজহারুল ইসলাম লিটন ও সাধারন সম্পাদক সহিদুল ইসলাম নির্বাচিন হয়েছে।
শনিবার ডিমলা প্রেসক্লাবের বর্ধিত সভায় পুর্বের কমিটির মেয়াদ পুর্ন হওয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় চতুর্থ বারের মত মাজাহারুল ইসলাম লিটন পুনঃরায় সভাপতি, ইত্তেফাকের সহিদুল ইসলাম সাধারন সম্পাদক ও নয়া শতাব্দীর আবু হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বৎসরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্টজনদের শুভেচ্ছা বাণী

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, December 12, 2023 | 12/12/2023 05:08:00 PM

নিরপেক্ষতার কারণেই চিলাহাটি ওয়েব এর গ্রহণযোগ্যতা পেয়েছে 
১২ বছরে পদার্পণে চিলাহাটি ওয়েব পরিবারের সবাইকে জানাই শুভেচ্ছা। পত্রিকাটি গত ১১ বছরে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিগত দিনগুলোর মতো চিলাহাটি ওয়েব দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আমার প্রত্যাশা।
মোহাম্মদ মশিউর রহমান, ইনচার্জ, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র
 
মাটি ও মানুষের পত্রিকা চিলাহাটি ওয়েব 
চিলাহাটি ওয়েব এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি শুরু থেকেই চিলাহাটি ওয়েব এর নিয়মিত পাঠক। পত্রিকাটি গত ১১ বছর ধরে বস্তুনিষ্ঠতা ধরে রেখেছে। কখনও অন্যায়ের সঙ্গে আপস করেনি। সৎ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা চিলাহাটি ওয়েবের বড় শক্তি। এ জন্য চিলাহাটি ওয়েব পাঠকের আস্থা অর্জন করেছে। দেশ, জাতি, মাটি, মানুষ আর মুক্তিযুদ্ধের কথা বলায় আমি চিলাহাটি ওয়েবকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি চিলাহাটি ওয়েবের সাফল্য কামনা করি।
দেলওয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), গণপূর্ত বিভাগ, রাজশাহী
 
চিলাহাটি ওয়েব আমাদের এগিয়ে যাওয়ার উদ্দীপনা জোগায় 
চিলাহাটি ওয়েব সাংবাদিকতার নীতি অনুসরণ করে বর্তমানে দেশের অবহেলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে। বিভিন্ন সেক্টরের অনিয়মকে নির্ভীক চিত্তে তুলে ধরার পাশাপাশি দেশের সার্বিক এগিয়ে যাওয়ার চিত্রও ব্যাপকভাবে ফুটিয়ে তুলছে চিলাহাটি ওয়েব- যা আমাদের উদ্দীপনা জোগায় সামনে এগিয়ে যাওয়ার।
১১ বছর অনেকটা সময়। এ মাইলফলকে আসতে চিলাহাটি ওয়েবকে পার হতে হয়েছে অনেক বন্ধুর পথ। চিলাহাটি ওয়েব এর সংশ্লিষ্ট সবার জন্য শুভ কামনা। আশা করছি, সাংবাদিকতার নীতি মেনে চিলাহাটি ওয়েব সামনে এগিয়ে যাবে। উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
ডা: মো: মোশারফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা, শার্প চিলাহাটি শাখা
 
পাঠকপ্রিয় হয়েই বেঁচে থাকুক চিলাহাটি ওয়েব 
নীলফামারী জেলার প্রথম অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ১১ বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ করছে। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সংবাদকর্মী, সম্পাদক ও প্রকাশের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি চিলাহাটি ওয়েব পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা।
জামাল উদ্দিন আহমেদ জামান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, উত্তরা ফাউন্ডেশন
 
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে চিলাহাটি ওয়েব আপসহীন 
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে চিলাহাটি ওয়েব সব শ্রেণীর পাঠকের মন জয় করেছে। বিশেষ করে শিক্ষা, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে চিলাহাটি ওয়েব অত্যন্ত বস্তুনিষ্ঠ বিশ্লেষণসহ প্রতিবেদন প্রকাশ করে থাকে।
প্রতিষ্ঠার অল্পদিনে জনপ্রিয়তা অর্জন এবং আপসহীন অবস্থান ধরে রেখেছে চিলাহাটি ওয়েব। আগামী দিনেও চিলাহাটি ওয়েব এ ধারা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস।
১২ বছরে পদার্পণ করায় চিলাহাটি ওয়েব পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং চিলাহাটি ওয়েবের সাফল্য কামনা করি
আলহাজ উদ্দিন, নীলফামারী ও পঞ্চগড় জোন বিভাগীয় ব্যবস্থাপক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
 
এগিয়ে চলছে চিলাহাটি ওয়েব 
দেখতে দেখতে ১১ পেরিয়ে ১২ বছরে পদার্পণ করল উত্তরের সীমান্তের জনপ্রিয় অনলাইন পত্রিকা চিলাহাটি ওয়েব। বস্তুনিষ্ঠতা, সাহসিকতা, সততা, নিষ্ঠা, নিরপেক্ষতাকে সঙ্গী করে এতগুলো বছর পাড়ি দেয়া চাট্টিখানি কথা নয়।
চিলাহাটি ওয়েব ২০১২ সাল থেকে “রংপুর বিভাগের সব খবর সবার আগে’’ শ্লোগানে নিরোপেক্ষ সংবাদ পরিবেশন করেছে। চিলাহাটি ওয়েবের আগামীর পথচলা আরও সুন্দর হোক, শুভ হোক- এই কামনা।
বেলাল হোসেন, চিলাহাটি এরিয়া ম্যানেজার, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র

চিলাহাটি ওয়েবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

চিলাহাটি ওয়েব ডেস্ক : আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার নীলফামারী জেলার প্রথম অনলাইন পোর্টাল ‘চিলাহাটি ওয়েব’ (chilahatiweb.com) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত ২০১২ সালে ‘রংপুর বিভাগের সব খবর সবার আগে’ এ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু হয় চিলাহাটি ওয়েব এর।
হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল ১১টি বছর। পাঠক প্রিয়তার মেলবন্ধনের যে যাত্রাপথ শুরু হয়েছিল ২০১২ সালের ১২ ডিসেম্বর আজ তা ১২ বছরে পদার্পন করেছে। ইতিমধ্যে সকলের আস্থার পাটফর্ম হিসেবে পত্রিকাটি জায়গা করে নিয়েছে।
চিলাহাটি ওয়েব এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর বসুনীয়া জানান- চিলাহাটি ওয়েব এর জন্মলগ্ন থেকে আমরা চেষ্টা করেছি দেশ-বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সর্বদা তুলে ধরতে।
আমাদের দক্ষ সংবাদকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে আজ চিলাহাটি ওয়েব ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পা দিতে সক্ষম হয়েছে ও লাখো পাঠকের ভালোবাসা অর্জন করেছে। আমাদের এ পথ চলায় সকলের প্রতি রইলো অভিরাম ভালোবাসা ও শ্রদ্ধা।
এদিকে সম্পাদক মন্ডলীর সভাপতি তরিকুল আহসান ডাবলু জানান- চিলাহাটি ওয়েব ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পা দিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। এই অনলাইন পত্রিকাটির সঙ্গে যারা জড়িত ও পাঠকদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
চিলাহাটি ওয়েব নিউজ বলিষ্ঠ ও নির্ভীকভাবে খবর এবং খবরের পেছনের খবর পরিবেশন করে আসছে।

ডিমলা পাক হানাদার মুক্ত দিবস

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, December 11, 2023 | 12/11/2023 12:38:00 PM

মাজহারুল ইসলাম লিটন, ডিমলা(নীলফামারী) : নীলফামারীর ডিমলায় পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নকে পাকিস্থানী হানাদার বাহীনির হাত থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী বীরমুক্তিযোদ্ধারা সারা দেশের ন্যায় ডিমলাকে মুক্ত করেছিল।
সোমবার সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ামে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে ডিমলা উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, ডিমলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামছুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

চিলাহাটিতে কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, December 10, 2023 | 12/10/2023 11:20:00 AM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে।
গতকাল শনিবার চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকালে গণিত এবং বিকেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার মধ্য দিয়ে এ বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়। এতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
এর আগে শুক্রবার সকালে বাংলা এবং বিকালে ইংরেজি পরীক্ষার মধ্য দিয়েই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সানমুন কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা সাফিক ডিয়ার এবং হল সুপারের দায়িত্ব পালন করেন ডোমার মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্ডার গার্টেন এর ভাইস প্রিন্সিপাল নুর আলম সিদ্দিকী।

চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, December 9, 2023 | 12/09/2023 03:06:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 
আজ শনিবার সকাল ৭টায় তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি---- রাজিউন ) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৪ ছেলে ও স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন।
শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরীফ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। গার্ড অফ ওনার প্রদান করেন ডোমার উপজেলা এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মশিউর রহমান।
মরহুমের বড় ছেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোগডাবুরী ইউনিয়নের সভাপতি এ,কে,এম শাহাদাত হোসেন চিলাহাটি ওয়েবকে জানান- তার পিতা মুক্তিযুদ্ধে বড় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মুক্তিযোদ্ধা পরিচিতি নং-০১৭৩০০০০৯৪৩।

চিলাহাটি হানাদার মুক্ত দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, December 5, 2023 | 12/05/2023 02:22:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারীর জেলার চিলাহাটিতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভোগাডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চিলাহাটি বাজারের প্রধান সড়ক প্রক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা অফিস কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ভোগডাবুরী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি এ.কে.এম শাহদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ভোগডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক আব্দুল জব্বার কানু, ভোগডাবুরী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা শহিদুল হোসেন লিটন, সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, শিরিন মমতাজ মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমূখ্য।
ভোগডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক আব্দুল জব্বার কানু জানান, ১৯৭১ সালের ৫ ডিসেম্বর উপজেলার বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত চিলাহাটি হানাদার মুক্ত হয়। দিবসটি পালনে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তানসহ সকল স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আগামীকাল চিলাহাটি হানাদার মুক্ত দিবস

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, December 4, 2023 | 12/04/2023 06:10:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : চিলাহাটি হানাদার মুক্ত দিবস আজ ৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে উত্তরের সীমান্ত জেলা নীলফামারীর চিলাহাটি হানাদার মুক্ত হয়। এরপর পর্যায়ক্রমে সেখান থেকে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে ছড়িয়ে পড়ে জেলাজুড়ে।
সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি পালন করবে চিলাহাটির ভোগড়াবুড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। দিবসটি পালন উপলক্ষে ভোগডাবুড়ী ও কেতকীবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানা কর্মসূচি হাতে নিয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, চিলাহাটি মুক্তকরণের অগ্রসৈনিক, বীরাঙ্গনা, শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সংস্কৃতিক অনুষ্ঠান।

চিলাহাটিতে রেলওয়ের জায়গায় অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক হালুয়া

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রেলওয়ের জায়গায় অবাধে যৌন উত্তেজক হালুয়া বিক্রি করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লুট করছে একদল হকার। 
জানা গেছে- জেলার চিলাহাটির রেলগেটে গত এক সপ্তাহ ধরে খান ইউনানী দাওয়াখানার সাইন বোর্ডে চলছে রমরমা যৌন ও শারীরিক চিকিৎসার কবিরাজি ব্যবসা। এতে করে তারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লুট করছে সাধারণ নিরহ জনগণের কাছ থেকে।
অনুসন্ধান করে জানা গেছে- সিরাজগঞ্জের বেলকুচি থেকে আসা এই দাওয়াই খানা আরিফ হোসেন দেওয়ান পরিচালনা করে আসছেন। তারা তাদের ভাসমান কবিরাজ দেওয়াখানা পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশনও করেছেন। যাতে তাদের সহজে কেউ যেন ধরতে না পারে। ফুটপাতেই ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা লুট করছে তারা। তাদের কেউ কিছু বলতে গেলে তারা বলছে বাংলাদেশ সরকার থেকে আমাদের অনুমতি দেওয়া আছে। কিন্তু তারা অনুমতি নিয়ে কিরকম চিকিৎসা করছে তা খেটে খাওয়া সাধারণ জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে।
চিলাহাটি রেলগেটে সন্ধ্যায় ব্যবসা করার সময় হাজারো লোকের ভিড় জমে, রেল লাইনের উপর পর্যন্ত মানুষের সমাগমের ভিড় দেখা যায়। এতে করে ট্রেন ক্রসিং এর সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকের আশঙ্কা।

চিলাহাটিতে কিন্ডার গার্টেন ডেভ. অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, December 1, 2023 | 12/01/2023 03:26:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভ. অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজে ফিউচার প্রি-ক্যাডেট একাডেমী কেন্দ্রের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ফিউচার প্রি-ক্যাডেট একাডেমি,সেবা কিন্ডার গার্ডেন ও আমবাড়ী কিন্ডার গার্ডেন এর ১৪২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
উক্ত পরীক্ষায় একাডেমিক সুপারভাইজার এর দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভ. অ্যাসোসিয়েশনের ঢাকা প্রতিনিধি মোতালেব হোসেন এবং হল সুপার এর দায়িত্ব পালন করেন আমবাড়ী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ আহসান হাবীব‌।
চিলাহাটি ফিউচার প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রের কেন্দ্র সচিব রকিব হোসেন রন জানান- অবরোধের কারণে ২৯-৩০ তারিখের বৃত্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হলো‌। পরীক্ষার প্রথম দিনে বাংলা এবং দ্বিতীয় ধাপে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নীলফামারী-১ আসনে আফতাব উদ্দিন সরকারের পক্ষে মনোনয়ন ফরম জমা

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, November 30, 2023 | 11/30/2023 09:15:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) : নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ ।
বৃহস্পতিবার দুপুরে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নুর-ই-আলম সিদ্দিকীর নিকট আফতাব উদ্দিন সরকারের পক্ষে তার প্রতিনিধি দল ফরম জমা দেন।
এ সময় দলীয় নেতাকর্মি সর্বস্তরের জনগণ ও ১০টি ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দসহ সাধারন জনগণ।

নীলফামারী-১ আসনে আবারও নৌকার মাঝি আফতাব

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, November 27, 2023 | 11/27/2023 02:51:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসন থেকে আবারও নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার।
তিনবার নৌকার প্রার্থী হলেন তিনি। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এই তালিকায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসন সংখ্যা নীলফামারী-১ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকারকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল বের করেন আ.লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নীলফামারী-১ আসনে নৌকার মাঝি হতে চায় ১১ জন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, November 25, 2023 | 11/25/2023 02:30:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন।
তারা এমপি হতে কেন্দ্রের নীতি-নির্ধারকদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ করছেন। মনোনয়ন প্রত্যাশীর মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাবেক-বর্তমান নেতা, সাবেক-বর্তমান সংসদ সদস্য, আইনজীবী রয়েছেন। ডোমার-ডিমলা নিয়ে গঠিত নীলফামারী-১ আসন।
এ আসনে বর্তমান এমপি আফতাব উদ্দীন সরকার ছাড়াও এই আসন থেকে দলের মনোনয়নপত্র নিয়েছেন আরও ১০ জন। সবাই এগিয়ে আছেন সমানতালে। আসনটি গত দুই নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল। এবারও নিজেদের দখলে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান এমপি ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার।
তিনি ছাড়াও এ আসনে দলের মনোনয়নপত্র নিয়েছেন, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহশিক্ষাবিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম বাবুল, সাবেক রাষ্ট্রদূত আমিনুল ইসলাম সরকার, ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল হক ও মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মঞ্জুর আলম নাহিদ।

সৈয়দপুরে শার্পের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, November 20, 2023 | 11/20/2023 09:14:00 PM

স্টাফ রিপোর্টার : নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা শার্পের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৯ নভেম্বর) বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশেষ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন।
সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১০ জন রোগীর বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয় এবং ৩৫ জন রোগীর ছানি অপারেশন করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোস্তাহার-উল আলম, ইপিসি জনাব আব্দুস সালাম সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, শার্প সংস্থা সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে বোতলাগাড়ী ইউনিয়নে ০৬টি চক্ষু ক্যাম্পে প্রায় ১০০০ চোখের রোগীকে বিনামূল্যে বিভিন্ন ব্যবস্থাপত্র প্রদানসহ ১৮৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয় ।